হৃদয়জুড়ে তুমি পর্ব ৫

হৃদয়জুড়ে তুমি পর্ব ৫
লেখিকাঃদিশা মনি

সিমা অনেক রাত পর্যন্ত জেগে ইহানের জন্য অপেক্ষা করছিল। কিন্তু ইহানের আসার কোন নামগন্ধ ছিল না। অনেক সময় অপেক্ষায় থাকতে থাকতে সিমার চোখ লেগে যায়। একটু চোখজোড়া বন্ধ করে যখনই ঘুমাতে যাবে তখনই একটা বিশ্রী গন্ধ তার নাকে এলো।

সিমার বমি চলে আসল। তাই সে উঠে বসল। চোখ খুলতেই ইহানকে নিজের চোখের সামনে দেখতে পেলো সিমা। ইহানকে দেখে বোঝা যাচ্ছিল সে স্বাভাবিক নয়। সম্ভবত মদ খেয়ে নেশা করে এসেছে। রাগে ক্ষোভে সিমা বলে,
‘আপনি ড্রিংক করে এসেছেন কেন? সরুন এখান থেকে। আপনার মুখ থেকে খুব বাজে গন্ধ আসছে।’
সিমার কথা শুনে ইহান হাসে। তার হাসিও ভয়ানক দেখাচ্ছিল। হাসতে হাসতেই সিমার কোলে ঢোলে পড়ে ইহান। অতঃপর সিমার গালে হাত দিয়ে বলে,

আরও গল্প পড়তে এখানে ক্লিক করুন 

‘তোমাকে দেখে মনে হচ্ছে অন্ধকারের রাণী। কি কালো তুমি। এই কালো মেয়েটাকে আমায় বিয়ে করতে হয়েছে ভেবে আমারও বমি আসে। আই জাস্ট হেট ইউ।’
সিমার আজ অনেক দিন পর মন আবার খারাপ হয়ে যায়। কলেজের একটি বাজে ঘটনা ঘটার পর থেকে সিমা ঠিক করেছে আর কোনদিন নিজের রূপ নিয়ে ভাববে না। সৃষ্টিকর্তা যেভাবে সৃষ্টি করেছে সেভাবেই সন্তুষ্ট থাকার প্রত্যাশা নিয়ে ছিল সে। মন দিয়েছে নিজেকে প্রতিষ্ঠা করার। অতঃপর বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেছে৷ কয়েকদিন পর ইঞ্জিনিয়ারও হয়ে যাবে।

তবে আজ অনেক দিন পর আবার সিমার মনে নিজেকে নিয়ে সামান্য বিতৃষ্ণার জন্ম হলো। মনে হলো, গায়ের রং কালো হওয়ার সত্যিই সে বোধহয় সে ইহানের যোগ্য নয়। যাইহোক নিজের এই অহেতুক ভাবনাকে আর খুব বেশি গুরুত্ব দিল না সিমা।
ইহান ততক্ষণে জ্ঞান হারিয়েছে। ইহানকে বিছানায় ভালো করে শুইয়ে দিল। নিজে বিছানা থেকে উঠে গেল। নিজের সব ব্যাগপত্র গুছিয়ে নিল। আজই এই বাড়ি থেকে চলে যাবে বলে সিদ্ধান্ত নিল সিমা।

এত অপমানিত হওয়ার পর আর এখানে থাকার বিন্দুমাত্র ইচ্ছে নেই সিমার। সে তো এখানে এসেছিল গায়ের রং যে কিছু নয়–এই কথাটা ইহান ও তার মাকে বোঝাতে। দূর্ভাগ্য, তারা বুঝল না। কিছু মানুষকে বোঝাতে যাওয়াও এক ধরনের মূর্খতা সেটা আজ অনুধাবন করতে পারল সিমা। তাই সিমা ভাবল,

‘কে কি ভাবলো, সেটা নিয়ে আমি আর মাথা ঘামাবো না। আমি তো নিজের গুণ দিয়ে ইঞ্জিনিয়ার হতে পেরেছি। এখন তাহলে আমার কি প্রয়োজন সামান্য দুজন মানুষের কাছে নিজেকে প্রমাণ করার? আমি কি এতটাই নগণ্য? নিজের পায়ে দাড়িয়েছি আমি। এখন বাকি জীবনটাও নিজের মতো করে কা*টাতে পারব।’
এমন ভাবনা করেই খান ভিলা থেকে বিদায় নিল সিমা। যাওয়ার আগে রায়হান খানকে বলে যেতে চেয়েছিল। কিন্তু তিনি ঘুমিয়ে ছিলেন জন্য আর বিরক্ত করল না। কাউকে কিছু না জানিয়েই চলে এলো।

সিমাকে এত রাতে বাড়ি ফিরতে দেখে অবাক হয়ে যান সাজ্জাদ চৌধুরী। নিজের মেয়েকে তিনি জিজ্ঞেস করেন,
‘সবকিছু ঠিকঠাক আছে তো সিমা? তুই এভাবে এত রাতে,,’
সিমা নিজের বাবাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। সবসময় নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সিমা কান্নারত অবস্থায় বলে,

‘তোমার মেয়ে যে কালো হয়েছে এটাই তার অপরাধ। তাই তো কারো ভালোবাসা পাবে না সে, তাকে দেখলে নাকি মানুষের বমি পায়।’
সাজ্জাদ চৌধুরী নিজের মেয়ের কষ্টটা বুঝতে পারেন। সিমাকে গভীর ভাবে আলিঙ্গন করে বলেন,
‘আমাকে ক্ষমা করে দিস সিমা। আমারই ভুল ছিল এভাবে তোকে বিয়ে দেওয়া। তবে তুই যেটা ভাবছিস সেটা একদম ভুল। তোর আম্মুর গায়ের রংও তোর মতোই ছিল। যৌবনকালে আমি ছিলাম অনেক বেশি সুদর্শন। তবুও যে সেই কৃষ্ণাঙ্গী তরুণী মানে তোর মায়ের মায়ায় জড়িয়ে পড়ি। বিয়ে করে আনি তাকে। জানিস আমার আম্মু-আব্বু, আত্মীয়-স্বজন সবাই নাখোশ ছিল এই বিয়েতে। শুধুমাত্র তোর মায়ের গায়ের রং কালো ছিল জন্য। কিন্তু আমি সবাইকে অগ্রাহ্য করে তোর মায়ের সাথে সংসার করতে থাকি। আমার বাড়িতে তোর মাকে অপমানিত হতে হতো জন্য আমি আলাদা একটি ফ্ল্যাট কিনে সেখানে থাকতে শুরু করি। আর তারপর,,,,’

সিমার খুব আগ্রহ ছিল তার বাবা-মায়ের ব্যাপারে জানার জন্য। সিমা তার বাবাকে জিজ্ঞেস করে,
‘আব্বু বলো না আম্মুর আর তোমার ব্যাপারে আরো কিছু। আমি তোমাদের ব্যাপারে জানতে চাই।’
সাজ্জাদ চৌধুরী অতীতের কথা ভেবে বলেন,
‘তোর আম্মুর ব্যাপারে যতই বলি কম হয়ে যাবে। সে যে আমার হৃদয়হরিণী। প্রথম দেখাতেই যে স্থান করে নিয়েছিল আমার হৃদয়জুড়ে।’
অতঃপর সাজ্জাদ চৌধুরী সিমাকে তার অতীতের ব্যাপারে বলা শুরু করেন।

অতীত সমাচার~~
সাজ্জাদ চৌধুরীর জন্য তার পরিবার থেকে মেয়ে দেখতে এসেছে। সবাই বেশ আগ্রহী ছিল বউ দেখার জন্য। এমন সময় একটি মেয়ে মাথা অব্দি ঘোমটা দিয়ে সবার সামনে উপস্থিত হয়। সাজ্জাদ চৌধুরীর চাচি মেয়েটিকে ঘোমটা তুলতে বলেন। মেয়েটি কিছুতেই ঘোমটা তুলছিল না। লজ্জা পাচ্ছিল। তবে কিছু সময় পর সবার জোড়াজুড়িতে ঘোমটা তোলেন। সাজ্জাদ চৌধুরীর নজরে তখনই পড়ে সুমাইয়া নামের মেয়েটিকে। যার গায়ের রং ছিল নিকষ কালো। তবে সেই কালো চেহারাতেও কেমন যেন একটা মায়া মায়া ভাব ছিল যা সাজ্জাদ চৌধুরীকে আকর্ষিত করে।
সাজ্জাদ চৌধুরীর বাবা-মা সবাই প্রচণ্ড অপমান করে ঘটককে। তারা সুমাইয়ার সামনেই বলে,

‘মেয়েটা এমন জানলে কখনো দেখতে আসতাম না। এমন কালো মেয়েকে আমাদের ছেলের পাশে মানায় না। আমাদের ছেলের কি কোন কমতি আছে যে এই মেয়েকে বিয়ে করবে?’
সবার সামনে এভাবে অপমানিত হয়ে সুমাইয়া কেদেই দেয়। সুমাইয়ার সেই ক্রন্দনরত মুখশ্রী দেখে খুব কষ্ট পায় সাজ্জাদ চৌধুরী। কিছুতেই ভুলতে পারছিল না সেই মুখ। অতঃপর বাড়িতে ফিরেই নিজের মা-বাবাকে সাফ জানিয়ে দেয় বিয়ে করলে ঐ মেয়েকেই করবে নাহলে নয়।

সাজ্জাদ চৌধুরীর মা-বাবা রাজি ছিল না। সাজ্জাদ চৌধুরীও জেদ করে ছিলেন।অবশেষে তার জেদের কাছে হেরে গিয়ে সুমাইয়ার সাথেই তার বিয়ে দেওয়া হয়। বিয়ের পর সুমাইয়াকে নিয়ে সুখেই ছিলেন সাজ্জাদ চৌধুরী। সুমাইয়া দেখতে যেমনই হোক তার গুণের অভাব ছিল না। অনেক ভালো রান্না করতে পারত,পড়াশোনাতেও ভালো ছিল। সুমাইয়ার ইচ্ছা ছিল ডাক্তার হওয়ার। সাজ্জাদ চৌধুরী এই কথাটা জানতে পেরে তাকে ডাক্তারি পড়ার সুযোগ করে দেয়। সুমাইয়া মেডিকেলে চান্সও পায়। সংসার সামলেই পড়াশোনা করছিল সুমাইয়া। কিন্তু সাজ্জাদ চৌধুরীর মা-বাবা সুমাইয়ার পড়াশোনা মেনে নিতে পারে না। নানাভাবে তারা কথা শোনাতে থাকে। শেষে বাধ্য হয়ে সাজ্জাদ চৌধুরী স্ত্রীকে নিয়ে আলাদা হয়ে যান।

তারা দুজনে যথেষ্ট খুশি ছিলেন। এরমাঝেই তারা জানতে পারে তাদের সংসারে নতুন অতিথি আসতে চলেছে। এতে তাদের সুখের আর সীমা ছিল না৷ তবে কথায় আছে না বেশি সুখ কপালে সয়না, এক্ষেত্রেও তেমনটাই হয়েছিল। সুমাইয়ার কথায় সাজ্জাদ চৌধুরী নিজের মা-বাবার সাথে সব ঝামেলা মিটিয়ে নেয় এবং সুমাইয়াকে নিয়ে বাড়িতে ফিরে আসে।

এটাই ছিল তার জীবনের সবথেকে বড় ভুল। সুমাইয়ার তখন প্রেগ্ন্যাসির নয় মাস চলছিল। সাজ্জাদ চৌধুরী অফিস চলে যাওয়ার পর হঠাৎ সুমাইয়ার লেবার পেইন শুরু হয়। সুমাইয়া চিৎকার করে তার শ্বশুর শাশুড়িকে ডাকতে থাকে কিন্তু তারা কেউ এগিয়ে আসে না। সেই সময় মুঠোফোন ফোন ছিল না, টেলিফোন ছিল। তবে সুমাইয়ার অবস্থা এতটাই বেদনাদায়ক ছিল যে সে টেলিফোন অব্দি যাওয়ার অবস্থায় ছিল না। সাজ্জাদ চৌধুরীর মন কেমন করায় তিনি অফিস থেকে তাড়াতাড়িই বাড়ি ফিরে আসেন। এসে এই হৃদয় বিদারক দৃশ্যের সাক্ষী হন। ততক্ষণে সুমাইয়ার অবস্থা অনেক বেঈ খারাপ হয়ে গেছিল৷ সাজ্জাদ চৌধুরী তাকে নিয়ে দ্রুত ছুটে হাসপাতালে যায়। কিন্তু অনেক দেরি হয়ে গেছিল৷ ডাক্তার বলেছিল,

‘ওনার গর্ভে যমজ বাচ্চা আছে। একটা বাচ্চা থাকলে হয়তো কোন অসুবিধা হতো না কিন্তু দ্বিতীয় সন্তান জন্ম দেওয়ার সময়ই ওনার মৃত্যু হয়েছে।’
সাজ্জাদ চৌধুরী নির্বাক হয়ে যান। নিজের প্রিয়তমা স্ত্রীকে এভাবে হারিয়ে সম্পূর্ণ দিশেহারা হয়ে যান। নিজের বাবা-মার প্রতি তার রাগ হয়৷ নিজেদের রাগ আর ক্রোধে তারা এতটাই অন্ধ ছিল যে এমন অমানবিক কাজ করল৷ তখন থেকেই সাজ্জাদ চৌধুরী তার বাবা-মায়ের সাথে সব সম্পর্ক ত্যাগ করে।

নিজের ছোট মেয়ের প্রতিও তার রাগ ছিল। কারণ তার মনে হয়েছিল তাকে জন্ম দিতে গিয়েই সুমাইয়া মারা গেছে। তাই তিনি নিজের ছোট মেয়েকে সুমাইয়ার ভাইয়ের কাছে দিয়ে আসেন। সুমাইয়ার ভাইয়া-ভাবি বিয়ের অনেক বছর পরেও বাবা-মা হতে পারেনি। তাই বাচ্চাটিকে নিজের মেয়ের মতোই মানুষ করতে থাকেন তারা। সাজ্জাদ চৌধুরী কখনো সেই মেয়ের কোন খোজ নেন নি।

হৃদয়জুড়ে তুমি পর্ব ৪

বর্তমান,
সিমার কান্নার গতি আরো বেশি বৃদ্ধি পেয়েছে। সে এতো কিছু আগে জানতো না, এটাও জানত না যে তার একটা যমজ বোনও আছে। আজ যেন একসাথে অনেক গুলো ধাক্কা খেল সে।

হৃদয়জুড়ে তুমি পর্ব ৬