হৃদয় নিবাসে তুই পর্ব ৩৫

হৃদয় নিবাসে তুই পর্ব ৩৫
লেখনীতেঃভূমি

সকাল সকাল ঘুম ভাঙ্গতেই বিছানায় নিজের পাশে রক্তিমকে আবিষ্কার করল অদ্রিজা।গতকাল রাতে তাড়াতাড়িই ঘুমিয়ে গিয়েছিল সে।তখন রক্তিম ফিরেই নি।হয়তো ঘুমানোর পরই এসেছিল রক্তিম।ঝাপসা চোখে রক্তিমের ঘুমন্ত মুখের দিকে তাকিয়েই হাসল। চোখজোড়া স্থির রেখে রক্তিমের মুখ চোখ গভীর ভাবে পরীক্ষণ করল।কাঁপা হাতে রক্তিমের কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিতেই ঘুমন্ত রক্তিম সজাগ হলে বোধ হয়।চোখজোড়া সেভাবে বন্ধ রেখেই কপালে চেপে ধরল অদ্রিজার হাতটা।ঘুম জড়ানে গলায় বলে উঠল,

‘ ঘুমিয়ে আছি বলে সুযোগের সৎ ব্যবহার করে ফেলছেন?’
অদ্রিজা ভ্রু জোড়া কুঁচকাল।হাতটা একটানে রক্তিমের হাত থেকে ছাড়িয়ে নিয়েই উঠে বসল দ্রুত।গম্ভীর গলায় বলল,
‘ না, দেখছিলাম ছেলেদের চুল সরানোর অনুভূতি কেমন হয়।ভবিষ্যৎ হাজব্যান্ডের ঘুমন্ত অবস্থায় এভাবে চুলে হাত বুলাব।দারুণ না আইডিয়াটা?’
কথাটা বলেই ঠোঁট টিপে হাসল অদ্রিজা।রক্তিম চোখ মেলে চাইল এবার।ভ্রু নাচিয়েই বলে উঠল,
‘ ভবিষ্যৎ হাজব্যান্ড? সে আর আপনার জীবনে আসবে না।সে আশা ঝেড়ে ফেলুন খুব দ্রুত।নয়তো আপসোস করবেন।’

আরও গল্প পড়তে আমাদের গ্রুপে জয়েন করুন

অদ্রিজা কড়া চাহনিতে চাইল।অপূর্ব চোখজোড়ায় গাম্ভীর্য ফুটিয়েই গুরুগম্ভীর চাহনি ফেলল রক্তিমের দিকে।হাতজোড়া বুকে ভাজ করেই কঠিন গলায় বলল,
‘ কেন? আপসোস করব কেন? আপনার থেকেও শতগুণ ভালো হাজব্যান্ড পাব আমি।দেখবেন। আপনার মতো অসহ্যকর একটা লোকের সাথে দিন কাঁটাতে হবে না এটা ভেবেই দারুণ লাগছে।মনটা ফুরফুরে লাগছে।আহ!আমি, আমার বেবি আর আমার ভবিষ্যৎ হাজব্যান্ড!দারুণ একটা সংসার হবে।’

রক্তিম প্রথমবার মজা হিসেবে উড়িয়ে দিলেও এবার মুখচোখ গম্ভীর হলো।ঘুমে ফোলা চোখজোড়া জোর করেই মেলে রেখে অদ্রিজার দিকে শান্ত নিশ্চলভাবে চেয়ে থাকল।ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করল,
‘ পেয়ে গেছেন নাকি ভবিষ্যৎ হাজব্যান্ড?আপনার খুশি দেখে তো মনে হচ্ছে ভবিষ্যৎ হাজব্যান্ডকে আজই বিয়ে করে বর্তমান হাজব্যান্ড বানিয়ে নিবেন।’

অদ্রিজা হাসল।অগোছাল চুলগুলো হাত দিয়ে খোঁপা করতে করতেই ঠোঁট টিপে হেসে বলল,
‘ উহ!পাই নি এখনো।খোঁজ চলছে।পেয়ে গেলেই টুপ করে বিয়ে করে প্রেজেন্ট হাজব্যান্ড বানিয়ে নিব।দিহান বেচারা নেহার সাথে চিপকে না গেলে আপনার কথা অনুযায়ী দিহানকেই বিয়ে করে নিতাম।এক মুহুর্তও দেরি করতাম না।ও আমায় আগলে রাখত বলুন?অনেক ভালোবাসত।অন্তত আপনি নামক অসহ্যকর লোকটার মতো তো না।’

রক্তিম আরেক দফা ভ্রু কুঁচকাল।আশ্চর্যজনক ভাবে অদ্রিজার কথাবার্তায়, আচরণে অদ্ভুত পরিবর্তন দেখে বিস্ময় খেলে গেল চোখমুখে। কথা বলার সময় আগে যে রাগ, ক্ষোভ, ঘৃণা থাকত আজ সেটা নেই।দৃষ্টিতে অদ্ভুত রহস্য।ঠোঁটের কোণে তাচ্ছিল্য নেই।কথার উত্তরেই মিষ্টি হাসছে।হঠাৎ এই পরিবর্তন?এক রাতে কি হয়ে গেল হঠাৎ?সকাল সকাল ঘুম থেকে উঠেই অদ্রিজার এমন অদ্ভুত আচরণ?রক্তিম ভাবল।ভীষণ গুরুতর ভাবে ভাবল। কিন্তু কোন উত্তর পেল না।কপাল কুঁচকে অদ্রিজার দিকে বার কয়েক চেয়ে থাকতেই অদ্রিজা ভ্রু নাচাল।ঠোঁট বাঁকিয়ে বলল,
‘ কি হলো?কষ্ট হচ্ছে?চিন্তা নেই।আপনিও কাউকে বিয়ে করে ফেলবেন আরকি!আমাকে তো ভালোবাসেননি। তাকে ভালোবাসবেন।খু্ব করে। বাসবেন না?’

রক্তিমের দৃষ্টি আরো সরু হলো।গম্ভীর গলায় বলে উঠল তৎক্ষনাৎ,
‘ সমস্যা কি আপনার?সকাল সকাল বিয়ে, হাজব্যান্ড নিয়ে পড়লেন কেন?অদ্ভুত!’
অদ্রিজা ঠোঁট কাঁমড়ে হাসল।মুখচোখে হাসির রেশ ফুটিয়েই বলে উঠল,
‘ কেন? অদ্ভুত কেন?চুক্তি হোক বা স্বাভাবিক আপনার সাথে আমার বিয়েটাতো হয়েছে। আপাদত আমি তো আপনার স্ত্রী। আপনার চাওয়াগুলো পূরণ করা আমার উচিত নয় রক্তিম?আপনিই তো এত কষ্ট করে দিহানকে আকুতি মিনতি করে বলেছিলেন। তো আমার উচিত না আপনার ইচ্ছের মূল্য দেওয়া?আপনার ইচ্ছেটা পূরণ করা?তাই ভাবলাম, দিহান না হোক অন্য কোন ছেলেকে এক্সেপ্ট করাই যায়। আমার ভবিষ্যৎ হাজব্যান্ড হিসেবে!’

রক্তিমের চোয়াল শক্ত হলো।ফর্সা মুখটা লাল রক্তিম হয়ে উঠল মুহুর্তেই।অদ্রিজার দিকে টানটান নজরে তাকিয়েই বুঝার চেষ্টা চালাল কিছু।কিন্তু কিছুই বুঝা গেল না। হতবিহ্বল চাহনি নিয়ে তাকিয়ে থেকেই গমগমে কন্ঠে শুধাল,
‘ আপনি শুধু শুধুই এত সব স্বপ্ন দেখে ফেলছেন!কেউ আসবেও না আপনার জীবনে, আর কেউ আপনার হাজব্যান্ডও হবে না।সো এক্সেপ্ট আর কাকেই করবেন? আপনি মিথ্যে স্বপ্ন দেখতেই পারেন।আমি আপাদত কিছু মনে করছি না।’
অদ্রিজা হাসল।ভ্রু নাচিয়ে বলল,

‘ মনে করেননি?তাহলে চোখমুখের হঠাৎ এই পরিবর্তন? রাগে থমথমে হয়ে গেলেন যে মিঃ রক্তিম মাহমুদ?নিজের স্ত্রী অন্য কাউকে নিয়ে ভাববে বলে?সমস্যা কি ভাবলে?এমনিতেও তো ডিভোর্সটা হয়েই যাবে আপনার সাথে তাই না?’
রক্তিম রাগল।চোখমুখে দেখা গেল প্রখর দৃষ্টির চমৎকার রেশ। অদ্রিজার দিকে ফিরে কানের কাছে দাঁত দাঁত চেপে বলে উঠল,
‘ বারবার ডিভোর্সের কথা বলেন কেন?আশ্চর্য!ডিভোর্সটা হবে না।আপনি শুধু শুধুই এসব নিয়ে পড়ে আছেন।আর এসব বলে আমাকে বিরক্ত করছেন শুধুশুধু!’

অদ্রিজা তীক্ষ্ণ চাহনিতে তাকাল।মুখচোখে ভীষণ প্রখর দৃষ্টি ফুটিয়েই রক্তিমের কলার টেনে ধরল।দাঁতে দাঁত চেপে বলল,
‘ মোটেই না!আগামী একমাসের মধ্যে দেখবেন হুট করেই কোন একদিন বিয়ে করে নিয়েছি।আপনার শখ আমি অন্য কোন পুরুষের অধীনে থাকি।শখটা পূরণ করা দরকার নয়?’
রক্তিম দাঁতে দাঁত চাপল।অদ্রিজার চোখে চোখ রেখেই বলল,

‘ স্টুপিড!আপনাকে এখন স্যরি বলা উচিত এসবের জন্য?স্যরি বলা দরকার?তাই এমন স্টুপিডের মতো ঐসব কথা আমার সামনে তুলর ধরছেন? আমায় ইচ্ছে করেই জ্বালাচ্ছেন? ‘
রক্তিমের কথাগুলো শুনেই ঠোঁট টেনে হাসল অদ্রিজা।রক্তিমের কলার ছেড়ে দিয়ে কপালে আসা অগোছাল চুল গুলো কানের পেঁছনে গুঁজে নিয়েই বিছানা ছাড়ল।ওয়াশরুমের দিকে পা বাড়াতে বাড়াতেই বলে উঠল,
‘ উফফস!স্যরি নয়, স্যরি নয়। অন্যকিছু বলতে হবে।বলে ফেললেই কাহিনী ক্ষতম।আমি আর আপনাকে জ্বালাব না।প্রমিজ!’

রক্তিম ভ্রু কুঁচকাল।অদ্রিজার কথাবার্তায় তার মতোই উৎফুল্ল, ছাড়াছাড়া ভাব।তার রকমই হেসে হেসে কথা বলা।তাকে কপি করছে?বুঝে উঠল না।বিছানায় থমথমে মুখে বসেই ভাবতে লাগল কাহিনী আসলে কি। অদ্রিজা রাগছে না কেন আজ?বারংবার মুখে সেই চমৎকার হাসিই বা কেন?কথাগুলো ভেবে ভেবেই কয়েকমিনিট পার করে দিল।অদ্রিজা ওয়াশরুম থেকে বের হয়ে আসতেই শান্ত গলায় প্রশ্ন ছুড়ল,
‘ আমায় কপি করছেন আপনি?আমার কথার ভঙ্গি কপি করছেন?এত ইজিলি, উৎফুল্লভাবে কথা বলছেন?অন্যদিন তো কথায় কথায় রেগে, ক্ষেপে যেতেন।’

অদ্রিজা ফর্সা মুখে হাসি ফুটাল সঙ্গে সঙ্গেই।ঠোঁট টেনে বলল,
‘ধরুন আপনি এতদিন যে সত্যটা আই মিন আমার যে দুর্বলতাটা জেনে আমাকে এত উৎফুল্ল ভাবে ইজিলি জ্বালিয়ে যেতেন, ঠিক তেমনই কোন দুর্বলতা আমিও পেয়ে গেছি।তাই আরকি।’
রক্তিম কপাল কুঁচকাল।দুর্বলতা?কথাটা ভাবতেই মাথায় এল অদ্রিজার প্র্যাগনেন্সির কথাটাই।নিজের সন্তানের প্রতি সবাই দুর্বল।অদ্রিজা কি সেই দুর্বলতার কথাই বলছে?সেই দুর্বলতার কথা জেনেই হঠাৎ এই পরিবর্তন?বুঝল না রক্তিম। দ্বিধান্বিত চাহনিতে তাকিয়েই বলল,

‘ কি দুর্বলতা?আপনার প্র্যাগন্যান্সির কথা বুঝাতে চাইছেন? আমি আমার সন্তানের প্রতি দুর্বল এটা জেনে গেছেন?এটা জানার কি আছে?প্রত্যেক বাবাই তো তার সন্তানের প্রতি দুর্বল হবে। তাই না?হেয়ালি না করে বলে ফেলুন কোন দুর্বলতার কথা বলেছেন।’
অদ্রিজা ঠোঁট টিপে হাসল।রুম থেকে বেরিয়ে যেতে যেতেই বলল,
‘ উহ নাহ!অন্য কোন দুর্বলতা।ভাবুন।’

টেবিলের উপর দুই দুটো ধোঁয়া উঠা চায়ের কাপ।একপাশে অদ্রিজা অন্যপাশে সুইটহার্ট বসা।অদ্রিজা একটা চায়ের কাপ সুইটহার্টের দিকে এগিয়ে দিয়েই মুখ ফুলিয়ে বলে উঠল,
‘ তুমি কিন্তু কিছু বলবে না সুইটহার্ট!ঐ বেয়াদপ লোকটা আমার দুর্বলতা জেনে ও বারংবার আমাকে ফিরিয়ে দিয়েছে।কাঁদিয়েছে।অপমান করেছে।আমি তার শোধ নিতে চাই।বলবে না কিন্তু। বললে কিন্তু তোমার সাথে কথা অফ সুইটহার্ট।’

সুইটহার্ট হাসল।বলল,
‘ আহারে!বেচারার প্রতি এখনো তোমার রাগ কমল না।’
‘ রাগ কমবে কেন?কমার প্রশ্নই আসছেেনা সুইটহার্ট!আমি উনাকে বারংবার বলেছি আমি উনাকে ভালোবাসি।তাও উনি আমার সেই কথাটার মূল্য দেয়নি।তাচ্ছিল্য করে ফিরিয়ে দিয়েছিল।বরং যখন জানল আমি উনাকে ভালোবাসি উনি গা ছাড়া ভাবে আমার সাথে দিনের পর দিন গা জ্বালানো কথা বলে গিয়েছে।উনি তো কখনো আমায় ভালোবাসে বলেনি সুইটহার্ট। আমি বলেছি।এখন যদি আবার উনার কাছে নিজ থেকে বলতে যাই ভালোবাসি তাহলে উনি আবারও ভাব নিবেন সুইটহার্ট।এবার কিন্তু আমি আর ভালোবাসি বলব না যতদিন না উনি স্বীকার করবেন।’
সুইটহার্ট মিষ্টি হেসেই বলে উঠল,

‘ শুধু মুখে ভালোবাসি বললেই কি ভালোবাসা হয়ে যায় অদ্রি?অনেক সময় মুখে না বলেও, কখনো প্রকাশ না করেও ভালোবাসা বুঝানো যায়।’
অদ্রিজা সূক্ষ চাহনিতে তাকিয়ে রইল।হয়তো!না বলেও বুঝানো যায়। কিন্তু ঐ যে!অপমানটা সেখানেই সাংঘাতিক, দিহানকে কেন আগলে নেওয়ার জন্য আকুতি জানিয়েছে রক্তিম?কেন!কথাটা ভাবতেই রাগে কান গরম হয়ে উঠল।মুখচোখ লাল হলো।ভেতরে থাকা নরম মনটা বলল, নাহ! কিছুতেই না।রক্তিমকে কিছুতেই এমনি এমনিই ক্ষমা করে দেওয়া যায় না।আগে সে স্বীকার করবে। নয়তো কিছুতেই মানা হবে না রক্তিম নির্দোষ।

রক্তিমদের বাসার সিঁড়ি পর্যন্ত পৌঁছোতেই নিজের ঠিক দুইধাপ উপরের সিঁড়িতে রায়মানকে চোখে পড়ল অত্রিয়ার।দীর্ঘকার লম্বা, চওড়া শরীরের মানুষটিকে দেখে নিয়েই অত্রিয়া দাঁত কেলিয়ে হাসল। ধপাধপ করেই দুই ধাপ সিঁড়ি একলাপে পার করেই রায়মানের সামনে গিয়ে দাঁড়াল। মুচকি হেসেই চঞ্চল কন্ঠে বলে উঠল,
‘ হ্যালো রায়মান ভাইয়া।কেমন আছেন?’
রায়মান মুখ নামিয়ে নিজের সামনে পিচ্চি দেখতে মেয়েটার দিকে চাইল।নজর সরু করেই পা থেকে মাথা পর্যন্ত নিরীক্ষন করেই মৃদু হাসল।ঠোঁট চওড়া করে বলল,

‘ ভালোই আছি।তুমি?’
অত্রিয়া খিলখিলিয়ে হাসল।ভ্রু উঁচিয়ে বলল
‘ আপনি?আপনি এখানে কেন?তা আগে বলুন।’
‘ প্রশ্নটা তো আগে আমিই করলাম।উত্তরটা তুমি আগে দিবে।তারপর আমি।’
অত্রিয়া ঠোঁট উল্টাল।
‘ উফফস!কথাটাতো প্রথমে আমিই বলেছি আপনার সাথে।সুতারাং উত্তরটা আগে আমারই প্রাপ্য।চটফট বলে ফেলুন, এখানে কেন?বিয়ের কার্ড দিতেেএসেছেন?ইনভাইট করতে এসেছেন আপুদের?দেখি, আপনার বিয়ের কার্ডটা।কোথায়, দিন না, দেখি।’

রায়মান হতাশ হলো।চোখ ছোট ছোট করে অত্রিয়ার দিকে তাকিয়ে রইল কিছুটা সময়।তাকে কিছু বলতে না দিয়েই অনবরত বলতে থাকা মেয়েটাকে একটুও বিরক্ত মনে হলো না।বরং মুখ চেপে হাসি আসল।মেয়েটা সত্যিই পিচ্চি। নয়তো কি এভাবে কিছু বলার সুযোগ না দিয়েই বকে যেত?ঠোঁট চেপে হেসেই অত্রিয়ার দিকে তাকিয়ে বলে উঠল,
‘ অপরপাশে কোন ব্যাক্তি যে আছে ভুলেই যাও নাকি।কিছু বলার সুযোগ দেওয়া তো উচিত অপরপাশের মানুষটাকে অত্রি।’
‘ দিলাম তো সুযোগ।বিয়ের কার্ডটা দেখালেন না ভাইয়া।দেখালে কি আপনার বিয়েতে নজর পড়ে যাবে?’
রায়মান ভ্রু নাচিয়ে বলল,

‘ কে জানে!নজর লাগলেও লাগতে পারে।আমার দিকে ড্যাবড্যাব করে তাকিয়ে থেকে থেকে তো নজর লাগিয়ে দিলে।যদি বিয়েতেও নজর লাগিয়ে দাও। সাংঘাতিক ব্যাপার স্যাপার হয়ে যাবে।বিয়েটা যদি ভেঙ্গে যায়।’
অত্রিয়া মুখ ফুলাল।ঠোঁট উল্টে নিয়েই বলল,
‘ তার মানে আপনার বিয়েটা হয়ে যাচ্ছে?বিয়েটা করে নিচ্ছেন আপনি?পাত্রী কে?’
রায়মান চাপা হাসল।দাঁত কেলিয়ে বলল,

‘ আর কতকাল একা থাকব বলো।বিয়ে করা কি অনুচিত হয়ে যাবে? ‘
অত্রিয়া মুখটা আরোও ফুলাল।গম্ভীর গলায় বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে রেখে বলল,
‘ পাত্রী কে জিজ্ঞেস করলাম তো।’
রায়মান হু হা করে হাসল এবার। মৃদু গলায় বলল,
‘ তুমিই বোধ হয়।’

হৃদয় নিবাসে তুই পর্ব ৩৪

কথাটা বলেই সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল রায়মান।অত্রিয়া ড্যাবড্যাব করে তাকিয়ে রইল। ঠোঁটে ঠোঁট চেপে দাঁড়িয়ে রইল।রায়মান যে এতক্ষন মজা নিচ্ছিল বুঝতে পেরেই মুখ কালো করল।এত্ত অভদ্র!ছোট্ট মনটায় একমুহুর্তের জন্য এভাবে ঝড় তুলে দেওয়া কি উচিত হয়েছে ঐ শ্যামপুরুষের!অভদ্র!চরম মাপের অভদ্র!

হৃদয় নিবাসে তুই পর্ব ৩৬