এক মুঠো কাঠগোলাপ পর্ব ৭ || অনেক কষ্টের গল্প

এক মুঠো কাঠগোলাপ পর্ব ৭
তানজিল মীম

“ভয়ে আধমরা হয়ে তাকিয়ে আছি আমি রিয়াদ স্যারের দিকে’!!এই জন্যই বলে জালদি কা কাম শয়তানকা হতাহে’!!আর যে বলেছিল যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় সেও যে কথাটা ভুল কিছু বলে নি তা হারে হারে টের পাচ্ছি আমি’!!কিন্তু কথা হলো কেন যে বার বার আমিই এই বাঘের খপ্পরে পড়ি বুঝি না ধুরর’!!টিপ টিপ চোখে আবারো তাকালাম আমি রিয়াদ স্যারের দিকে উনিও তাকিয়ে আছে আমার দিকে’!!তবে রেগে আছে কিনা বুঝতে পারছি না’!!একপ্রকার ভয়ে ঘাবড়ে গিয়ে কাঁপা কাঁপা গলায় বললাম আমিঃ

——–“সরি স্যার বিশ্বাস করুন আমি ইচ্ছে করে কিছু করি নি,,একটু তাড়াতাড়ি যেতে গিয়ে এমনটা হয়ে গেছে…
———“তুমি কোন জিনিসটা ইচ্ছে করে করো বলতে পারো আমায়…(রেগে)
———“ইয়ে মানে….
———“তুমি আবার ইয়ে মানে তে চলে গেছো…
———“সরি স্যার…
“বলেই উঠে যেতে নিলাম আমি সাথে সাথে আবারো হাত পিছলে স্যারের উপর পড়ে গেলাম আমি’!!সাথে সাথে স্যার বলে উঠলেনঃ
———“তুমি কি আমার কোমড় ভাঙার জন্যই আজকে ভার্সিটি এসেছো ইডিয়েট (চেঁচিয়ে)
“রিয়াদ স্যারের চেঁচানো শুনে ভয়ে আঁতকে উঠলাম’!!
———“সরি স্যার সরি সরি….
“বলেই তাড়াতাড়ি উঠে পরলাম আমি’!!তারপর স্যারও ধীরে ধীরে উঠে দাঁড়ালেন’!!তারপর শার্ট যারতে যারতে বললোঃ
———“ক্লাস শেষে তোমায় আমায় রুমে দেখতে চাই মিস লাউডস্পিকার”….
“বলেই হন হন করে চলে গেলেন উনি’!!আমায় কিছু বলার সুযোগই দিলেন না উনি’!!আজকেও কপালে কান ধরাই লেখা আছে মনে হয়’!!ধুর কেন যে বার বার ওনার সাথেই ধাক্কা লাগে আমার বুঝি না বাপু….
“হর্ঠাৎই মাথায় আসলো আমার’!!

———“আরে তানজু তুই দাঁড়িয়ে আছিস কেন স্যার তো তোর আগেই ক্লাসে ঢুকে পড়বে ভেবেই আবারো দৌড় দিলাম আমি’!!
“আবারো দরজার কাছে আসতেই দুজনের মুখোমুখি হয় রিয়াদ আর তানজু’!! তানজু দু বার সরি বলে তাড়াতাড়ি নিজের জায়গায় বসে জোরে জোরে শ্বাস ফেলতে শুরু করে’!!
———“যাক বাবা আজকে টাইম মতো আসতে পারছি…..

আরও গল্প পরতে ভিজিট করুন

“এদিকে পুরো ক্লাস রুমের স্টুডেন্টরা অবাক চোখে তাকিয়ে আছে আমার দিকে’!!হয়তো কারোই বিশ্বাস হচ্ছে না আমি আজকে টাইম মতো চলে এসেছি….
“আমি জোরে জোরে শ্বাস ফেলে দিহান ওদের দিকে তাকাতেই দেখলাম সবাই হা হয়ে তাকিয়ে আছে’!!এতে আমি অবাক হয়ে বললামঃ
———“কি হলো তোরা এইভাবে হা হয়ে তাকিয়ে আছিস কেন এর আগে দেখিস নি নাকি আমায়….
“দিহান আমার দিকে তাকিয়ে থেকে ওর হাতটা এগিয়ে দিয়ে বললোঃ
——–“দোস্ত একটা চিমটি কাট তো….
——–“কি…
———“আরে বুঝতে পারছিস না চিমটি কাট….
——–“কেন?
——–“আগে কাট না তারপর বলছি….
——–“আগে বল তা না হলে দিবো না….
———“দোস্ত আমি কোনো স্বপ্ন দেখছি না তো…
———“কি….
———“আমার বিশ্বাস হচ্ছে না তুই আজকে টাইম মতো আসছিস….
“একটু ক্ষিপ্ত মেজাজ নিয়ে বললামঃ
———“তোর বিশ্বাস হচ্ছে না….
———“না রে তার জন্যই তো তোকে বললাম..
“আর কিছু বলতে পারলো না দিহান তার আগেই “আআআআ” বলে চিৎকার দিয়ে উঠলো সে’!!কারন তানজু তার হাতে জোরে চিমটি দিয়ে দিয়েছে….

“দিহানের চিৎকার শুনে স্যার সহ সবাই তাকালো দিহানের দিকে’!!রিয়াদ স্যার বলে উঠলেন ওঁকেঃ
———“কি হলো দিহান তুমি চিৎকার দিলে কেন?
———“ইয়ে মানে স্যার…
———“তুমিও তোমার বান্ধবীর মতো ইয়ে মানে মানে করো…
———“না মানে স্যার একটা মশা কামড় দিয়েছে তাই আর কি….
———-“তাই এত জোরে চিৎকার দিয়েছো….
———“আসলে স্যার অনেক বড় মশা ছিল তো তাই…
“দিহানের কথা শুনে হাসলো সবাই!!আর দিহান চুপ করে সবার হাসি দেখতে লাগলো’!!
.
“সবার হাসি শুনে রিয়াদ স্যার বলে উঠলেনঃ
———“সাইলেন্ট….
“তারপর মনোযোগ দিলো সে তার পড়ায়….
.
“সবাই চুপ হয়ে যাওয়া দেখে বলে উঠলাম আমি দিহানকেঃ
——–“কি দোস্ত এখন বিশ্বাস হয়েছে…
———“হুম খুব দোস্ত….
“হাসলো হৃদয়, আরিফা,রিতু সাথে আমিও….
!!
“অন্যদিকে রিয়াদ তানজুদের এত হাসাহাসি দেখে কিছুই বুঝতে পারছে না সে’!!কিন্তু ভিতরে ভিতরে রেগে গেছে এই মেয়েটা যে কেন এত হাসাহাসি করে বুঝে না রিয়াদ….

“ক্যান্টিনে বসে ছিলাম আমরা সবাই’!!এমন সময় ফাস্ট ইয়ারের একটা মেয়ে এসে বললো আমায়ঃ
———“আপু তোমায় রিয়াদ স্যার ডেকেছে….
“সাথে সাথে বুকের ভিতর দক করে উঠলো আমার’!!হায় রে স্যার আমায় যেতে বলেছিল আমি তো ভুলে গেছি’!!এখন কি করি….
“কোনোকিছু না ভেবেই তুমুল বেগে দৌড়ে ক্যান্টিন থেকে বের হলাম আমি’!!হায় রে কোনোভাবে সকালের দেখা স্বপ্নটা সত্যি হয়ে যাবে নাকি না না ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আমার….
.
“এদিকে দিহান,হৃদয়, আরিফা আর রিতু চারজনই অবাক হয়ে বললোঃ
——–“ব্যাপারটা কি হলো….(আরিফা)
——–“কি জানি(হৃদয়)
———“নিশ্চয়ই আবারও কিছু করেছে ও( দিহান)
———“আমার ও তাই মনে হয় ( রিতু)
“তারপর চারজন একসাথে বলে উঠলঃ
———-“তুই আর ঠিক হবি না তানজু….
———“না না স্যার যেন কি নামে ডাকে ওকে(রিতু)
”তারপর আবারো চারজন একসাথে বলে উঠলঃ
—–তুই আর ঠিক হবি না ”লাউডস্পিকার”….
“ক্যান্টিন কাঁপিয়ে হাসলো চারজন…..

“রিয়াদ স্যারের রুমের বাহিরে দাঁড়িয়ে আছি আমি’!!ভিতরে ঢুকবো কি ঢুকবো না বুঝতে পারছি’!!একরাশ ভয় নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে বলে উঠলাম আমিঃ
———“আসবো স্যার….
———-“হুম আসো….
———“সরি স্যার আসলে আমি ভুলে গিয়েছিলাম আপনি আমায় আসতে বলেছিলেন….
———“এত ভুলে যাও কেন তুমি….
“কিছু বলবো তার আগেই রিয়াদ স্যার বলে উঠলেনঃ
———“একদম ইয়ে মানে মানে করবে না…
“আমি অবাক বুঝলো কেমনে….?
।।
“চেয়ারে বসে কিছু কাগজ পএ গোছাচ্ছে রিয়াদ খুব মনোযোগ দিয়ে’!!যেন তার সামনে কেউ আছে তা সে দেখতে পাচ্ছে না’!!সে তার মতো কাজে করে যাচ্ছে…..
.
“একরাশ বিরক্ত মাখা মুখ নিয়ে দাঁড়িয়ে আছি আমি’!!আশ্চর্য স্যার তো কিছু বলছেন না এখন কি করি’!!একবুক সাহস নিয়ে বলে উঠলাম আমিঃ
———“বলছিলাম স্যার….
———“ফ্যানটা ছাড়ো তো লাউডস্পিকার (না তাকিয়েই)
“এদিকে রিয়াদ স্যারের কথা শুনে চোখ বড় বড় হয়ে গেল আমার’!!আমি অবাক হয়ে বললামঃ
———-“জ্বি স্যার…..
———-“ফ্যানটা ছাড়ো প্রচুর গরম লাগছে….
———“ঠিক আছে স্যার….
“এই বলে চলে গেলাম আমি ফ্যানের সুইচটার কাছে’!!ফ্যান ছেড়ে দিয়ে স্যারের সামনে এসে বললাম আমিঃ
———“স্যার ছেড়ে দিয়েছি…
———“এটা কি করলে তুমি(ধমক দিয়ে)
“স্যারের ধমক শুনে কেঁপে উঠলাম আমি’!!
———“কি করেছি আমি…..
———“তোমার জন্য আমার সব কাগজ পএ উড়ে গেছে তাড়াতাড়ি ওগুলো গুছিয়ে নিয়ে আসো আমার কাছে….

———–“আমি কি করলাম স্যার আপনি তো….
———–“শ্যাট আপ,তাড়াতাড়ি ফ্যান অফ করে কাগজগুলো উঠাও বলছি(রেগে)
“আমিও কোনো উপায় না পেয়ে ফ্যানটা অফ করে সব কাগজ গুলো নিচ থেকে উঠাতে লাগলাম’!!বিরক্ত লাগছে খুব সাথে রাগও হচ্ছে কিন্তু কিছু করতে পারছি না আমি’!!
——“নিজেই তো ফ্যান ছাড়তে বললো এখন ফ্যান ছাড়ার ফলে তার সব কাগজ উড়ে পড়েছে নিচে এতে আমার দোষ কোথায়’!!সব ওনার দোষ’!!হনুমান একটা খালি খালি আমায় দিয়ে কাজ করাচ্ছে’!!স্যার বলে কি মাথা কিনে নিলো নাকি ধুরর……(মনে মনে)
———–“কি হলো ঝিমচ্ছো কেন?
“রিয়াদ স্যারের কথা শুনে হকচকিয়ে উঠলাম আমি’!!তারপর চটজলদি কাগজগুলো উঠিয়ে স্যারের সামনে নিয়ে বললামঃ
——–“এই যে স্যার…
———“হুম…
– আবারো রিয়াদ স্যার মনোযোগ দিলো’ তার কাজে’!!আর আমি তার পাশে দাঁড়িয়ে রইলাম’!!আর অপেক্ষা “কখন যাবো আমি বাহিরে”…
“কিছুক্ষন পর……
”এখনও দাঁড়িয়ে আছি আমি’!!কিছু বলবো তাও বলতে পারছি না’!!আবারো একবুক সাহস নিয়ে বলে উঠলাম আমিঃ
———–“বলছিলাম কি স্যার…
———–“একগ্লাস পানি নিয়ে আসো তো “লাউডস্পিকার”….
“ধুর ছাই আমায় তো কিছু বলতেই দিচ্ছে না’!!হতাশ হয়ে চলে গেলাম আমিু সামনের জগ থেকে পানি ঢালতে….
“এদিকে রিয়াদ তানজুকে জ্বালাতন করতে পেরে তার খুব ভালো লাগছে’!সে জানে তানজু কি বলতে চায় তাকে’!!তাই তো এত বাহানা…
“হাসলো রিয়াদ!

এক মুঠো কাঠগোলাপ পর্ব ৬

———-“স্যার পানি….
“একগ্লাস পানি রিয়াদের সামনে এগিয়ে দিয়ে বললো তানজু’!!রিয়াদ তানজু দিকে না তাকিয়েই বললোঃ
———-“টেবিলের উপর রাখো…
———-“ঠিক আছে স্যার….
———-“শোনো একটা কাজ করো আমার সব কাগজ গুলো ওই আলমারির উপর রাখো’!!
———-“আমি স্যার….?
———-“হুম তুমি…
———-“কিন্তু ওটা তো অনেক উঁচুতে স্যার…..
———-“চেয়ার পেতে উঠো…
———“যদি পড়ে যাই….
———“পড়বে না আর পড়লে আমি তো আছি তাই না….. (নিচু স্বরে)
———-“কি বললেন স্যার…..
———“কিছু না তাড়াতাড়ি কর এরপর তোমার ছুটি….
“ছুটির কথা শুনেই খুশি লাগলো মনে’!!আমি উওেজিত কন্ঠে বলে উঠলামঃ
———-“এক্ষুনি রাখছি স্যার….

এক মুঠো কাঠগোলাপ পর্ব ৮