এক মুঠো কাঠগোলাপ পর্ব ৬ || অনেক কষ্টের গল্প

এক মুঠো কাঠগোলাপ পর্ব ৬
তানজিল মীম

“অবাক চোখে তাকিয়ে আছে রিয়াদ তানজুর দিকে’!!কারন তানজু গাড়ি থেকে নেমে তাদের সামনে থাকা একটা খোলা মাঠের মাঝখানে দাঁড়িয়ে ছোট ছোট ছেলেমেয়েদের সাথে লাফালাফি করছে আর বৃষ্টিতে ভিজছে’!!অপলকভাবে তাকিয়ে আছে রিয়াদ তানজুর দিকে’!!ঠোঁটে রয়েছে তার মিষ্টি হাসি’!!এই মুহূর্তে রিয়াদের কাছে তানজুকে একটা ছোট্ট বাচ্চা ছাড়া কিছু মনে হচ্ছে না’!!কে বলবে এই মেয়ে অর্নাস থার্ড ইয়ারে পড়ে’!!মনে তো হচ্ছে টু বা থ্রির কোনো স্টুডেন্ট’!!এই মেয়ে যে সত্যি পাগল এটা বুঝতে বাকি নেই রিয়াদের’!!মুখ থেকে অটোমেটিক বেরিয়ে আসলো তারঃ
———পাগলী “প্রিয়সী”….

“এই মুহুর্তে রিয়াদেরও ইচ্ছে করছে বৃষ্টিতে ভিজতে’!!কিন্তু আবার ভাবছে না থাক’!!আবারো মনোযোগ দিলো রিয়াদ তানজুর দিকে’!!একটা সাদা রঙের সেলোয়ার-কামিজ পড়ে আছে তানজু’!!চুলগুলো খোলা যেগুলো বৃষ্টির পানিতে ভিজে শরীর লেপ্টে ছড়িয়ে ছিটিয়ে আছে তানজুর’!!ঠোঁট দুটো কাঁপছে তানজুর যা একদমই চোখ এড়াই নি রিয়াদের’!!চোখ বন্ধ করে নিলো রিয়াদ’!!এক অদ্ভুত শিহরিত অনুভূতি বয়ে যাচ্ছে রিয়াদের ভিতর দিয়ে’!!যেন আবারো সেই প্রথম দিনের মাতাল করা মায়ায় জড়ানোর অনুভতি’!!কিছু একটা চোখের সামনে ভেসে আসছে রিয়াদের’!!রিয়াদ তার বুকের বাম পাশে হাত রাখলো আবারো সেই বুক কাঁপানো ফিলিংস’!!রিয়াদ মুচকি হাসলো’!!চোখ বন্ধ করে ভাবলো সে’!!সেই মায়াবী চোখ,নেশালো ঠোঁট,চোখে এক অদ্ভুত মায়া যেটা গ্রাস করেছে রিয়াদকে’!!দু-হাত ভর্তি সাদা রঙের কাঁচের চুরি,কোমড় ছড়িয়ে যাওয়া ঘন কালো লম্বা চুল,পড়নে তার সাদা রঙের জর্জেট শাড়ি,সাথে হাতে তার “এক মুঠো কাঠগোলাপ”?সেটা মনোমুগ্ধকর বানিয়ে দিয়ে ছিল রিয়াদকে’!!আনমনেই হাসলো রিয়াদ…..

আরও গল্প পরতে ভিজিট করুন

“হর্ঠাৎই কারো ঠান্ডা হাতের স্পর্শে হাল্কা কেঁপে উঠল রিয়াদ’!!সাথে সাথে সে তার কল্পনার রাজ্য থেকে বেরিয়ে চোখ খুলে তাকালো’!!চোখ খুলতেই বলে উঠল তানজুঃ
———“উফ স্যার তাড়াতাড়ি চলুন ঠান্ডায় জমে যাচ্ছি আমি….
“হকচকিয়ে উঠলো রিয়াদ’!!তানজু ভিজে একদম একাকার হয়ে গেছে’!!চোখ মুখ দিয়ে এখনও টপ টপ করে পানি পড়ছে তার’!!রিয়াদ এখনও তাকিয়ে আছে তানজুর চোখের দিকে’!!
“রিয়াদ স্যারের ভাবনার মাঝখানে আবারো বলে উঠলাম আমিঃ
———“কি হলো স্যার কোথায় হারিয়ে গেলেন বলুন তো…..
———“হ্যাঁ না এসব কি অবস্থা করেছো তুমি নিজের….
———-“হি হি কি বলুন তো স্যার বৃষ্টি বরাবরই পছন্দের আমার আর যদি বৃষ্টির ভিতর বাচ্চারা লাফালাফি করে তাহলে তো আর কথাই নেই ওদের সাথে না ভিজলে আমার ভালো লাগে না তাই দূর থেকে যখন দেখলাম বাচ্চাগুলো বৃষ্টিতে ভিজছে তখন আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না তাই আর কি এখন একটু তাড়াতাড়ি চলুন স্যার শীত করছে তো….

———-“ও হ্যাঁ বলেই গাড়ি স্টাট দিলো রিয়াদ’!!
“রিয়াদ স্যার গাড়ি স্টাট দিতেই বাচ্চাগুলো জানালার কাছে এসে বললো আমায়ঃ
———-“আবার আসবে কিন্তু আপু…
“আমিও মুচকি হেঁসে বললামঃ
———-“নিশ্চয়ই আজকে তাহলে আসি টাটা সবাইকে…
———-“টাটা আপু….
———-“টাটা….
“এখনও বৃষ্টি পড়ছে বাহিরে’!!এদিকে ঠান্ডা লাগছে খুব তাড়াতাড়ি বাসায় না পৌঁছালে’!!না জানি আজকে আম্মু কি বলে?
———–“বৃষ্টিকে খুব ভালোবাসো বুঝি…
“আচমকা রিয়াদ স্যারের মুখে এমন কথা শুনে হকচকিয়ে উঠলাম আমি’!!তারপর মুচকি হেঁসে বললামঃ
———–“ভিষণ,আপনি বাসেন না স্যার…
———-“হুম বাসি তো…
———-“তাহলে ভিজলেন না কেন?
———-“বৃষ্টিতে ভিজলেই বুঝি বৃষ্টিকে ভালোবাসা যায় তাছাড়া যায় না নাকি…
———-“না তা হবে কেন?
———-“স্পর্শ না করেও ভালোবাসা যায় “প্রিয়সী”….
———-“কি বললেন স্যার….
“এমন প্রশ্ন শুনে চমকে উঠলো রিয়াদ’!!বুঝে গেছে রিয়াদ মুখ ফসকে ভুল কিছু বলে ফেলেছে সে’!!কথা ঘুরানোর জন্য বলে উঠল সেঃ

———“কই কিছু না তো…
———“না স্যার আমি স্পষ্ট শুনলাম ”প্রি” দিয়ে কিছু একটা বললেন আপনি….
———-“তোমার মাথা বলেছি….
———-“এটা কিন্তু ঠিক না স্যার আপনি কথা ঘুরাচ্ছেন….
———-“তুমি অযথা মাথা ঘামাচ্ছো কেন “লাউডস্পিকার”….
———-“আপনি আবার আমায় লাউডস্পিকার বলেছেন… ?
“বিনিময়ে রিয়াদ কিছু বললো না শুধু হাসলো’!!
……
“এদিকে রিয়াদ স্যারের হাসি দেখে মুখ ভার করে বসে রইলাম আমি গাড়িতে……
________________________________
– ??????? ???? ????, ????? ???? ???????…..
– ?????? ??????? ?? ?? ??? ??????, ????? ?? ?? ???? ?? ?????….
– ? ????? ?? ???????, ? ??????? ??? ????, ? ???? ?? ????? ???? ??? ?? ?????, ? ??? ??? ?? ?????, ? ????? ?????? ?? ???? ?????? …….
— ”???? ? ?????????…..シ︎

“নিজের বিছানায় বসে হাতে গিটার নিয়ে গানটা গাইছে রিয়াদ’!!এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে তার ভিতর’!!তার সাথে বাহিরে মুসুলধারে বৃষ্টি বইছে’!!বেলকনির জানালা ভেদ করে সাদা পর্দাকে উপেক্ষা করে ঠান্ডা শীতল মেশানো বাতাস আসছে রিয়াদের রুমে’!!সেই বাতাস রিয়াদের মনকেও উপসারিত করছে ভীষণ’!!চোখ বন্ধ করে পরিবেশটাকে অনুভব করছে রিয়াদ’!!যেন এক অদ্ভুত শিহরণে আঁটকে যাওয়া মনোভাব’!!এমন সময় কফি হাতে রিয়াদের রুমে প্রবেশ করলো রিয়াদের বড় বোন আফরিন’!!ভাইকে হর্ঠাৎ এতোটা খুশি হতে দেখে অবাক হয় সে’!!তবে তার ভাইয়ের গাওয়া গানটা তার কাছেও ভালো লাগছে খুব তাই কফি হাতে চুপটি করে দাঁড়িয়ে আছে সে’!!
“বেশ কিছুক্ষণ পর…..
“রিয়াদ তার গিটার বাজানো বন্ধ করে দিলো’!!সাথে গান গাওয়াটাও’!!চোখ খুলে সামনে বড় বোনকে দেখে অবাক হয়ে বলে সেঃ
——–“আপু তুই….
“হর্ঠাৎই ভাইয়ের মুখে এমন কথা শুনে আফরিন মুচকে হেঁসে এগিয়ে যায় রিয়াদের দিকে’!!কফিটা রিয়াদের হাতে নিয়ে বিছানায় বসলো সে’!!রিয়াদও খুশি মনে কফিটা হাতে নিয়ে রাখলো তার বিছানার পাশে থাকা টেবিলের উপর’!!আফরিন তার কফিতে চুমুক দিতে দিতে বললোঃ
———-“খুব খুশি খুশি মনে হচ্ছে ভাই…
———-“মানে….
———–“না হর্ঠাৎ গিটার হাতে গান গাচ্ছিস আবার মুচকি মুচকি হাসছিস কারো প্রেমে ট্রেমে পড়লি নাকি ভাই….

———-“ধুর,কি যে বলো তুমি আপু….
———-“তার মানে তুই কারো প্রেমে পড়িস নি…
———-“একদমই না আপু….
———-“তাহলে গান গাচ্ছিস কেন,আর গানের মাঝে হাসছিলি বা কেন?
———-“আরে আপু ওটা তোবএমনি,জাস্ট ভালো লাগছিল তাই আর কি….
———“সত্যি বলছিস….
———“হুম….
———-“মনে তো হচ্ছে না ভাই…
“বিনিময়ে রিয়াদ কিছু বলতে পারলো না’!!ভাইয়ের চুপ হয়ে যাওয়া দেখে আফরিনও আর কিছু বলে নি’!!মুচকি হেঁসে রুম থেকে বেরিয়ে যেতে নেয় সে’!!আর যাওয়ার আগে বলেঃ
———-“চালিয়ে যা ভাই….
———“ধুর আপু তুমি যা ভাবছো এমন কিছুই নয় সত্যি বলছি আমি…
——–“ঠিক আছে ভাই…
“বলেই হাসতে হাসতেই চলে যায় আফরিন’!!মনে হয় না সে রিয়াদের কথা বিশ্বাস করেছে’!!এদিকে আফরিন যেতেই রিয়াদ নিজেই নিজেকে বললোঃ
——–“Do you Love her Riyad….
———-“মটেও না……
———-“সত্যি সত্যি তো….
“হাসলো রিয়াদ’!!কি চলছে তার মনে সেটা রিয়াদ নিজেও জানে না’!!আবারো গিটার বাজাতে লাগলো রিয়াদ’!!সাথে বাহিরের ঝিরিঝিরি বৃষ্টির আওয়াজ……..

“রাত_৯ঃ০০টা…..
“কাঁথা মুড়ি দিয়ে বিছানা লেপ্টে শুয়ে আছি আমি’!!সত্যি আজকের দিনটা ভালোও কাটলো শুধু সকালের টা বাদে’!!হর্ঠাৎই টেবিলের উপর চোখ গেল আমার’!!কারন টেবিল জুড়ে রয়েছে আমার ব্যাগের ভেতর থাকা সব জিনিসপএ’!!কিছুক্ষন আগেই আম্মু সব রেখে গেছে’!!কারন ব্যাগটা ভিজে গেছে অনেকটা’!!টেবিলের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছি আমি’!!হর্ঠাৎই চোখ গেল আমার স্যারের দেওয়া সেই পা ব্যাথার মলমটার দিকে’!!পায়ে ব্যাথা এখনও আছে’!!তার ওপর বৃষ্টিতে লাফালাফি করছি এতে আরো ব্যাথা করছে এখন’!!হুট করেই বিছানা থেকে উঠে বসলাম আমি’!!টেবিল থেকে মলমটা হাতে ঘুরাচ্ছি আমি’!!
——–“টিউবলাইট আসলেই হয়তো খুব ভালো’!!কিন্তু বার বার কান ধরায় কেন আমায়’!!আরো তো কতো শাস্তি আছে’!!কিন্তু হনুমানটা শুধু কান ধরিয়ে রাখে’!!কিন্তু যাই বলো হনুমানটাকে দেখতে কিন্তু খুব সুন্দর’!!এই তানজু তুই কি আবার বাকি মেয়েদের মতো ক্রাশ ট্রাশ খাইলি নাকি?এই না না কিসব উল্টো পাল্টা ভাবছিস তুই তানজু,তুই একটা পাগল, সত্যি পাগল,আসলে সবাই যে তোকে পাগল বলে এমনি এমনি বলে না এইজন্যই বলে….
“নিজের কথা শুনে নিজেই হাসছি আমি’!!

———“ধুর ফালতু একটা….
———-“কে ফালতু বোন…
“আচমকা অপূর্ব ভাইয়ার মুখে এমন কথা শুনে হকচকিয়ে উঠলাম আমি’!!হাতে মলমটা লুকিয়ে নিলাম কাঁথা ভাজে’!!তারপর হাল্কা হেঁসে বললামঃ
———-“কেউ না তো….
———“তাহলে বললি কেন?
———“ওটা তো এমনি বলছি,তুমিও না সবকিছু নিয়ে প্রশ্ন কর….
——–???
——–“ওভাবে তাকানোর মতো কিছু বলিনি কিন্তু ভাইয়া….
———“তোর জন্য চকলেট এনেছিলাম কিন্তু এখন ভাবছি দিবো না….
———-“এটা কিন্তু ঠিক নয় ভাইয়া,কারো জন্য কিছু নিয়ে আসলে তাকে সেটা দিতে হয় তুমি জানো না(রাগ করে)
“আমার রাগ দেখে ভাইয়া হাল্কা হেঁসে মাথায় হাত দিয়ে বললোঃ
———“ওটা তো এমনি এমনি বলেছিলাম বোন….
———“হুহ আমি তো জানি তাহলে চকলেট দেও আমায়(হাত বারিয়ে দিয়ে)
“ভাইয়া আমার কাজ দেখে হেঁসে চকলেট দিলো আমার হাত’!!আমিও খুশি হয়ে চকলেট গুলো হাতে নিয়ে বললামঃ
———“থ্যাংকু ভাইয়া….
“হাসলো অপূর্ব!তারপর কিছুক্ষন বোনের সাথে গল্প করে চলে যায় সে’!!
.
“ভাইয়া যেতেই কাঁথা থেকে মলমটা বের করে পায়ে হাল্কা মালিশ করে আমি ঘুম’!!

———-“তুমি আজকেও দেরি করে ক্লাসে এসেছো ”লাউডস্পিকার”!!
“একপ্রকার রেগে কথাটা বললো রিয়াদ স্যার’!!ওনার কথা শুনে মাথা নিচু করে বললাম আমিঃ
———-“সরি স্যার…
———“What সরি আজকে তোমাকে এর জন্য অনেক বড় শাস্তি পেতে হবে তুমি এক পা তুলে দু-কান ধরে দাঁড়িয়ে থাকবে….
———“প্লিজ সরি স্যার ভুল হয়ে গেছে’!!
———“ওয়েট এটাও করবো না তোমার সাথে এখনই তোমার জন্য একটা মোটা ইনজেকশন আনছি আমি’!!তারপর সেটা পুস করে দিবো তোমার হাতে….
“স্যারের কথা শুনে ভয়ে কাঁপা কাঁপা গলায় বললাম আমিঃ
———“সরি স্যার এমনটা করবেন না প্লিজ আমার ইনজেকশনে খুব ভয় হয়….
———“তার জন্যই তো দিবো যাতে এই শাস্তির কথা মনে করে তুমি আর কাল থেকে দেরি করে না আসো….
———-“প্লিজ স্যার এমন করবেন না আমি কাল থেকে আর দেরি করে আসবো না….
———-“আজকে তোমার কোনো কথাই শুনবো না,ডাক্তার ইনজেকশন পুস করুন তাড়াতাড়ি ওর হাতে….
———-“ওকে স্যার….
———-“এই না না প্লিজ প্লিজ স্যার এমন করবেন না….
———-“ওর কথা একদম শুনবেন না….

এক মুঠো কাঠগোলাপ পর্ব ৫

“বলেই ডাক্তার একটা মোটা ইনজেকশন বের করলো সাথে ভয়ে আঁতকে উঠলাম আমি’!!দৌড়ে পালাবো এর আগেই রিয়াদ স্যার চেপে ধরল আমায়’!!ডাক্তার আমার কাছে এসে ইনজেকশন পুস করতে যাবে এর আগেই জোরে চিৎকার দিয়ে বিছানা থেকে উঠে বসলাম আমি’!!ঘড়ির কাটায় ৯ঃ০০ বাজে…..
——–“উফ তার মানে স্বপ্ন দেখছিলাম আমি’!!কি ভয়ংকর স্বপ্ন’!! না না আজকে যে করেই হোক স্যার ঢোকার আগে আমায় ক্লাসে ঢুকতেই হবে’!!
“ভেবেই দৌড়ে ওয়াশরুমে ঢুকে পড়লাম আমি’!!কোনোভাবে ফ্রেশ হয়ে নিচে নেমে না খেয়েই দৌড়ে বের হলাম বাসা থেকে’!!অবশ্য যাওয়া আগে আম্মু আর ভাইয়া বলেছিল খাবার খেয়ে যেতে’!!কিন্তু আমি সময় নেই বলেই পালিয়ে এলাম….

“রিকশা থেকে নেমে সোজা ভার্সিটির গেট টপকে দৌড়ে আসছি আমি’!!কোনোভাবেই চাচ্ছি না লেট করে রুমে যেতে’!!সিঁড়ি বেয়ে ঝড়ের গতিতে উপরে উঠছি আমি’!!আর এই ঝড়ের গতি ফেলে দিলো আমায় মহা বিপদে’!!কারন বেশি জোড়ে দৌড়াতে গিয়ে কারো সাথে খাই ধাক্কা আচমকা এমনটা হওয়াতে সেও তাল-সামলাতে না পেরে যায় নিচে আর আমি তার উপরে…..
“নিচের ব্যক্তিকে দেখে চোখ আমার রসগোল্লা’!!
———“হায় রে এখন কে বাঁচাবে তোকে ‘লাউডস্পিকার’ থুড়ি তানজু….?

এক মুঠো কাঠগোলাপ পর্ব ৭