আমি তোমার গল্প হবো পর্ব ৬ || লিখা: জাহান আরা

আমি তোমার গল্প হবো পর্ব ৬
লিখা: জাহান আরা

সন্ধ্যায় শবনম অশ্রু বিন্দুর রুমে গেলো।ওদেরকে পড়াবে এখন।
শবনমের কিছুটা ভয় লাগছে।আগে কখনো কাউকে পড়ায় নি,কোনো অভিজ্ঞতা নেই শবনমের।তার উপর যেই একটা মহাপ্রলয় বাসায় এসে হাজির,কে জানে কোনো ভুল দেখতে পেলে কি করে।
লেখাপড়ার ব্যাপারে শবনমের ভীষণ আগ্রহ।তাই শ্রাবণের কথা শুনে কোনো চিন্তাভাবনা না করেই রাজী হয়ে গেছে।

অশ্রু বিন্দু তখন পুতুল পুতুল খেলছিলো।শবনমকে রুম ঢুকতে দেখে দুই বোন ভ্রু কুঁচকে তাকালো।
শবনম ওদের সামনে গিয়ে বললো,”চলো পড়তে বসবে,পড়া শেষ করে আবার খেলা।”
শবনমের কথা শেষ হবার আগেই দুই বোন দৌড়ে বের হয়ে গেলো রুম থেকে।পিছন পিছন শবনম ও গেলো ওদের ধরতে।
প্রলয় কাঁথা মুড়ি দিয়ে বসে বসে ল্যাপটপে কাজ করছে।
হঠাৎ করে অশ্রু বিন্দুকে দেখে জিজ্ঞেস করলো,”কি হয়েছে?”
“আমরা আজকে পড়বো না মামা,আজকে তুমি এসেছো,আজকে আমাদের আনন্দের দিন।আজকে কোনো পড়ালেখা হবে না।”

পিছন পিছন শবনম ও এসে হাজির হলো প্রলয়ের রুমে।শবনম কে দেখে প্রলয় ভ্রু কুঁচকালো।তারপর বললো,”এখন তোদের ম্যাডাম আছে,আমি আর কি বলবো বল।ম্যাডাম কে বল যা বলার।”
দুই বোন অসহায়ের মতো তাকালো শবনমের দিকে।শবনমের খুব মায়া হলো।কিন্তু লেখাপড়া সবার আগে,এটা নিয়ে শবনম ছাড় দিতে রাজী নয়।তাই বললো,”আজ তোমরা স্কুলেও যাও নি,এখন পড়তে ও যদি না বসো তবে বিষয় টা কেমন হবে বলো? চলো,পড়তে চলো।”
মুখ ভার করে দুইবোন শবনমের পিছন পিছন চললো।
“এখন যদি পড়া শেষ করো তাহলে তোমাদের আমি একটা গল্প শোনাবো পড়ার পর।”
গল্পের কথা শুনে দুই বোন আগ্রহী হলো।
পড়ার টেবিলে বসে শবনম প্রথমে বাংলা বই হাতে তুলে নিলো।

আরও গল্প পড়তে আমাদের গ্রুপে জয়েন করুন

রাহেলা বানু ছেলের রুমের দরজার সামনে এসে দেখেন প্রলয় এক মনে ল্যাপটপে কিছু করছে।রাহেলা বানু দরজার সামনে থেকে জিজ্ঞেস অওরলেন,”আসবো?”
মাথা না তুলে প্রলয় বললো,”এসো মা।”
বিছানার উপর বসে রাহেলা বানু ছেলের দিকে তাকালেন।এক মুখ দাড়ি-গোঁফ নিয়ে ছেলে বসে আছে।মাথার চুল কাঁধ ছাড়িয়ে গেছে।
তার দেবদূতের মতো ছেলের কেমন কেমন ছন্নছাড়ার মতো হয়ে গেছে।
ছেলের দিকে তাকিয়ে কোমল স্বরে বললেন,”তুই চুলদাড়ি কাটছিস না কেনো?
কেমন সন্নাসী সন্নাসী লাগে তোকে।”
প্রলয় মিষ্টি করে হেসে বললো,”তুমি বললে কাটবো মা।”

রাহেলা বানুর বুক কেঁপে উঠলো ছেলের হাসি দেখে।এতো বেশি সুন্দর কেনো ওর হাসি?
“পাঞ্জাবি পরেছিস যে আবার হঠাৎ করে?জুম্মাবার ছাড়া তো পাঞ্জাবি পরিস না কখনো। ”
“ঠিক করেছি এবার থেকে পাঞ্জাবি গায়ে দিবো মা।আজকে পাঞ্জাবি পরে আরাম পেয়েছি।”
“মা আমি একটু বাহিরে থেকে ঘুরে আসছি।”
রাহেলা বানুকে আর কিছু বলার সুযোগ না দিয়ে প্রলয় বের হয়ে গেলো ল্যাপটপ অন রেখেই।।
ল্যাপটপের ওয়ালপেপারের দিকে তাকালেন রাহেলা বানু।মুহুর্তেই তার কলিজা মোচড় দিয়ে উঠেলো।বন্যার একটা ছবি ওয়ালপেপার দেওয়া।একেবারে জীবন্ত একটা ছবি।যেনো ওখানেই বসে আছে বন্যা। তাকিয়ে আছে মায়ের দিকে।

বন্যার কি চোখ দুটো জলে টলমল করছে নাকি?
মেয়েটা কাঁদছে কেনো?
ব্যাকুল রাহেলা বানু উঠে গেলেন মেয়ের চোখ মুছে দেয়ার জন্য।
যতোই মোছার চেষ্টা করেন চোখের জল মোছা যায় না।বুকের ভিতর অসহ্য যন্ত্রণা অনুভব করেন রাহেলা বানু।
কোথায় গেলো বন্যা!
কেনো এভাবে চলে গেলো?
.
পড়ালেখার পর্ব শেষ করে শবনম সোফায় এসে বসেছে।
অশ্রু বিন্দু দুই বোন শবনমের পায়ের কাছে বসে আছে মোড়ায়।রাহেলা বানু টেবিলে খাবার সাজাচ্ছেন।
“এক দেশে ছিলো এক রাজকুমারী। রাজকুমারীর নাম ছিলো স্নো হোয়াইট।রাজকুমারী ছিলো খুবই সুন্দর। বরফের মতো সুন্দর হওয়ায় তার নাম রাখা হয় স্নো হোয়াইট। ”
“আন্টি,স্নো হোয়াইট কি তোমার মতো সুন্দর ছিলো?”
“না মা,আমার চেয়ে বেশি সুন্দর ছিলো।”
অশ্রু বললো,”না না,আন্টি হবে না,তুমি বেশি সুন্দর। ”
শবনম হেসে ফেলে ওদের এরকম কথা শুনে।কলিং বেলের শব্দ শুনে রাহেলা বানু শবনম কে ডেকে বলে দরজা খুলে দিতে।

শবনম উঠে গিয়ে দরজা খুলে দেয়।শবনমের সামনে দারুণ আছে সাদা পাঞ্জাবি পরা এক যুবক। চাপ দাড়ি,সাদা পাঞ্জাবি,মাথায় ঘন চুল,শবনমের বুক কেঁপে উঠলো।
শবনম কে হা করে থাকতে দেখে প্রলয় বললো,”এভাবে তাকিয়ে আছো কেনো বুয়া?
চিনতে পারো নি নাকি?
আমি প্রলয়,চুল কেটে এসেছি,গোফ দাড়ি ছোট করে এসেছি তাই চিনতে পারছো না মনে হয়। ”
প্রলয়ের মুখে বুয়া ডাক শুনে একটু আগে প্রলয়ের জন্য জন্মানো ভালোলাগা কিছুটা ফিকে হয়ে গেলো। বিরক্তিতে “চ” শব্দ করে শবনম সরে গেলো।
শবনম বুঝতে পারছে না এতো সুন্দর একজন মানুষের ব্যবহার এতো খারাপ কেনো?
প্রলয় সোজা নিজের রুমে চলে গেলো। তারপর একটা ট্রাভেল ব্যাগ এনে সবাইকে ডাকলো।
ব্যাগ থেকে দুটো ড্রেস,দু জোড়া জুতো বের করে অশ্রু বিন্দুর দিকে বাড়িয়ে দিলো।
সিনড্রেলার মতো জামা চাই বলে অনেক দিন আগে আবদার করেছে,আজ মামা তেমন জামা এনেছে দেখে দুই বোন খুশিতে লাফাতে লাগলো।

আমি তোমার গল্প হবো পর্ব ৫

একটা কমলা রঙের শাড়ি আর ব্যাগ বের করে মর্জিনার দিকে বাড়িয়ে দিয়ে বললো,”মর্জিনা বু,এবার খুশি তো।এবার কিন্তু কমলা রঙের শাড়ি এনেছি।”
মর্জিনা খুশিতে রাহেলা বানুকে টুপ করে সালাম করে ফেললো পায়ে হাত দিয়ে।
প্রলয় মর্জিনার দিকে তাকিয়ে বললো,”এটা কিন্তু ঠিক করো নাই বুবু,পায়ে হাত দিয়ে সালাম দেওয়ার কোনো বিধান নেই ইসলামে।এটা পুরোপুরি বিধান বহির্ভূত কাজ।মুসলমান মাথা নত করবে একমাত্র আল্লাহর কাছে।কাউকে খুশি করার জন্য আর কখনো এভাবে সালাম দিবে না।”
শবনমের ভীষণ ভালো লাগলো প্রলয়ের এরকম সোজাসাপটা কথা।
রাহেলা বানুর জন্য আনলো একটা ডায়মন্ডের একটা নেকলেস,সেই সাথে ম্যাচিং করে একটা সাদা আর সিলভার শাড়ি।

সবাইকে সব কিছু দিয়ে প্রলয় কিছুটা অপ্রস্তুত হয়ে গেলো। শবনমের জন্য কিছু আনা হয় নি।
শবনম বুঝতে পারলো প্রলয় বিব্রতবোধ করছে।
রাহেলা বানুকে বললো প্রলয়,”মা নতুন বুয়া নিয়েছো তা তো জানি না আমি,তাই কিছু আনা হয় নি।আমি কাল ওকে নিয়ে শপিং এ যাবো ভাবছি।”
“সমস্যা কি,যাস।আর বুয়া বুয়া করছিস কেনো,এটা কেমন অসভ্যতা প্রলয়?”
“দূর মা,ওই একই কথা।”
শবনমের কান লাল হয়ে গেলো প্রলয়ের এরকম কথা শুনে।এই লোক এতো বাজে কেনো?
কিছুতেই শবনম যাবে না এর সাথে।

আমি তোমার গল্প হবো পর্ব ৭