আসক্তি সিজন ২ পর্ব ৮

আসক্তি সিজন ২ পর্ব ৮
লেখায়ঃআফিয়া আজাদ নিঝুম

শান তড়িঘড়ি করে রেডি হয়ে নিচে নেমে আসে।আজ একটা জরুরী মিটিং পরে গেছে।সকাল সকাল রাফি ফোন করে জানায় সে ভীষণ অসুস্থ্য। বাধ্য হয়ে তাকে আজ ছুটি নিতে হয়।ফোন রাখার আগে রাফিকে বলে কষ্ট করে যেন গাড়ির চাবিটা বাড়িতে দিয়ে যায়।শান ডায়নিং এ বসে আপনমনে নাস্তা করেই চলছে সাথে বার বার ফোনের স্ক্রীন স্ক্রল করছে।পাখি ইনায়াহ্’র হাত ধরে গুটি গুটি পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে।চোখে পড়ে ডায়নিং এ খাওয়ারত শানের দিকে।

“চাচি ইনায়াহ্’র খাবার দাও।মেডিসিনের দেরি হয়ে যাচ্ছে “,এক প্রকার জোড়ে কথাটা বলে পাখি।মূহূর্তেই রাহেলা ছুটে আসে ডায়নিং এ।পাখির চিল্লিয়ে বলা কথাটা শানের কর্ণগোচর হতেই চোখ বন্ধ করে সে। আপন মনে বিড়বিড় করে বলে,”ম্যানারলেস”

আরও গল্প পড়তে আমাদের গ্রুপে জয়েন করুন

চোখ জোড়া খুলে পাখির দিকে তাকাতেই থমকে যায় শান।হার্টের কয়েকটা বিট যেন মিস হয়ে যায় ।পলকহীন চোখে চেয়ে দেখতে থাকে হাতের বাঁ পাশে দাড়ানো লাল জামা পরিহিতা পাখির দিকে।পাখি অপ্রস্তুত হয়ে যায় ভীষণভাবে।অনুভূতিগুলো এলোমেলো ভাবে ডানা ঝাপটানো শুরু করে।এদিক সেদিক নজর ঘুরিয়ে আবার শানের দিকে চেয়ে দেখে এখনো অপরিবর্তিত অবস্থাতেই চেয়ে আছে সে।
“শান বাবা…শান বাবা”

রাহেলার কথার দ্বিরুক্তিতে নিজেকে স্বাভাবিক রেখেই খুব সাবধানে দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে নেয় শান।কাউকে বুঝতে দেয় না সে খানিক পূর্বেও কি অবস্থায় ছিলো।আবারও ফোনটা স্ক্রল করতেই বুঝতেই পারে স্ক্রীনের আলো নিভে গেছে।

“ত্রিশ সেকেন্ডের স্থায়িত্ব স্ক্রীনের আলোটার।তারমানে!নাথিং,”আনমনে ভেবেই চোয়াল শক্ত করে শান।
শানের অবস্থা রাহেলার চোক্ষুর অগোচর হতে পারে নি।তার চোখেও ধরা পরে পাখির দিকে তাকানো শানের নিষ্পলক চাহনী।পরিস্থিতি স্বাভাবিক করতেই রাহেলা বলে ওঠে,”বাবা আর একটা রুটি দিই?”
শান ফোনের উপর রাখা বাম হাত টা উচিয়ে সামান্য নাড়িয়ে না সূচক অর্থ বোঝায়।রাহেলা সরে গিয়ে আরেকটা চেয়ার টেনে বের করে ইনায়াহ্’কে উদ্দেশ্য করে বলে,”বসো দাদু ভাই”

ইনায়াহ্’র দুই কাঁধের উপর তখনো পাখির দুই হাত ঝুলানো।
চট করে পাখির দিকে তাকিয়ে বলে,”তুমি কখন খাবে মুন সাইন?”
“হ্যা মা, তুমিও বরং বসো।আর কখন খাবে?”,ইনায়াহ্’র কথার সাথে সহমত পোষণ করে বলে রাহেলা।
শান ওদের কথায় পাখির মুখের দিকে তাকায়।পাখি সেদিকে চেয়ে ঠোঁটে সুচকি হাসির রেখা এলিয়ে বলে, “আমি একটু পরে খাবো চাচি”

“ভাইয়া, আসব?”,পুরুষালী গলার স্বরে সবাই সদর দরজার দিকে তাকায়।দরজায় দাঁড়িয়ে ভিতরে ঢোকার অনুমতি চায় রাফি।
শান একবার সেদিকে চেয়ে আবার ফোনের দিকে তাকিয়ে বলে,”হু”
রাফি ভিতরে ঢুকে চাবিটা রেখে বলে,”ভাইয়া এই যে চাবিটা”
“নাস্তা সেড়ে যা।”,খেতে খেতে বলে শান।
রাফি নাকোচ করে বলে,”আমি খেয়েছি ভাইয়া।এখন আর কিছু খাবো না”
“মেডিসিন নিয়েছিস?”.
“জ্বি ভাইয়া”

পাখি চোখ বন্ধ করে ভাবে,”কন্ঠটা চেনা চেনা লাগছে ;সাথে ফেসটাও।কোথাও দেখেছি মনে হচ্ছে। মনে হচ্ছে কথাও বলেছি। সবটাই কেমন যেন ধোঁয়াশা লাগছে।”
রাফি ওর দিকে তাকিয়ে ভ্রুকুচকে বোঝার চেষ্টা করে কে ও!
মূহূর্তেই রাফিকে চিনে ফেলে পাখি।কটমট চোখে তাকিয়ে বলে,”আপনি সেদিনের ড্রাইভার না যে আমায় একটুও হেল্প করে নি”

পাখির কথায় শান খাওয়া রেখে সরুচোখে তাকিয়ে পাখির পরবর্তী স্টেইপ বোঝার চেষ্টা করে।
রাফি শুকনো ঢোক গিলে ঠাঁয় দাঁড়িয়ে থাকে।বুঝতে বাকি থাকে না কে ও!
“কি হলো বলুন”,দ্বিতীয় কথাটা বেশ দাপুটের সাথে বলে পাখি।
রাফি রিনরিনে কন্ঠে জবাব দেয়,”জ্বি আমি”
পরোক্ষনে রাফি ভাবতে থাকে, “ঐ মেয়ে এখানে কী করে এলো?”
“জানো চাচি সেদিন কতো করে বললাম আমায় একটু হেল্প করেন।করলোই না।”,রাহেলাকে উদ্দেশ্য করে বলে পাখি।

রাফি শানের দিকে তাকিয়ে বলে,”আমার কী দোষ,ভাইয়াই তো….”
শান মাথা তুলে তাকাতেই হাওয়ায় মিলিয়ে যায় রাফির কথা।
পাখি তেড়ে এসে বলে,”কে জানত আপনারা উভয়ই অপরোপকারী মানুষ।জানলে তো সাহায্যই চাইতাম না”
“অপরোপকারী আবার কি?বলেন যে স্বার্থপর”,জীবনে প্রথম পরোপকারীর বিপরীত অপরোপকারী শুনে থতমত খেয়ে বলে রাফি।
পাখি হাত নাড়িয়ে বলে,”হ্যা হ্যা ঐ স্বার্থপর আরকি।”
তীক্ষ্ণ চোখে রাফির দিকে তাকিয়ে পূনরায় বলে,”ভাগ্যিস আপনাদের গাড়িটার মনুষ্যত্ব ছিলো তাই ডিকি থেকে আমায় ধাক্কা মারে নি।”

“গাড়ির আবার মনুষ্যত্ব”,ঠোঁটের ডগায় বিড়বিড় করতেই রাফির মাথা ভনভন করে ওঠে,”মানে সেদিনন ডিকিতে এসেছেন? “?
চোখ কপালে তুলে বলে রাফি।
“তো আর কি করব বলুন!আপনারা তো….. ”
এতোক্ষন পাখি আর রাফির পুরো ককথোপকথন নিঃশব্দে শুনে চলেছে শান।এবার একপ্রকার রাগ দেখিয়ে বলে, “স্টপ দিজ ননসেন্স।রাফি বাড়ি চলে যা ”
পরিবেশ পরিস্থিতি ঠান্ডা হয়ে যায় মূহূর্তেই।শান গ্লাস থেকে পানি টা খেয়ে গ্লাসটা শব্দ করে টেবিলে রাখে।চাবিটা নিতে পাখির মুখের দিকে এক পলক তাকিয়ে চলে যায় হসপিটালের উদ্দেশ্যে।

সারাদিন গড়িয়ে যায় পাখি আর ইনায়াহ্’র দুষ্টু মিষ্টি খুঁনসুটিতে।সন্ধ্যার কিছু পরে শান চলে আসে।পাখি ইনায়াহ্’কে নিয়ে পড়তে বসেছে।শান নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নেয়।রাহেলা এসেছে রাতের রান্না টা সেড়ে দিতে।রান্না শেষ করে চলে যায় রাহেলা।আজ বাসায় একটু তাড়া আছে তার।ডিনারের সময় হলে শান নিচে নামতে নামতে ইনায়াহ্’কে হাঁক ছাড়ে,”মাম্মাম খেতে আসো”
পাখি মাথা তুলে ঘড়িতে চেয়ে দেখে নয়টা বাজে।বইপত্র গুছিয়ে রেখে ইনায়াহ্’কে সাথে করে নিচে নেমে আসে।

শান ততোক্ষনে খাবার বারতে শুরু করে দেয়।পরপর দুটো প্লেটে খাবার রেডি করে ইনায়াহ্’কে চোখে ইশারা করে বসতে বলে।
“মুন সাইনের প্লেট কোথায়?”,ইনায়াহ্ গমগমে স্বরে বলে।শান ওর দিকে তাকিয়ে থাকে কিছু বলে না।
পাখি পরিস্থিতিতে বুঝতে পেরে ইনায়াহ্’র দু বাহু ধরে বলে,”আগে তোমায় খাইয়ে দেই তারপর আমি খাবো”
ইনায়াহ্ মাথা নাড়িয়ে সম্মতি জানায়।
“আরেকটু ভাত নেই মা?”
“ওকে”

পাখি ইনায়াহ্’র জন্যে ভাতের চামচ ধরতেই শানও চামচে হাত রাখে।চমকে চোখ তুলে তাকায় পাখি।ফোনে কারো কল আসায় শান রিসিভ করে কানে নেয়।আরেক হাতে ভাতটা নিতে চেষ্টা করে কিন্তু বাম হাতে কিছুতেই নিতে পারছে না।পাখি সেদিকে চেয়ে ভাত তুলে শানের প্লেটে দিতেই শান ফোনে কাউকে বলে,”আই’ল কল ইউ ব্যাক”
এরপর পাখির দিকে তাকিয়ে বলে,”আমার নিজের কাজ আমি নিজে করতে পারি।এতো আদিখ্যেতা দেখাতে হবে না”

পাখি কটমট চোখে তাকিয়ে মুখ ফিরিয়ে নেয়।
“উফ, সান সাইন তুমি আবারও মুন সাইনকে বকছো?”
শান ভাত নাড়তে নাড়তে ইনায়াহ্’র দিকে তাকায়।
“আজ তোমার পানিশমেন্ট আছে ”
“বেবি হা করো।”,
ইনায়াহ্’র মুখে ভাতের লোকমা টা দিতে দিতে পাখি বলে,”কিছু কিছু জিনিস আছে যারা কোনদিন সোজা হয় না।তাই চেষ্টাও করতে নেই বাবা”

পাখির কথার মানে শানের বুঝতে অসুবিধা হয় না।পারে তো মূহূর্তেই পাখিকে কাচা গিলে ফেলবে।
“উহু, আজ পানিশমেন্ট হবেই হবে”,বলে ওঠে ইনায়াহ্।
শান মাথা নিচু করে খাবারে মনোযোগ দেয়।
ইনায়াহ্ পূনরায় বলে,”আজ আমাদেরকে আইসক্রিম খাওয়াতে নিয়ে যেতে হবে।এন্ড ইট’স ফাইনাল।কোন কথা হবে না সান সাইন”

শান চট করে মাথা তুলে বলে,”তোমার ঠান্ডা লাগবে।আজ না অন্যদিন”
ইনায়াহ্ রাগিচোখে বলে,”আজ খাবারের পরেই।হ্যা অথবা না তে জবাব দাও”
শান উপায়ন্তর না পেয়ে পাখির দিকে কটমট করে তাকিয়ে বলে, “ওকে ডান”
কারণ সে জানে এই মূহূর্তে ইনায়াহ্’কে নাকোচ করা আর পরিস্থিতি নিজেই খারাপ করা একই কথা

শান গাড়ি ড্রাইভ করে পাখি আর ইনায়াহ্’কে সাথে নিয়ে চলে আসে রেসন্টুরেন্টে।একদম কর্ণারের একটা টেবিল বুক করে শান এদিক ওদিক তাকিয়ে ওয়েটারকে ডাকে।
“আরে ভাইয়া আপনি? “,ঠোঁটের হাসি প্রসস্ত করে বলে ওয়েটার।
শান সৌজন্যমূলক হেসে বলে,”কি খেতে চায় নিয়ে আসো”
ওয়েটার পাখির দিকে তাকিয়ে চোখ ইশারা করে চাপা স্বরে বলে, “ভাবি!”
শান চমকে গিয়ে তাকায়।” না” বলতেই কিছু একটা ভেবে ঠোঁটে হাসি রেখে চুপ থাকে।মানে হ্যা।
ওয়েটার আর শানের কথা পাখির কর্নগোচর হতেই অবাক বিষ্ময়ে তাকিয়ে থাকে শানের দিকে।পাখির নজর উপেক্ষা করে শান।

“কি আইসক্রিম খাবে বলো”,ইনায়াহ্’কে উদ্দেশ্য করে বলে শান।
“ভ্যানিলা আইসক্রিম, তুমি কি খাবে মুন সাইন?”
পাখি মুচকি হেসে বলে, “আমি কিছু খাবো না।তুমি খাও”
ইনায়াহ্ মুখ ফিরিয়ে ওয়েটারকে বলে,”আঙ্কেল তিনটা ভ্যানিলা আইসক্রিম দিন”
শান ফোন স্ক্রল করতে করতে বলে,”আমি খাবো না মাম।”
“যাঃ বাবা,কেউ খাবে না!”,গাল ফুলিয়ে বলে ইনায়াহ্
শান মাথা তুলে বলে,”ওকে,ও যা বলে তাই নিয়ে আসো”
ওয়েটার চলে যেতেই পাখি শানের দিকে তাকিয়ে দাঁত চিবিয়ে চিবিয়ে বলে,”ওয়েটারকে কি বললেন আপনি?”

শান ওকে ইগনোর করে পূর্বের ন্যায় ফোন স্ক্রল করছে।
“আমি কিছু বলছি”
“কান আছে”,আগের মতো থেকেই বলে শান।
“আপনি…..”,পাখির কথার মাঝেই ওয়েটার প্লেট তিনটা টেবিলে রেখে মুচকি হেসে চলে যায়।সে হাসি ধরিয়ে দিয়ে যায় পাখির গায়ে অদৃশ্য আগুন।
“তোমরা এখানেও ঝগড়া করবা?”,অবাক হয়ে বলে ইনায়াহ্।
পাখি চুপচাপ নিজের প্লেটের দিকে তাকিয়ে চামচ নাড়াচাড়া করে।
“হুমমম, সবাই খাও”,উচ্ছোষিত কন্ঠে বলে ইনায়াহ্।

“আরে শাআআন যে!”,চেনা কন্ঠস্বরে নিজের নাম শুনে শান মাথা তুলে তাকায়।মুচকি হেসে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে সম্মান জানায়।
“হোয়াট আ সারপ্রাইজ ম্যান!এই জন্যে তাড়াতাড়ি চলে গেলে আজ”
পাখি ইনায়াহ্ একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে। মানে তারা কিছুই বুঝতে পারছে না।

“সেরকম টা নয় স্যার।মাইগ্রেনের পেইন টা বেড়ে গেছিলো।তাই আরকি!”
শানের কথা শুনে পাখি বুঝতে পারে ভদ্রলোক শানের সিনিওর কেউ।
“বসো বসো।সমস্যা নেই। তোমরা খাও”,বলেই ভদ্রলোক শানকে বসতে ইশারা করেন।
পাখির দিকে একনজর তাকিয়ে মুচকি হেসে ভ্রু উচিয়ে ইশারা করে বলে,”কী?জিএফ নাকি?”
“আসলে স্যার…”

“আরে বুঝি বুঝি। বেশ মিষ্টি মিষ্টি আছে।এনজয় ইয়াংম্যান।তোমাদেরই তো সময়”,আস্তে আস্তে বলে লোকটা।
ভদ্রলোকের কথা শেষ হতেই পাখি উঠে দাঁড়িয়ে সুমিষ্ট স্বরে বলে,”আপনার ভুল হচ্ছে। আমি উনার কেউ হয় না।আমি ইনায়াহ্’র গভারনেস”
পাখির কথায় ভদ্রলোক ভ্রুকুচকে শানের দিকে তাকায়।শান হতভম্ব বনে যায়।মুচকি হেসে বলে, “প্লিজ বসুন না স্যার”
শানের কথাকে এড়িয়ে ভদ্রলোক ঘড়ি দেখে বলে,”আমি যতদূর জানি গভারনেসরা রাত ১১ টার পর মালিকের সাথে ডেইটে আসে না”

পাখির মুখটা পরোক্ষনে চুপসানো বেলুনের মতো হয়ে যায়।শান রাগি চোখে তাকিয়ে থাকে পাখির দিকে।
লোকটা হেসে বলে,”বুঝতে পেরেছি তোমাদের ঝগড়া চলছে”
বলেই শানকে তড়িঘড়ি বিদায় জানায় লোকটা। কারো ডাকে সাড়া দিয়ে সেদিকে এগিয়ে যায়।
পাখি ধপ করে বসে পরে চেয়ারে।শান দাঁত কিড়মিড় করে বলে,”ঠিক এই প্রসঙ্গ টা এড়িয়ে চলতেই আমি ওয়েটারের কথাতেও চুপ করে ছিলাম”

আসক্তি সিজন ২ পর্ব ৭

ইনায়াহ্ একবার শানের দিকে আরেকবার পাখির দিকে চেয়ে বোঝার চেষ্টা করছে কি নিয়ে ঝগড়া চলছে তাদের।
শানের কথায় পাখি চামচটা রেখে গালে হাত দিয়ে বসে থাকে।
শান পূনরায় বলে ওঠে,”বাড়িতে আশ্রিত গভারনেসের থেকে গার্লফ্রেন্ড হিসেবে প্রেটেন্ড হওয়া অনেক সম্মানের”

“চলো মাম্মাম”,বলে শান উঠে দাঁড়ায়।শানের কথায় পাখির গা রি রি করে ওঠে।দুহাতে টেবিলে ভর দিয়ে বলে,”আপনার মতো লোকের গার্লফ্রেন্ড হিসেবে নিজেকে দাঁড় করতে আমার রুচিতে বাঁধে।চলো বেবি”
হনহন করে পাখি ইনায়াহ্’র হাত ধরে চলে যায়।দুজনে গিয়ে বসে গাড়ির ব্যাক সিটে।
শান হা করে ওর যাওয়ার দিকে চেয়ে ভাবে, “এই মেয়ের এতো এটিটিউড আসে কোত্থেকে!”
শান খাবারের বিল দিয়ে গাড়ির কাছে আসে।গাড়ি চালিয়ে পৌঁছে যায় বাড়িতে।বাড়ি পৌঁছে আর কোন টু শব্দ না করে ইনায়াহ্’কে কোলে নিয়ে রুমে চলে যায় পাখি।

“একটা কথা বলি শান বাবা!”
“হুমম”,
“মেয়েটা অনেক ভালো। ছোটবেলা থেকে অনেক কষ্টে বড় হয়েছে”
“জানি”
“জানো?”
“হুম।তারপর বলো?”
“কি করে জানলে তুমি?”
শান খাওয়া রেখে বলে,”আমি ওর ব্যপারে সমস্ত খোঁজ নিয়েছি চাচি।এবার বলো কি বলবে?”
শানের কথায় রাহেলা অবাক হয়ে যায় মুচকি হেসে আনমনে ভাবে,”তারমানে আল্লাহ্ রহমত করেছে তাহলে!”

“বলি যে বাবা, মেয়েটাকে তুমি আর ভালো মন্দ বলে কষ্ট দিও না।ছোটবেলায় মা বাবা চলে গেছে।চাচির সংসারে বড় হয়েছে। তারাও খাটিয়েছে।বড় হয়ে ওই ভাইয়ের প্রতারনা। মেয়েটা খুবই ভালো।মানে বলছিলাম যে অপমানজনক আর কিছু বলো না।আরেকটা কথা বলি কি বাবা,সবাই তো আর এক হয় না”
রাহেলার কথায় শান খাওয়া থামিয়ে পাখির কথা ভাবতে থাকে, “সত্যিই তো! আমি কি খুব রড হয়ে গেছি ওর উপর!অকারণে কাউকে হার্ট করছি না তো!”

আসক্তি সিজন ২ পর্ব ৯