প্রণয় পর্ব ২৭

প্রণয় পর্ব ২৭
তানিশা সুলতানা

হুর তোলা রিকশায় পাশাপাশি বসে আছে তানহা সূচক। কি দারুণ একটা মুহুর্ত। চারপাশে বিকেলের ফুরফুরে বাতাস বইছে। সেই বাতাস ছুঁয়ে দিচ্ছে দুজনকেই। রাস্তায় কতোশত কাপল দেখা যাচ্ছে।

সূচক এক মনে ফোন দেখে যাচ্ছে। ব্যাপারটা একদম ভালো লাগলো না তানহার। ফোন কেনো দেখবে?
তানহার সাথে কথা বলবে। তানহার গা ঘেসে বসবে। কাঁধের ওপর দিয়ে হাত দেবে। মুহুর্তটা অনুভব করবে।
তা না?

আরও গল্প পড়তে এখানে ক্লিক করুন 

মনে মনে রেগে যায় তানহা। সূচকের থেকে একটু দুরে গিয়ে একদম কিনারা ঘেসে বসে। মুখটা রাস্তার দিকে ঘুরিয়ে নেয়। কথাও বলবে না এই লোকটার সাথে। আস্ত একটা হনুমান লোকটা।

রাস্তা উঁচু নিচু হওয়াতে রিকশা ঝাঁকি দিয়ে ওঠে তানহা পরে যেতে নেয়। সূচক ফোনের দিকে চোখ রেখেই তানহার সামনে দিয়ে হাতটা নিয়ে রিকশার হুর ধরে। তানহা সূচকের হাতের সাথে বাঁধা পড়ে পড়ে না।

চোখ দুটো বড় বড় হয়ে যায় তানহার। দেখছে ফোন মনোযোগটা তানহার দিকে? কি করে পারে লোকটা? ম্যাজিক ট্যাজিক জানে না কি?
তানহা মুখ বাঁকিয়ে সূচকের থেকে চোখ সরিয়ে নেয়।

“হাত সরান।
মুখ বাঁকিয়ে বলে তানহা।
সূচক সাথে সাথে হাত সরিয়ে নেয়।
” মামা আস্তে রাস্তা দেখে চালান। আমাদের তাড়াহুড়ো নেই। আর আপনাকে একশত টাকা বেশিই দেবো।

মুচকি হেসে বলে সূচক। তারপর আবার ফোন দেখতে থাকে। একদম গায়ে লাগে তানহার। এই লোকটা তো রীতিমতো ইগনোর করছে ওকে। এই ইগনোর মেনে নিতে পারছে না।

কেনো ইগনোর করবে? তানহা তো ওনার গার্লফ্রেন্ড না। বউ হয়। ভুলে যায় না কি?
ভুলে গেলে যাক। তানহা মনে করিয়ে দেবে না। আর কথাও বলবে না। আসার সময় তোহার সাথে আসবে।

“দেখতো কোনটা পছন্দ হয়?
সূচক তানহার সামনে ফোন এগিয়ে দিয়ে বলে। তানহা আড়চোখে এক পলক তাকায় ফোনের দিকে। সাথে সাথে চোখ দুটো বড়বড় হয়ে যায়। নাক ফুল দেখাচ্ছে সূচক।
” আমি এটা চুজ করছি।

ছোট একটা নাক ফুল দেখিয়ে বলে সূচক। আসলেও নাক ফুলটা সুন্দর। একদম ছোট। নাকে পড়লে দুরে থেকে কারো চোখে পড়বে না।
তাহলে সাহেব এতখন এইসবই করছিলো মনোযোগ দিয়ে?

“হুমম ভালো।
ছোট করে বলে তানহা।
” হুমম হতেই হবে।
আর এই আংটিটা দেখ?
এবার একটা আংটি দেখিয়ে বলে। আংটিটাও সুন্দর।
“হুমম ভালোই।

” ভালো না হলেও এটাই পড়তে হবে। কারণ এতোখনে অর্ডার কনফার্ম হয়ে গেছে।
বলতে বলতে ফোনটা পকেটে পুরে নেয় সূচক। এবার সম্পূর্ণ মনোযোগ দিয়ে তানহার দিকে তাকায়। একদম মিশে বসেছে তানহার সাথে।

তানহার অস্বস্তিতে পড়ে যায়। এতোখন মনে মনে এটা চাইলেও এখন নিতে পারছে না। এভাবে কেউ তাকিয়ে থাকে?
এভাবে চিপে বসলে রাস্তার লোকজনই বা কি ভাববে?
কিন্তু এতখন এসব মাথায় আসে নি কেনো?

তানহা মাথা নিচু করে এদিক সেদিক মাথা ঘোরাচ্ছে। ঘনঘন ঢোক গিলছে।
“কি হলো? হাওয়া ফুসসসস?
এতোখন তো খুব চাইছিলি। এখন কি হলো?

তানহার কোমরে হাত রেখে আটও একটু চিপে বসে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে সূচক। তানহা বুকের ভেতরে কেউ হাতুড়ি দিয়ে পেটাচ্ছে এমন শব্দ হচ্ছে। চোখ দুটো বন্ধ করে ফেলে।

” প্লিজ একটু সরে বসুন
সসবাই দেখছে
তানহা থেমে থেমে বলে।
সূচক তানহার মুখের ফু দিয়ে একটু সরে বসে। কাঁধ থেকে হাত সরিয়ে নেয়।

“রোমান্স করার জন্য অনেক জায়গা আছে। এই রিকশায় বসে রাস্তায় শতশত মানুষদের মাঝে রোমাঞ্চ করা টা ঠিক নয় বলে আমি মনে করি।
তানহার হাতটা নিজের হাতের মুঠোয় পুরে নিয়ে বলে সূচক।

” আপনি আবার রোমাঞ্চের কিছু বোঝেন না কি?
তানহা বিরবির করে বলে। সূচক ওর দিকে তাকাতেই
“বলছিলাম জায়গাটা সুন্দর।
একটু হাসার চেষ্টা করে বলে সূচক।
” বাড়ি ফিরি তারপর বোঝাবো।

তোহা ইমনের পাশে বসে একদম অনইজি ফিল করছে। ভাইয়ের প্রতি ভীষণ রাগ হচ্ছে। বলতে তো পারতো বৃষ্টি বা বিহানের সাথে আসতে।
অবশ্য বলবেই বা কি করে? বৃষ্টি আর বিহানকে বিশ্বাস করতে পারে না সূচক। ওর মনে হয়েছে ইমনই সেভ তোহার জন্য।

সূচক চোখ বন্ধ করে বিশ্বাস করে ইমনকে।
তবে অবাক করা বিষয় হচ্ছে ইমন একদম অসব্ভতামী করছে না তোহার সাথে।
শান্ত হয়ে এক পাশ ঘেসে বসে আছে। একটা কথা পর্যন্ত বলে নি। এতে মনে মনে ভীষণ খুশি হয়েছে তোহা। এখানে খারাপ কিছু করলে একদম সূচকের কাছে নালিশ দিতো তোহা। মনে মনে ভেবে ফেলেছিলো।

সমুদ্রের পাড়ে এসে রিকশা থামে। তানহা বড়বড় চোখ করে চারপাশটা দেখছে। এতে সুন্দর জায়গা আগে কখনো দেখেনি ও। বিশাল সমুদ্র। বড়বড় ঢেউ আসছে একটু পর পর।

সূচক প্রথমে নেমে তারপর তানহার হাত ধরে নামিয়ে দেয়।
পরপর ওদের রিকশাও এসে থামে।
সূচক তোহাদের রিকশার কাছে যায়। তোহার হাত ধরে ওকে নামিয়ে দেয়।
“আমাকেও নামিয়ে দাও
বৃষ্টি হাত বাড়িয়ে দিয়ে বলে।

” বিহান বোনকে নামতে সাহায্য করো।
সূচক মুচকি হেসে বলে। বিহান থমথমে খেয়ে যায়। ও তো আগেই বৃষ্টিকে নামতে সাহায্য করতে গেছিলো। কিন্তু বৃষ্টি নামে নি।
বিহান কাচুমাচু হয়ে আবার বৃষ্টির দিকে হাত বাড়িয়ে দেয়। বৃষ্টি হাত না ধরে নিজেই নেমে পড়ে।

ইমন ফোন কানে দিয়ে সমুদ্রের একদম কাছে চলে যায়। পানিতে পা ভিজিয়ে হাঁটছে আর কথা বলছে।
“তোহা চল ইমন ভাইয়ার সাথে হাঁটি।

তানহা তোহার হাত ধরে টেনে ইমনের কাছে চলে যায়। সূচক ভাড়া মেটাচ্ছে।
ওদের দেখে সূচক কান থেকে ফোন নামিয়ে নেয়। পাড়ে জুতো খুলে রেখেছে ওরা।
সূচকও ওদের দেখাদেখি জুতো খুলে ওদের কাছে যায়। যাওয়ার আগে বৃষ্টিকে বলছিলো যেতে। বৃষ্টি যাবে না। বিহান এসেছে সূচকের সাথে।
পাশাপাশি হাঁটছে সূচক তানহা।

” হেই তোহা
তোহা আগে আগে হাঁট ছিলো। ইমনের ডাকে থামে।
ইমন বড়বড় পা ফেলে তোহার পাশাপাশি হয়।
“বিয়ে করবে আমায়?

ইমনের কথায় ভ্রু কুচকে ইমনের দিকে তাকায় তোহা। কি বললো বুঝতে কয়েক সেকেন্ড সময় লেগে যায়।
” এভাবে তাকিয়ে আছো কেনো?
লিসেন আমি জানি তুমি আমায় পছন্দ করো। তো বিয়ে করতে পবলেম কোথায়? বিয়ে করে নিলে পবলেম সলভ।

ইমন বলে। তোহার ইচ্ছে করছে ইমনকে ঠাটিয়ে একটা থাপ্পড় মারতে। কিন্তু সেটা করলে খারাপ দেখায়।
তাই কোনো কথা না বলে বড়বড় পা ফেলে সূচকের পাশে চলে যায়।
সূচক বাম হাতে তোহার হাত ধরে আছে ডান হাতে তোহার হাত ধরে পায়ের পাতা পর্যন্ত পানিতে হাঁটছে।

দারুণ লাগছে ওদের।
ইমনের ডিএসএলআর ক্যামেরা আছে। সেটা ও নিয়েও এসেছে।
সূচক ওর থেকে ক্যামেরা নিয়ে তানহা আর তোহার কিছু পিক তুলে দেয়। তারপর তোহা তানহা আর সূচকের কিছু পিক তুলে দেয়।
বৃষ্টি পাড়ে দাঁড়িয়ে দেখছে ওদের। স্বাভাবিক ব্যবহার করলে বৃষ্টিও পারতো ওদের সাথে মিশতে।

বিহান বৃষ্টির পাশে দাঁড়িয়ে আছে। ইমন একটা খেজুর গাছের গোঁড়ার ওপর বসে আছে।
ঘুরাঘুরি করতে করতে সন্ধা লেগে যায়। সূচক ভেবে রেখেছে আজকে নানা বাড়ি ফিরবে না।

ইমনদের ওই বাড়িতে গিয়ে থাকবে। এটা শুনে তানহা ভীষণ খুশি হয়। ওই বাড়িতে একদম যেতে ইচ্ছে করে না ওর। বড়মাও কেমন করে তাকায় ওর দিকে।
বৃষ্টি যাবে না ওদের সাথে। তাই বাধ্য হয়ে বিহান বৃষ্টিক নিয়ে বাড়ি ফিরে যায়। আর ওরা চারজন চলে যায় ইমনের বাড়িতে।

খাবার না কিনে চাল ডাল মাংশ আর মশলাপাতি কিনে নিয়ে যায়। আজকে নিজে হাতে রান্না করে খাবে ওরা।
তোহা আর তানহাকে রান্না শেখাবে সূচক। তানহার খুশি বেরে যায়। তোহাও খুশি হয়। রান্না শিখবে চারটিখানি কথা?

সমুদ্রের পার থেকে ওই বাড়িতে যেতে দশ মিনিট সময় লাগে।
ওদের বাড়ি পৌঁছে দিয়ে সূচক বের হয়।
তানহা তোহার আর ইমন সবজি কাটতে থাকে। ইমন আর তানহা গল্প করছে। তোহা চুপচাপ মশল বাটছে।

একটু পরে সূচক চলে আসে। ওদের জন্য জামা নিয়ে এসেছে। আর সাথে একটা মেয়ে। মেয়েটা হলো সূচক ইমনের ফ্রেন্ড সাবিহা। এখানেই বাড়ি ওদের। ওদের সাথে আড্ডা দেবে বলে এসেছে। সূচক ওদের সাথে পরিচয় করিয়ে দেয় সাবিহার।
“তানহা একটু রুমে আয়।

তোহার হাতে ওর জামাকাপড় ধরিয়ে তানহার দিকে তাকিয়ে বলে সূচক। তারপর চলে যায়।
তানহা ভীষণ লজ্জা পায়। তোহা আর সূচকের সামনে এভাবে বলতে হলো? পরে কি বলা যেতো না?

” ভাবি সাহেবা যাও
আমার ভাই অপেক্ষা করছে।
তোহা এক গাল হেসে বলে।
“হ্যাঁ জলদি যাও। বেচারার গলা শুকিয়ে গেছে।
সাবিহা বলে ওঠে।

প্রণয় পর্ব ২৬

তিনজনই ফিক করে হেসে ফেলে।
তানহা লাজুক হেসে হাতে থাকা পেঁয়াজ রেখে রুমে চলে যায়।
পেছন থেকে শুনতে পায় ওদের হাসির শব্দ।
এতো হাসির কি হলো?

প্রণয় পর্ব ২৮