এক মুঠো কাঠগোলাপ পর্ব ১৪ || অনেক কষ্টের গল্প

এক মুঠো কাঠগোলাপ পর্ব ১৪
তানজিল মীম

“জোৎসা ভরা রাত’!!চারপাশটা তাঁরার আলোতে আলোকিত হয়ে আছে, তার সাথে আকাশের মাঝখান দিয়ে রয়েছে ইয়া বড় একটা চাঁদমামা’!!চারপাশ দিয়ে বয়ে আসছে মন মাতাল করা শীতল বাতাস’!!যাতে হাল্কা শীত শীত করছে আমার’!!তাই একটা পাতলা চাদর গায়ে দিয়ে কেভিনের বাহিরে হাঁটছি আমি আর বাকি সবাই বেঘোরে ঘুমাচ্ছে’!!জাহাজটা হাল্কা ঘুরপাক খাচ্ছে চারপাশে যাতে আরো ভালো লাগছে খুব’!!হর্ঠাৎই চোখ গেল জাহাজের মাথার দিকে রেলিং ধরে দাঁড়িয়ে থাকা কারোর দিকে’!!মানুষটি পিছন দিক করে দাঁড়িয়ে থাকায় মুখ দেখা যাচ্ছে না তার’!!
তাই কৌতূহলী আমিও সেদিকে পা বাড়ালাম তাকে দেখার জন্য….
“কিছুটা দূর যেতেই বুঝতে পারলাম মানুষটা আর কেউ নয় আমাদের “টিউবলাইট” ওরোফে রিয়াদ স্যার’!!কৌতুহলে আমি আস্তে আস্তে গিয়ে দাঁড়ালাম রিয়াদ স্যারের পাশে’!!তারপর বলে উঠলামঃ

———-“এখানে কি করছেন স্যার……
“রিয়াদ চুপ’!!এমনটা নয় যে সে তানজুর কথা শুনতে পায় নি’!!সে তো আরো কতোক্ষন আগেই বুঝে গেছে তার দিকে তানজু আসছে’!!রিয়াদ স্যার আমার কথার উওর না দেওয়াতে আমি আবারো বলে উঠলামঃ
———–“কি হলো স্যার কথা বলছেন না কেন?
“রিয়াদ চুপ!
———–“আপনি কি কোনোভাবে রেগে আছেন আমার উপর……
“রিয়াদ চুপ!
———–“আরে কথা না বললে বুঝবো কিভাবে স্যার….
“রিয়াদ চুপ!
———-“ওহ বুঝতে পেরেছি আপনি বিকালের সেই ঘটনাটার জন্য রেগে আছেন তাই না’!!কিন্তু বিশ্বাস করুন স্যার তখন কি হলো কিভাবে হলো আমি ঠিক কিছুই বুঝতে পারি নি….
“রিয়াদ এখনও চুপ!
———–“আরে ধুর আপনার সাথে কথা বলতে আসাটাই ভুল হয়েছে আমার’!!আর এমনতেই আমার তখন কিছু হয়ে গেলে আপনার কি স্যার আরো আপনার কতো ভালো হতো বলুন তো আর রোজ রোজ বকা লাগতো না আমায়….
“এইবারের কথা শুনে রিয়াদ স্যার তাকালেন আমার দিকে’!!কিন্তু কিছু বললো না'”! তাই একরাশ বিরক্ত মাখা মুখ নিয়ে বলে উঠলামঃ
———“ধুর থাকুন স্যার আপনি আপনার রাগ নিয়ে আমি গেলাম’!!এমনিতেও ঘুম পাচ্ছে খুব…
“বলেই যেই না চলে আসতে নিবো সাথে সাথে রিয়াদ স্যার আমার হাত ধরে দিলেন টান’!!আচমকা এমনটা হওয়াতে আমি ঘাবড়ে গিয়ে তাল সামলাতে না পেরে পড়ে গেলাম রিয়াদ স্যারের বুকের উপর’!!রিয়াদ স্যারের কাজে হা হয়ে তাকিয়ে আছি আমি যেন কি করলেন সব মাথার উপর দিয়ে যাচ্ছে….

আরও গল্প পরতে ভিজিট করুন

“এদিকে রিয়াদ তানজুকে শক্ত করে তার বুকের সাথে জড়িয়ে ধরে বলে উঠলঃ
———“তুমি এমন কেন “লাউডস্পিকার”,সবসময় খালি লাফালাফি আর ফরফর কর একটুও নিজের খেয়াল রাখো না, কেন এমন তুমি বলতে পারো,আজ যদি কিছু একটা হয়ে যেত তোমার তখন কি হতো জানো তুমি, কি করতাম আমি,কি নিয়ে বা….
“আর কিছু বলেও বললেন না রিয়াদ স্যার’!!হয়তো একটু বেশি ইমোশনাল হয়ে গেছে উনি’!!
.
“অন্যদিকে আমি স্যারের কথা আর কাজ দেখে কি রিয়াকশন দিবো বুঝতে পারছি না’!!সব যেন মাথার উপর দিয়ে যাচ্ছে’!!আমার ভাবনার মাঝে আবারো রিয়াদ স্যার বলে উঠলেনঃ
———-“তুমি খুব বাজে “লাউডস্পিকার”,তুমি খুব বাজে….
“বলেই আরো শক্ত করে জড়িয়ে ধরলেন রিয়াদ স্যার আমায়’!!ওনার নিশ্বাসের শব্দ এসে লাগছে আমার ঘাড়ে’!!যাতে একদম জমে গেছি আমি’!!মাথার মধ্যে একটা কথাই বাঁজছে__
——–“হর্ঠাৎ কি হলো ওনার”…….

“কিছুক্ষন পর….
“রিয়াদ তার হুসে আসলো’!!এইমাএ কি করলো সে ভাবতেই কেমন কেমন লাগছে তার’!!না জানি তানজু তাকে কি ভাবলো’!!যা ভাবার ভাবুক তানজু কখনো তো তার ফিলিংস বুঝতে পারে না’!!রিয়াদ একটু কনফিডেন্স নিয়ে আস্তে তানজুর কানের কাছে ঝুঁকে বললোঃ
———-“সরি…
“বলেই তানজুকে ছেড়ে দিয়ে হন হন করে চলে গেল সে’!!পিছন ঘুরে তাকালো না এক বারও’!!হয়তো পিছন ঘুরলে তার মুচকি হাসি দেখে ফেলতো “তানজু”….
………..
“অন্যদিকে তানজু বেচারি কিছু বুঝতেই পারলো না কি হলো এইমাএ তার সাথে’!!রিয়াদ স্যার যে হুট করে এমন কিছু করতে পারে এটা একদমই তার কল্পনার বাহিরে ছিল’!!শকট হয়ে দাঁড়িয়ে আছে তানজু…..

“ভোরের ফুড়ফুড়ে আলোতে বেঘোরে ঘুমাচ্ছে তানজু’!!আর তার মাথার ভিতর ঘুরপাক খাচ্ছে কাল রাতের রিয়াদ স্যারের বলা কথাগুলো যেমন…
——–”তুমি এমন কেন “লাউডস্পিকার”,সবসময় খালি লাফালাফি আর ফরফর কর একটুও নিজের খেয়াল রাখো না, কেন এমন তুমি বলতে পারো,আজ যদি কিছু একটা হয়ে যেত তোমার তখন কি হতো জানো তুমি, কি করতাম আমি,কি নিয়ে বা….,তুমি খুব বাজে ”লাউডস্পিকার”….
“ঘুমের ঘোরেই ভাবলো তানজুঃ
———-“তাহলে কি রিয়াদ স্যার ভালোবাসে আমায়”…….
“ভাবতেই লাফ মেরে বিছানা থেকে উঠে বসলাম আমি’!!তারপর নিজেই নিজেকে বললামঃ
———“ধুর তানজু কিসব উল্টো পাল্টা ভাবছিস তুই, রিয়াদ স্যার তোকে ভালোবাসতে যাবে কেন তুই যে আসলেই একটা পাগল তার প্রমান হয়ে গেল’!!আজ পর্যন্ত রিয়াদ স্যারের বকুনি ছাড়া আর কিছু শুনেছিস তুই,পাগল একটা রিয়াদ স্যার ওকে নাকি ভালোবাসে,হয়তো ঘুমের চাপটা কালরাতে বেশি ছিল তাই কি বলতে কি শুনেছি কে জানে’!!ভেবেই হাল্কা হেঁসে নিজের মাথায় নিজেই একটা বারি মারলাম আমি..
———-“আসলেই পাগল তুই তানজু,সত্যি সত্যি পাগল তুই…..
“বলেই হাসতে হাসতে কেভিন থেকে বের হয়ে গেলাম আমি’!!

“সকাল_১০ঃ০০টা…..
“ব্রেকফাস্ট সেরে তৈরি হচ্ছি আমরা সবাই’!!কারন আজকে আমাদের সফরের সবচেয়ে বড় মিশনে যাচ্ছি’!!সুন্দরবনের জঙ্গলে পাড়ি জমাবো আমরা সবাই’!!একটু ভয় আর সুন্দরবনের সৌন্দর্য দেখার কৌতূহল আর সাথে একবুক সাহস নিয়ে পাড়ি জমাবো আমরা সুন্দর বন দেখার উদ্দেশ্যে’!!গায়ে সাদা লেডিস টিশার্ট আর ব্লাক লেডিস জ্যাকেট সাথে ব্লাক জিন্স আর চুলগুলো ঝুঁটি করে সাথে ছোট্ট দুটো এয়ার রিং পড়ে তৈরি আমি’!!আর গলায় আছে আমার বিখ্যাত ক্যামেরাটা’!!আমি তৈরি হয়ে ওদের সামনে দাঁড়িয়ে বললামঃ
———“হলো তোদের…..
“আমার মুখের আওয়াজ শুনতেই সবাই পিছন ঘুরে তাকালো আমার দিকে’!!সবাই হা হয়ে তাকিয়ে আছে আমার দিকে’!!ওঁদের তাকানো দেখে বলে উঠলাম আমিঃ
———“কি হলো তোদের এইভাবে তাকিয়ে আছিস কেন তোরা….
“আমার কথা শুনে আরিফা আর রিতু আমায় জড়িয়ে ধরে বললঃ
———-“ওরে দোস্ত তোকে তো খুব সুন্দর লাগছে…
“ওদের কথা শুনে হাল্কা হেঁসে বললাম আমিঃ
———-“পাম দিচ্ছিস আমায়…
———-“মটেও না…(রিতু)
———-“তাইলে ঠিক আছে থ্যাংকু সো মাচ শয়তান বান্ধবীরা…..
“আমার কথায় হাসলো ওঁরা’!!সাথে আমিও হাসলাম…..

“অন্যদিকে উল্টোদিক দিয়ে নিজের কেভিন থেকে বেরিয়ে আসল রিয়াদ’!!পরনে তার ইয়োলো টিশার্ট সাথে ব্লাক জ্যাকেট আর ব্লাক জিন্স, চুলগুলো বরাবরের মতোই সুন্দর করে সাজানো, চোখে জিরো পাওয়ারের চশমা পড়েছে সে, হাতে ব্লাক ওয়াচ আর পায়ে ওয়াইট রঙের জুতো পরে তৈরি সে’!!আজকে একটা নতুন লুকিং এ আসছে রিয়াদ’!!সবাই হা হয়ে তাকিয়ে আছে রিয়াদের দিকে’!!তাকে যে চোখ দিয়ে গিলে খাচ্ছে অর্ধেক মেয়েরা তা সে ভালোই বুঝতে পারছে’!!হাল্কা হেঁসে সবার উদ্দেশ্যে বললো রিয়াদঃ
———-“তোমরা সবাই তৈরি তো নতুন ভ্রমণে পাড়ি দেওয়ার জন্য….
“রিয়াদের কথা শুনে সবাই চেঁচিয়ে বলে উঠলঃ
———-“তৈরি স্যার…
“এমন সময় তুলি হাত উচু করে বলে উঠলঃ
———-“এক মিনিট স্যার…..
“তুলির কথা শুনে সবাই তাকালো তুলির দিকে’!!রিয়াদ স্যারও তুলির দিকে তাকিয়ে বললোঃ
———“কি হয়েছে তোমার….
———“আসলে স্যার আমাদের মাঝে একজন উপস্থিত নেই…
“তুলির কথা শুনে রিয়াদের বুঝতে বাকি নেই তুলি কার কথা বলছে’!!মনে মনে বললো সেঃ
———“এই মেয়েটা কখনোই টাইম মতো আসে না…!!কিছুটা বিরক্ত নিয়ে বলে উঠল রিয়াদঃ
———“তাড়াতাড়ি ডাকো ওকে….
“এমন সময় দৌড়ে উপস্থিত হলো আমাদের “লাউডস্পিকার”…..!!হাঁপাতে হাঁপাতে বললো সেঃ
———-“আর ডাকার প্রয়োজন নেই স্যার চলে এসেছি আমি’!!

এক মুঠো কাঠগোলাপ পর্ব ১৩

“তানজুর কথা শুনে রিয়াদ তাকালো তানজুর দিকে’!!হা হয়ে তাকিয়ে আছে রিয়াদ তানজুর দিকে’!!কিছুক্ষণ তাকিয়েই চোখ নামিয়ে নিলো সে’!!আর মনে মনে বললোঃ
——–“কন্ট্রোল ইউর সেলফ রিয়াদ…..
“নিজেকে শান্ত করেই ধমকের স্বরে বলে উঠল রিয়াদঃ
———“এতক্ষণে আসার সময় হলো তোমার,সবসময় শুধু লেট করে আসো কেন তুমি লেটুস একটা….
”রিয়াদ স্যারের কথা শুনে হাসলো সবাই’!!আর আমার রাগ হচ্ছে’!!
———“এই টিউবলাইটটা কোনোদিনও ভালোভাবে কথা বলে না আমার সাথে হনুমান একটা….
“এমন সময় আমাদের মাঝে উপস্থিত হলো টাকলা স্যার সাথে আরো কিছু টিচার’!!টাকলা স্যার সবার দিকে উদ্দেশ্য করে বললেনঃ
———-“যেহেতু আমরা লোক বেশি তাই আমরা ঠিক করেছি দুটো টিমে ভাগ হয়ে যাবো!!একটা টিমে আমি আর রিয়াদ স্যার গাইড করবো’!!বাকি টিমে তোমাদের আশরাফুল স্যার আর লিলি ম্যাডাম…..
“এঁকে এঁকে সবাই রিয়াদ স্যার দিকে পা জমালো কিন্তু আমরা গেলাম না কারন ওই টিমে যাওয়ার কোনো ইচ্ছে নেই আমার’!!দেখলেই শুধু বকবে….
“বেশিরভাগ স্টুডেন্ট রিয়াদ স্যারদের দিকে যাওয়াতে টাকলা স্যার বলে উঠলেনঃ
———“এইভাবে সাদা চিরকুটে নাম্বার দেওয়া হবে প্রথম ২০০ স্টুডেন্ট আমাদের টিমে আর বাকিরা ওই টিমে…..
“কথা মতো সেই কাজটাই করা হলো’!!ভাগ্য ক্রমে পড়ে গেলাম আমি রিয়াদ স্যারের টিমে’!!ভিতরে ভিতরে একরাশ বিরক্ত লাগছে’!!ধুর ভাল লাগে না এই হনুমানটা সব সময় আমার কপালেই কেন জোটে…….

“টিম অনুযায়ী আমরা ভাগ হয়ে গেলাম’!!ভাগ্যক্রমে দিহান আর হৃদয় ওই টিমে পড়েছে’!!তাই একসাথে ভ্রমণটা মিস গেল আমাদের’!!তারপরও খুব একটা মন খারাপ না করে এগিয়ে গেলাম আমরা আমাদের সফরের দিকে….
__________________________________________
_______________________
“বনের ভিতর দিয়ে হাড়বাড়িয়া ভ্রমনে নিয়োজিত কাঠের তৈরি ব্রিজের পথ দিয়ে হেঁটে চলেছি আমরা’!!আশেপাশের গাছপালায় ভরে আছে খুব সাথে পাখির চিৎকার তো আছেই,বন জুড়ে রয়েছে অসংখ্য বানর,দু’একটা বানর তো জোট বেঁধে ঝগড়া করছে’!চারপাশে তাকিয়েই চোখ বুলাতে বুলাতে জোট বেঁধে হাঁটছি সবাই’!!আমাদের সাথে আছে চারজন এক্সপার্ট গাইড তাদের চারজনের হাতে আছে চারটে মেশিনগান’!!ওনারা আসছেন দুজন আমাদের পিছন পিছন আর দুজন সামনে’!!হর্ঠাৎই হেঁটে গেল সবাই সবাই থেমে যেতেই আমরাও থেমে গেলাম’!!সামনে দুজন গাইড আমাদের উদ্দেশ্য করে বললেন…….
———-“এটেনশোন গাইস…..

এক মুঠো কাঠগোলাপ পর্ব ১৫