You are mine part 15 || romantic valobashar golpo

You are mine part 15
Poly Anan

পাঞ্জাবির কলার ঠিক করতে করতে রাসেল যখন বাড়িটার বসার ঘরে ডুকে সে পুরো হতবম্ভ হয়ে যায়। নিজের চোখকে বিশ্বাস করাতে একবার দুই হাত দিয়ে দুচোখ কচলে নেয়।নাহ সে ঠিক দেখছে তার মনে ভ্রম নয়।ঈশান এগিয়ে এসে রাসেলের কাধেঁ হাত রাখে,এদিকে রাসেল ভাবতে থাকে
“এটা ভ্রম নয় এটা সত্যি? না সত্যি না সবাই একসাথে কি করে?(বিড়বিড় করে)
” আরে কি বিড়বিড় করছিস ভাই সামনে চল!
“এটা কার বাড়ি তোরা এখানে কেন বাবা মা তুই কি হচ্ছে এইসব! তুই পাঞ্জাবি পড়েছিস!তুই তো তেমন পাঞ্জাবি পড়িস না আজ কেন পড়লি? কি অদ্ভুদ!
” এতো বক বক করছিস কেন সামনে চল।

ঈশান টেনে রাসেলকে সবার সামনে দাড় করায়।তার নিজের কাছে নিজেকে বেক্কেল মনে হচ্ছে।সবাইকে দেখে সালাম দিয়ে কুশল বিনিময় করা হলে এমন একজনকে তার চোখে পড়ে যাকে দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না।সে চায় নি কখনো দেখা হোক তার সাথে তবুও নিয়তি আবারো দেখা করিয়েই ছাড়লো!রাসের বুকের ভেতরটা হুট করেই মোচড় দিয়ে উঠে।অতিতের ভাবনা গুলো মস্তিষ্কে আরেকবার নাড়া দিয়ে উঠে।মুখের মাঝে আওড়াতে থাকে কয়েকটি শব্দ!
!রুপ এখানে!
ঈশান সবার কথার মাঝে রাসেলকে নিয়ে আলাদা এক রুমের ভেতরে ডুকে দরজা বন্ধ করে দেয়।এদিকে রাসেলের যেন পৃথবী থমকে গেছে রুপ এখানে কি করছে আর তার বাবা মা রুপের সাথে কি! ঈশান পুরো রুমটা একবার পরখ করে রাসেলের সামনে দাড়ায়।
“লিসেন রাসেল তুই কি আমায় বিশ্বাস,ভরসা করিয়া। যদি করিস আশা করি আমার কথা গুলো মন দিয়ে শুনবি।
” ওকে।কিন্তু র…….
“তোর সব কনফিউশান আমি ভেঙ্গে দেবো তুই আমার কথাটা জাস্ট শোন।
” হুম।
“দেখ আমরা নিশির সাথে তোর বিয়ে ঠিক করেছি এবং আজ এংগেজমেন্ট!
” হোয়াট…!(চিৎকার দিয়ে)

আরও গল্প পরতে ভিজিট করুন

“আসতে আসতে এতো চিল্লাছিস কেন আগে কথা শুন।আংকেল আন্টিরো নিশিকে বেশ পছন্দ নিশির বাবা মা ও রাজি।নিশিরা কিন্তু দুই বোন তাদের আর কোন ভাই নেই!কিন্তু আসল কথা হলো আজ যখন আমি সবটা ফাইনাল করছিলাম তখনি ঘরের সদর দরজা দিয়ে একটি মেয়ে ডুকে তাকে দেখে আমার ঠিক তোর মতোই অবস্থা হয়েছে কিন্তু আমি নিজেকে স্বাভাবিক রেখে আমার মতো করে আমি কাজ চালিয়ে যাই।
” রুপ এখানে কেন ভাই?
“রুপ নিশির চাচার মেয়ে!
” কি বলছিস আমি তবে এখানে কিছু তেই অত্নীয়তা করবোনা যেখানে রুপ আছে সেখানে সব কিছু বাতিল।
“আহ এতো রেগে যাচ্ছি কেন?রুপ এখানে থাকেনা সে তার হাজবেন্ডের সাথে চট্রগ্রাম শহরে থাকে।গতকাল নাকি এসেছে হাজবেন্ডের সাথে ওর বাড়িতে কিছু দিন থাকতে কিন্তু আজ আংকেল আন্টি ওকে আসতে বলেছে তাই সে এসেছে!সবচে বড় খবর কি যানিস? ভালোবেসে বিয়ে করলেই যে সবাই জিতে যায় আসলে কিন্তু ভুল।ভালোবেসে বিয়ে করলেও সেই ভালোবাসা টিকে থাকে কিছু সংখ্যাক মানুষের আর বাকিদের সম্পর্কে অতি শীঘ্রই ঘুণে ধরে যায়।
” বুঝলাম না বিষয় টা!

“রুপ সুখে নেই।তার হাজবেন্ড অন্য মেয়েদের সাথে মেলামেশা করে,রাতে ড্রিংস করে বাড়ি ফিরে মাঝে মাঝে নাকি রুপের গায়ে হাত তুলে। তবুও সে সবটা সয়ে গেছে কেন যানিস?কারন সে ভালোবেসে বিয়ে করেছে!রুপ তোর ভালোবাসা বুঝেনি ভুল করেছে আর সেই ভুলের মাশুল এখন দিচ্ছে।
রাসেল কিছুক্ষণ চুপ থেকে বলে,
” কিন্তু আমি তো নিশিকে বিয়ে করবোনা!
” দেখ রাসেল আমি ভালো করেই যানি তোর মনে নিশির জন্য ফিলিং আছে ।না হলে আমার অবর্তমানে তুইও বার বার কেন নিশিকে ফোন করিস,তার সাথে দেখা করতে এতো টাল বাহানা দিস।তুই কি মনে করিস আমি যানিনা আমি তোর খোজ রাখিনা।
ঈশানের কথা শুনে রাসেল মাথা নিচ করে নেয় কেননা প্রত্যাকটা কথাই সত্যি।
“তুই এমন একটা ছেলে সে যত কাজেই ব্যস্ত থাকুক পেছনে আশে পাশের পরিস্থির উপলব্ধি করার জন্য তোর কান সব সময় খাড়া থাকে।কারন তুই সেই ভাবেই ট্রেনিং প্রাপ্ত।কিন্তু কাল কি হলো তুই ভেবে দেখ আমি তোর পেছনে দাড়িয়ে কথা পর্যন্ত বলেছি তোর খবর নেই কেউ তোর পেছনে।তাহলে নিশির সামনে থাকলে তুই কতটা বিভোর থাকিস ভেবে দেখ।

” আসলে ঈশান তোর প্রতিটা কথাই সত্য আমার নিশির জন্য মনে ফিলিংস আছে তবে কি যানিস কাল বিকেলে তোর মুখে নিশির সাথে বিয়ের কথাটা শুনে আমি কাল বেশ খুশি হয়ে ছিলাম।বলতে পারিস বিনা মেঘে বজ্রপাতের মতো বিষয়টা ছিল।কিন্তু আজ যখন যানতে পারলাম রুপ নিশির চাচার মেয়ে।শত কষ্ট হলেও আমার আর বিয়েটা করতে ইচ্ছে হচ্ছেনা।আমি কোন দিন নিশির কাছে কোন কথা লুকাবো না। এই কথাটা আমি এংগেজমেন্টের আগেই বলবো । তখন তার মনে ভাবনা থাকবে আমি নিশ্চই রুপ কে দেখাতে নিশিকে বিয়ে করেছি!কিংবা যত যাই হোক আশা করি তুই বুঝতে পারছিস।
“সব বাদ। তুই আগে নিশির সাথে কথা বল।একটা কথা বলি রাসেল অতীতটা ভুলে যা বর্তমান টাকে নিজের সর্বোচ্চ দিয়ে ভালোবেসে আগলে রাখ।তোর মন মস্তিষ্ক জুড়ে এখন শুধু নিশি থাকবে কোন রুপ নয়।সে তোর অতীর ছিল। যাস্ট এটাই।
রাসেল হুট করেই ঈশানকে জড়িয়ে ধরে।

” তোর মতো বন্ধু পাওয়া গর্বের বিষয়, সত্যি আজ আমার গর্ব লাগছে তোকে পেয়ে।
“আর তুই কি আমার কম নাকি। সকল বিপদে আপদে সবার আগে তো তুই হাত বাড়িয়ে দিস।
দুজন দুজনের দিকে তাকিয়ে মুচকি হেসে রুম থেকে বেরিয়ে যায়।
ঈশান সবার সাথে আলাপ পরার্মশ করে যানায় এংগেজমেন্টের আগে নিশি আর রাসেলের কিছু আলাদা কথা হোক। তাই তাদের আলাদা কথা দেওয়ার জন্য সময় দেওয়া হয়।
ছাদের এক কোনে দাড়িয়ে আছে রাসেল আর নিশি।চারিদিকের বাতাসে বার বার নিশির অবাধ্য খোলা চুল গুলো বেশামাল উড়ছে নাকের সামনে দুই চার গাছি চুল বার বার ঠেকছে।রাসেল গভীর মনোজক দিয়ে নিশিকে একবার পরখ করে নেয়।ডার্ক নীল শাড়ি তার উপর গোল্ডেন পাড় গোল্ডেন কাজের একটি সিল্ক শাড়ি পরে তাকে বেশ
অপরুপাই লাগছে।
শাড়িটা দেখে মনে হচ্ছে কারিগর নিখুঁত হাতে তার জন্যই শাড়িটা তৈরি করেছে।ছোট ছোট চোখ দুটেতে একটু কাজলের ছোয়া যুগল ভ্রু বেশ মায়াবী লাগছে তাকে।ঠোট দুটোতে হালকা গোলাপি লিপস্টিকের ছোয়া। সেই ঠোঁট দুটো অনবরত কেঁপেই যাচ্ছে ভয়ে নাকি লজ্জায় কিছুই বুঝতে পারছেনা রাসেল।নিশির চোখ দূর আকাশের দিকে।দুই হাতের আঙ্গুলের সাথে শাড়ির আচঁলে একবার গিট দিচ্ছে আবার খুলে ফেলছে।
” নিশি আমার কিছু কথা ছিল(একটু উচ্চ শব্দে)
“হ্যা হু বলুন(ঘাবড়ে গিয়ে)
” কাল তো ঠিকি হেসে হেসে আমাকে বেশ অপদস্ত করেছেন তবে আমার সামনে আজ এতো কাপছেন কেন?আপনার কি ভয় লাগছে নাকি লজ্জা লাগছে?
“হু যানিনা।
” দেখি আমার দিকে তাকান। আমরা এখন বন্ধু শুধুই বন্ধু তাই নার্ভাস হবেন না। কি বলছি মন দিয়ে শুনুন।
“হ্যা আপনি বলুন আমি শুনছি।

ঈশান একে একে রুপ আর তার অতীত সম্পর্কে বলে।সে রুপকে পছন্দ করলেও রুপ তাকে পছন্দ করতো না সে তার ভালোবাসার মানু্ষটাকেই বিয়ে করে রুপ যাওয়ার পর আর এতো দিন কোন মেয়ের সাথে তার সম্পর্ক করতে ইচ্ছে হয় নি।কিন্তু নিশিকে দেখার পর তার অতীতের ভাবনা ভুলে বর্তমানে যেতে চাইছে।আজ যখম যানতে পারলো রুপ নিশির চাচার মেয়ে তখন থমকে গেলো তার ভাবনা।
” নিশি একটা কথা বলি আমি যদি এখন তোমায় বিয়ে করি নিশ্চই তুমি ভাববে আমি রুপ কে দেখানোর জন্য তোমাকে বিয়ে করেছি।আমি যখন তোমার কেয়ার করবো তখনো তুমি ভাববে আমি রুপ কে দেখানোর জন্য কেয়ার করছি।যদি তোমার ভাবনায় এইসব আসে তবে সরি নিশি সম্পর্ক এই পর্যন্তই সীমাবদ্ধ থাকুক।আমি আর সামনে যেতে চাইনা।আমি যাকে ভালোবাসি তাকে আমার সর্বোচ্চটা দিয়েই ভালোবাসি সে যদি আমার ভালোবাসার মূল্যই না বুঝে বার বার যদি অতীতের দিকে হিসেব কষে তবে থাক সবটাই থাক।বাকিটা তোমার মতামত তুমি ঈশানকে বলে দিও।আমি সত্যি যানতাম না রুপ তোমার কেউ হয়।আমি তো কাল থেকে খুশিতেই ছিলাম ঈশান বলেছে তোমার সাথে আমার বিয়ে ঠিক করবে। এটা এমন ছিল যেন না চাইতেই পাওয়ার মতো।তোমার জন্য আমার মনে ফিলিংস আছে।কিন্তু এখন মনে হচ্ছে আমার ফিলিংস গুলো আবারো হেরে যাবে।

রাসেল চলে যেতে নিলেই পেছন থেকে নিশি হাত আটকে ধরে,
” আমি কি কিছু বলেছি, তবে চলে যাচ্ছেন কেন।যে ছিল সে অতীত! বর্তমানটা নিয়ে ভাবুন এবার।আর আমি কথা দিচ্ছি অতীত নিয়ে কোন দিন কথা বলবো না। এবার ভালোবাসবেন তো আমায়(ঠোঁট উলটে)
রাসেল কিছু সেকেন্ড নিশির দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। যেকোন মেয়ে স্বামীর এতো বড় একটা সত্য যানার পর কয়েক দিন থমকে থাকে আর এই মেয়ে কয়েক সেকেন্ডে সিধান্ত নিয়ে নিল বাহ।
রাসেল নিশির দিকে তাকায়।আর প্রশ্ন করে
“তুমি ভালোবাসবে তো আমায়?
” আজীবন!আপনি শুধু আমায় আগলে রাখুন আমি আপনার ভালোবাসাটাই আগলে রাখবো।
রাসেল নিশিকে টেনে তার মাথাটা নিজের বুকের সাথে আগলে ধরে। ঠোঁট কামড়ে হাসছে সে।তার হারানো আশা ফিরে পেয়েছে।
এদিকে সিড়ি ঘরের দিক থেকে সবটা দেখছে ঈশা আর ঈশান। ঈশান ঈশার দিকে তাকিয়ে বলে,
“তোমাকে এই ভাবে কত বুঝালাম তুমি বুঝলেনা যদি বুঝতে তবে সবটাই সুষ্ঠ হতো।আর নিশিকে দেখো সে সবটা বুঝে রাসেল কে মেনে নিয়েছে।
“উহু, আপনাকে দেখলেই আমার ভয় করতো আর বিয়ে! আমার এইসব ভাবলে তখন দম বন্ধ হয়ে আসতো তাই বার বার পালিয়ে যেতাম।

” কেন এখন ভয় লাগেনা বুঝি! (ভ্রু কুচকে)
“না লাগে না। কাকে ভয় পাবো যাকে ভয় পাবো তার সাথে আজীবন থাকতে হবে তাই ভয় ডর সব বাদ।
” ওল্লে আমার গুলুমুলু বউটা কথা শিখেছে তাহলে।(গাল টেনে জড়িয়ে ধরে)
“আহ আপনি একটু বেশি রোমান্টিক তা কি আপনি যানেন!
” অবশ্যই যানি! আমার বউ আমি আদর করলেই রোমান্টিক হই আর যা হই তাতে তোমার কি!
“আপনি আমাকে ইদানীং বেশী জ্বালাচ্ছেন কথার ভাজে একবার জ্বালান আদরের নাম করে আরেক বার জ্বালান।
“তুমি জ্বলছো কেন সবটা সহ্য করো।
” ছাড়ুন তো নিশি আর রাসেল কি দুজনকে জড়িয়ে ধরে অজ্ঞান হয়ে গেছে নাকি ছাড়ার নাম নেই চলুন দেখে আসি।
“চলো..!
“আয় হায় আমার দেওরটার একি হলো।!
ঈশার কথা শুনে ছিটকে দূরে সরে যায় রাসেল আর নিশি।
” আমার শালীটার সাথে তুই কি শুরু করেছিস রাসেল।(ঈশান)
“ক্ক ক কই কি করেছি।
” চল নিচে চল দেরি হয়ে যাচ্ছে। বিয়ের দিন তারিখ ফাইনাল করতে হবে তো!(ঈশান)
“হ হুম চলো।
লজ্জায় রাসেল সবার আগে বড় বড় পা ফেলে চলে যায় নিজেকে এদের হাত থেকে বাচাঁতে এটা ছাড়া উপায় নেই।

অবশেষে এংগেজমেন্ট সেরে বিয়ের দিন তারিখ ঠিক করা হয়। পুরো সময়টাতে রাসেল আর রুপের দিকে একবারো তাকায় নি।বিষয়টা রুপ ভালো করেই লক্ষ্য করে।
রাত এগারোটার সময় ঈশা তার কাভার্ড জুড়ে সব শাড়ি জামা একে একে ফেলতে থাকে…!
রাসেলের বিয়ে উপলক্ষ্যে সে কি পড়বে কিছুই মাথায় ডুকছেনা। শাড়ি জামা গুলো আলমারিতে দেখতে দেখতে নতুন জামা গুলো তার কাছে এখন পূরনো লাগছে আসার সময় ঈশানকে বলেছে তাকে শপিং করিয়ে দিতে কিন্তু ঈশান কাটায় কাটায় জবাব দিয়েছে তার জামা কাপড়ের পেছনে আর একটা টাকাও খরচ করবে না ঈশান।
বিয়ের একমাসে সে নাকি একশটার উপর জামা পেয়েছে শাড়ি পেয়েছে এতো কিছু দিয়ে কি হবে।আর প্রয়োজন নেই শপিং এর। তখন থেকে মেজাজ গরম ঈশার।কাভার্ডের সব জামা শাড়ি এদিক সেদিক ছুড়ে মারছে কিছুই তার পছন্দ হচ্ছেনা।পুরো রুম জুড়ে ঈশার জামাকাপড়ের একটা স্তূপ তৈরি হয়েছে।রাগে জিদে তার ভীষন কান্না পাচ্ছে চোখের পানি টলমল করছে।একটা ওড়না ছুড়ে মারলে তা দরজা দিয়ে ডুকতে ঈশানের মুখে পড়ে।ঈশান ওরনাটা গলায় পেছিয়ে রুমে ডুকলে অবাক হয়ে যায়।
” আরে ঈশু কি করছো তুমি সব জামা বের করলে কেন?(অবাক হয়ে)

You are mine part 14

“আমি কি পড়বো বিয়েতে মনের মতো কিচ্ছু খুজে পাচ্ছিনা।(কান্নার ভাব করে)
” এতো জামার মাঝে তুমি বলো খুজে পাচ্ছো না পাগল তুমি?
“হ্যা আমি পাগল (রেগে)আমাকে শপিং করিয়ে সত্যি দিবে না (ঠোঁট উলটে)
” না দিবোনা এতো জামার মাঝেও আবার শপিং (সিরিয়াস ভঙ্গিতে)
“লাগবেনা তোমার শপিং। আমি এই রুমে আর থাকবো না লিজার সাথে ঘুমাবো আজ।
ঈশা পা বাড়িয়ে যেতে নিলেই পেছনে থেকে হাত টেনে মোচড়ে ধরে ঈশান।ঈশা তার সাথে থাকবেনা শুনেই মেজাজ বিগড়ে যায় ঈশানের।
” এই লিজার সাথে থাকবে মানে এই রুম থেকে গেলে পা ভেঙ্গে ফেলবো বলে দিলাম।(রেগে)
“ভাঙ্গলে ভাঙুন আমি লিজার সাথেই ঘুমাবো আপনার সাথে না (নিজেকে ছাড়াতে ছাড়াতে)
” এই বিয়ের আগে কি কোথাও সাইন করেছো আমাকে ছাড়া ঘুমাতে আমি পারমিশন দিয়েছি(শক্ত করে জড়িয়ে ধরে)

“বিয়ের আগে কি আমি কোথায় সাইন করেছিলাম যে আপনাকে ছাড়া ঘুমাতে পারবো না(নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করে)
” আমার তো মনে হয় প্রত্যাকটা স্বামীর এই অঙ্গীকার রাখা প্রয়োজন বিয়ের পর স্ত্রীরা দিনে যেখানে ইচ্ছে থাকবে রাতে ঠিক এসে চুপ চাপ স্বামীর বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়বে।
“হ্যা এমন অঙ্গীকার থাকলে কেউ আর বিয়ে করতো না।
” অবশ্যই করতো যেমনটা তুমি করেছো!
“আমি আবার কি করলাম!
” এখন সাইন করবে!
“মানে?
ঈশান পকেট থেকে ঈশার সামনে ধরে যেখানে লেখা ঈশানকে ছাড়া সে এক রাত ও কোথাও থাকতে পারবেনা।যদি থাকে তবে তার জন্য ঈশানের পানিশমেন্ট রেডি।
” আপনি পাগল হয়ে গেছেন(অবাক হয়ে ঈশা)

“আমি যানতাম তুমি এমনটাই করবে তাই নিচে বসে এই কাগজটা লিখলাম।আমি ভালো করেই যানি স্ত্রীরা কিছু পারুক আর না পারুক রাতে অন্য রুমে ঘুমোবার হুমকি দিবেই।আর তুমি যেহেতু ক্ষেপেছো তাহলে আজ আমায় এই হুমকি দিবে তাই চট পট কাগজটা তৈরি করলাম।নাও সাইন করো!
” করবো না।
ঈশার কথায় কোন কাজ হলো না ঈশান ঠিকি ঈশাকে দিয়ে সাইন করিয়ে নেয়।ঈশা রেগে বলে,
“আমি লিজার কাছেই ঘুমাবো!(রেগে)
” যাও না যাও, রাতে ঠিকি তুলে এনে আমার পাশে রেখে দেবো।(হেসে)
“পাগল (রেগে)
” তোমার জন্য (ঈশাকে জড়িয়ে ধরে).।

You are mine part 16