আমৃত্যু ভালোবাসি তোকে পর্ব ৩৬

আমৃত্যু ভালোবাসি তোকে পর্ব ৩৬
লেখনীতে সালমা চৌধুরী

কিছুক্ষণের মধ্যেই আবির দু কাপ কফি নিয়ে আসছে। কফির কাপ দুটা টেবিলের উপর রেখে পকেট থেকে একটা গাদাঁ ফুল বের করে মেঘের কানে গুঁজে দিল। আবিরের কর্মকাণ্ড দেখে মেঘ অভিভূতের ন্যায় চেয়ে আছে। নিষ্পলক দৃষ্টি তার। আবির ভাই নিজের হাতে কানে ফুল গুঁজে দিচ্ছে এটা অনুভব করতেই মেঘের হৃদপিণ্ড দ্বিকবিদিক ছুটাছুটি শুরু করে দিয়েছে। আবিরের প্রতি অষ্টাদশী এতটায় আসক্ত হয়ে গেছে যে দিবারাত্রি শুধু আবির ভাইকে নিয়েই স্বপ্ন দেখে। তাই কোনটা বাস্তব আর কোনটা কল্পনা সেটায় মাঝে মাঝে গুলিয়ে ফেলে।

আবির মেঘের দিকে তাকিয়ে শান্ত কন্ঠে বলল,
“মাশাআল্লাহ, আমার ফুল ছেঁড়াটা সার্থক হলো।”
মেঘ জানালার গ্লাসের দিকে তাকিয়ে নিজেকে দেখল, এলোমেলো কালো চুলে মধ্যে হলুদ রঙের ফুলটাকে অসম্ভব সুন্দর লাগছে। পরক্ষণে নিজের চোখ-মুখের দিকে নজর পরতেই গ্লাস থেকে দৃষ্টি সরিয়ে নিল। কান্নার তোপে মুখমণ্ডল লাল হয়ে গেছে, নিজের বিষন্ন মুখশ্রী দেখতে কারোর ই ভালো লাগে না।
আবির ঠান্ডা কন্ঠে বলল,

আরও গল্প পড়তে এখানে ক্লিক করুন 

“কফিটা খা। ”
আবির কফির কাপ হাতে নিয়ে বিছানার পাশে বসেছে। কফির কাপে দু চুমুক দিয়ে রাশভারি কন্ঠে বলে উঠল,
” নিজেকে এতটা উৎপীড়িত ভাবিস না, মুখ লুকিয়ে কান্না তারাই করে যাদের নিজের প্রতি কোনো আস্তা নেই। ”
মেঘের নিস্তব্ধতা দেখে আবির দীর্ঘশ্বাস ছেড়ে পুনরায় বলল,
“তুই যত কাঁদবি, মানুষ তোকে আরও বেশি কাঁদাতে চাইবে। কিছু মানুষের কাজ ই হলো অন্যের দূর্বল জায়গাতে আঘাত করা৷ ভার্সিটিতে পড়ছিস, নতুন বন্ধু হচ্ছে। আর যাই করিস, কখনও নিজের দূর্বলতা কারো কাছে প্রকাশ করবি না। ”

মেঘ মনোযোগ দিয়ে কফি খাচ্ছে আর আবিরের কথা শুনছে।
আবির ভাইয়ের প্রতি অষ্টাদশীর নিষিদ্ধ প্রেমানুভূতি এতটায় প্রখর হতে শুরু করেছে, যা প্রকাশ করতেও সাহস পাচ্ছে না, প্রকাশ না করেও থাকতে পারছে না। যতবার ই ভাবে আবির ভাইকে নিজের মনের কথা বলবে, ততবার ই ফুপ্পির কথা মনে পরে যায়। ফুপ্পির কথা মনে হলেই শুধু কান্না পায়৷ আবির ভাই রাজশাহী চলে যাবে শুনে এমনিতেই মন খারাপ ছিল। তারমধ্যে সন্ধ্যাবেলা জান্নাত আপু কল দিয়েছে, জান্নাত আপুর ফোন দিয়েই ফুপ্পির সাথে কথা বলেছে। ফুপ্পির কান্না শুনে মেঘও কান্না শুরু করে দিয়েছে।

বার বার শুধু মনে হয়, এই বাড়ির মানুষগুলো এত নিষ্ঠুর কেন! আব্বু- বড় আব্বু কিভাবে পারছেন বোনকে রেখে এতগুলো বছর কাটাতে! ওনাদের কলিজা কি একটাবারের জন্যও কেঁপে উঠে না? তানভির ভাইয়াও তো মেঘের সাথে এতবছর যাবৎ এমনটায় করে আসছেন। যদি জানতে পারে মেঘ আবির কে ভালোবাসে, তাহলে আব্বু-বড় আব্বুর মতো দুইভাই নিশ্চিত এমন আচরণ ই করবে! এসব ভেবেই মেঘ কাঁদছিল।
মেঘ আস্তে করে বলল,

“জান্নাত আপু কল দিয়েছিল।”
আবির ঠান্ডা কন্ঠে জবাব দিল,
“আমি জানি, ফুপ্পির সঙ্গে তোর কথা হয়েছে এটাও জানি। ”
মেঘ শীতল কন্ঠে শুধালো,
” ফুপ্পি কি আমাদের বাসায় আসবেন না? ফুপ্পির জন্য আমার খুব কষ্ট হচ্ছে। ”
কথাটা বলেই মেঘ আবারও কান্না শুরু করে দিয়েছে।
আবির অত্যন্ত ধীর কন্ঠে বলে উঠল,

“তুই একমাসেই এত অধৈর্য হয়ে যাচ্ছিস, অথচ ফুপ্পি ২৮ বছর যাবৎ এই কষ্ট সহ্য করেই বেঁচে আছেন। ফুপ্পি কিছু বললে তুই যদি সঙ্গে সঙ্গে কান্না শুরু করিস, তখন তো ফুপ্পি আরও বেশি ভেঙে পরবেন। নিজেকে আগে শক্ত কর। ফুপ্পির সাথে খুব শীঘ্রই সম্পর্ক ঠিক করার চেষ্টা করবো।”
একটু থেমে আবার বলল,
“ফুপ্পির সাথে কথা বললে একটু সাবধানে বলিস, বাড়ির কেউ যেন কোনোভাবে কিছু বুঝতে না পারে। ”
মেঘ শীতল কন্ঠে জবাব দিল,

“আচ্ছা। ”
আবির আরও কিছুটা সময় নিয়ে মেঘকে বুঝানোর চেষ্টা করল। তারপর নিজের রুমে চলে আসছে।
আবির নিজের রুমে ব্যাগ গুছাচ্ছিল। হঠাৎ তানভির দরজা থেকে ডাকল,
“ভাইয়া, আসবো!”
“আয়!”
তানভির কয়েক কদম এগিয়ে বিছানার পাশে দাঁড়ালো। আবির শার্ট ভাজ করতে করতে প্রশ্ন করল,
” কিছু বলবি?”
“হ্যাঁ”
“বল”

” বনুরা ইদানীং মিনহাজ আর তামিম নামের দুটা ছেলের সঙ্গে কথা বলে, ওরা একই ডিপার্টমেন্টে পড়ে। তুমি কি এই বিষয়ে কিছু জানো?”
আবির ধীর কন্ঠে উত্তর দিল,
“জানি৷ ”
“তাহলে কিছু বলছো না কেন?”
আবির নিশ্চুপ। তানভির পুনরায় বলল,

“আমি ছেলে দুটার খোঁজ নিয়েছি। তুমি বললে আমি বনু বা ঐ ছেলেগুলোর সঙ্গে কথা বলি?”
আবির এখনও নিশ্চুপ। সে ব্যাগ গুছানোতে ব্যস্ত। তানভির আবারও বলল,
” ভাইয়া, আমি কি ওদের ওয়ার্নিং দিব?”
আবির ভারী কন্ঠে বলল,
“কোনো প্রয়োজন নেই৷ ”
“কেন?”
“এমনি। যদি পারিস আমি ফেরার আগ পর্যন্ত একটু খেয়াল রাখিস। ”
“তা তো রাখবোই৷ কিন্তু ”
“তুই যা এখন। ”

তানভির রুম থেকে বেরিয়ে গেছে, সঙ্গে সঙ্গে রাকিব কে কল দিয়ে সব জানিয়েছে। ১০ মিনিটের মধ্যে রাকিব আবিরকে কল দিয়েছে।
আবির কল রিসিভ করেই গম্ভীর কন্ঠে বলল,
“তুই ও কি একই বিষয়ে কথা বলতে ফোন দিছিস?”
রাকিব চিন্তিত কন্ঠে শুধালো,
“তোর সমস্যা কি?”
আবির বিরক্তির স্বরে জানাল,
“সমস্যা নেই৷ ”

“তুই কি বিষয় টা কে গুরুত্ব দিচ্ছিস না? ওয়ার্নিং দিলেই ঠিক হয়ে যাবে। তুই শুধু বল ওয়ার্নিং দিব কি না! বিষয়টা আমি বা তানভির ই সামলাতে পারবো। ”
আবির কন্ঠ দ্বিগুণ ভারি করে বলল,
“ওয়ার্নিং দেয়ার হলে আমি প্রথম দিন ই দিতাম৷ এতদিন অপেক্ষা করতাম না। ”
“কিছু বলছিস না কেন, তুই কি মেঘের প্রতি ….. ”
রাকিবের কথা শেষ করার আগেই আবির রাগান্বিত কন্ঠে চিৎকার দিয়ে উঠলো,
“থাম! মেঘকে ছাড়া আমি আমার অস্তিত্ব কল্পনা করতে পারব না। ওকে নিয়ে আমি কোনোপ্রকার নেগেটিভ কথা শুনতে চাই না। ”

“তাহলে বিষয়টাকে গুরুত্ব কেন দিচ্ছিস না?”
“আমি মেঘকে চাই, আমৃত্যু আমি ওকে ই চাইব। মেঘ ব্যতীত এই আবিরের হৃদয় স্পর্শ করার সাধ্যি পৃথিবীর কারোর নেই।কিন্তু আমি চাইলেই তো হবে না। মেঘকেও তো বুঝতে হবে, ওর মনে আমার জন্য সমপরিমাণ ভালোবাসা আছে কি না! এই আবির কি মাহদিবা খান মেঘের হৃদয়ে তোলপাড় চালাতে সক্ষম কি না! এটা তাকে ই বুঝতে হবে। ”

একটু থেমে দীর্ঘশ্বাস ছেড়ে আবার বলে উঠল,
“কতদিন আর সবকিছু থেকে ওকে আঁটকে রাখব। এখন ভার্সিটিতে পড়ছে, চারপাশে কত চাকচিক্যময় পরিবেশ। সবকিছুর ভিড়ে ওর মন যদি আমায় খোঁজে নেয়, তবেই না আমার ভালোবাসা পূর্ণতা পাবে!”
রাকিব রাগান্বিত কন্ঠে বলল,
“তোর এই পাগলামির পরিণাম খুব ভয়ানক হবে। মিলিয়ে নিস। এখনও সময় আছে, তুই শুধু একবার বল৷”
আবির কন্ঠ তিনগুণ ভারী করে বলা শুরু করল,

“জীবনটা তো এমনিতেই তছনছ হয়ে গেছে। ভয়ানক পরিণামের আর কি ই বা বাকি আছে! তুই বিশ্বাস কর রাকিব, ওরে কাঁদতে দেখলে আমার কলিজা কেঁপে উঠে। মনে হয়, আমার হৃদপিণ্ড টা কে কেউ অবিরত ছু*রি দিয়ে আ*ঘাত করছে। আর যখন বুঝতে পারি এই কান্নার কারণ টা আমি, তখন নিজেকে বড্ড অপরাধী মনে হয়। এই জীবন তো আমি চাই নি রাকিব। ওকে কাঁদাবো বলে তো ভালোবাসি নি! তবে কেন আমার সাথেই এমনটা হলো। ”

রাকিব কথা খোঁজে পাচ্ছে না, আমতা আমতা করে বলল,
“থাক চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। ইনশাআল্লাহ। ”
আবির আর কোনো কথা বলে নি। ফোন কেটে দিয়েছে। ভোর বেলা রওনা দিতে হবে। ব্যাগ গুছিয়ে ঘুমিয়ে পরেছে।

আবির রাজশাহীতে গেছে তিনদিন হলো। আজকে মালিহা খান ভাইয়ের বাড়ি থেকে ঘুরে আসছেন৷ মাইশার বিয়ে আগামী মাসের মাঝামাঝিতে ঠিক করা হয়েছে। ততদিনে মীম আর আদির পরীক্ষা শেষ হয়ে যাবে।
মীম আর আদি র সামনে পরীক্ষা বলে লেখাপড়া একটু বেশি করতে হচ্ছে। আকলিমা খান ছেলে মেয়েকে পড়ানোতে ব্যস্ত। মেঘ শুয়ে বসে আর টিভি দেখে দিন কাটায়। সন্ধ্যার পর মেঘ টিভিতে প্রোগ্রাম দেখছিল,
মালিহা খান মেঘের পাশের সোফায় বসে শান্ত কন্ঠে জিজ্ঞেস করলেন,

“তোর ভাইয়ের সাথে কি আজকে কথা হয়ছে?”
মেঘ টিভির থেকে মনোযোগ সরিয়ে বড় আম্মুর দিকে তাকিয়ে বলল,
“কোন ভাই?”
মালিহা খান ভণিতা ছাড়াই বললেন,
“আবিরের সাথে কি আজকে কি কথা হয়ছে? ”
মেঘ ঠান্ডা কন্ঠে উত্তর দিল,
“আমার সঙ্গে তো কথা হয় নি, সকালে আম্মুর সাথে কথা হয়ছিল।”
মালিহা খান কিছুটা গম্ভীর কন্ঠে বললেন,

“তোরা ভাই-বোনেরা এমন কেন? আমার ভাইয়েরা বিয়ের এতবছর পরেও প্রতিদিন কেউ না কেউ ফোন দিয়ে, আমার খোঁজ খবর নেয়। আর তোরা এখন ই কথাবার্তা বলিস না।তোদের বিয়ে দিলে শ্বশুর বাড়ি থেকে তো জীবনেও ভাইদের খবর নিবি না। ”

বিয়ের কথা শুনেই মেঘের মন খারাপ হয়ে গেছে৷ বাবা-মা, বড় আম্মু, কাকিয়া, ভাই-বোনদের ছেড়ে যেতে হবে ভেবে এতবছর বিয়ের কথা শুনলেই মেঘের রাগ উঠে যেতো। এখন সবার সঙ্গে আরও একজন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আবির ভাইয়ের প্রতি তার অসীম ভালোবাসার পরিণাম কি হবে! আবির ভাই ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবতেই পারে না সে।
মালিহা খান আদেশের স্বরে বললেন,

“আবির কে একটা কল দে তো! আমি সকাল ১১ টায় কল দিলাম, বিকেলেও দিলাম কিন্তু তোর ভাই তো কল ধরছে না। কল দিয়ে দেখ তো ধরে কি না!”
মেঘ পাশ থেকে ফোন নিয়ে আবিরের নাম্বারে ডায়াল করল। কয়েকবার রিং হওয়ার পর ই রিসিভ হলো। মেঘ তৎক্ষনাৎ বড় আম্মুর দিকে ফোন এগিয়ে দিল।
আবির “তি..” বলতেই মালিহা খান বলে উঠলেন,

“সারাদিন কই ছিলি? সকালেও কল দিলাম, বিকালেও কল দিলাম! ”
আবির বিস্ময় সমেত তাকিয়ে ভারী কন্ঠে বলে,
“আম্মু!”
মালিহা খান পুনরায় বললেন,
“কোথায় আছিস?”
আবির ঢোক গিলে তপ্ত স্বরে বলল,
“ভুলে ফোন রেখে অফিসে চলে গেছিলাম। মাত্রই রুমে আসছি। ”
আবিরের আম্মু মুখ গোমড়া করে বললেন,

” ফোন যে রেখে গেছিলি, সেটা কি জানানোর দরকার ছিল না? আমি চিন্তায় চিন্তায় অস্থির হয়ে যাচ্ছিলাম। ”
আবির ঠান্ডা কন্ঠে উত্তর দিল,
“আম্মু তোমাকে তো বলেছি, আমার জন্য এত চিন্তা করো না। তুমি কখন আসছো সেটা বলো।”
“আসছি দুপুরের পরে। মাইশার বিয়ে ঠিক হয়ছে৷ আগামী মাসে। শুন, তোর মামা সহ বাড়ির সবাই কম করে হলেও ১০০ বার করে বলে দিছে যেন তুই বিয়েতে যাস৷ ”

“সেসব নিয়ে ভাবার সময় আছে। তোমার শরীরের কি অবস্থা? ”
“আলহামদুলিল্লাহ, সুস্থ আছি ৷ তুই কেমন আছিস বাবা ? কবে আসবি? ”
“আলহামদুলিল্লাহ ভালো আছি৷ কবে আসবো এখনও বলতে পারছি না। কেন?”
“তুই আসলেই বলবো। ”
“আচ্ছা। মেঘ কোথায়?”
“এখানেই আছে।”
“ফোনটা ওকে দাও তো!”

নে, তোর ভাই কথা বলবে। এই বলে ফোনটা মালিহা খান মেঘের দিকে এগিয়ে দিল। মেঘ কাঁপা কাঁপা হাতে ফোনটা নিল। আবির ভাইয়ের সঙ্গে কথা বলতে গেলে এখনও অস্বস্তিতে ভোগে মেয়েটা। মেঘ ফোন হাতে নেয়ায় মালিহা খান উঠে রান্নাঘরের দিকে চলে গেছেন। মেঘ ফোন কানে ধরে শীতল কন্ঠে সালাম দিল।
আবির সালামের উত্তর দিয়ে গম্ভীর কন্ঠে শুধালো,
“তুই যে কাজগুলো করিস এগুলো কি বুঝে করিস?”
মেঘ ভয়ে ভয়ে শুধালো,

“কি?”
“তুই যে হুট করে আম্মুর কাছে ফোন দিয়ে দিলি। আমি তো তুই ভেবে কথা বলছিলাম। যদি কিছু বলে ফেলতাম।”
“কি বলে ফেলতেন ”
“সে যায় বলি, এমন কাজ আর কখনও করবি না। ফোন কাউকে দেয়ার আগে বলে তারপর দিবি। মনে থাকবে?”
“হ্যাঁ। ”
“আগেও কি কল দিছিলি?”
মেঘ আস্তে করে বলল,
“না। ”

“তা দিবি কেন, আমি বাড়িতে না থাকলে তো তোর ঈদ লেগে যায়। নিজের মতো চলতে পারিস, সবকিছু করতে পারিস। ”
মেঘ বিড়বিড় করে বলল,
“আপনাকে কল দিতে ভয় লাগে!”
কথাটা শুনামাত্র আবিরের মেজাজ খারাপ হয়ে গেছে, কপাল গুটিয়ে অত্যন্ত পুরু কন্ঠে বলল,
” খুব ভালো, আমার মাথা ব্যথা করছে ৷ রাখছি।”

মেঘ আর কিছুই বলতে পারলো না। আবির কল কেটে দিয়েছে। অষ্টাদশী মন খারাপ করতে চেয়েও করতে পারলো না। তিনদিন পর আবির ভাইয়ের সাথে একটু হলেও কথা হয়েছে, এতেই মন টা হালকা হয়ে গেছে। তবে আবির ভাইয়ের মাথা ব্যথা শুনে চিন্তাও লাগছে।
খাওয়াদাওয়া শেষ করে রাতে শুয়ে শুয়ে ভাবছে আবির ভাইকে কল দিবে কি না! ভাবতে ভাবতে ডায়াল করল আবিরের নাম্বারে। অষ্টাদশীর বুকে ধুকপুকানি শুরু হয়ে গেছে। বার বার মনে হচ্ছে শ্বাস আটকে আসছে, শুয়া থেকে উঠে বসেছে।
আবির ফোন রিসিভ করেই বলল,

“Sorry”
“কেন?”
“সন্ধ্যার আচরণের জন্য। ”
মেঘের অক্ষি যুগল কোটর ছেড়ে বাহিরে আসতে চাইছে। আবির ভাই তাকে সরি বলছে৷ এটাও কি সম্ভব!
মেঘ কোমল কন্ঠে শুধাল,
“আপনার মাথা ব্যথা কি কমেছে? ”
আবির ঠাট্টার স্বরে বলল,
“যদি বলি কমেছে তাহলে কি কথা বলবি না ?”
মেঘ ভণিতা ছাড়াই বলে উঠল,
“বলবো। ”

আবির মৃদু হেসে বলল,
“তারমানে কথা বলতে ফোন দিছিস?”
মেঘ আমতা আমতা করে উত্তর দিল,
“নাহ”
আবির ভ্রু কুঁচকে প্রশ্ন করল,
“তাহলে ফোন কেন দিছিস?”
মেঘ মন খারাপ করে বলল,
“জানি না। ”
আবির স্ব শব্দে হেসে বলে,
“হায় আল্লাহ! এত কনফিউজড! ”

হাসি থামিয়ে আবির স্বাভাবিক কন্ঠে বলে উঠল,
“চিন্তা করিস না। খাবার খেয়ে ঔষধ খাইছিলাম এখন মাথা ব্যথা কমেছে। তুই কি করিস?”
“আমি বসে আছি। ”
“খাইছিস?”
“হ্যাঁ”
“ক্লাসে গেছিলি?”
“জ্বি”
মেঘ মোলায়েম কন্ঠে বলল,
“আবির ভাই! ”
সেই সুপরিচিত কন্ঠে আবির বলে,
“হুমমমমমমম”

মেঘ চোখ বন্ধ করে সেই শব্দ টা অনুভব করার চেষ্টা করল।তারপর ঢোক গিলে নিজেকে সংযত করে প্রশ্ন করল,
“আপনি বাসায় আসবেন কবে?”
আবির নিজের চুল ঠিক করতে করতে বলল,
“বাসার কেউ তো আমার কথা মনে করেই না। তাই ভাবছি এখানেই থেকে যাবো।”
আবিরের কথায় মেঘের অভিমান হলো। মেঘ বিছানা থেকে নেমে বেলকনিতে গিয়ে দাঁড়ালো। নিচে রাখা আবিরের বাইকটা দেখে মুচকি হেসে বলল,

” আচ্ছা, সাবধানে থাকবেন। দোয়া করি ভালো থাকুন৷ রাখছি। ”
আবির উচ্চস্বরে বলে উঠল,
“এই,Wait ”
মেঘ মৃদু হেসে শুধালো,
“কিছু বলবেন?”
আবির দীর্ঘশ্বাস ছেড়ে উত্তর দিল,
“কাজ শেষ করতে পারলে পরশু চলে আসবো, ইনশাআল্লাহ। ”
মেঘ ভাব নিয়ে প্রশ্ন করল,

“কোনো ঐখানে থাকবেন না?”
আবির দাঁত চিবিয়ে চিবিয়ে উত্তর দিল,
“সেটা সময় বলে দিবে। ”
মেঘ মোলায়েম কন্ঠে বলল,
“আমি মজা করছিলাম। সাবধানে থাকবেন। এখন রাখছি। ”
” আচ্ছা। তুই ও সাবধানে থাকিস। ”

মেঘ বেলকনিতে দাঁড়িয়ে ফোনে আবিরের ছবি দেখায় ব্যস্ত। প্রতিটা ছবিতেই আবির ভাইকে অসম্ভব সুন্দর লাগছে। এত সুদর্শন কোনো পুরুষ হতে পারে, এটা আবির ভাইকে না দেখলে মেঘের বিশ্বাস ই হতো না। আবির ভাইয়ের বলা প্রতিটা কথায় অষ্টাদশীর হৃদয়ে দোলা দিচ্ছে। এই কয়েকমাসে আবির ভাই অষ্টাদশীর পুরো পৃথিবী দখল করে ফেলেছে।এতগুলো ছবি দেখলো কিন্তু একটা ছবিতেও হাসির ছিটেফোঁটা নেই। অথচ ঐ মানুষটা নিজেও জানে না, ওনার হাসিটা অষ্টাদশীর অতীব প্রিয়।

মেঘের মাঝেমাঝে মনে হয়, ফুপ্পির মতো আমার জীবনটাও যদি এমন হয়৷ পরক্ষনেই ভাবে, “ফুফার মতো আবির ভাই কি কোনোদিন ভালোবাসবেন আমায় ? ”

আজ সেই কাঙ্ক্ষিত দিন। আবির ভাই আসবে বলে মেঘ দুপুর থেকে বেলকনিতে অপেক্ষা করছে। অথচ আবির ফেরার কোনো নামগন্ধ নেই। বার বার ফোন হাতে নিচ্ছে কিন্তু কল দেয়ার সাহস হচ্ছে না। কিছুক্ষণ পর মীম রুমে আসছে।
মীম- আপু, কি করো?
মেঘ বেলকনি থেকে রুমে ঢুকতে ঢুকতে বলল,
“এমনি দাঁড়ায় ছিলাম৷ তোর হাতে ঐটা কি? ”
মীম- আপু জানো আমার এক বান্ধবী এটা দিয়েছে। সুন্দর না?
মেঘ হ্যান্ড প্রিন্ট করা ট্রিশার্ট টা হাতে নিয়ে দেখলো।
মেঘ- অনেক সুন্দর হয়েছে। তোর বান্ধবী করেছে?

মীম- না,আমার বান্ধবীর বড় বোন ৷ অনলাইন থেকে শিখে নাকি করছে। আপু চলো না আমরাও শিখি!
মেঘ- তোর শিখতে হবে না। সামনে তোর পরীক্ষা না, আমি শিখে তোকে একটা জামা ডিজাইন করে দিব নে।
মীম- আপু সত্যি?
মেঘ একগাল হেসে উত্তর দিল,
“সত্যি সত্যি সত্যি। খুশি?”
মীম মেঘকে জরিয়ে ধরে বলল,
“অনেক খুশি। ”

মীম মেঘের রুম থেকে বের হতেই আবিরের সাথে দেখা।
মীম হাসিমুখে প্রশ্ন করল,
“ভাইয়া, কেমন আছেন?”
ভাইয়া শব্দ শুনেই মেঘের হৃৎস্পন্দন বেড়ে যাচ্ছে। মেঘ দ্রুত পায়ে এগিয়ে গেল দরজার দিকে।
আবির স্বাভাবিক কন্ঠে বলল,
“আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস?”
“ভালো।”
“নিচে তোদরে জন্য খাবার রেখে আসছি। যা”

মীম চলে গেছে৷ মেঘের হাতে মীমের দেয়া টিশার্ট টা৷ ডিজাইন দেখার জন্য রাখছিল। আবির মেঘের দিকে তাকিয়ে পরপর দুইবার ভ্রু নাঁচালো।
সহসা মেঘের মুখে হাসি ফুটে উঠেছে। আবির মেঘকে আপাদমস্তক দেখে কপাল কুঁচকে বলল,
“হাতে ওটা কি?”
মেঘ টিশার্ট টা খুলে দেখালো, আর বলল এটা মীমের বান্ধবী মীমকে দিয়েছে।
আবির কপাল কুঁচকে পুনরায় শুধালো,

“তো এটা তোর কাছে কেন?”
মেঘ আস্তে করে বলল,
“আমি হ্যান্ড প্রিন্টিং শিখবো।”
আবির দ্বিগুণ ভারী কন্ঠে শুধালো,
“কোথা থেকে? ”
মেঘ চট করে উত্তর দিল,
“অনলাইনে ”

কথাটা শুনে আবির স্বস্তির নিঃশ্বাস ফেলল। মৃদু হেসে উত্তর দিল,
“আচ্ছা শিখিস। যা যা লাগে বলিস আমায়। এনে দিব নে। ”
পকেট থেকে দুটা কিটকেট চকলেট বের করে মেঘকে দিয়ে নিজের রুমে চলে গেছে। মেঘ দরজায় দাঁড়িয়ে আবিরের হাঁটার দিকে তাকিয়ে আছে।

২ দিন পর আবিরের মামাতো বোন মাইশার বিয়ে। আবিরের মামা দিনে কয়েকবার করে ফোন দিচ্ছেন। বাসায় এসেও সবাইকে বলে গেছেন।
আবির সন্ধ্যার দিকে ছাদের এক পাশে বসে আছে। তানভির পিছন থেকে ডাকল,
“ভাইয়া। ”
আবির পিছনে না তাকিয়েই উত্তর দিল,
“এদিকে আয়। ”

তানভির আবিরের কাছে আসতে আসতে ভারী কন্ঠে বলল,
” আগে থেকেই বলা ছিল, এখন থেকে তোমার বউ তুমি সামলাবে। নিজের বউ নিজে নিয়ে যাও বিয়েতে, আমায় যেতে বলো না। ”
আবির- তুই বিয়েতে যাবি না?

তানভির – আমি কিভাবে যাবো বলো, সামনে সভাপতি নির্বাচন। এই অবস্থায় আমার পক্ষে তিন-চার দিনের জন্য বিয়েতে যাওয়া অসম্ভব। তুমি যাও সমস্যা নেই। আমি বিয়ের দিন যাব।
আবির গম্ভীর কন্ঠে বলল,
“আমার তো যেতে সমস্যা ছিল না। কিন্তু”
“কিন্তু কি?”

“মালা র জন্য একটু টেনশন হচ্ছে। গত দুই বছর যাবৎ মেয়েটা আমায় অতিরিক্ত জ্বালাইতেছে। দিনে-রাতে শুধু মেসেজ আর কল দেয়। সব ঝামেলার মূলে আমার বাসার মানুষ। মালা ফোন কিনছে ভালো কথা, আম্মুর আমার নাম্বারটা কেন দিতে হলো । প্রথমবার ভালোভাবে কথা বলছি, সম্পর্কে মামাতো বোন আমিও ঐভাবেই কথা বলছি। এরপর থেকে প্রায় ই কল দেয়, কয়েকবার নরমাললি কল রিসিভ করেছি, আমি মামা-মামির সাথে কথা বলি আর ঐ মেয়ে দেখি কেমন করে তাকায় থাকে।

যখন তখন ফোন দেয়, কি উল্টাপাল্টা কথা বলে। ধমক দিলে মামা বা মামির হাতে ফোন ধরিয়ে দেয়। মামা-মামিকে তো কিছু বলতে পারি না। না পারছিলাম নাম্বার ব্লক করতে, না পারছিলাম ভালো ভাবে কথা বলতে। এখন তো বিয়ের জন্য ঐ বাড়িতে যেতে হবে। ঐ মেয়ের আচরণ দেখে তোর বোন না আবার হাইপার হয়ে যায়, এই চিন্তায় ভালো লাগছে না। ”

“এত কাহিনী তো আমায় বলো নি!”
“অসহ্যকর বিষয় নিয়ে আলোচনা করতেও আমার অসহ্য লাগে। ”
তানভির একটু ভেবে বলল,
” ভাইয়া ভেবো না, তোমার একটা থাপ্পড় খাইলেই সব ঠিক হয়ে যাবে৷”
আবির বিরক্তির স্বরে জানাল,
“বাসায় যেদিন আসছিল ঐদিন ই থাপ্পড় দিতে ইচ্ছে হয়ছিল৷ তোর বোন ব্যতীত আমি স্ব ইচ্ছায় কোনো মেয়েকে ছুঁতে চাই না বলে ঐ মেয়ে এখনও আমার থাপ্পড় খায় নি। ”

“এখন কি করবা?”
আবির দীর্ঘশ্বাস ছেড়ে বলল,
“যদি মালার কারণে মেঘের চোখ থেকে এক ফোঁটা পানিও পরে, মালার খবর আছে। আমি ভুলে যাবো সে আমার বোন হয়৷ ”

আমৃত্যু ভালোবাসি তোকে পর্ব ৩৫

তানভির ভীত স্বরে বলে,
“ভাইয়া,তোমার রাগটা কন্ট্রোলে রাইখো প্লিজ। বনুরে মালার থেকে দূরে দূরে রাইখো। আর পারলে বনুরে একটু সময় দিও৷ ”

আমৃত্যু ভালোবাসি তোকে পর্ব ৩৭