তুমি এসেছিলে বলে পর্ব ২৭

তুমি এসেছিলে বলে পর্ব ২৭
নাদিয়া আক্তার সিয়া 

বাড়িতে পিনপতন নিরবতা । সবাই যার যার রুমে ঘুমাচ্ছে । সবাই জার্নি করে অনেক ক্লান্ত হয়ে গেছে । মেঘ ড্রয়িং রুমে বসে টিভি দেখছে । এমনিতেও রুমে গেলে তার মন খারাপ থাকবে ঘুম আসবে না । টিভি দেখলে একটুর জন্য হলেও মানুষটিকে ভুলতে পারবে । হঠাৎ কেউ তার পাশে এসে বসলে মেঘ চমকিয়ে উঠলো । পাশে দৃষ্টি নিক্ষেপ করতেই দেখতে পেলো অরিন বেগম । অরিন বেগম তার মাথায় হাত দিয়ে বলে উঠলেন ,

“মন খারাপ মা তোর”?
“না , মা তেমন কিছুই নয়”
অরিন বেগম স্মিত হাসলেন আর বলে উঠলেন ,
“মায়ের চোখ ফাঁকি দেওয়া এতো সহজ নয়”
মেঘ জোরপূর্বক হাসার চেষ্টা করলো । তখনি মিনহাজ সাহেব রুমে থেকে এসে মেঘকে বসে থাকতে দেখে পাশে এসে বসলেন । বলে উঠলেন ,

আরও গল্প পড়তে আমাদের গ্রুপে জয়েন করুন

“মা , তুমি এখনও জেগে আছ কেনো ? শরীর খারাপ করবে ঘুমোতে যাও । আর কালকে তোমাকে আর অহনাকে আমি স্কুলের শিক্ষকদের সাথে পরিচয় করিয়ে দিব । তোমাদের কোনো সমস্যা হবে না”
মেঘ ভাবতে পারেনি এতো সহজে পরিবারের সকলে ব্যাপারটা মেনে নিবে । সে মুচকি হেসে বলে উঠলো ,
“ধন্যবাদ বাবা”

“ধন্যবাদের কী আছে মা । তুমি নিজে থেকে কিছু করতে চাইছ সেটা তো ভালো কথা , শুনে অনেক ভালো লাগলো । মেহতাব আমায় বলে দিয়েছে বারবার করে যাতে তোমাদের আমি চাকরী করার অনুমতি দিয়ে দিই । আমিও না করি নি । কিন্তু ও কাউকে না বলে চলে যাবে । সেটা আমি আশা করি নি আমি বিয়ের আগে ওকে কথা দিয়েছিলাম ওর কোনো কাজে হস্তক্ষেপ করবো না”

“আপনি কেনো অপমানিত বোধ করছেন বাবা । উনি আমার খেয়াল ঠিকঠাকমতো রাখছেন । আর উনি তো জরুরি কাজের জন্য গিয়েছেন বাবা । আর আমাদের মধ্যে সম্পর্ক নরমাল । আমাদের বিয়ে স্বাভাবিক ভাবে হয়নি তাই বলে উনি কখনো কোনো খারাপ কথা মুখ দিয়ে উচ্চারণ করেননি বা এমন কোনো বিহেভ করেননি যাতে আমি কষ্ট পাই”
“তাহলেই ভালো আমার ও চাই তোমরা ভালো থাকো মা”

মিনহাজ চৌধুরী আর কিছু বলতে যাবে তার আগেই সবাই একসাথে ড্রয়িং রুমে এসে বসে পড়লো । অহনা রান্না ঘরে চলে গেলো সবার জন্য হালকা কিছু খাবার তৈরি করতে । মেঘ ও সাহায্য করতে রান্না ঘরে চলে গেল । সবাই গল্প করতে করতে কিছু কথা বলে নিলো । মেঘ আর অহনা সবাইকে চা আর হালকা কিছু খেতে দিলো । তারাও পাশে বসে পড়লো । মিনহাজ সাহেব অল্প হেসে বলে উঠলো ,

“মেহতাব হঠাৎ চলে যাওয়াতে তোমাদের মুখ গম্ভীর করে রেখেছো‍ নাকি”?
সবাই মনমরা হয়ে আছে সবার মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। মিনহাজ চৌধুরী আবার বলে উঠলেন ,
“চলো একটা রোমান্টিক মুভি দেখি । তোমাদের বয়সে বউ কে নিয়ে কতো ঘুরেছি সিনেমা দেখেছি। আর তোমরা তো আমার নখের গুনও পাও নিই । সবাই মায়ের মতো রসকষহীন হয়েছো”
সবাই মুচকি হেসে উঠলেন । মেহসান বলে উঠলো ,

“আম্মু এতো আনরোমান্টিক ছিলো নাকি”
অরিন বেগমের দৃষ্টির কাছে মেহসান ঝলসে গেলো । অরিন বেগম কেশে নিচু কণ্ঠে বলে উঠলেন ,
অরিন : তোমার কি লজ্জা সরম বলতে কিছু নেই । বুড়ো বয়সে ভীমরতি হয়েছে ।
আস্তে বললেও কারো কান এড়ায় নি অরিন বেগমের কথা । সবাই দাঁত দিয়ে ঠোট কামড়ে হাসি থামানোর যথাসাধ্য চেষ্টা করছে। সবাই এভাবে অনেক কথা বিনিময় করে রুমে চলে গেলো ।

শাম্মী , সিমরান , মিথিলা আর অহনা মেঘের কাছে শুতে চেয়েছিল । মেঘ একান্ত সময় কাটাটে চায় বলে তারা কেউ আর বিরক্ত করেনি ।
মেঘ রুমে ঢুকে বিছানায় আধশোয়া অবস্থায় বসে পড়লো । অনেকদিন পর ফোন অন করলো । মেহতাব হয়তো কল দিতে পারে এই ভেবে । ফোন অন করে সে বিছানার পাশে রাখলো ।যাতে কল দিলে শুনতে পায় সে । ক্লান্ত হওয়ায় দু চোখের পাতা বন্ধ করতেই নিজের অজান্তে সে ঘুমিয়ে পড়লো ।

মেহতাব কোম্পানিতে এসে পড়েছে । প্রাইভেট প্লেনে এসেছে তাই সময় লাগেনি বেশি । হাতে ফোন নিয়ে মেঘের কথা ভাবছে সে । ফোন করবে কি করবে না । এই ভেবে ফোন করলো । একটা নয় ২০ টার ও বেশি । তার এখন বেশ অভিমান হয়েছে আর রাগ ও । রাগ ঝাড়তে সে তার পার্সোনাল এসিস্ট্যান্ট হ্যা‍রিকে ডেকে পাঠায় । হ্যা‍রি রুমে প্রবেশ করে । ছেলেটার বয়স বেশি না ১৬ কি ১৭ হবে । গাঁয়ের রঙ মাত্রাতিরিক্ত ফর্সা । হ্যা‍রিকে বলে উঠলো ,

“সৌরভ, সামির ,সিয়াম আর রৌফ কে ডেকে পাঠাও । হারি আপ”
মেহতাবের কথামতো হ্যা‍রি চলে যায় ওদের কেবিনে ওদের ডাকতে । কেবিন রুমে ঢুকেই দ্বিধাদ্বন্দ্ব না করে বলে ওঠে ,

“এই অনেক গুলো ঝামেলা তোমাদের বস ডাকছে”
সবাই এক জনের উপর অন্যজন ঘুমাচ্ছিলো । কারো কথা কর্ণকুহুর অব্দি পৌঁছাতেই পিটপিট করে তাকালো । হ্যা‍রিকে দেখে ভূত দেখার মতো ভয় পেলো । শুধাল ,
“দোস্ত এই গিরগিটি এখানে কী করছে?”
হ্যা‍রি বাংলা খুব ভালো অনুবাদ করতে পারে আর বলতেও পারে । তাই তার বুঝতে অসুবিধা হয় নি । শয়তানি হাসি হেসে বলে উঠলো ,

“তোমরা চার জন আমার আগামী ১০০ জন্মের শত্রু । তোমাদের যতবার পুনর্জন্ম হবে আমার তত বার হবে । বস আমাকে অনুরোধ করেছে তাই থেকে গেলাম নয়তো তোমাদের মতো গাধা, গরু, মোরগ, ছাগলের সাথে থাকার কোনো ইচ্ছে নেই এই হ্যা‍রির”
হ্যা‍রিকে আপাদত মাথা থেকে ঝেড়ে ফেলে রৌফ বলে উঠলো,
“কী হয়েছে মেহতাব ডাকতাছে কেন”?
“চল দেইখা আসি”(সৌরভ)

যেইভাবা সেই কাজ কেউ কোনো কথা না বাড়িয়ে কাঁচা ঘুম থেকে উঠে মেহতাবের অফিস রুমে চলে গেল সবাই । হ্যা‍রি দুর থেকে মিটিমিটি হাসছে । তাদের আজ খবর আছে হ্যা‍রি ভালো করেই বুঝতে পারছে । সবাই নিজেদের দিকে চাওয়া চাওয়ি করে সিয়াম শুধাল ,
“কিছু বলবি দোস্ত”?

মেহতাব বসা থেকে উঠে দাড়িয়ে পাশের কাঁচের জানালার দিকে এগিয়ে পর্দা সরিয়ে দিলো । এতক্ষন অন্ধকার থাকলেও পর্দা সরানোর কারণে মেহতাবের কেবিনে আবছা আবছা আলোর প্রবেশ ঘটেছে । সে যে সাংঘাতিক রেগে আছে তা একটু হলেও সবাই আঁচ করতে পেরেছে । মেহতাব হ্যা‍রিকে ইশারায় কিছু বললো । হ্যা‍রি মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে কোথায় একটা চলে গেলো । সবার অবস্থা বেশ খারাপ । তারা অনবরত শুঁকনো ঢোক গিলছে । সামিরের জন্য তাদের কতো ঝড় পোহাতে হবে ।

হঠাৎ রুমে কারো প্রবেশ ঘটলো । দুইজন পালোয়ান বেশবহুল আধুনিক কোট আর প্যান্ট পরিধান করা । হঠাৎ দুইজন মিলে তাদের চার জনকে তুলে নিলো । যেনো তারা তাদের দুইজনের কাছে পুঁটি মাছ । ঠান্ডা কিছু অনুভব করতেই পিটপিট করে তাকালো তারা । নিজেদের সুইমিং পুলে দেখে চমকে গেলো । তাও আবার হাফ প্যান্ট পরে গার্ডরা সব প্যান্ট শার্ট খুলে নিয়েছে । এমনিতেই শীতের মৌসুম তার উপর শিরশিরে বাতাস বহমান । বাংলাদেশের চাইতেও ১০ গুন বেশি ঠান্ডা এখানে । মুহূর্তেই থরথর করে কাঁপতে লাগলো তারা । সবাই সামিরের দিকে অদ্ভুত ভঙ্গিতে তাকালো । সামির জানে সে এখন গনপিটুনি খাবে । মুহূর্তেই সৌরভ , সামির , রৌফ তাকে পানিতে চুবাতে শুরু করলো ।

সবাই M.C (মেহতাব চৌধুরী) কোম্পানির নিচের ক্যাফে বসে আছে । সবার অবস্থা বেহাল । সামির তো ৪ টা জ্যাকেট সঙ্গে চাদর জড়িয়ে গরম গরম কফি নিয়ে বসে আছে । সৌরভ , রৌফ , সিয়ামের ও একই অবস্থা । হঠাৎ কারো আগমন ঘটে । অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছে না। লাইট অন করতে ভুলে গেছে সবাই । আবছা আবছা আলোয় অবয়ব টা দেখতে পেলো তারা । এ আর কেউ না টিনা । টিনা এসে তাদের সাথে বসে পড়লো । সামিরের কফি টা নিয়ে এক চুমুক দিয়ে কাপটা টেবিলে রেখে বলে উঠলো ,

“কেমন আছো তোমরা ? আমি আজ থেকে এই M.C কোম্পানিতে জব করবো । আর আমার ভালো কাজের ক্রেডিট নিয়ে আমার প্রমোশন হয়ে যাবে । আই এম এ লাকি গার্ল যার প্রথম দিনেই প্রমোশন হবে । উহ হু”
সবাই বেশ বুঝতে পারছে টিনা কোন কাজের কথা বলছে । সবাই কষ্টের মধ্যে থেকেও মুখে হাসি ফুটলো টিনার কথা শুনে । সামির বলতে যাবে সবাই ওর মুখ চেপে ধরেছে । রৌফ হেসে বলে উঠলো ,
“হ্যাঁ তোমার প্রমোশন নেওয়া উচিত । সামিরকে প্রমোশন দিতে চাইছিলো মেহতাব । সামির তোমার নামে সব ক্রেডিট দিয়ে দিয়েছে । যাও মেহতাব তোমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে”

“তাহলে যাই কী বলো তোমরা?”
টিনাকে এতো উৎফুল্ল দেখে সবাই মিটিমিটি হাসলো । নিজেদের স্বাভাবিক করে মাথা নেড়ে সম্মতি প্রদান করলো । টিনা নিজের সুইটকেস নিয়ে হাসতে হাসতে উপরে চলে গেলো । সবাই টিনার ভাগ্যের নির্মম পরিহাস ভেবে একটু নড়েচড়ে বসলো । সবাই টিনাকে দেখার জন্য সুইমিং পুলে চলে গেলো । কিছুক্ষণ পর টিনাকে গার্ডরা এনে পুলে ফেলে দিলো । যেই জামা কাপড় পড়ে ছিলো সেই জামা কাপড় পড়ে আছে সে। সৌরভ আর বাকিরা উল্লাসে এগিয়ে গেলো পুলের দিকে । টিনা বলে উঠলো ,

“হোয়াট ইজ দিস”?
রৌফ কাঁপা কাঁপা বসে যাওয়া গলায় বললো ,
“দিস ইস ঠান্ডা শাস্তি ”
“আর তোমার প্রমোশন” (সৌরভ)

ভোর হয়েছে পাখিদের আনাগোনা । ঘরের মধ্যে জানালা ভেদ করে সূর্যের আলো মেঘের মুখের উপর পড়তেই । সে পিটপিট করে চোখ মেলল । নিঃশব্দে বিরক্তি প্রকাশ করলো । ঘুম থেকে উঠে অ্যালার্ম বন্ধ করে নামাজ আদায় করার জন্য ওজু করতে চলে গেলো । ফ্রেশ হয়ে এসে নামাজ আদায় করে নিচে চলে গেলো নাস্তার ব্যবস্থা করতে । অহনা টেবিলে খাবার সাজাচ্ছিলো মেঘকে সিঁড়ি দিয়ে নিচে নামতে দেখে বলে উঠলো ,

“তোর ঘুম ভেঙেছে । আয় নাস্তা করে নিবি”
মেঘ অহনাকে সাহায্য করতে নিলে । অহনা জোর করে বোনকে চেয়ারে বসিয়ে দেয় । আর পরোটার কিছু অংশ মুখে ঢুকিয়ে দিয়ে বলে ওঠে ,
“মেহতাবের সাথে কথা হয়েছে”?

তুমি এসেছিলে বলে পর্ব ২৬

অহনার কথা কান অব্দি পৌঁছাতে দেরী । টেবিল ছেড়ে উঠতে দেরী হয়নি মেঘের । সিঁড়ি দিয়ে হন্তদন্ত করে উঠে রুমে প্রবেশ করলো । ফোন বিছানায় পরে থাকতে দেখেই হাতে নেয় সে । হাতে নিয়ে সে থমকে যায় । এক দুই টা না ৫২ টা কল । মাথায় হাত দিয়ে বিছানায় শুইয়ে পড়ে ।

তুমি এসেছিলে বলে পর্ব ২৮