তুমি এসেছিলে বলে পর্ব ২

তুমি এসেছিলে বলে পর্ব ২
নাদিয়া আক্তার সিয়া

মিনহাজ চৌধুরি : বিয়েটা হয়ে যাক তোর সব শর্ত মানব।
মেহতাব : Ok then .
মিনহাজ চৌধুরি : আলহামদুলিল্লাহ বিয়ে টা তাহলে সুষ্ঠ ভাবে সম্পন্ন হলো ।
(বিয়ের আসরে )

সব মেয়েদের চোখ এখন মেহতাব এর দিকে কিন্তু মেঘ এর একটাই চিন্তা মেহতাব কি তাকে মেনে নেবে তার ভাগ্যে সুখ সইবে। জন্মের পরে বাবা-মা ছেড়ে চলে গেছে। বিয়ের দিন হবু বড় তার বড় বোনের সাথে বিয়ে করেছে।
(অহনার দিকে তাকিয়ে)

আরও গল্প পড়তে আমাদের গ্রুপে জয়েন করুন

মেঘ : আপু তুমি কি আমার উপর রাগ করেছো আমার জন্য আজ তোমার চাকরি করার সপ্ন ভেঙে গেছে। তারা কি তোমায় চাকরি করতে দেবে। আমি শুনেছি তারা খুব ভালো মানুষ । আমায় ক্ষমা করে দেও আমার জন্য তোমার সপ্ন পুরণ হলো না ।

অহনা : পাগলি এতে তোর দোস কোথায় আমি শুধু চাই তুই যেন সুখি থাকিস একটা ভুলবুঝাবুঝির জন্য আরেকটু হলে আমাদের সম্মান ধুলোয় মিশে যেত যদি না মেহতাব লন্ডন থেকে এই বিয়েতে না আসত ।
মেঘ : আমি খুশি এই বিয়ে নিয়ে তুমি এত চিন্তা করো না । যার সাথে বিয়ে হওযার কথা ছিল তাকে আমি চিনি না কিন্তু সে খুব ভালো মানুষ শুনেছি তোমাকে অনেক সুখি রাখবে । আমার বড় বোন আমার জা আমি তো অনেক খুশি তবুও অচেনা পরিবেশে চেনা কাওকে পাব।

অহনা : আমার কিছুই মাথায় আসছে না। আমি শুধু তোকে খুশি দেখতে চাই । ( কান্নার স্বরে )
মেঘ : তুমি সবসময় ধৈর্যশীল থাকতে বলো তাহলে কান্না কেন করছো আপু তোমার কান্না দেখলে আমার ও কান্না পায় তুমি কান্না থামাও না হলে আমিও কান্না করে দিব কিন্তু । তুমিই তো বলো আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন।
(বাসর ঘরে)

সৌরভ ( মেহতাব এর বন্ধু ) : শোন সবাই একটা টাকাও কম নিবি না। শালায় জীবনে একটা ছেড়া লুঙি পর্যন্ত দেয় নাই । বিদেশ এ গিয়া আমাগো ভুইলা চিনি দিয়া মিশাইয়া খাইছে। বৌ এর কাছে আমরা ওরে ফজর এর আজানের আগে যাইতে দিমু না।

সিমরান ( খালাতো বোন ) : না আর মানা যায় না । তুমি যেই গুছি ( GUCCI ) শার্ট পড়ছ ওই টা কি তোমার শশুর দিছে । মেহতাব ভাইয়া তোমার বার্থডেতে দিছে।
সৌরভ : ভাইয়ের বোইন চুপ থাক। আমি কি তা কইছি গাধা ।
সিমরান : আমি গাধী হতে পারি কিন্তু গাধা না। তাইলে কি বলছ ?
সৌরভ : সবি দিছে খালি কোনো ছিরা লুঙি দেয় নাই এইটা কইতে চাইছি । বৌ নাই একটা লুঙি বা কম্বল অন্তত দিত ।

(সৌরভ কথা শুনে সবাই হা হা করে হেসে মাটিতে গড়াগড়ি খাওয়ার অবস্থা)
রৌফ ( মেহতাব এর বন্ধু ) : সবি ঠিক আছে আগে ওগো মধ্যে ঝামেলা শেষ করতে হইব । মানে মেঘ আর মেহতাব অর মধ্যে ।
মিথিলা ( মেহতাব এর খালাতো বোন ) : আমি কিন্তু রৌফ ভাইয়ের সাথে সহমত ।
শাম্মি ( মেহতাব এর খালাতো বোন ) : হুম আমিও ।

সিয়াম ( মেহতাব এর বন্ধু ) : আমিও সহমত কিন্তু মেহতাব এত ইজি প্লেয়ার না ও মেয়েদের দিকে তাকাই না আবার প্রেম করব বৌ এর লগে মনে নাই তোগও কলেজে সব মেয়েরা অর জন্য পাগল ছিল ও তো পাত্তাই দিত না । দেখবি ও কয়দিন পর লন্ডন যাইবও গা ।
সৌম ( মেহতাব এর মামাতো ভাই ) : তাইলে কি করা যাই মাথা তো খালি ।
সামির ( মেহতাব এর বন্ধু) : তার জন্য দরকার বুদ্ধি আর বুদ্ধির জন্য দরকার খাবার আমি তো এই জায়গার সব চেয়ে বুদ্ধি বিশেষজ্ঞ ।

মিথিলা : ok then prove it . যে বুদ্ধি = খাবার ।
সামির : বুদ্ধি পাওয়ার জন্য দরকার ঠান্ডা মাথা ঠান্ডা মাথার জন্য দরকার পেটের শান্তি আর পেটের শান্তির জন্য দরকার খাবার।
তাই সামির বিশেষজ্ঞ প্রমান করছে যে,
বুদ্ধি = খাবার
L.H.S = R.H.S

সৌরভ : বাহ ! আমার চেলা আমার থেকে বিশেষজ্ঞতা অর্জন করতে সক্ষম হয়েছে।
সৌরভ এর কথা শুনে সবার পেট ফাটার অবস্থা ।
রৌফ : যেমন গুরু তার তেমন শিষ্য । একটা গাধা আরেকটা রাম গাধা।
সৌরভ : মুখ সামলা নাইলে দাত সহ খুইলা পরব ।

মেহসান ( মেহতাব এর ছোটো ভাই ) : হুল্লোড় পার্টি আমায় ছাড়া কি প্লান করছে ।
সিয়াম : ভাবতাছি কিভাবে মেহসান এর ১০ নম্বর গার্লফ্রেন্ড কে পটানো যায়।
মেহসান : I’M A PURE BOY . তোমরা এইসব কিভাবে ভাবতে পারলে । ( নকল কান্না করে )
সিমরান : না মেহসান এইসব কিছুই না আমরা মেহসান ভাইয়া আর মেঘ ভাবিকে একসাথে করতে চাইছি তাই নিয়ে আলোচনা।

মেহসান : নো টেনশন , মেহসান করে সকল সমস্যার অবসান । এখন বলো সমস্যা টা কি?
সামির : আমি বুঝায়,
মেহতাব = রাগী , মেঘ= মিষ্টি
রাগী = মিষ্টি

আর আমরা সবাই জানি, মেহতাব এর মিষ্টি তে এলার্জি ।
This is the problem.
সৌরভ : আমার ভাই থাম তুই তোর কি অঙ্ক তে মির্কি বেরাম ছিল।
মিথিলা : Bro they are coming . Be ready hullor party .
সবাই একসাথে দরজার প্রবেশ দারে দাড়িয়ে ।
মেহতাব : তোরা সব হুল্লোড় পার্টি একসাথে । Any problem ?
সবাই শাম্মিকে কানে কানে টাকা চাওয়ার জন্য বলছে ।
শাম্মি : Why me bro ?

সিমরান : আমি জানি ভাইয়া আমাদের ভালোবাসে কিন্তু আমি পারব না। অ্যাডভান্স এ বলে দিলাম।
মেহতাব : আচ্ছা শাম্মি তুই বল কি চাই । Hurry up I need to go to the wash room
এমনি অনেক ধকল গেছে তারাতারি বল । আমি কিছু বলবো না।
সামির : Actully dost ,

ফুলশয্যা রাত = গেট ধরা = টাকা = খাবার = অনাহার থেকে মুক্তি ( মায়াবি চেহারা করে )
মেহতাব : তা ক্লিয়ার করে বললেই তো হতো গাধা।

তুমি এসেছিলে বলে পর্ব ১

এই নে এতে হয়ে যাবে আশা করি 40000 টাকার একটা কার্ড দিয়ে ( আগেই বলে নিলাম তারা টপ বিজিনেসম্যান তারা অনেক বড়লোক ) আর সিমরান , শাম্মি , মিথিলা তোরা মেঘ কে নিয়ে আসিস আমি গাড়ি থেকে এসে পড়েছি। Go hurry up or they can say I’m not a responsible person .

তুমি এসেছিলে বলে পর্ব ৩