পূর্ণতা পর্ব ৫

পূর্ণতা পর্ব ৫
নন্দিনী নীলা

রাজশাহী থেকে ট্রেনে করে ঢাকা পৌঁছাবে পূর্ণতা। সকালের ট্রেন না ধরতে পেয়ে বিকেলে ট্রেনে উঠেছে পূর্ণতা। বাবা-মা ইচ্ছে করে ওকে এতো দূরে বিয়ে দিয়েছিল। আচ্ছা এখন ও যে ডিভোর্স নিয়ে ফিরে যাচ্ছি এখন কি হবে? ওকে ঢাকার বাইরে পাঠানোর জন্য এতো কষ্ট করে এতো দূরে জোরজবরদস্তি করে বিয়ে দিয়ে পাঠানো হয়েছিল।

ওর খবর যেন কেউ না পায় এজন্য নিজেরাও কখনো এই পাঁচটা বছর ওর সাথে দেখা সাক্ষাত করেনি। না কখনো ফোন দিয়ে ভালো মন্দ খোঁজ নিয়েছে। পূর্ণতা তো তাদের একটা মাত্র সন্তান ওর সাথে তারা এটা কিভাবে করলো? কেমন করে মেয়ের খোঁজ-খবর না নিয়ে তারা থাকতে পারলো? পূর্ণতার ভেতর থেকে তাচ্ছিল্য হাসি বেড়িয়ে আসলো। ও জানালার কাছে বসেছে। ট্রেন এখনো ছাড়ে নি ও স্টেশনের ব্যস্ত মানুষের দিকে তাকিয়ে আছে। পাঁচ বছর আগে লাল শাড়ি পরিয়ে বাবা-মা এখানে পাঠিয়ে দিয়েছিল বিয়ের তকমাটা লাগিয়ে। আজ ঠিক পাঁচ বছর পর ও সেলোয়ার কামিজ করে ডিভোর্সী হয়ে ফিরে যাচ্ছে।

আরও গল্প পড়তে আমাদের গ্রুপে জয়েন করুন

বাহ কি সুন্দর একটা জার্নি। ওকে যখন এই অবস্থায় তারা দেখবে একটু ও কি অনুতপ্ত হবে নাকি অহংকার নিয়েই থাকবে।
ট্রেন চলতে শুরু করল কেউ যেন বাতাসের শীতল হাওয়ার সাথে মিশে মিহি কন্ঠে পূর্ণতার কানে কানে বলে উঠল,,” আমায় ছেড়ে তুমি কোথাও ঠাঁই পাবে না পূর্ণতা। যেখানেই যাও ফিরে তোমায় আমার কাছেই আসতে হবে। তোমার ঠিকানা অনেক আগেই আমার কাছে লেখা হয়ে গেছে।”

কেঁপে উঠল পূর্ণতা‌। পরিচিত শহরের ফেরার সঙ্গে সঙ্গে পুরনো ক্ষত জেগে উঠতে শুরু হয়ে গেল। সবকিছু পুরনো, পুরনো জীবন, পুরনো পূর্ণতা আর এই পূর্ণতার মধ্যে তো আকাশ-পাতাল তফাৎ।
অতীতে নিয়ে ভাবতে লাগল পূর্ণতা।

প্রথম নিজের বাবার কথা ভাবলো। পূর্ণতার বাবা শাহিন আলম। যাকে পূর্ণতা জমের মতো ভয় পায়। বাবাকে দেখলে পূর্ণতার হার্টবিট বেড়ে যায়। বাবার সামনে দাঁড়িয়ে কখনো পূর্ণতা একের অধিক কথা বলতে পারে না। বাবাকে ভয় পাওয়ার কারণ আছে। ছোটবেলা থেকে পূর্ণতা তার গম্ভীর বাবার সাথে পরিচিত। বাবার শাসনে বড়ো হয়েছে । ওকে আদর করে না তা নয় প্রচন্ড আদর করে কিন্তু বাবার ওই যে মুখটা এতোটাই গম্ভীর থাকে যে তিনি আদর করলেও ভীত হয়ে থাকে ওর মন।

কিন্তু মায়ের ক্ষেত্রে পুরোই উল্টো। নিজের আসল রুপ একমাত্র মায়ের সামনে প্রকাশ করতে পারে পূর্ণতা। মা যদি সারাদিন ওকে বকে ধমকায় মারে তবুও পূর্ণতা ভয় পায় না হাসে মজা করে। কিন্তু বাবার একটা ডাকে ও একদম ভদ্র হয়ে যায়। বাবাকে বেশি পায়নি পূর্ণতা ছোটবেলা থেকেই মায়ের সাথেই থেকেছে বাবা ছিল আর্মি তে যতটুকু সময় বাড়িতে কাটিয়েছে বাবার ওই গম্ভীর মুখের জন্য বাবার থেকে দূরে থেকেছে। তখন পূর্ণতা ভাবতো আচ্ছা পুলিশ আর্মির এরা কি শুধু রাগতে জানে? হাসতে জানে না?

বাবা মাকে যতটা ভালোবাসে ততটাই আরেকজন মানুষকে ভালোবাসতো। পূর্ণতার জীবনে বসন্ত এসেছিল। পুরুষ মানুষ বলতে পূর্ণতা একজনকেই ধ্যানে জ্ঞানে চিনতো, জানতো বুঝতো এবং ভালোবাসতো। সে পূর্ণতার জীবনে আগমন করেছিল খুব অদ্ভুত ভাবে। যে পূর্ণতার জীবনে নিয়ে এসেছিল বসন্তের হাওয়া। প্রেমের দোলা লেগেছিল পূর্ণতায় ছোট্ট মনটায়। প্রেম করার বয়স হয়নি কিন্তু ছোটো পূর্ণতা সেই নাবালিকা বয়স থেকেই তার প্রতি আকর্ষিত হয়েছিল।

বিড়বিড় করে নামটা পূর্ণতা আওড়ালো, প্রভাত।
ওর বুকের ভেতরটা চিনচিন করে উঠল। ঠিক পাঁচ বছর পর নামটাও মুখে আনল। নামটা উচ্চারণ করতেই ওর নিঃশ্বাস বন্ধ হওয়ার মতো কষ্ট অনুভব হলো। ও হাঁপানি রোগীর মতো নিঃশ্বাস নিচ্ছে। ওর চোখের কোনায় জল চিকচিক করছে। আগে এই নামটা উচ্চারণ করলে যতটাই ভালোলাগা ভালোবাসা মিশ্রিত এক মিষ্টি অনুভূতি হতো। কিন্তু আজ এই সময় এই নামটা উচ্চারণ করতে ওর এতো কেন যন্ত্রণা হচ্ছে বুকের ভেতরটা কেন ফেটে যাচ্ছে যন্ত্রণায় ও শ্বাস নিতে পারছে না?

পূর্ণতার পাশে একজন ছেলে বসেছিল যে হঠাৎ পূর্ণতা কে এমন জোরে জোরে নিঃশ্বাস নিতে দেখে ভয় পেয়ে যায়।
“হেই আপনি ঠিক আছেন? আপনার কি শ্বাসকষ্ট আছে?”
পূর্ণতা অস্ফুট স্বরে পানি চাইল। ছেলেটা নিজের ব্যাগ থেকেই এটা পানির বোতল বের করে দিল। পানি নিয়ে ডক ডক করে পানি খেয়ে চোখ বন্ধ করে রইল আস্তে আস্তে ওর কষ্টটা নিবারণ হলো। তারপর পাশে তাকিয়ে থ্যাঙ্ক ইউ বলে বোতলটা ফিরিয়ে দিল।

বর্ষা কাল চলছে তখন। পূর্ণতার সবচাইতে পছন্দের মাস। ওর পছন্দের ফুল কদম। ও কদম ফুল দেখে ছোটোবেলা থেকে বড় হয়েছে আর তখন থেকেই ফুলটা পছন্দের তালিকায় আছে আর এখন অব্দি সেটাই বিরাজমান। ওদের বাসার সামনে একটা কদম ফুল গাছ আছে। গাছটা ছোটো থেকে ওর সাথে আস্তে আস্তে বড়ো হয়েছে। এখন এতো বড় হয়েছে যে হাত দিয়ে ফুল ছেঁড়া যায় না।

পূর্ণতা গাছে উঠতে পারে তাই বড়ো হলেও ওর কোন সমস্যা নেই। নিজের প্রিয় ফুল নিজেই পারে। এই ফুল ছেড়ার ইচ্ছাটা হচ্ছে পূর্ণতা ফুল নিয়ে স্কুলে যাবে আর বান্ধবীদের দিবে। ফুলের লোভ দেখিয়ে বান্ধবীদের থেকে চকলেট খাবে। সেই জন্যেই ও আজকে গাছে ওঠার জন্য এতো লাফালাফি করছে। গতকালের সবাইকে বলে এসেছে ফুল নিয়ে আসবে সবার জন্য।

আকাশটা মেঘলাটে হয়ে আছে গাছে ওঠার পরে যদি বৃষ্টি নেমে যায় তাহলে তো বিপদ হবে। পূর্ণতা এখন কদম গাছের নিচে দাঁড়িয়ে ঘাড় পিছন দিকে ঝুকিয়ে দৃষ্টি গাছের ডালে থাকা হলুদ কদম ফুলের দিকে দিয়ে রেখেছে। দাঁত দিয়ে নখ কাটতে কাটতে ভাবল,”ধরছাই উঠে যাই। বৃষ্টির আগেই নেমে যাব এতক্ষণে নেমে যেতে পারতাম শুধু শুধু দাঁড়িয়ে সময় নষ্ট করছি।”

পূর্ণতা তরতর করে গাছের আগায় উঠে গেল। তারপর ডালে থেকে হলুদ কদম ফুলের ডাল ছিড়ে ছিড়ে নিচে ফেলছে। বান্ধবীদের জন্য একটা একটা করে আর নিজের জন্য একটা। সবগুলো ছেঁড়া হতেই ও কালো আকাশের দিকে তাকিয়ে বলল,,”এইযে মেঘ আমাকে তো খুব ভয় দেখাচ্ছিলে উঠতে পারবো না। এই যে উঠেছি বৃষ্টি এখনো আসেনি এবার আমি নেমে যাব। হি হি।”

বলে পূর্ণতা নিচের ঢালে পা দিয়ে নিচে নামতেছিল। তখনই ঝরঝর করে বৃষ্টি নামতে শুরু করে স্তব্ধ হয়ে পূর্ণতা গাছে আগাই বসে পড়ে।
এটা কি হলো শেষ মুহূর্তে বৃষ্টি আমাকে বিপদে ফেলে দিল এখন আমি নামবো কিভাবে? এতো জোরে বৃষ্টি নেমেছে যে দুই মিনিটে গাছ পিচ্ছিল হয়ে গেল। এবার পূর্ণতা গাছের ডাল ধরে রাখতে পারছে না। ওর হাত পিচ্ছিল হয়ে যাচ্ছে পা পিচ্ছিল হয়ে যাচ্ছে। ও সাবধানে নিচের ডালে এসে বসে র‌ইল। এখানে থেকে পড়লে হাত পা ভাঙবে না কিন্তু ব্যথা পাবে প্রচুর।

কাঁদো কাঁদো মুখ করে আকাশের দিকে তাকিয়ে আছে পূর্ণতা। গাছের ডাল বেয়ে টপটপ করে পানি পড়ে ওই শরীরও ভিজিয়ে দিয়েছে উপরের দিকে তাকিয়ে থাকা যাচ্ছে না। বৃষ্টির বেগ এতোটাই ভেতর থেকে মায়ের চিৎকার ভেসে আসছে। ওর নাম ধরে ডাকছে যদি মা ওকে আজকে এখানে দেখে ওর পিঠে বেতের বারি পড়বে। সাহায্যের জন্যে মাকে ও এখন ডাকা যাবে না নামার পরে মাইর খেতে হবে। কাঁদো কাঁদো মুখ করে পূর্ণতা বসে আছে কি করবে ভেবে পাচ্ছে না। তখনি ও দেখতে পায় ওর গাছের নিচে একটা ছেলে দাঁড়িয়ে আছে হাবাগোবা টাইপের। ছেলেটা মুখে মোটা ফ্রেমের একটা চশমা ঢোলাঢালার শার্ট আর একটা প্যান্ট কাঁধে একটা ব্যাগ ছেলেটা নিচ থেকে ওর ছেঁড়া কদমগুলো হাতে নিচ্ছে তুলে।

এতো বড় সাহস কে এই ছেলেটা কোথা থেকে আসলো? আমার এতো কষ্টের কদম ফুল নিচ্ছে কেন?
রাগে চেঁচিয়ে উঠল পূর্ণতা।
“এ্যাই এ্যাই কে আপনি আমার ফুল নিচ্ছেন কেন? তাড়াতাড়ি আমার ফুল রেখে দিন। আমি এতো রিস্ক নিয়ে এতো কষ্ট করে ফুলগুলো ছিঁড়লাম। আর উনি কোথা থেকে উড়ে এসে আমার ফুল গুলো নিয়ে নিচ্ছে। কত বড় সাহস।”
ছেলেটা ফুল হাতে নিয়ে পূর্ণতা কোথা থেকে কথা বলছে ওকে খুঁজছে আশেপাশে। পূর্ণতা রেগে বলল,,”আমি কি আপনার আশেপাশে ঘুরছি? আমি উপরে আছি উপরে তাকান আশেপাশে না খুঁজে বুদ্ধু।”

ছেলেটা মাথা তুলে উপরে তাকাতেই পূর্ণতা দেখতে পায় একটা শ্যাম বর্ণের ছেলেকে।
প্রভাত পূর্ণতার দিকে চোখ বড়ো বড়ো করে তাকিয়ে বলল,,”তুমি গাছের ডালে বসে কি করছো এই বৃষ্টির মধ্যে পড়ে যাবে তো!”

পূর্ণতা রাগে দাঁতে দাঁত চেপে বলল,,”আমার ফুল তাড়াতাড়ি ওখানে রাখুন। রাখুন বলছি না হলে ভালো হবে না।”
“এতো উত্তেজিত হবে না পড়ে যাবে তো। আল্লাহ তুমি ওখানে কিভাবে উঠলে? তোমার কি একটু ভয় ডর নেই!”
পূর্ণতা খুব অহংকারী গলায় বলল,,”আমি কি আপনার মত হাবাগোবা ভীত টাইপের নাকি? আমি যথেষ্ট সাহসী বুঝচ্ছেন আমি এখান থেকে পরব না।”

অহংকার বেশিক্ষণ টিকলো না পূর্ণতা বলতে বলতে হাতের বাঁধন আলগা করে দিয়েছিল আর তাই নিজের ভারসাম্য রাখতে না পেরে পরে যায় সব পিচ্ছিল খেয়ে। পূর্ণতা কে পরে যেতে দেখে প্রভাত স্তব্ধ হয়ে যায়। কি করবে বুঝতে না পেরে নিজের দুহাত নায়কই স্টাইলে বাড়িয়ে দেয় পূর্ণতাকে ধরার জন্য। কিন্তু এখানে তো পূর্ণতা আর প্রভাত নায়ক নায়িকা নয় আর না এটা কোন সিনেমা।

এর জন্যেই প্রভাত নায়কদের মতো পূর্ণতাকে ধরে ভারসাম্য রাখতে পারে না। অন্য দিকে পূর্ণতা ওর হাতের উপরেই পড়ে কিন্তু দুজনেই মাটিতে বসে পড়ে। পূর্ণতার শরীরের ভার গিয়ে পড়ে প্রভাতের হাতে ও হাটুতে। প্রভাত খুবই ব্যথা পায়। ব্যথায় ও মুখশ্রী নীল হয়ে ওঠে। গাছটা খুব বেশি উঁচু ছিল না। নাহলে আজকে দুজনেরই হাড়গোড় ভেঙ্গে যেতো।

কিন্তু মোটামুটি পরিমাণ ব্যথা পেয়েছে দুজনে কোমর ধরে ওঠে হাত পা ঝাড়তে লাগে। ফুলের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে যায় পূর্ণতা এতো কষ্ট করে ফুলগুলো পারল আর ওদের দুজনের চাপায় পড়ে ফুল নষ্ট হয়ে গেছে।
পূর্ণতা আঙ্গুল তুলে প্রভাত কে বলল,,”আপনি যদি ফুলগুলো না কুড়িয়ে নিতেন। তাহলে আপনার হাতে ফুলগুলো থাকত না। আর এভাবে আমাদের দুজনের চিপায় পরে নষ্ট হতো না।”

প্রভাত বলল,,”কেঁদো না আমার জন্য কোন মেয়ে কাঁদলে আমার খুব কষ্ট হয়। আমি তোমাকে ফুল আবার পেরে দেব।”
পূর্ণতা কপাল কুচকে বলল,,”মেয়ে কাঁদলে আপনার কষ্ট হয় ছেলেরা কাঁদলে বুঝি মজা লাগে?”
প্রভাত ওর কথায় হেসে বলল,,”মেয়েদের মতো ছেলেরা কথায় কথায় কেঁদে ভাসায় না। মেয়েদের মতো ছেলেরা ছিদকাঁদুনে না। এজন্যই শুধু মেয়েদের উল্লেখ করে বললাম।”

প্রভাতের কথার মানে বুঝতে পেরে পূর্ণতার চোখ মুখ কঠিন হয়ে এলো।
“তার মানে আপনি বুঝালেন মেয়েরা কথায় কথায় কাঁদে আপনি মেয়েদের ছিদকাঁদুনে বললেন?”
“দেখো যেটা সত্যি সেটা মানতে শিখো। আমি কি মিথ্যা বলেছি?”

রাগে পূর্ণতার চোখ দিয়ে যেন আগুনের ফুলকি বের হবে। ও রাগে অগ্নি মুর্তি হয়ে তাকিয়ে আছে প্রভাতের দিকে। ছেলেটাকে যতটা হাবাগোবা ভেবেছিলাম ততটা না প্রচন্ড বেয়াদব একটা ছেলে। কিভাবে আমাকে অপমান করল? ঠান্ডা মাথায় অপমান যাকে বলে।

পূর্ণতা পর্ব ৪

প্রভাত তখনও হাসি হাসি মুখ করে পূর্ণতার দিকে তাকিয়ে আছে‌।
পূর্ণতা এই বেয়াদব ছেলের সাথে আর একটা কথাও বলতে চায় না তাই রাগে গজগজ করে বড়ো বড়ো পা ফেলে বাসার দিকে হাঁটা ধরল।

পূর্ণতা পর্ব ৬