প্রয়োজনে প্রিয়জন পর্ব ২৯

প্রয়োজনে প্রিয়জন পর্ব ২৯
তানজিলা খাতুন তানু

সেইদিন অতসী মায়ের হাত ধরে বেড়িয়ে যাবার পর কেটে যায় ৫টা বছর। এই ৫বছরে আকরাম খান একবারো ওদের খোঁজখবর নেয়নি। রুদ্র প্রায় সময়ে দেখা করতে আসত।
খাঁন ভিলা থেকে বের হয়ে অতসী আর ওর মা ওর মামার বাড়িতে আসে। মামার বাড়ির আর্থিক অবস্থা যথেষ্ট সচ্ছল ছিল তাই অতসীর কোনো অসুবিধা হয়নি তবে অতসী মাধ্যমিক দেবার পর থেকে টিউশনি পড়াতে শুরু করে। নিজের প্রয়োজন টুকু নিজে থেকে মেটাতে শুরু করে।

উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়ে অতসী মেডিকেল কলেজে পড়ার প্রস্তুতি নিচ্ছে। অতসীর বড্ড ইচ্ছা বড়ো ডাক্তার হবে, ড. অতসী খাঁন। সবকিছু ঠিকঠাক চলছিল। অতসীর নানু ওকে বড্ড ভালোবাসত, ওর মেডিকেল পড়ার খরচ তিনিই বহন করবেন বলে আশ্বাস দিয়েছিল কিন্তু সেটা সবার আগেই উনি মা/রা যান। অতসী নানুর মৃ/ত্যুর দিন মাকে জড়িয়ে ধরে কেঁদে শুধুমাত্র একটা কথাই বলেছিল, “মা আবার আর ডাক্তারি পড়া হবে তো!”
নানু মা/রা যাবার পর কয়েকদিন পর থেকে থেকেই অতসীদের নিয়ে মামার বাড়িতে অসুবিধা শুরু হয়। অতসীর মামি ওর মামার সাথে প্রতিদিন ঝামেলা করতে থাকে।

আরও গল্প পড়তে এখানে ক্লিক করুন 

– এতদিন অনেক সহ্য করেছি আর পারছি না। তোমার বোন আর ভাগ্নীকে আমার ঘর থেকে বিদায় করো।
– এইভাবে বলছো কেন, জানো তো দিদির জীবনে সমস্যা চলছে তাই এই বাড়িতে আছে।
– এই সমস্যা কোনোদিন মিটবে বলে আমার মনে হয় না। তুমি ওদের চলে যেতে বলো, নাহলে আমি এই সংসার ছেড়ে চলে যাবো।
অতসীর মামা চিন্তিত হয়ে পড়লেন। কি করবে কিছুই বুঝতে পারলেন না। একদিকে বোন আর একদিকে স্ত্রী, কোনটা বেছে নেবেন উনি।
অতসী এসেছিল মামার সাথে কথা বলতে। দরজায় দাঁড়িয়ে মামা মামির কথা শুনে অতসী আর দাঁড়িয়ে থাকতে পারল না, সোজা মায়ের কাছে গিয়ে বলল…

– মা আমি আর এই বাড়িতে কিছুতেই থাকব না।
– কেন?
– কেন সেটা তুমি বুঝতে পারছো না মা। এই বাড়িতে কেউই চাই না আমরা এই বাড়িতে থাকি মা প্লিজ চলো আমরা অন্য জায়গায় চলে যায়।
– কিন্তু কোথায় যাবি মা।
– জানি না মা। তবে এই বাড়িতে থাকব না। তুমি কোনো চিন্তা করো না আমি ঠিক একটা ব্যবস্থা করে নেবো।
অতসীর মা চোখের পানি ফেলে বললেন..

– মারে আমাকে মাফ করে দিস। আমার আর রুহির জন্য তুই রাজরানির জীবন থেকে দাসীর মতো জীবন যাপন করছিস।
– মা মন খারাপ করো না। যা হয় ভালোর জন্যই হয়।
– হুম।
অতসী মায়ের আড়ালে গিয়ে চোখের পানি মুছে নেয়। মায়ের সামনে নিজেকে শক্ত দেখালেও ভেতরে ভেতরে ওহ নিজেও ভেঙে পড়ছে, নানু মারা যাবার পর অতসী নিজেদের অবস্থানটা হারে হারে টের পাচ্ছে।
রাতে খাবার টেবিলে,
অতসীর মামাতো বোন টিয়া ওকে দেখে বলে উঠল,

– কিরে অতু তোর মেডিকেল এক্সামের রেজাল্ট কবে দেবে।
অতসী কোনো উত্তর না দিয়ে ওর মামির আর ওর মায়ের দিকে তাকালো। টিয়ার কথাটা শুনে অতসীর মামি খ্যাক খ্যাক করে উঠল,
– কিসের এক্সাম?
– অতু মেডিকেল কলেজে ভর্তির জন্য পরীক্ষা দিয়েছিল তার রেজাল্টের কথাই জিজ্ঞেস করছি।
কথাটা শুনে অতসীর মামি কিছুক্ষণ চুপ করে থেকে অতসীর মায়ের দিকে তাকিয়ে বলল,

– দ্যাখো দিদি এমনিতেই বাবা মারা যাবার পর থেকেই তোমার ভাইয়ের ব্যবসা ভালো চলছে না। তার উপরে টিয়ার পড়াশোনা, বিয়ের জন্য কিছু জমিয়ে রাখতে হচ্ছে এইরকম পরিস্থিতিতে অতসীর মেডিকেল কলেজে পড়ানোর খরচ চালানো আমাদের পক্ষে সম্ভব নয়।
অতসীর মা আঁচলে মুখ ঢেকে কাঁদতে কাঁদতে খাবার ঘর থেকে বেড়িয়ে গেলেন। অতসী স্বাভাবিক থাকল, যেন কিছুই হয়নি। অতসীর চুপচাপ থাকা টিয়াকে ভাবিয়ে তুলল। তবে সেও চুপ করূন থাকলো। অতসী খাবার টেবিল থেকে উঠে যেতেই টিয়া বলল,

– মা এইসব কি বললে তুমি! জানো না অতসীর ডাক্তার হওয়ার ইচ্ছা কত। আর দাদুভাই তো অতসীর নামে টাকা,সম্পত্তি রেখে গেছেন সেইগুলোতে তো ওর মেডিকেল পড়ার হয়ে যাবে।
– চুপ একদম চুপ। এই কথাটা যদি কেউ জানে তাহলে সেইদিনই এই বাড়িতে তোর শেষ দিন হবে। তোর পড়াশোনা, খাওয়া সব আমি বন্ধ করে দেব।
টিয়া চুপ করে গেল। মায়ের জেদ সম্পর্কে ভালোই জানে ওহ, এখন যদি মায়ের বিরুদ্ধে যায় তাহলে মা কি কি করবে সেটা ভেবেই ভয় পাচ্ছে ও।
টিয়া অতসীর কাছে যেতে, অতসী ওকে কিছু বলতে না দিয়ে বলল,

– টিয়াদি প্লিজ আমাকে শান্তনা দিয়ো না। যার বাবাই তাকে দেখে না, তাকে অন্য কেউ দেখবে এটা আশা করা খুব বোকামী। বাদ দাও এইসব, তুমি ঘুমিয়ে পড়ো।
অতসী ওর নানুর ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। নানুর বিছানা, জিনিসপত্রগুলো স্পর্শ করে দেখতে থাকে। নানুর পাঞ্জাবি নিজের বুকে চেপে ধরে অতসী তাচ্ছিল্যের হেসে বলল,
– জানো নানু তুমি চলে যাবার পরেই না সবাই স্বার্থপর হয়ে গেছে, মামি শুধু নিজের স্বার্থটাই বুঝছে। আমি আর মা যে তার কাছে বড্ড ভারি হয়ে গেছি। আমার মেডিকেল পড়া বন্ধ করার জন্য কি সুন্দর একটা বাহানা দিলো, মামার ব্যবসা নাকি আগের মতো চলছে না! অথচ ব্যবসা রমরমিয়ে চলছে। আমি আর এইখানে থাকব না নানু, আমাকে মাফ করে দিও।

পরেরদিন, অতসী বাড়ি ভাড়া খুঁজতে লাগল। মাকে নিয়ে তাড়াতাড়িই এই বাড়ি থেকে চলে যাবে থাকবে না এইখানে।
অতসী অনেক খোঁজ করে একটা বাড়ি পেয়ে যায়। মাকে নিয়ে নতুন‌ বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে বলে প্রস্তুতি নেয়। টিয়া অতসী কে জড়িয়ে ধরে, বারবার যেতে বারন করে। অতসী টিয়া আর মামার কথা না‌ শুনেই মাকে নিয়ে চলে যায়। নতুন বাড়িতে নতুন করে সবকিছু সাজিয়ে নেয়।
– মা এইখানে তো চলে আসলাম, কিন্তু এখন সংসার কিভাবে চালাবো।
– চিন্তা করো না মা, আমি সব ঠিক করে দেবো।
অতসী আশ্বাস দিলেও ওর মা শান্ত হতে পারল না। এইভাবেই কেটে যায় কয়েকদিন। অতসী টিউশনি পড়ানো বাড়িয়ে দিলো। জমানো টাকা দিয়ে সংসার মোটামুটি ভালোই চলে যাচ্ছে।
ওইদিকে..

রুদ্র ওর মা আর বোনকে দেখতে মামার বাড়িতে আসে। কিন্তু বাড়িতে ওদের কাউকে পাইনা। মামিকে জিজ্ঞেস করলেও মামি চুপ করে থাকে, তখন টিয়া বলে,
– মা মনি আর অতুকে বাড়ি থেকে বের হয়ে যেতে বাধ্য হয়েছে।
– কি?
– হ্যাঁ রুদ্রদা আমি অনেক চেষ্টা করেও আটকাতে পারিনি আমাকে মাফ করে দাও।
– বাড়ির ঠিকানা জানিস।
– হুমম।
– আচ্ছা আমাকে দে।
রুদ্র টিয়ার থেকে ঠিকানাটা নিয়ে চলে যায় মায়ের সাথে দেখা করতে। মায়ের কাছ সবকিছু শুনে রুদ্র বলে,

– মা এতকিছু হয়ে গেলে একবারো আমাকে বললে না।
– তোর বোনকে তো চিনিস।
– হুম।‌ আমি দেখছি।
রুদ্র বাড়ি ফিরে গিয়ে ওর বাবার সাথে মুখোমুখি হয়।
– বাবা কিছু কথা ছিলো।
– কি বলো।
– বাবা নানু চলে যাবার পর থেকে ওই বাড়িতে ঝামেলা শুরু হয়। আর এখন বোন আর মা ভাড়া বাড়িতে থাকে।
আকরাম খান চমকে উঠলেন। এইরকম কিছু হবে, সেটা কখনোই আশা করে নি।

– কি বলছো এইসব।
– হ্যাঁ ঠিক বলছি। বাবা প্লিজ এতগুলো বছর তো অনেক জেদ নিয়ে বসে থাকলে প্লিজ এইবার সবকিছু মিটিয়ে নাও না।
আকরাম খান চুপ করে রইলেন।
– বাবা প্লিজ।
আকরাম খান কিছুই না বলে স্থান ত্যাগ করলেন। রুদ্র একটা দীর্ঘশ্বাস ফেলল।
২দিন পর,
অতসী টিউশনি পড়িয়ে বাড়িতে এসে চমকে উঠল। তার ভাড়া বাড়িতে স্বয়ং আকরাম খাঁন উপস্থিত আছে। অতসী ওনাকে দেখেও না দেখার ভান করে ভেতরে ঢুকে গেলো।
– অতসী মা।

অতসী থমকে গেলো। একটা অদৃশ্য টান অতসী কে দাঁড়িয়ে যেতে বাধ্য করল। আকরাম খান নিজের জেদ সরিয়ে রেখে অতসীর সামনে গিয়ে বললেন,
– কিরে কথা বলবি না আমার সাথে। একবার বাবা বলে জড়িয়ে ধরবি না। কিরে মা বুকে আয়।
অতসী নিজের জেদ ধরে রাখতে পারল না। আকরাম খানের বুকে ঝাঁপিয়ে পড়ে ফুঁপিয়ে কেঁদে উঠল। অতসীর মায়ের চোখে সুখের পানি।
মান অভিমান পর্ব শেষ‌ হয়ে যাবার পর আকরাম খাঁন বললে,

– অতসী চল মা বাড়ি ফিরে চল।
মায়ের মুখের দিকে তাকিয়ে নতুন করে বাবার ভালোবাসা পাবার লোভে অতসী বাড়ি ফিরতে রাজি হয়ে যায়। খাঁন ভিলা আনন্দে মেতে উঠল, অতসী খুব খুশি এতদিন পর বাড়ি ফিরে গিয়ে। কিন্তু খুশি বেশিদিন স্থায়ী হলো না। অতসীর জীবনে আবারো নতুন ঝড়ের আগমন ঘটল।
অতসী মেডিকেল কলেজের এক্সামের রেজাল্ট নিয়ে খুব খুশি ছিল। ভেবেছিল রাতে খাবার সময়ে সকলকে সারপ্রাইজ দেবে কিন্তু তার আগে ওর বাবা ওকে সারপ্রাইজ দিয়ে দেয়।

– আমার একটা কথা বলার আছে।
– বাবা আমিও একটা কথা বলতে চাই।
– ঠিকাছে আগে আমার কথাটা শুনে নাও তারপরে শুনব।
অতসী বাবার কথাতে রাজি হয়ে গিয়ে চুপ করে থাকে। আকরাম খাঁন সকলের দিকে তাকিয়ে বললেন,
– আমি অতসীর জন্য পাত্র ঠিক করেছি। আগামীকাল ওকে দেখতে আসবে, আমি চাই অতসী আমার পছন্দ করা ছেলেকে বিয়ে করুক।
অতসীর মাথাতে আকাশ ভেঙে পড়ল।

– বাবা এইসব তুমি কী বলছ। আমি পড়তে চাই আমি কিছুতেই বিয়ে করব না।
– আমি কোনো কথা শুনতে চাই না। এটাই আমার সিদ্ধান্ত।
আকরাম খাঁন চলে গেলেন। অতসী ওর মায়ের কাছে গিয়ে বলল,
– মা আমার মেডিকেল কলেজে চান্স হয়েছে প্লিজ তুমি বাবাকে বোঝাও না।
– আচ্ছা আমি দেখছি।
অতসীর মা ঘরের দিকে চলে গেলেন। অতসী কি মনে করে ওনার পেছনে গেলেন।
অতসীর মা স্বামীর সামনে গিয়ে বলল,

– বলছি মেয়েটার বড্ড শখ ডাক্তার হবে, ওকে পড়তে দাও না।
– মেয়ে মানুষের এত পড়াশোনা করে কাজ নেয়। আর তুমি ওর সাথে সাধ দিয়ো না দয়া করে।
– কিন্তু মেয়েটা তো‌ রাজি হচ্ছে না।
– প্রয়োজনে জোর করে করাও। এক মেয়ে তো আমার নাক ডুবিয়ে চলে গেছে এখন যদি তোমার ছোট মেয়েও ওই কাজ করে! আমি কোনো রিস্ক দিতে পারব না, এই বিয়ে হবে।

– কিন্তু
– কোনো কিন্তু নয়। আর একটা কথা কি জানো, এই বিয়েটা আমার জন্য আমাদের কোম্পানির জন্য অনেক গুরুত্বপূর্ণ।
– মানে?
– মিস্টার মল্লিকের ছেলের সাথে আমাদের অতসীর বিয়ে হলে আমাদের মাঝে বিজনেস বন্ডিংটা আরো স্ট্রং হবে। আর সব ডিল আমাদের সাথেই করবেন।
আকরাম খাঁন কথাটা শুনে অতসীর মা ও অতসী চমকে উঠল। অতসী কখনোই ভাবতে পারিনি ওর বাব ওকে ব্যবহার করবে এইভাবে। অতসী আর সহ্য করতে পারল না, ঘরের মধ্যে এসে বলল,

– তারমানে আমাদের এই বাড়িতে ফিরিয়ে আনার এটাই কারন তাই তো।
অতসীকে এইখানে দেখে ওনারা দুজনেই চমকে উঠল। আকরাম খাঁন বুঝে গেছেন অতসী সব শুনে নিয়েছে তাই লুকিয়ে লাভ নেয় তাই বললেন,
– যেটা ভাববে সেটাই। বিয়েটা তোমাকে করতেই হবে,নাহলে সারাজীবনের জন্য তুমি আমার মেয়ের পরিচয় হারাবে।
অতসীর মাথাতে আবারো জেদ চেপে গেল।

– লাগবে না আপনার পরিচয়।‌ আমি আপনার পরিচয় ছাড়াই দাঁড়িয়ে দেখব, প্রয়োজনে না খেতে পেয়ে মা/রা যাব তবুও আপনার জেদের কাছে মাথা নাড়ব না। আপনি আপনার এই রাজপ্রাসাদে একাই থাকুন, মা চলো।
অতসী ওর মায়ের হাত ধরে চলতে থাকলেও ওর মা একপাও নড়ল না। অতসী ওর‌ মায়ের দিকে তাকিয়ে বলল,
– মা কি হলো চলো।
– না আমি কোথাও যাবো না।
অতসী অবাক হয়ে ওর মায়ের দিকে তাকিয়ে রইল। অতসী কিছু বলতে যাবে তার আগে ওর বাবা ওর মায়ের উদ্দেশ্যে বললেন,

– নিজের মেয়েকে বোঝাও। আর অতসী জেদ করে লাভ নেয় আশা করি নিজের ভালোটা তুমি বুঝবে।
অতসীর মা অতসী কে নিয়ে অন্যঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলো।
– মা এইগুলো কি করছ। চলো আমি আর থাকব না এইখানে।
– না অতসী। একবার ভুল করে আমি ওর বাবার থেকে এই সংসার থেকে ৫বছর দূরে ছিলাম আবার সেই একই ভুল করতে পারব না।

– মা! (অবিশ্বাস্য দৃষ্টিতে)
– মা পাগলামী করিস না। রুহির কথাকা একবার চিন্তা কর।
– মা বাবাকে বোঝাও এত জেদ না করতে। একদিন দেখবে এই জেদটা ওনার থেকে সবকিছু কেড়ে নিয়েছে। আর আমি কখনোই ওনাকে ক্ষমা করব না কথাটা বলে দিও ওনাকে।
অতসী নিজের ঘরে দরজা বন্ধ করে দেয়। অতসীর মা একটা দীর্ঘশ্বাস ফেললেন। এইবার বড্ড স্বার্থপর হয়ে গেলেন উনি, কোনো কিজূর বিনিময়েই আর নিজের সংসার ছাড়তে রাজি নন উনি।
রুদ্র অফিস থেকে ফিরে এসে চুপচাপ বাড়ি থেকে মাকে জিজ্ঞেস করে,

প্রয়োজনে প্রিয়জন পর্ব ২৮

– মা কি হয়েছে এত চুপচাপ কেন? আর অতসীর রেজাল্ট কি হলো।
মা রুদ্রকে সবকিছু খুলে বলল। রুদ্র অবাক হয়ে বলল
– মা, বাবা আবারো একই ভুল করতে যাচ্ছে। আমাকে বাবার সাথে কথা বলতেই হবে।
রুদ্র ওর বাবার সাথে কথা বলতে গেল। সেইদিন কি রুদ্র পেরেছিল ওর বাবাকে বোঝাতে?

প্রয়োজনে প্রিয়জন পর্ব ৩০