যদি তুমি বলো পর্ব ১৪

যদি তুমি বলো পর্ব ১৪
আফনান লারা

তিথি সিনেমায় বহুবার দেখেছে শাড়ীর গহনা পরতে পরতে নায়িকা শুনছে, বিয়েটা করার আগে তার আরও একবার ভেবে নেয়া উচিত।
আজ তার বিয়ের দিনে তাকেও এইসব শুনতে হচ্ছে।সে ইশানকে ২য় বার দেখেনি বলে তার মনে যে খচখচ করছিল তা শুনেই মা তাকে আরও একবার ভেবে নিতে বলছিলেন ঠিক সেইসময়ে যখন পাত্রপক্ষ আসার সময় হয়ে গেছে।
তিথি হাসিমুখে লিপস্টিক টা ঠিক করতে করতে বলে,’তোমরা দেখেছো না?আমার আর কোনো অভিযোগ নেই’
মা এ কথা শুনে হাসিমুখে তার কাজ করতে চলে গেছেন।

বর এসেছে বর এসেছে শুনে তিথি তার জানালার দ্বারে এসে দাঁড়ায়।এখান থেকে বরের গাড়ী এবং গেইট দুটোই দেখা যাবে।
গাড়ী থেকে ইশান নেমেছে।তিথির বোনেরা সবাই মিলে গেইট আটকে দাঁড়িয়ে আছে।তিথি ইশানের পিঠ ছাড়া আর কিছুই দেখছেনা।এরই মাঝে আরিয়ানের মুখের এক ঝলক দেখে সে হাসলো তারপর ওখান থেকে চলে আসলো আবার।আর দেখতে হবেনা তাকে।

আরও গল্প পড়তে আমাদের গ্রুপে জয়েন হউন

ইশান ইচ্ছে করে আরিয়ানকে একই রঙের পাঞ্জাবি পরিয়েছে।
সবাই ইশানকে নিয়ে ব্যস্ত। এরই মাঝে রিদম ইশানের কয়েকটা ছবি তুলে নেয় এবং ছুট লাগায় তিথির কাছে।তিথিকে সে দেখাবে তার বর আজ কত সুন্দর দেখতে লাগছে।
ছুটতে ছুটতে হঠাৎ তার হাত আটকে ধরে ইশানের বোন তামিয়া।
‘আপনি তিথি টুকুর ননাস না?’
‘হ্যাঁ’

‘হাত ধরলেন কেন?আমার সাথে প্রেম করবেন?’
তামিয়া রিদমের হাতটা টেনে আরও কাছে নিয়ে এসে ফিসফিস করে বলে,’সিনিয়র মেয়েরা একমাত্র জুনিয়র ছেলেকে ভালবাসা দিয়ে বড় করে নিতে পারে।তা জানো তুমি?’
‘আমার আর বড় হতে হবেনা।এমনিতেই একটু বড় হয়েছি বলে আমাকে দিয়ে বাসার সব তরকারি বাজার করায়।হাত ধরেছেন কেন সেটা বলুন’

‘তুমি আমার ছবি তুলবেনা?’
‘আপনার ছবি আমি কেন তুলবো?’
‘আমি তোমার বেয়াইন না?’
রিদম ব্রু কুঁচকে তাকিয়ে থাকে এরপর গাল ফুলিয়ে দুটো ছবি তুলে নেয়।
তামিয়া মুচকি হেসে ফোনটা ওর হাত থেকে নিয়ে নেয় ছবি দেখার জন্য।সেই সুযোগে ইশানের সব কটা ছবি সে ডিলেট করে দেয়।এরপর বলে,’ইশ রে ভুলে তোমার তোলা কয়েকটা ছবি ডিলেট হয়ে গেলো’

‘আমি বুঝলাম না আমার ফোন থেকে বেছে বেছে দুলাভাইয়ের ছবিগুলো কেন ভুলবশতই ডিলেট হবে!ধুর ভাল্লাগেনা!’
রিদম রাগ করে চলে গেলো।তামিয়া মুচকি হাসি দিয়ে ইশানের কাছে এসে বসে এরপর।হুজুর ইশানের সই নিয়ে এবার তিথির রুমে আসলেন তার থেকে সই নেবার জন্য।
সই নিয়ে এবং কবুল শুনে তিনি বের হয়ে আসলেন।তিথি কবুল বলেছে শুনে ইশান জয়ের হাসি হেসে নিলো।এরপর উঠে দাঁড়িয়ে বললো তার অফিসের একটা কাজে ঢাকার বাহিরে যেতে হবে।তিথি যেন তার খালা,বোনদের সাথে ওদের বাসায় চলে আসে।ওর ফিরতে রাত হবে।

এই বলে সে চলে যায়,সাথে আরিয়ানকেও নিয়ে আসে।
ওর কথামতই ইশানের খালারা তিথিকে নিয়ে বাসায় ফেরেন।ইশানের মা রাগ করে তিথির মুখ যেন না দেখতে হয় তাই নিজের রুমে ঢুকে দরজা আটকে রেখেছেন।
তিথিকে মিষ্টি মুখ করিয়ে ইশানের রুমে নিয়ে রাখা হলো।ওর রুমেই বাসর ঘর সাজানো।
সবাই চলে যাবার পর তিথি ইশানের সারা রুম তন্নতন্ন করে খুঁজেও একটা ছবি পেলোনা।ছবি পেলে সেটা হাতে নিয়ে কথা বলতো সে।
যাই হোক!ছবি নেই যখন,তখন অন্য কিছু দেখা যাক।

এই ভেবে সে ইশানের বারান্দায় আসে।সেখান থেকে ঘুরে পুরো রুমে দুবার চক্কর কাটে।
সব ডাবল করে রাখা।মনে হয় ইশান চায়না তার জামাকাপড়ের সাথে তিথির জামাকাপড় থাকুক,তার ড্রেসিং টেবিলের সামনে তিথি দাঁড়াক।এটা কি মহৎ কাজ নাকি হিংসামি কে জানে!
দেখে তো হিংসামিই মনে হচ্ছে!

বেশ অনেকক্ষণ হাঁটা চলা করেও ইশান আসছেনা বলে তিথি রুম থেকে বের হয়।রুম থেকে বেরিয়ে সে আশ্চর্য হয়ে যায়।
তখন রাত আটটা বাজে,বেশি না।অথচ একটা মানুষ ও বাহিরে নেই।বিয়ের দিন এরকম নিরব থাকে বাসা?
একা একা ঘুরেফিরে তিথি সেই আবার ইশানের রুমে ফিরে আসে।
এখন তার কি করা উচিত মনে করে তানিয়াকে একটা কল দেয় সে।
তানিয়া তখন টায়ার্ড হয়ে ঘুমাচ্ছিল।তাও তিথির কলে সে উঠে বসে কলটা রিসিভ করে।
‘শোন তানিয়া!তোর তো এগুলাতে জ্ঞান বেশি।তোর দুলাভাই আসতে দেরি করছে।কি করবো আমি?’
‘নাচো’

‘আরেহ মজা করছিস কেন!এই ভারী শাড়ীটা পরে আমার অসহ্য লাগছে।খুলে ফেলি?’
‘জোস হবে।নাইটি একটা আছে তোমার ব্যাগে।নিয়ে সেটা পরে নাও’
‘ছিঃ!কি বলিস!প্রথম দেখাতে আমাকে উনি নাইটিতে দেখবে?না না এটা হবেনা।লজ্জায় মরে যাব আমি’
‘তাহলে জামা আছে সেটা নিয়ে পরো’

তিথি কলটা কেটে গিয়ে ব্যাগ খোলে।ব্যাগ খুলে সে মাথায় হাত দিয়ে ফেললো।এটা অন্য একটা ব্যাগ।সম্ভবত তাদের বাসায় বেড়াতে আসা ঝুমু আন্টির ব্যাগ এটা।ব্যাগে সব তার জামাকাপড়।
এত মোটা মোটা জামা পরলে কি যে বিশ্রি লাগবে!
ঝুমু আন্টির ছেলের বউয়ের জন্য মা এক সেট নাইটি দিছিলো।সেগুলোও আছে ব্যাগে।
তিথি ঘড়ির দিকে চেয়ে ভাবলো ইশান আসার আগে আবার শাড়ীটা পরে নিবে।আপাতত সে নাইটিটা পরে একটু রেস্ট করবে।এই ভারী শাড়ী পরে বেশিক্ষণ থাকা আর যাবেনা।

তাই নাইটিটা প্যাকেট থেকে খুলে তিথি ওয়াশরুমে চলে যায়।
ফ্রেশ হয়ে এসে তিথি যেইনা বের হয়ে দাঁড়ালো রুমে ওমনি বরের পোশাকে একজনকে দেখে সে থমকে দাঁড়ায়।ইশান এত দ্রুত এসে পড়বে তা সে ভাবতেই পারেনি।
এদিকে তার শাড়ীটা বিছানার উপর খুলে রেখেই সে ওয়াশরুমে গেছিলো।

কি করে যে শাড়ীটা নেবে আর আবার গিয়ে চেঞ্জ করবে তাই ভাবছিল সে।ওমনি খুব বিকট একটা আওয়াজ হলো।
আওয়াজটা ইশানের সামনে থেকেই এসেছে।সম্ভবত সে তার হাতে থাকা পারফিউমের কাঁচের বোতলটা ফেলে দিয়েছিল।
তিথি নিচে পড়ে থাকা ভাঙ্গা কাঁচগুলো দেখছে। সে ধরে নিয়েছে এটা ভুলবশত পড়েছে,কিন্তু আসলে ইশান সেটা ইচ্ছে করেই ফেলেছিল।

তিথি ভয়ার্ত গলায় বললো,’আমি চেঞ্জ করে আসি?’
এই বলে সে দ্রুত হেঁটে বিছানার কাছে এসে শাড়ীটা হাতে নেয়। এরপর ওয়াশরুমে যাবার সময় যখন সে ড্রেসিং টেবিলের আয়নায় এক নজর চোখ রাখে তখন ইশানকে দেখে তার পা আপনা আপনি থমকে যায়।
সে আয়নার দিকে আরও একবার তাকায়।
ইশান মূর্তির মতন দাঁড়িয়ে তার আয়নায় সে নিজেকে দেখছে।

তিথি ইশানকে দেখে ধীর পায়ে কাছে আসে এরপর অনেকক্ষণ তাকিয়ে থেকে বলে,’ইশতিয়াক! ”
নিজের নামটা তিথির মুখে শুনে ইশান পেছনে ফিরে তাকায়।
ইশানের চাহনি দেখে তিথি শাড়ী দিয়ে গা ঢেকে বলে,’ইশান কোথায়?’
ইশান অগ্নি চাহনি নিয়ে কেবল তাকিয়েই থাকে।
তিথি এক পা এক পা করে পিছিয়ে বলে,’ইশান কোথায়?’

‘এতদিন পর দেখা হলো।কেমন আছি জানতে চাইবেনা?’
তিথি ঢোক গিলে দরজার কাছে এসে ছিটকিনি খুলে বের হতেই দেখে আগেরমতন অবস্থা, কোথাও কেউ নেই।যেন পুরো বাসাটা খালি।তিথি তাও সাহস করে ইশানের খালার রুমের বাহিরে গিয়ে দরজা ধাক্কাতে থাকে।
অনেকক্ষণ যাবত দরজা ধাক্কানোর পর খালা চোখ ডলতে ডলতে এসে দরজাটা খুললেন।জানতে চাইলেন ওর কিছু লাগবে নাকি।

তিথি কাঁপা গলায় বলতে লাগলো ইশান কোথায়।
তখন খালা আঙ্গুল তুলে দেখিয়ে বললেন,’ইশান তো তোমার পেছনেই’
তিথি ভয়ে ভয়ে পেছনে তাকায়।এই ইশতিয়াক ইশান আর তার যে ইশানের সাথে বিয়ে হয়েছে,দুটো মানুষই কি এক!
ইশান দরজার কাছে দাঁড়িয়ে ছিল।তিথি ওভাবে দাঁড়িয়ে আছে দেখে সে বললো,’বাসায় আমার অনেক কাজিন আছে,স্পেশালি ছেলে কাজিন।নতুন বউকে নাইটিতে দেখা কেউ ভাল নজরে নেবেনা।ভেতরে আসো’
এটা বলে ইশান চলে যায় রুমের ভেতর।তিথির ভয় কাটছেনা।মাথা ঘুলিয়ে আসছে।সে চারিদিকে তাকিয়েও কাউকে পায়না।খালা আবার দরজা লাগিয়ে ফেলেছেন।

বাধ্য হয়ে সে শাড়ীটা পেঁচিয়ে আবারও সেই রুমে আসে,কিন্তু ভেতরে ঢোকেনা।করিডোরে দাঁড়িয়ে থাকে।
ইশান নিচে বসে কাঁচের টুকরাগুলা একটা বক্সে ভরছে।কোনো কথা বলছেনা।
তিথি নিরবতা ভেঙ্গে বললো,’আমার যার সাথে বিয়ে হয়েছে, তিনি কোথায়?’
‘তিনি কাঁচ কুড়াচ্ছেন’
তিথি এবার রেগে যায়।

চিৎকার করে বলে,’এটা কোন ধরনের অসভ্যতামি?আমি এখনই আমার বাসায় চলে যাবো’
এই বলে তিথি শাড়ীটা নিয়ে ওয়াশরুমে ঢুকতে যায় কিন্তু পারেনা।ইশান এসে আটকায় ওকে।ওর চোখের দিকে যতবার তিথি তাকাচ্ছে ততবার তার গায়ের সব পশম দাঁড়িয়ে যাচ্ছে ভয়ে। এই চোখ সেইই চোখ যাকে সে এতদিন দরে দেখেছিল কিন্তু চিনতে পারে নাই।আর আজ সব স্বচ্ছ হয়ে আসছে।

ইশান ওয়াশরুমের দরজা থেকে হাত সরিয়ে ওয়ারড্রবের সাথে হেলান দিয়ে বলে,’মনে আছে?আজ থেকে অনেকগুলো বছর আগের কথা? হয়ত মনে নেই।মনে থাকবেই বা কি করে!
এক গরীব মুদি দোকানদারের ছেলে কিভাবে এত বড় বিজন্যাসম্যান হলো,কিভাবে তার পুরো জীবন বদলে গেলো!
তুমি কেন বলছি!

এটা মনে আছে যে আমি তোকে ঠিক এই প্রতিশ্রুতি দিয়েছিলাম তিথি!মনে আছে তোর?
মনে নেই।যদি থাকতো তবে ডেং ডেং করে প্রেম করতে চলে যেতি না।বিয়ে বসতে চলে যেতি না!তুই আমাকে কথা দিয়েছিলি আমি বড়লোক হয়ে আসলে তুই আমায় বিয়ে করবি।কোথায় গেলো তোর সেই প্রতিশ্রুতি?
আমার মাকে কাঁদিয়েছিলি মনে আছে?তোর খুব রুপের দেমাগ ছিল,তোর খুব টাকার অহংকার ছিল।এখন দেখ!আমি তোর চাইতে শত গুনে বড়লোক হয়ে এসেছি।ইশতিয়াক ইশান ইজ ব্যাক!
তোর থাকার বাসা দশটা কেনার টাকা আমার ব্যাংকে আছে।

আমার জায়গায় অন্য কোনো ছেলে হলে এখন কি করতো জানিস?তোকে কোনোদিন বিয়ে তো দূরে থাক,তোর জীবন যত নিম্ন আকারে নষ্ট করা যেতো সেটা করতো।কারণ তুই একটা ছলনাময়ী!তুই কথা দিয়ে কথা রাখিসনি!তুই লোভী!
তোকে আমি পায়ে ধরে বলেছিলাম আমি তোকে কতটা ভালবাসি,তোর জন্য আমি আকাশের চাঁদ এনে দিতে পারবো!তুই বলছিস তোর চাইতে বড়লোক হয়ে দেখাতে,তোর চাইতে শিক্ষিত হয়ে দেখাইতে।তবেই নাকি তুই আমায় বিয়ে করবি!ততদিন তুই অপেক্ষা করবি!

যদি তুমি বলো পর্ব ১৩

আমার মা পর্যন্ত তোর কাছে রিকুয়েস্ট করেছিল।তুই সেদিন আমার মায়ের সাথে কতই না খারাপ ব্যবহার করেছিলি!’
তিথি বুঝতে পারলো ইশানের মনে তাকে নিয়ে হাজারটা স্বীকারোক্তি।
এগুলো সে কিভাবে বুঝালে ইশান বুঝবে তা ওর জানা নেইই।

যদি তুমি বলো পর্ব ১৫যদি তুমি বলো পর্ব ১৫