রাজনীতির রংমহল পর্ব ৩৭

রাজনীতির রংমহল পর্ব ৩৭
সিমরান মিমি

(আজ থেকে বর্তমান শুরু)
সকাল সাড়ে আটটা।ধীর পায়ে জেলারের হাটার গতির সাথে তাল মেলাতে মেলাতে নির্দিষ্ট লকাবের সামনে এলো স্পর্শী।ভেতরে ফ্লোরের উপর বিছানো ছোট্ট পাটি’র উপর পরশ শিকদার পা ভাজ করে অন্য দিকে তাকিয়ে বসে আছে।হাবিল তীব্র শেখ কে দেখা মাত্রই উঠে দাড়িয়েছিলো।

এখনো সেভাবেই আছে।জেলারের থেকে আদেশ পেতেই দ্রুত চাবি বের করে লকাবের দরজা খুলে দিলো।পরশ আড়চোখে একবার স্পর্শীর দিকে তাকালো।স্পর্শী তার দিকেই এক ধ্যানে তাকিয়ে আছে।মুহূর্তে’ই চোখ সরিয়ে নিলো অন্যদিকে।আলতো হাসলো স্পর্শী।শান্ত কন্ঠে বললো-

আরও গল্প পড়তে আমাদের গ্রুপে জয়েন করুন

কি হলো নেতামশাই?বাইরে আসবেন না।নাকি আমাকে ভেতরে ঢোকাতে চাইছেন?
পরশ একবার স্পর্শীর দিকে তাকালো।পরক্ষণেই জেলারের দিকে তাকাতেই পুনরায় চোয়াল শক্ত হয়ে গেল।আড় চোখে তীব্র শেখ এখনো স্পর্শী কে দেখছে।গা জ্বলে যাচ্ছে পরশের।দাতে দাত চেপে তীব্র শেখ কে বললো-
জেলার সাহেব,আপনি কি কিছু বলবেন?না বললে প্লিজ আমাদের একটু প্রাইভেসি দিন।আমি আমার ওয়াইফের সাথে কথা বলবো।

থতমত খেয়ে গেল জেলার।আমতা আমতা করে বললো-
হ্যা হ্যা,প্লিজ কন্টিনিউ(বলেই নিজের ডেস্কের দিকে চলে গেল।
পরশ সস্তির নিঃশ্বাস ছাড়লো।কটমট চোখে স্পর্শীর দিকে তাকিয়ে বলল-
তোমাকে না বলেছিলাম এই জেলারের থেকে দূরে থাকবে।ওর নজর ভালো না।সারাক্ষণ ড্যাবড্যাব করে তাকিয়ে থাকে তোমার দিকে।আমার একটুও সহ্য হয় না।কসম স্পর্শীয়া,আমার সহ্যের বাধ ভাঙলে কিন্তু একদম ওটাকে খুন করে দিব।
চোখ রাঙালো স্পর্শী।ত্যাড়া কন্ঠে বললো-

হ্যা,তিন তিনটা খুন করে তো আপনার হাত এত্তো বড় লম্বা হয়ে গেছে।এখন যাকে দেখবেন তাকেই খুন করতে ইচ্ছে হবে।
পরশ স্পর্শীর গা জ্বালানো কথা একদম গায়ে মাখলো না।চোখ সরিয়ে হাতের দিকে তাকিয়েই অবাক হয়ে গেল।কোনো টিফিন বক্স নেই।গত আটাশ দিন ধরে দেখাও করেনি।পরক্ষণে আজকের দিনের কথা মনে হতেই বললো-

আজ তো শুক্রবার নয়।তাহলে আজকে কি করে দেখা করতে দিলো তোমায়?আর গত একুশ দিন ধরে তুমি দেখা করতে আসো নি কেন?গত শুক্রবারে ও আসো নি।অপেক্ষা করছিলাম আমি।
সামান্য খারাপ লাগলো স্পর্শীয়ার।দুহাত দিয়ে পরশের গাল আলতো করে ধরে বললো-
আমার এক ক্লাইন্টের কেস নিয়ে খুব বিজি ছিলাম নেতামশাই।আর গত শুক্রবার তো আব্বুর আশার কথা ছিল।ব্যাস্ত ছিলাম বলে দেখাও করতে পারি নি।কেন?উনি আসে নি আপনার কাছে?
পরশ মাথা নেড়ে বললো-

হ্যা,এসেছিলো।
স্পর্শী মাথা নাড়ালো।পরক্ষণেই কিছু মনে আসতেই তড়িঘড়ি করে বললো-
আব্বু কি টিফিন এনেছিলো?
পরশ ত্রস্ত হেসে বললো-
নাহ, হয়তো মনে ছিল না।

ভীষণ খারাপ লাগলো স্পর্শীর।পরশের গাল দুটো আকড়ে ধরে বললো-
আপনি না খেয়ে অপেক্ষা করছিলেন বুঝি?সে বেলায় তো না খেয়ে থাকতে হয়েছিলো তাই না।
পরশ আলতো হাসলো।মাথা নাড়িয়ে লজ্জালু হেসে বললো-
গত তিন শুক্রবারেই না ওয়েট করেছিলাম।বাদ দাও,এটা কিসের ফাইল?(স্পর্শীর হাতের মোটা একটা ফাইল দেখিয়ে বলল)
স্পর্শী আলতো হেসে বললো-

এক ক্লাইন্টের।আচ্ছা বাদ দিন নেতামশাই।উঠুন।
বলেই টেনে লকাপের বাইরে বের করে আনলো স্পর্শীয়া।জেলারের ডেস্কের সামনে এসে দাঁড়িয়ে পড়লো সে।জেলসুপারের কাছে গিয়ে আলতো হেসে কিছু বলতেই একটা ফাইল বের করলো সে।তারপর পরশের কাছে এগিয়ে এসে বললো-
এদিকে আসুন।এখানে একটা সই করুন।দ্রুত।

পরশ ভ্রু কুচকে থমথমে মুখে চেয়ে রইলো স্পর্শীর দিকে।এই যে সে হেসে হেসে কথা বলছে এটা তার একদমই সহ্য হচ্ছে না।এখানে যতক্ষণ থাকবে ততক্ষণ ওই জেলার আড়চোখে তাকিয়ে থাকবে স্পর্শীয়ার দিকে।এটা পরশ কিছুতেই দেখতে পারবে না।কোনো রুপ প্রশ্ন না করেই দ্রুত হাতে জেলারের দিকে তাকিয়ে সই করে দিলো পরশ।
কিছুটা দূরে যেতেই পরশ শক্ত হয়ে দাঁড়িয়ে পড়লো।স্পর্শীকে টেনে কিছুটা নিজের দিকে দাড়া করলো।কঠিন কন্ঠে বললো-
ওর সাথে হেসে হেসে কথা না বললে তোমার পেটের ভাত হজম হয় না?

কথা টা বেশ উচ্চস্বরে বলায় চোখ বড় বড় করে ফেললো স্পর্শী।আশেপাশে কেউ শুনতে পেয়েছে কি না তা দেখতে আড়চোখে চারপাশে বারকয়েক তাকালো।নাহ কেউ নেই।পরশের দিকে তাকিয়ে শান্ত স্বরে বললো-

নেতামশাই,আমি জানি জেলসুপার তীব্র শেখ আমার দিকে অন্য নজরে চায়।উনি আমাকে পছন্দ করে।এটাকে আমি ভালো বলছি না কেননা আমি বিবাহিত,আমার হাসবেন্ড আছে তা স্বত্তেও উনি এমন নজরে তাকায়।কিন্তু তাই বলে আমি ওনাকে কিছু বলতে পারছি না।এতো কিছুর পরেও আপনার জন্য আমাকে ওনার সাথে সু সম্পর্ক রাখতে হচ্ছে।এই যে আপনার সাথে আমি প্রতি শুক্রবার দেখা করি।কোনো পাহারাদার ছাড়াই উনি আপনাকে আমার কাছে ছেড়ে দেয়।অন্য আসামীদের ক্ষেত্রে দেখেছেন সেটা?

অন্য আসামীদের অভিবাবক দের সাথে দেখা জেলের মধ্যে নির্দিষ্ট বেঞ্চিতে বসে করতে হয়।আর আপনার সাথে প্রায়ই এখানের পেছনের মাঠ পর্যন্ত আসতে পারি আমি তাও পাহারাদার ছাড়া।যদিও এর চারপাশে উচু দেয়াল,চব্বিশ ঘন্টা টহল দেওয়া পুলিশ থাকে তাও কিন্তু সবাইকে এই সূযোগ দেয় না।ওনার সাথে ভালো সম্পর্ক আছে বলেই আলাদা ভাবে কথা বলার সুযোগ পাই আমি।
পরশ হাসলো।পরক্ষণেই দাতে দাত চেপে বললো-

তা এখন এই দিকে আসার অনুমতি উনি কিসের জন্য দিয়েছেন?এটাতো পেছনের মাঠে যাওয়ার পথ নয়।এখান থেকে তো সোজা বাইরে যাওয়ার গেট পড়ে।
চোখ দুটো ছোট ছোট করে স্পর্শী পরশের দিকে তাকালো।কন্ঠে ঝাঝ এনে বললো-
আপনি ঠিক কি মিন করতে চাইছেন নেতামশাই?
পরশ সাময়িক ভাবে থমকালো।সে কি কোনো খারাপ কিছুর ইঙ্গিত দিয়েছে?আচ্ছা স্পর্শীয়া কি রাগ করবে?নিজেকে সামলে তটস্থ হয়ে শান্ত কন্ঠে বললো-

আমি এমন কিছুই মিন করতে চাইছি না পাখি।আমার ওই লোকটাকে সহ্য হয় না ব্যাস।তুমি তো একজন উকিল।হতেও পারে তোমার উপর ভরসা করে ছেড়েছেন আমায়।আচ্ছা,তুমি সম্পুর্ন গাইড নিয়ে আমাকে নিয়ে এলে।এখন যদি আমি এখান থেকে পালাই তাহলে তো তোমার চাকরী শেষ। সাথে কেস ও পড়বে তোমার উপর। আর ওই জেলারের ও চাকরী নিয়ে টানাটানি পড়বে।তাই না।
হাটতে হাটতে স্পর্শী জবাব দিলো-

আপনি ভীষণ বাচ্চামো করছেন নেতামশাই।মুখটাকে একটূ বন্ধ রাখুন।আর চুপচাপ আমার সাথে আসুন।
বলতে বলতেই গেট পেরোলো স্পর্শীয়া।প্রায় প্রত্যেকটা ছোট-বড় গেটের সামনে দায়িত্ব রত পুলিশ রয়েছে।কথা বলতে বলতেই প্রত্যেক জায়গায় জেলারের দেওয়া সেল মারা একটা কাগজ তাদের কে দেখিয়ে যাচ্ছে স্পর্শী।আর তারা কোনোরুপ বাক্যব্যয় না করেই আসামীর পোশাক পরিহিত পরশ কে স্পর্শীর সাথে যেতে দিচ্ছে।
গেটের বাইরে আসতেই পরশ দাঁড়িয়ে পরলো।ভ্রু কুচকে স্পর্শীর দিকে তাকিয়ে রইলো কিছুক্ষণ।তারপর অবাকের সুরে বলল-

আশ্চর্য!কি হচ্ছে এসব?কারাগারের বাইরে অবধি চলে এসেছি অথচ কেউ বাধা দিল না কেন আমায়?
স্পর্শী কাধ ঝাড়া দিয়ে সিরিয়াস ভঙ্গিতে বললো-
কেন বাধা দিবে আপনাকে।কারন আপনার তো সাজা শেষ।
পরক্ষণেই হেসে দিয়ে জড়িয়ে ধরে বললো “সারপ্রাইজ ”

বাকহারা হয়ে গেল পরশ। কিছুক্ষণের জন্য থম মেরে দাঁড়িয়ে রইলো।মাথায় কিছুই ঢুকছে না।যেন অনুভূতিরা দলা পাকিয়ে যাচ্ছে।স্নায়ুতন্ত্র তার নির্দিষ্ট কাজ করা বন্ধ করে দিয়েছে।অনেকক্ষণ পর আলতো কন্ঠে বললো-
তুমি কি আমার সাথে মজা করছো সোনা।আমার তো এখনো আট বছর সাজা বাকি রয়েছে।মুক্তি পাবো কি করে?
স্পর্শী হাসলো।প্রাণখোলা সেই হাসি।এ যেন অনেকদিন পর মন খুলে হাসলো।প্রাপ্তির খাতায় এই প্রথম যেন শূন্যতার অনুপস্থিতি। পরশের মাথা টা নিচু করে কপালে কপাল ঠেকালো।ধীর কন্ঠে বললো-

টানা আড়াই বছরের ফল এটা নেতামশাই।কম ছোটাছুটি করি নি এই দিনটার জন্য।গত এক মাসে দাড়ানোর সময় টুকুও পাই নি।এই জন্যই তো আপনার সাথে দেখা করতে পারি নি।
থেমে
এখন থেকে আর শুধু শুক্রবার নয়।প্রতিদিন,প্রতিটা ঘন্টা, প্রতিটা সেকেন্ড আপনি আপনার পরিবারের সাথে থাকবেন।একদম আগের মতো।

পরশ যেন কথার খৈ হারিয়ে ফেলছে।ধীর কন্ঠে স্পর্শীকে ঝাকিয়ে বলল-
কিন্তু এটা কিভাবে সম্ভব?আর তুমি আমাকে এ ব্যাপারে আগেই কিছু জানাও নি কেন?
স্পর্শী কিছুক্ষণ নিরব রইলো।দুরেই একটা চায়ের বন্ধ দোকান দেখা যাচ্ছে।তবে সামনেই বসার একটা বেঞ্চ রয়েছে।ধীর পায়ে পরশকে নিয়ে সেখানে বসলো।কাধে মাথা রেখে বললো-

আপনাকে সরকার মুক্তি দিয়েছে।প্যারোল পদ্ধতিতে।প্যারোল হচ্ছে অপরাধীর চারিত্রিক সংশোধনের একটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থা।কোনো অপরাধী আদালত কর্তৃক শাস্তি ভোগের একটা সময় বিশেষ করে শাস্তির এক তৃতীয়াংশ সময় পার হবার পর শর্তাধীনে তাকে মুক্তি দেওয়ার যে আইনগত ব্যাবস্থা টা নেওয়া হয়,ওটাকেই আইনের ভাষায় প্যারোল বলা হয়।এই প্যারোল যে কেউ পায় না।এটার জন্য ও শর্ত প্রয়োজন হয়। কোনো অপরাধী যদি নিজের করা অপরাধের জন্য অনুশোচনা করে এবং সেই অনুশোচনা অনু্যায়ী সদি তার ব্যাক্তিত্বে ইতিবাচক পরিবর্তন পুলিশ কর্মকর্তারা লক্ষ করে তখনই তাকে প্যারোলের আওতায় আনা হয়।

মানুষ মাত্রই ভুল করে, এবং সেই সুযোগ পেলে ভুল সংশোধনের জন্য চেষ্টাও করে।এই কথাটাকে যৌক্তিক মেনেই আদালত এই পদ্ধতি টা প্রণয়ন করে।আপনার শাস্তি ১২ বছর।অলরেডি ৪ বছর শেষ। তাই এই আবেদন টা করতে পেরেছি।আর তাছাড়াও এর আগে আপনার ব্যাপারে আইনী কোন মামলা পায় নি এবং জেলে থাকাকালীনো কোনো ত্রুটি বা বিশৃঙখলা খুজে পায় নি তাই মুক্তি পেয়েছেন।

আর প্রত্যেক কারাগার থেকেই নির্দিষ্ট একটা সময়ে সকল আসামীর চারিত্রিক একটা সমীকরণ উপর মহলে যায়।আপনার মুক্তির ক্ষেত্রে সেটাও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
আর আমি ভাবিনি যে এই কাজে সফল হবো।আপনাকে আমি আশাহত করতে চাই নি নেতামশাই।তাই বলি নি।শুধু শুধু মুক্তির আশা দেখিয়ে যদি সফল না হতাম তাহলে?তাই কাউকেই বলি নি
শেষের কথা গুলো ছলছল চোখে বললো স্পর্শীয়া।পরশ প্রাণখুলে হেসে দিয়ে জড়িয়ে ধরলো স্পর্শীকে। এখনো তার বিশ্বাস হচ্ছে না। মনে হচ্ছে এই বুঝি পেছনে পুলিশরা দাঁড়িয়ে আছে।

রাজনীতির রংমহল পর্ব ৩৬

কেমন ভয় দিলাম সবাইকে?🤭😂জানি সবাই অনেএএক ভয় পেয়েছেন।কালকের কমেন্টস গুলো পড়ে আমি ভীষণ হেসেছি।
যাই হোক,আজকে পরশের মুক্তি উপলক্ষে সবার রেসপন্স এবং সুন্দর কমেন্টস চাই আমি।আজকে সবাই সাড়া দিবেন।

রাজনীতির রংমহল পর্ব ৩৮