শেষটা সুন্দর পর্ব ৬১

শেষটা সুন্দর পর্ব ৬১
জান্নাতুল ফারিয়া প্রত্যাশা

রিপোর্ট হাতে ডাক্তারের কেবিনে প্রবেশ করে মেহুল। মনে ভীষণ সংশয় তার। কিঞ্চিত চিন্তাও হচ্ছে, সবকিছু ঠিক আছে তো? তাকে দেখে ডাক্তার বসতে বললেন। রিপোর্ট নিয়ে খুব মনোযোগ দিয়ে পরখ করে বললেন,
‘আপনার হাজবেন্ড কী করেন?’
হঠাৎ এমন অপ্রাসঙ্গিক প্রশ্নে মেহুল অবাক হয়। এসবের সঙ্গে হাজবেন্ডের কর্মের কী সম্পর্ক, সেটা সে বুঝে না। তাও জবাবে বলে,

‘এই সিটি কর্পোরেশনের মেয়র।’
মহিলা ডাক্তার যেন এবার চকিত হলেন। ভ্রু উঁচিয়ে বললেন,
‘আচ্ছা, আপনি রাবীর খানের ওয়াইফ। আগে বলবেন না।’
মেহুল অপ্রস্তুত হাসল। বলল,

আরও গল্প পড়তে এখানে ক্লিক করুন 

‘না, এখানে উনার পরিচয় দেওয়ার প্রয়োজন বোধ করিনি। আচ্ছা, আমার রিপোর্টে সব ঠিক আছে?’
ডাক্তার আরো একবার রিপোর্ট’টা পরখ করলেন। কেন যেন উনার মুখটা বেশ থমথমে। যা দেখে ভীষণ ভয় লাগছে মেহুলের। হাত কচলাচ্ছে। ঢোক গিলে জিজ্ঞেস করে,
‘ডক্টর, কী হয়েছে? সব ঠিক আছে তো?’

ডাক্তার রিপোর্ট’টা বন্ধ করে রাখলেন। গভীর নিঃশ্বাস ছেড়ে শান্ত স্বরে বললেন,
‘আমার মনে হয়, আপনার একবার আপনার হাজবেন্ডকে নিয়ে এখানে আসার প্রয়োজন। উনার সামনেই কথাগুলো বললে ভালো হয়।’

ডাক্তারের এমন ঠান্ডা স্বরে মেহুল আরো বেশি ঘাবড়ে যায়। এসি চালিত রুমেও কপালে বিন্দু বিন্দু ঘাম জমে তার। ওড়নার একপাশ দিয়ে কপাল মুছে। তারপর হালকা হাসার চেষ্টা করে বলে,
‘ডক্টর, উনি কিছু জানেন না। আমি উনাকে না জানিয়েই এখানে এসেছি। প্লিজ, আমাকে বলুন কী হয়েছে। উনাকে আমি এখন কিছু জানাতে পারব না।’

ডাক্তার মহিলা এবার দীর্ঘশ্বাস ফেললেন। উনার হঠাৎ মেহুলের জন্য ভীষণ মায়া হচ্ছে। মেয়েটা ভারি মিষ্টি। কেন যে এত মিষ্টতার মাঝেও সৃষ্টিকর্তা একটু তেঁতো ছিটিয়ে দেয়, কে জানে। ডাক্তারের গুরুগম্ভীর মুখখানা দেখে মেহুলের আরো দুশ্চিন্তা বাড়ে। তার গলা শুকিয়ে উঠছে বারবার। ডাক্তার এবার বলেন,
‘আপনার রিপোর্ট ভালো আসেনি।’

মেহুলের বুক ধুকধুক করছে। যেন এখনই হার্ট ফেল হবে তার। সে নিজেকে যথাসম্ভব স্থির করার চেষ্টা করে। প্রশ্ন করে,
‘আমার কী হয়েছে, ডক্টর? খুব কঠিন কোনো রোগ হয়েছে?’
ডাক্তার টেবিলের উপর দুহাত লম্বা করে রাখলেন। গম্ভীর গলায় বললেন,
‘না, কোনো কঠিন রোগ হয়নি। তবে কিছু জটিল সমস্যা আছে, যার দরুন আপনি কখনো মা হতে পারবেন না।’

মেহুলের মাথাটা চক্কর খেল। ভ্রু উঁচিয়ে এদিক ওদিক চাইল সে। দেখল, সবকিছু স্বাভাবিক। তারই কেবল মাথা ঘুরছে। চেয়ারের হাতল ধরে শক্ত করে বসল। ঢোক গিলে মিনমিনিয়ে বলল,
‘এসব কী বলছেন, ডক্টর? আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। রিপোর্ট’টা ভালো করে দেখুন না।’
ডাক্তার স্বাভাবিক গলায় বললেন,

‘আমি ভালো করেই দেখেছি, ম্যাডাম। সমস্যাটা আপনার জন্মগত। সেই ক্ষেত্রে ব্যাপারটা আপনার অবগত হওয়ার কথা। আপনার কখনও পিরিয়ডে প্রবলেম হয়নি?’
মেহুল নিরুদ্বেগ মাথা নাড়ায়। ফোস করে নিশ্বাস ছেড়ে বলে,
‘হয়েছে। ক্লাস টেনের পর। খুব সমস্যা হয়েছিল তখন।’
‘তখন ডাক্তার দেখিয়েছিলেন?’

‘জি।’
‘ডাক্তার তখন কিছু বলেননি?’
‘আমাকে তো কিছু বলেননি। তবে মা’কে বলেছিলেন। কিন্তু, মা তখন আমাকে বলেছিলেন, সব ঠিক আছে। ঠিক মতো ঔষধ খেলে নাকি পিরিয়ড ঠিক হয়ে যাবে।’
ডাক্তার দীর্ঘশ্বাস ফেললেন। বললেন,
‘আপনার মা হয়তো সব জানেন। সেইজন্যই ইচ্ছে করে আপনাকে কিছু বলেননি। আপনার জরায়ুতে সমস্যা আছে। আর সেটা জন্ম থেকেই। তাই আপনার পিরিয়ড নিয়ে এত সমস্যা হতো। আর সেই জন্যই এখন আপনি কনসিভ করতে পারছেন না।’

মেহুল বাকরুদ্ধ। সব কথা উবে গিয়েছে। শুকনো মুখে চেয়ারে গা এলিয়ে দেয় সে। এখন কী হবে তার? সব তো শেষ। মেয়ে হয়ে জন্মানোটাই তো তার বৃথা হয়ে গেল। এবার সে রাবীরের সামনে কোন মুখে দাঁড়াবে? কী বলবে সে, যে সে কখনো রাবীরকে বাবা হওয়ার সুখ দিতে পারবে না? এই বিদঘুটে সত্য কথাটা সে রাবীরকে কী করে জানাবে? এত সাহস কোথায় পাবে সে? তার শাশুড়ির চোখে চোখ রেখে কী করে কথা বলবে? সেই মানুষটার এত অপেক্ষা সব বৃথা যাবে? সত্যিই, সে কোনোদিন মা হতে পারবে না? চিকিৎসাশাস্ত্র না আজকাল এত উন্নত, তাহলে কোনোভাবে চিকিৎসা করেও কি সে মা হতে পারবে না?

মেহুল ঘনঘন নিশ্বাস ফেলে। আটকে যাওয়া গলায় শুধায়,
‘এর কি কোনো চিকিৎসা নেই, ডক্টর?’
ডাক্তার রয়ে সয়ে বলেন,

‘দেখুন, এখনই ভেঙে পড়বেন না। আজকাল বাচ্চা নেওয়ার অনেক পদ্ধতি আছে। আপনি আগে আপনার হাজবেন্ডের সাথে কথা বলুন। তারপর দুজন মিলে আমার কাছে আসুন। আমি আপনাদের সবটুকু দিয়ে সাহায্য করব।’
মেহুলের কোটর ভরে উঠে উষ্ণ জলে। সে ফুঁপিয়ে উঠে বলে,

‘আমি এই কথাটা কী করে রাবীরকে বলব? আমার তো সেই সাহস নেই।’
ডাক্তার নরম গলায় বললেন,
‘সাহস করতে হবে। এতে তো আর আপনার কোনো দোষ নেই। আপনি আপনার হাজবেন্ডকে বুঝিয়ে বলুন। উনি তো বিচক্ষণ মানুষ। আশা করছি, উনি বুঝবেন।’

গাড়িতে বসে এক ধ্যানে বাইরে তাকিয়ে আছে মেহুল। বাইরের জমজমাট রঙিন দুনিয়াটাকেও কেমন তামাটে লাগছে তার কাছে। একটা ধূসর ভাবে ছেয়ে আছে তার দিক। আজ খুব বেশি মানুষের কোলাহল বাইরে। ঈদের আর মাত্র তিন দিন বাকি। মানুষের তাই কেনাকাটার শেষ নেই। মেহুলেরও এই কয়দিন উৎসাহের শেষ ছিল না। বিয়ের পর রাবীরের সাথে তার প্রথম ঈদ। ভীষণ স্পেশাল হবে এই দিনটা।

কিন্তু, হুট করেই সব কেমন হাওয়ায় মিশে গেল। এত বড়ো একটা ধাক্কা সে জীবনেও খায়নি। পথিমধ্যে সে ড্রাইভারকে গাড়ি থামাতে বলল। তারপর গাড়ি থেকে নামল সে। রাস্তার এক পাশে বড়ো কৃষ্ণচূড়া গাছটার নিচে সিমেন্ট দিয়ে বসার জায়গা করা। মেহুল সেখানেই পা ঝুলিয়ে বসেছে। তার রুক্ষ শুষ্ক দৃষ্টি সামনের পিচ ঢালা রাস্তাতে। হঠাৎ কী ভেবে সে পার্স থেকে ফোনটা বের করে। ডায়েল নাম্বারে গিয়ে মা’কে কল করে সে। দু’বার কল বাজতেই রিসিভ হয়। তার মা আদুরে গলায় জিজ্ঞেস করেন,

‘কেমন আছিস, মা?’
মেহুল থমথমে স্বরে জবাব দেয়,
‘ভালো না, মা। একদমই ভালো না। তুমি এত বড়ো একটা কথা আমার থেকে কী করে লুকালে?’
রামিনা বেগম আন্দাজ করতে পারলেন না। তিনি ফের প্রশ্ন করেন,
‘কী কথা?’

‘এই যে, আমি কখনো মা হতে পারব না, এটা তো তুমি আমাকে কখনো বলোনি? কেন লুকালে, মা? কেন আমাকে আগে বললে না?’
রামিনা বেগমের বুকে মোচড় দিল। মেয়ে তার সব জেনে গিয়েছে। জানবেই তো, এত বড়ো একটা খবর। একদিন না একদিন তো ঠিকই জানতো। তিনি শুকনো মুখে বললেন,
‘তুই কষ্ট পাবি বলে জানায়নি।’

‘এখন যে জেনে কষ্ট পাচ্ছি। তখন জানলে তো এত কষ্ট লাগতো না, এখন যেমন লাগছে। মা, আমি রাবীরকে কী বলবো, বলতো? কী বলে বোঝাব উনাকে?’
রামিনা বেগম জিভ দিয়ে ঠোঁট ভেজালেন। শান্ত গলায় বললেন,
‘তোকে কিছু বোঝাতে হবে না। রাবীর সব জানে।’
মেহুল হতভম্ব। রাবীর জানে? আর সে জানে না? কীভাবে সম্ভব? সে মা’কে প্রশ্ন করে,

‘রাবীর কীভাবে জানলেন?’
রামিনা বেগম সোজা সাপ্টা জবাবে বললেন,
‘আমি বলেছি।’
মেহুল রাগে, দুঃখে, কষ্টে সব কথা হারিয়ে ফেলল। আর কী বলবে সে? কাকে বলবে? আক্ষেপে বুক ফেটে যাচ্ছে তার। তার এত বড়ো সমস্যার কথা সবাই জানে, অথচ সে নিজেই জানে না। এত বিচ্ছিরি লাগছে ব্যাপারটা তার কাছে! সে ফোঁস ফোঁস করে নিশ্বাস ছাড়ল। কিছুটা গরম।দেখিয়ে মা’কে বলল,

‘মা, ফোন রাখছি।’
খট করে কলটা কাটে সে। প্রচন্ড রকমের রাগে মাথা ফাটছে তার। এই রাগ কার উপর, সেটা এখনো ঠিক ভাবে বলা যাচ্ছে না। বেঞ্চে দুহাত ধরে চেপে বসে মনে মনে ভাবে, ‘আজ আর এখান থেকে নড়বে না সে। দুনিয়া উল্টে গেলেও না।’
কিয়ৎক্ষণ পর ফোন বেজে উঠে তার। সেদিকে তাকানোর মতোও কোনো আগ্রহ নেই। ফোন ফোনের মতো বাজছে। আর সে তার মতো বসে বসে রাস্তায় সা সা করে ছুটে চলা গাড়িগুলো দেখছে। সেই সময় সেখানে তার গাড়ির ড্রাইভার আসে। মৃদু আওয়াজে বলে,

‘ম্যাডাম, আপনি যাবেন না?’
মেহুল তার দিকে ভ্রু কুঁচকে তাকায়। মাথা নাড়িয়ে বলে,
‘না, আপনি যান।’
‘না ম্যাডাম, আপনাকে না নিয়ে কীভাবে যাব।’
‘তাহলে, বসে থাকুন।’

ড্রাইভার দুই দিকে মাথা হেলিয়ে আবার তার জায়গায় গিয়ে বসে। আরো কিছুটা সময় এভাবেই কাটে। হঠাৎ দূর থেকে একটা পরিচিত গাড়িকে সে ছুটে আসতে দেখে। মেহুল চট করে উঠে দাঁড়ায়। ডানে বামে না তাকিয়েই সোজা হাঁটা ধরে সে। রাবীর গাড়ি এক সাইডে রেখে, দ্রুত মেহুলের দিকে এগিয়ে যায়। দূর থেকে ডেকে উঠে,

শেষটা সুন্দর পর্ব ৬০

‘মেহুল, দাঁড়ান। কোথায় যাচ্ছেন?’
কে শুনে কার কথা। রাবীরকে তোয়াক্কা না করেই মেহুল আপন মনে হেঁটে চলল।

শেষটা সুন্দর পর্ব ৬২