হৃদয়াসিক্ত কাঠগোলাপ পর্ব ৩২

হৃদয়াসিক্ত কাঠগোলাপ পর্ব ৩২
সাদিয়া জাহান উম্মি

অশান্ত মনে বসে জায়ান।নিজেকে সামলানোর যথাসাধ্য চেষ্টা করে চলেছে ও।কিন্তু সময়ের কাটা যতো আগোচ্ছে জায়ানের ধৈর্য্যের বাধ যেন ভেঙে যাচ্ছে।চোখজোড়া ক্রমশ লাল হয়ে আসছে ওর।মূলত কাঁদতে না পারার জন্য।করুণ চোখে বার বার আরাবীকে রাখা কেভিনের দিকে তাকাচ্ছে।মেয়েটার জ্ঞান ফিরছে না কেন?কেন এতোটা সময় নিচ্ছে মেয়েটা?

কেন জায়ানের এতো হৃদয়ের দহন জ্বালা বাড়াচ্ছে।বুকটা বড্ড শূন্য শূন্য লাগছে জায়ানের।কখন মেয়েটা চোখ খুলবে।কখন সে একটু মেয়েটাকে বুকে জড়িয়ে নিবে সেই আশায় কাতর হয়ে বসে।পুরো কাল রাত থেকে নির্ঘুম বসে আছে জায়ান।একফোটাও নড়েনি এখান থেকে।ফাহিম জায়ানের এমন অবস্থা দেখে এগিয়ে এসে জায়ানের পাশে বসল।অত্যন্ত ধীরে বলে,

আরও গল্প পড়তে এখানে ক্লিক করুন 

-‘ এভাবে করলে চলবে? সামলান নিজেকে ভাইয়া।আরাবী যদি জেগে আপনাকে এই অবস্থায় দেখে ঠিক কতোটা কষ্ট পাবে আমার বোনটা আপনি জানেন?’
জায়ান সেইভাবেই বসে থেকে ঠান্ডা গলায় বলে,

-‘ আমার এই অবস্থার জন্যে তো ও নিজেই দায়ি ফাহিম।ও তো জানে যে ওর গায়ে একফোটা আচঁড় লাগলে আমি সহ্য করতে পারি নাহ।সেই আমি কিভাবে ওর এমন অবস্থা মেনে নিবো? আমি তো মরে যাইনি ফাহিম?অন্ততপক্ষে আমার জন্যে হলেও তো ওকে ঠিক থাকতে হবে।ওকে সুস্থ্য থাকতে হবে।কিন্তু ও কি করলো?সামান্য একটা বিষয়ে ডিপ্রেশড হয়ে এমন একটা কান্ড ঘটিয়ে ফেললো।’
ফাহিম দীর্ঘশ্বাস ফেলে বলে,

-‘ আল্লাহ্ যা করেন ভালোর জন্যেই করেন।আপনি চিন্তা করবেন না ভাইয়া।আরাবী ঠিক হয়ে যাবে।ভালোই হয়েছে আরাবী সব জেনে গিয়েছে।কতোদিন আর ওর কাছে সব লুকিয়ে রাখতাম আমরা? আমার মায়ের এসব ব্যবহার আর কতোদিন সহ্য করবে ও?তার থেকে ভালো হয়েছে সব জেনে গিয়েছে।এখন থেকে আর কাঙালের মতো আশায় থাকবে মা মায়ের ভালোবাসা পাওয়ার জন্য।’

ফাহিম উঠে চলে গেলো।হাসপাতালে এখন শুধু জায়ান,ফাহিম,নূর,ইফতি আর আলিফা আছে।বড়দের সবাইকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।বয়স্ক মানুষ তারা।রাত জেগে থাকলে অসুস্থ হয়ে যেতে পারে।তাই তাদের জোড় করে পাঠিয়ে দিয়েছে ওরা।জায়ান উদগ্রীব হয়ে বসে আছে।ডাক্তার সেই কখন আরাবীর কেভিনে গিয়েছে।এখনও বের হচ্ছে না কেন?

আর কতোক্ষন সে এইভাবে বসে থাকবে? কাল থেকে আরাবীকে একটু চোখের দেখা দেখতে পায়নি জায়ান।ওর বুকের ভীতরটা যেন মরুভূমির ন্যায় হয়ে গিয়েছে।আরাবীকে একটু দেখতে পেলেই যেন এক পশলা শীতল বৃষ্টির আবির্ভাব হবে।সেই আশায় বসে ও। ওর অপেক্ষার অবষান ঘটলো।আরাবীর কেভিন থেকে বের হয়ে আসল ডাক্তার।জায়ান দ্রুত পায়ে ডাক্তারের কাছে গেলো।অস্থির হয়ে জিজ্ঞেস করল,

-‘ আমার ওয়াইফ কেমন আছে ডক্টর?’
ডাক্তার চোখের চশমাটা ঠিক করে নিয়ে বলেন,
-‘ জ্ঞান ফিরেছে উনার।ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। তিনি ঘুমাচ্ছেন।তিনি এখন ঠিক আছেন।তবে পুরোপুরি সুস্থ্য হতে তার সময় লাগবে।তবে হ্যা তাকে যথা সম্ভব স্ট্রেস ফ্রী রাখতে হবে।নাহলে পরবর্তীতে কিন্তু আরো ভয়ানক কিছু হতে পারে।অতিরিক্ত মানষিক চাপে বার বার অজ্ঞান হয়ে যায় মানুষ।আর এর কারনেই মারা’ত্মক ক্ষতি হয়ে যায় শরীরের।তাই প্লিজ উনার খেয়াল রাখবেন।’

জায়ান চোখ বুজে শ্বাস ফেললো।ডাক্তারের এক একটা কথা যেন কাটার মতো বিধ’ছে জায়ানের বুকে।জায়ান ধীর আওয়াজে বলে,
-‘ আমি কি ভীতরে যেতে পারি ডক্টর?’
-‘ হ্যা অবশ্যই।’

জায়ান অনুমতি পাওয়ার সাথে সাথে কেভিনে প্রবেশ করলো।কেভিনে প্রবেশ করেই জায়ানের চোখ দুটো শীতল হয়ে আসলো।কি অবস্থা হয়েছে মেয়েটার।কালই তো কতোটা হাসিখুশি দেখছিলো জায়ান।আর আজ নাকি আরাবীকে এই অবস্থায় দেখবে কখনও ভাবেনি ও।জায়ান ধীর পায়ে আরাবীর বেডের পাশে টুলের উপর বসলো।

আরাবীর নিস্তেজ হাতদুটো নিজের হাতের ভাজে নিয়ে চুমু খেলো।মায়া ভরা চোখে তাকালো আরাবীর দিকে।আরাবীর মাথায় ব্যান্ডেজ করা।হাতে পায়ে প্লাস্টার করা।মুখটা শুকিয়ে একটুখানি হয়ে আছে।জায়ানের বুকে যেন কেউ ছু’রি চালিয়ে দিচ্ছে এমন মনে হচ্ছে ওর।জায়ান উঠে গিয়ে আরাবীর কপালে চুমু দিলো।তারপর ব্যাকুল কণ্ঠে বলে,
-‘ তাড়াতাড়ি সুস্থ্য হয়ে যাও জান।তোমাকে এইভাবে দেখতে একদম ভালো লাগছে না।একদমই নাহ।’

পিটপিট করে চোখজোড়া খুলে তাকালো আরাবী।ঝাপ্সা চোখজোড়া স্পষ্ট হতেই চারিদিকে চোখ বুলায়।সব দেখে যা বুঝলো সে এখন হাসপাতালে আছে।নড়াচড়ার চেষ্টা করতে গিয়ে আরাবী টের পেলো ওর সারাশরীরে অসহনীয় ব্যাথা।এরপরেই আস্তে আস্তে গতকালকের সবকিছু মনে পরে গেলো।

যাক আল্লাহ্ তায়ালা ওকে জীবিত ফিরিয়ে দিয়েছেন।লাখ লাখ শুকরিয়া আদায় করল আরাবী।এক হাতে প্লাস্টার করা।অন্যহাত নাড়াতে গিয়ে অনুভব করলো তার হাতটা কারো শক্ত বাধনে আবদ্ধ।ব্যাথা পেলেও ঘাড় ঘুরিয়ে তাকায় আরাবী। তাকাতেই জায়ানকে ঘুমন্ত অবস্থায় দেখতে পায় আরাবী।লোকটা ঘুমিয়ে আছে।কি সুন্দরই না দেখাচ্ছে লোকটাকে। একটাদিন দেখেনি জায়ানকে ও।

এতেই যেন মনে হচ্ছে কতোদিন ধরে দেখে না ও লোকটাকে।ঘুমন্ত অবস্থায় লোকটাকে যেন আরো সুন্দর লাগে।আরাবীর অনেক ইচ্ছে করলো জায়ানের মুখটা একটুখানি ছুঁয়ে দেখার।যা ভাবা সেই কাজ।জায়ানের হাতের ভাঁজে থাকা হাতটা ছাড়াতে চেষ্টা করলো।কিন্তু জায়ান এতো জোরে ধরেছে যে আরাবীর অনেক জোড় লাগাতে হলো।ওর এমন টানাটানিতে জায়ানের ঘুম ভেঙে গেলো।ঘুম ভাঙতেই আরাবীকে জাগ্রত অবস্থায় পুরো ঘুম যেন ছুটে গেলো জায়ানের।জায়ান অস্থির গলায় বলে,

-‘ আরাবী?তুমি ঠিক আছো?এখন কেমন লাগছে তোমার?কোথায় ব্যাথা হচ্ছে আমায় বলো?ডক্টরকে ডাকবো আমি?পানি খাবে?ক্ষিদে পেয়েছে?’
জায়ানের এমন অস্থির আচরণ আর একের পর এক প্রশ্নে আরাবী কি বলবে ভেবে পেলো না। ও নিষ্পলকভাবে জায়ানের দিকে তাকিয়ে।লোকটার অবস্থা পুরাই বাজে।একদিনেই কি হাল করেছে নিজের।এলোমেলো চুল,চোখজোড়া লাল হয়ে আছে,ঠোটজোড়া বড্ড শুষ্ক দেখাচ্ছে।

পরিহিত জামা কাপড়ের অবস্থাও বাঁজে।গোছানো ধাঁচের মানুষটাকে এমন অগোছালোভাবে দেখে আরাবীর বুকের হাহাকার আরও বেড়ে গেলো।এইযে লোকটা তাকে এতো ভালোবাসে।যখন জানতে পারবে আরাবী অনাত।তার কোন পরিচয় নেই। কে ও? কে ওর বাবা মা কোন কিছুর ঠিক নেই।তখন কি করবে লোকটা? দূরে ছুরে ফেলে দিবে নাকি এইভাবেই ওকে ভালোবাসবে?জানে না আরাবী। কিচ্ছু জানে না। কি করবে ও?কিভাবে জায়ানকে এই সত্যিটা বলবে?এইগুলা ভাবতেই আরাবী কেঁদে দিলো।এদিকে হঠাৎ করে আরাবীকে কাঁদতে দেখে ভড়কে যায় জায়ান।আরাবীর কাছে এসে বলে,
-‘ কি হয়েছে কাঁদছো কেন?কোথায় কষ্ট হচ্ছে আমায় বলো?’

আরাবী কাঁদতে কাঁদতে বলে,
-‘ ভীষণ কষ্ট হচ্ছে আমার।ভীষণ কষ্ট।জানেন কেন?কারন আমি আমার বাবার আসল সন্তান নই।তিনি কুরিয়ে পেয়েছেন আমায়।আমার নিজের কোন পরিচয় নেই।না আছে বাবা মায়ের পরিচয়।আমি কি কারো জায়েজ সন্তান না না-জায়েজ তাও জানি না।কে আমি?কি আমার পরিচয়।আমি কিছু জানি নাহ।আমার বাবা আমার আসল বাবা না।আমার মা আমার আসল মা নাহ। আমার ভাই আমার বোন।কেউ আমার নাহ।শুনছেন আপনি?’

একনাগাড়ে বলে থামলো আরাবী। তারপর ক্রমশ অস্থির হয়ে বলতে শুরু করে,
-‘ আপনি এখন আমার থেকে মুখ ফিরিয়ে নিবেন?ছেরে দিবেন আমায়? আমায় কি আর আগের মতো ভালোবাসবেন নাহ? বলুন নাহ? আপনি এমন করবেন না প্লিজ।আমি তাহলে বাঁচতে পারবো না।মরে যাবো আমি।আম আমায়….!’
-‘ হুসসসস! অনেক হয়েছে।আর নাহ।চুপ করো।’

আরাবীর ঠোঁটে আঙুল ছুঁইয়ে দিয়ে ওকে থামিয়ে দিলো জায়ান।তারপর হালকা আবেশে ছুঁয়ে দিলো আরাবীর ঠোঁট। আরাবী চোখ বন্ধ করে নিলো।ওর চোখের কোণ ঘেঁষে জল গড়িয়ে পরল।জায়ান তার গম্ভীর গভীর পুরুষালি গলায় বলে,
-‘ তুমি যেই হও।যেমনই হও না কেন?আমি শুধু এটুকুই জানি তুমি আমার কাঠগোলাপ।স্নিগ্ধ শুভ্র এক কাঠগোলাপ। যাকে ভালোবাসি আমি।আর আজীবন ভালোবেসে যাবো।আমার এই ভালোবাসা কোনদিন কমবে না।এক বিন্দুও কমবে না।বরং দিন দিন আরো তীব্র হবে।তুমি জানো তুমি আমার কে?’

আরাবী অশ্রুসিক্ত চোখে জায়ানের দিকে তাকিয়ে ছিলো।সেইভাবেই না বোধক মাথা নাড়ালো।জায়ান হালকা হেসে আরাবীর কপালে চুমু দিলো।তারপর অত্যন্ত প্রেমময়ী কণ্ঠে বলে উঠে,
-‘ আমার হৃদয়ের বাগানে ভালোবাসার বৃষ্টিতে সিক্ত হওয়া এক শুভ্র কাঠগোলাপ তুমি।যার নাম দিয়েছি আমি আমার #হৃদয়াসিক্ত_কাঠগোলাপ।’

হৃদয়াসিক্ত কাঠগোলাপ পর্ব ৩১

ভুলত্রুটি ক্ষমা করবেন। কেমন হয়েছে জানাবেন।ঠান্ডা লেগেছে পুরো বাজেভাবে।ঠান্ডায় শুধু চোখ দিয়ে পানি পরছে। তাই চেয়েও বড় করে দিতে পারছি নাহ।

হৃদয়াসিক্ত কাঠগোলাপ পর্ব ৩৩