প্রেমের সাতকাহন পর্ব ৬ || Golper shohor

প্রেমের সাতকাহন পর্ব ৬
সুমাইয়া জাহান

—- জ জ জান ক কেমন আ আছো এখন?
একদম কাঁপা কাঁপা গলায় কথাটা তূর্য রিমিকে ফোনে জিজ্ঞেস করলো।আর জিজ্ঞেস করেই একদম চুপ হয়ে আছে ফোনের ওপাসের উত্তরের অপেক্ষায়।ওপাস থেকে কিছুক্ষন ভারী নিশ্বাসের শব্দ ছাড়া আর কিছুই শোনা গেলো না।তাও তূর্য মুখে কিচ্ছুটি না বলে চুপ ওপাসের উত্তরের অপেক্ষায় বসে রইলো।কিছুক্ষণ পর হঠাৎ ফোনের ওপাস থেকে রিমি ফুপিয়ে কেঁদে উঠলো। রিমির কান্নার শব্দ শুনে তূর্য আর চুপ করে থাকতে পারলো না।ব্যাস্ত হয়ে পাগলের মতো বলতে লাগলো,
—- কি হয়েছে জান?আমাকে প্লিজ বলো কেউ তোমাকে বকেছে?তোমার কিছু হয়েছে?কোথায় কষ্ট হচ্ছে আমাকে প্লিজ বলো! কিছু বলছো না কেন?কি হয়েছে তোমার?তুমি পাঁচ মিনিট অপেক্ষা করো আমি এখুনি আসছি তোমার বাড়ি।
রিমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলো,

—- আমি খুব খারাপ তূর্য!খুব বেশিই খারাপ আমি!
—- না জান তুমি খারাপ হতে যাবে কেন? তুমি তো খুব ভালো!আমি বলছি তো তুমি খুব ভালো।আর এটা নিয়ে মন খারাপ করে কান্না করছো?পাগলি মেয়ে তোমাকে কে বলছে তুমি খারাপ কেউ বললেই কি তোমায় ভাবতে হবে তুমি খারাপ আমি বলছি তুমি খুব খুব ভালো। প্লিজ আর কান্না করো না তুমি জানো না আমি তোমার আর পরীর চোখে একদম কান্না সহ্য করতে পারি না!
তূর্য এতো কথাতেও রিমির কিচ্ছু হলো ও নিজের মতোই কেঁদে যাচ্ছে হেঁচকি তুলতে তুলতেই বললো,
—- তুমি তো আমাকে মন খারাপ না করার জন্য বলছো আমি ভালো। কিন্তু তাতে তো আর আমি ভালো হয়ে যাবো না।আমি খারাপ খারাপই থাকবো হুম! আর আমাকে একদম মিথ্যে সান্তনা দিবে না তূর্য! তাহলে কিন্তু ভালো হবে একদম!
রিমি কথায় তূর্য হার মেনে নিয়ে হতাশ হয়ে বললো,
—- কেন তোমার মনে হচ্ছে তুমি খারাপ একটু বলবে প্লিজ!
—- হুম! আসলে আমি না আজকে একটা ছেলে মেরে একদম আধমরা করে ফেলেছি।
তারপরই তখনকার সব ঘটনা তূর্যকে বলে যদিও বা তূর্য নিজের চোখেই সব ঘটনা দেখেছে তাও এখন তো আর সে কথা বলতে পারবে না তাই চুপ করে রিমির কথাগুলোই শুনছে।রিমির সব কথা শেষ হওয়ার পর তূর্য বললো,

আরও গল্প পরতে ভিজিট করুন

—- হুম সবই বুঝলাম ছেলেটাকে মারার জন্যই তোমার মনে হচ্ছে তুমি খারাপ তাই তো?
তূর্যের কথায় রিমি আবারও কাঁদতে কাঁদতে বললো,
—- হ্যাঁ!তুমি তো খুব ভালো করেই জানো আমি রেগে গেলে নিজের মধ্যে থাকি না তখন যা খুশি তাই করি।আসলে তখন ছেলেটার কারণে আমাকে পুরো ক্লাস শেষ হওয়া পর্যন্ত সবার সামনে দাড়িয়ে থাকতে হয়েছে তাই আমার মাথা ভিষণ গরম হয়ে গেছিলো।তাই ছেলেটাকে এভাবে মেরেছি।
কথা গুলো আবারও কাঁদতে লাগলো।তূর্য রিমির কান্না থামানোর চেষ্টা করে বললো,
—- প্লিজ তুমি কেঁদো না আর তুমি ছেলেটাকে মারার জন্য কাঁদছো তো আচ্ছা তাহলে কালকে গিয়ে ছেলেটাকে সরি বলে দিয়ো তাহলেই তো হবে।
তূর্যের এই কথাটা রিমির খুব পছন্দ হয়েছে তাই কান্না থেমে গেছে।একটু পর আবার কিছু একটা ভেবে মন খারাপ করে বললো,

—- কিন্তু আমি তো ছেলেটার ঠিকানা জানি না আর ওর নামটাও তো জানি না।তাহলে সরি বলবো কি করে?
—- নো প্রবলেম! আমি আছি তো জান!নীরের থেকে শুনেছি ছেলেটাকে তোমাদের ভার্সিটির কাছাকাছি যেই হসপিটাল টা আছে ওইখানেই ভর্তি করছে।কালকে তুমি ওখানে গিয়েই সরি বলে এসো ওকে!
—- হুম!
তূর্য এতোক্ষণে একটু শ্বাস নিলো।তূবার কথা মনে পরতেই আবার জিজ্ঞেস করলো,
—- পরী কি আমার উপর এখনো খুব রাগ করে আছে?
—- রাগ করার মতো কাজ করলে রাগ করবে না?আচ্ছা তুমি ওর সাথে এমন করছো কেন? তুমি তো ওর সাথে কখনো এমন করো না তাহলে কি এমন ঘটেছে যার জন্য ওর সাথে এমন করতে হচ্ছে?
তূর্য একটা দীর্ঘ শ্বাস নিয়ে বললো,
—- সময় হলে সবাই সব কিছু জানতে পারবে।এখন আমার পক্ষে কিছুই বলা সম্ভব না।তুমি একটু ওকে বুঝাতে পারবে না ওর ভাইয়ু যা করছে ওর ভালোর জন্যই। ওর সাথে কথা না বলতে পারলে আমার যে দম বন্ধ হয়ে যাচ্ছে। ও কি জানে না ওর ভাইয়ু ওর কখনো কোনো ক্ষতি হতে দিবে না!আর একটা কথা তুমি ওকে খুব ভালো করে বুঝিয়ে দিয়ে যতো যাই হয়ে যাক না পরী কখনো নীরের হাত যেন না ছাড়ে।নীরকে কখনো যেন ভুল না বোঝে।পরীকে বলবে নীর এখন যা করছে সব ওর ভালোর জন্যই করছে।

রিমি তূর্যের কথার মাথামুণ্ডু কিছুই বুঝতে না পেরে ফোঁস করে শ্বাস ফেলে বললো,
—- হুম বলবো। আমি তোমাদের এতো রহস্য কিছুই বুঝতে পারছি না।তবুও এটা বুঝতে পারছি যে তূবাকে ঘিরে কোনো একটা কিছু হচ্ছে। আর সেটা থেকেই তুমি ওকে বাঁচানোর জন্য ওর সাথে এমন করছো।আর নীরও এই ব্যাপারটাতে জড়িয়ে আছে।আর তোমাকে আবার এনিয়ে প্রশ্নও করা যাবে না।দুর আমার এমন গোলকধাঁধার মধ্যে থাকতেই ইচ্ছা করে না।
—- কিচ্ছু করার নেই জান সময়ের আগে কিছুই বলা যাবে না। তাহলে যে আমাদের এতো বছরের সব চেষ্টা সব এক সেকেন্ডেই শেষ হয়ে যাবে।ওরা যে সফল হয়ে যাবে!ঠিক আছে জান এখন রাখি আমার একটু কাজ আছে রাতে আবার ফোন দিবো।
—- মিস্টার তূর্য সিকদার আপনি কি মনে করেন আপনার সাথে কথা না বললে আমার রাতে ঘুম হয় না?
একটু ভাব নিয়ে রিমি তূর্যকে বললো কথাটা।তূর্যও একটু মজা নেওয়ার জন্য হতাশ কন্ঠে বললো,
—– অবশ্যই মিসেস তূর্য সিকদার আপনার তো আমার সাথে কথা না বললে ঘুমই হয় না!তাই তো আমাকে প্রতিদিন রাজ্যের কাজ রেখে আপনার সাথে রাতে কথা বলতে হয় বাধ্য হয়ে!এরজন্য আমার কতো ক্ষতি হচ্ছে জানেন মিসেস সিকদার?
ব্যাস এইটুকুই যথেষ্ট রিমির রাগ উঠানোর জন্য

ইতিমধ্যেইহ তূর্যের কথা শুনে রিমি রেগেমেগে বোম হয়ে গেছে।এতোটাই রেগে গেছে যে তূর্যকে এখন সামনে পেলে সকালের ছেলেটার মতো অবস্থা করে ফেলতো।আসলে রিমির রাগটা একটু বেশিই। রেগে গেলে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়।তখন কি করবে না করবে নিজেও জানে না।কার সাথে কি বলবে কোনো খেয়াল থাকে না।পরে অবশ্য এরজন্য আফসোসও করে। এখন তূর্য কে সামনে না পেয়ে পাশে থাকা একটা কাঁচের ফুলদানিটাকেই উঠিয়ে এক আছাড়ে ভেঙ্গে রাগী গলায় বললো,
—- আমার লাগবে তোর মিসেস সিকদার হওয়ার!থাক তুই একা!এখনে বিয়েই হয়নি তার আগেই বলছিস আমার জন্য তোর ক্ষতি হচ্ছে!আর বিয়ে হলে কি বলবি?তোর কপালে বউ জুটবে না।আর জুটলেও জীবনটাকে পুরো তেজপাতা করে ছাড়বে হুম!

নিজেই একনাগাড়ে কথাগুলো বলে ওপাস থেকে তূর্য কে কিছু বলতে না দিয়ে কেটে দিলো।তূর্য কিছু বলতে চেও বলতে পারলো না।দাঁত দিয়ে নিজের নক কাটতে কাটতে বিরবির করে বললো,
—- বউ গো নিজের কথাই নিজে অভিশাপ দিয়ে বললে!যাগগে তাতে তো আমারই ভালো এভাবে বললেও তুমি আমার ওভাবে বললেও তুমিই আমার!
কথাটা বলেই মুখে হাসি ফুটে উঠলো তূর্যের।রিমিকে দেখা হওয়ার পর থেকেই তূর্যের এই বিরবির করে কথা বলার রোগে ধরেছে।

উপরের ঘর থেকে কিছু ভাঙ্গার শব্দ পেয়েই রিমির বাবা আহসান সাহেব আর মা রাইসা বেগম বুঝে গেছেন মেয়ে আজ আবার রেগে গেছে।আজ রাতে আর ওই ঘরের আসে পাশে কেউই যাবে না।আহসান সাহেব মাত্র অফিস থেকে ফিরে লিভিং রুমে সোফায় একটু বসে ছিলেন তখনই উপরের ঘর মানে রিমির ঘর থেকে শব্দ টা আসলো।আহসান সাহেব পাশে থাকা রাইসা বেগম কে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন,
—- রিমির মা আজ আবার রেগে গেছে কেন?কেউ কি কিছু বলেছে ওকে?
রাইসা বেগম রাগী চোখে তাকিয়ে কড়া গলায় বললো,
—- তোমার মেয়েকে কারো কিছু বলার সাহস আছে?আজ সকালেই ভার্সিটিতে একটা ছেলেকে পিটিয়ে আধমরা করে হাসপাতালে ভর্তি করিয়ে দিয়েছে তূবার থেকে শুনলাম।আমি ছোটো বেলায় থেকে শাসন করতে গেলেই এই তোমার জন্য কখনো করতে পারতাম না।কি বলতে তুমি ছোট্ট মানুষ তাই একটু আগটু রাগ করছে বড়ো হলে নিজে নিজেই ঠিক হয়ে যাবে।এই তার ঠিক হওয়ার নমুনা? যতোদিন যাচ্ছে ততোই ওর রাগ বেড়েই চলেছে।আজ একজন কে আধমরা করে হাসপাতালে ভর্তি করিয়েছে কাল দেখবে আরেকজন কে মেরে মর্গে পাঠাবে!
কথাগুলো বলেই রাইসা বেগম ফোসফাস শ্বশ ফেলতে লাগলেন।আর এদিকে আহসান সাহেব তো একদম ভয়ে চুপসে গেলেন।মা মেয়ের রাগের মধ্যে থেকে তাঁর জীবনটা ভয়ে ভয়েই কেটে যাচ্ছে ।

প্রেমের সাতকাহন পর্ব ৫

তূবা তখন ভার্সিটিতেই একটু কথা বলেছিলো নীরের সাথে। কিন্তু তারপর আর একটা কথাও বলেনি। নীর সেই কখন থেকে৷ চেষ্টা করে যাচ্ছে তূবার সাথে কথা বলার কিন্তু কিছুতেই পারছে না।তাই খাটের উপর দুই পা ভাজ করে মুখে দুই হাত রেখে মনমরা হয়ে বসে তূবার দিকে তাকিয়ে বললো,
—- সরি বলছি তো কতো বার কানও তো ধরলাম কতোবার তাও একটু কথা বলতে তো পারতি!এক গ্লাস দুধই তো খেয়েছিস এরজন্য এতো রাগ দেখানোর কি আছে? তুই চাইলে তো এক গ্লাসের পরিবর্তে দুই তিন চার পাঁচ ছয় সাত যতো খুশি গ্লাসে গ্লাসে দুধ ডিম যা খুশি খাওয়া।কিন্তু কথা বলাটা বন্ধ করিস না প্লিজ!তোর ওই কাকের কন্ঠের ঝগড়া না শুনতে পারলে যে আমার পেটের ভাত একদম হজম হয় না!
আমি টেবিলে বসে পড়ছিলাম।পড়ছিলাম বললে ভুল হবে নীরের সাথে কথা না বলার জন্য এখানে বসে বসে সময় পার করছিলাম।নীরের কথাগুলো শুনে মনের রাগ কমে জল হয়ে গিয়েছিলো।ওর সাথে কথাও বলবো ভেবেছিলাম। আসলে আমিও ওর সাথে কথা না বলে একদম থাকতে পারছিলাম না।কিন্তু ওর শেষর কথা গুলো শুনে জল হয়ে যাওয়া রাগ গুলো আবার আগুন হয়ে গেলো।আমাকে কাকের কন্ঠের ঝগড়ুটে বললো।আর একটা রাগী লুক দিয়ে রুমের দরজাটা ঠাস খুলে বেড়িয়ে গেলাম।আমি তো আবার রিমির মতো মেরে হসপিটাল ভর্তি করতে পারবো না তাই রাগটা দরজার উপর জেরেছি।
এদিকে নীর তূবার রাগ দেখে মাথায় হাত রেখে নিজেরই নিজের উপর বিরক্ত হয়ে বললো,

—- কি করলাম এটা আমি রাগ ভাঙ্গাতে এসে আরো রাগিয়ে দিলাম।নীর তোর থেকে তো পাবনার পাগলাগারদের পাগল গুলোর মাথায়ও বেশি বুদ্ধি আছে।
হঠাৎ নীর কিছু একটা ভেবেই খুশিতে লাফিয়ে উঠলো।

আমি পাঁচ মিনিটের জন্য ছাঁদ থেকে ঘুরে আসলাম।তখনকার রাগ টা এখন একটু কমেছে।ততোক্ষণে নিশ্চয়ই নীর আমার রুম৷ থেকে চলে গেছে তাই রুমের দিকে পা বাড়ালাম।বাগান থেকে হঠাৎ কিসের যেন জোরে জোরে আওয়াজ হতে লাগলো।এই সন্ধেবেলায় বাগানে আবার কিসের আওয়াজ?হয়তো কোনো বেড়াল হবে হবে হয়তো তাই তেমন একটা পাত্তা দিলাম না।কিন্তু আবার আওয়াজ টা হলো।এবার স্পষ্ট শুনতে পেলাম আওয়াজ টা। নাহ এইটা তো কোনো বেড়ালের আওয়াজ না।এইটা স্কুলের ঘন্টা বাজালে যেমন আওয়াজ হয় অনেক টা ওই রকম।একের পর এক আওয়াজ হতেই লাগলো।নাহ একবার গিয়ে দেখতেই হচ্ছে কিসের আওয়াজ।
তাই আর কিছু না ভেবেই বাগানের দিকে গেলাম।বাগানে গিয়ে যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না।
বাগানে কি দেখলো তূবা??

প্রেমের সাতকাহন পর্ব ৭