সত্যি ভালোবাসো পর্ব ১৬ || Fatema Khan

সত্যি ভালোবাসো পর্ব ১৬
Fatema Khan

“অন্ধকার রুমে বসে আছে তাহসিন।তার একহাতে পাসপোর্ট ও টিকিট আর অন্য হাতে তাহিয়ার ছবি।”
তাহসিনঃজানিনা কোনদিন ভুলতে পারবো কিনা তোমাকে,আর আমিও চাই না তোমাকে ভুলতে।তুমি বাস্তবে আমার হবে না আমি জানি কিন্তু একান্ত আমার ব্যাক্তিগত স্বত্তায় তুমি শুধু আমার।আর কখনো দেশে ফিরবো না,দেখা হবে না আমার এই ছোট প্রেয়সীর সাথে।কিন্তু প্রেয়সী একটা কথা জানো তোমাকে ভুলে থাকার ক্ষমতা আমার নেই।অনেক কষ্ট হচ্ছে আজ ছেড়ে চলে যাবো তোমাকে।আরিশ বুঝতে পেরে গেছে আমি তোমাকে ভালোবাসি,তাই আমার এখানে থাকা সম্ভব না।আমি চাই না আমার জন্য তোমার জীবনে কোনো সমস্যা হোক।
আবিরঃভিতরে আসবো(দরজায় নক করে)
তাহসিনঃআরে বাবা এসো,তোমাকে নক করে আসতে হবে কেনো?(রুমের লাইট জ্বালাতে জ্বালাতে)
আবিরঃছেলে মেয়ে বড় হলে তাদের রুমে নক করে আসতে হয়।আর আমার ছেলেটা যে হঠাৎ এমন করে বড় হয়ে যাবে আমি ভাবতেই পারি নাই।অন্যের সুখের জন্য নিজে সবার থেকে দূরে চলে যাচ্ছে।
তাহসিনঃ কিছু করার নেই বাবা।আমার তো যেতেই হতো।
আবিরঃ,তোমার ফ্লাইট কয়টায়?
তাহসিনঃএইতো আধা ঘণ্টার মধ্যে বের হয়ে যাবো,১১ঃ০০টা বাজে আমার ফ্লাইট।
আবিরঃ ওকে তুমি তৈরি হয়ে নিচে এসো।আর খেয়ে নিয়েছো তো?
তাহসিনঃ হুম বাবা।

“প্লেনে বসে আছে তাহসিন।চোখ দুটি বন্ধ করে নিজের প্রেয়সীকে ভাবছে সে।১০মিনিট পর প্লেন টেক অফ করবে এনাউন্সমেন্ট হচ্ছে।”
তাহসিনঃবিদায় প্রেয়সী?।(তাহসিন চলে গেলো তাহিয়া থেকে অনেক দূরে,হয়তো আর দেখা হবে না)

আরও গল্প পরতে ভিজিট করুন

“তাহিয়া খাটে বসে তাহসিনের বলা কথাগুলো ভাবছে,আরিশ তার দিকে তাকিয়ে আছে আর চিন্তা করছে তাহিয়া কি এমন ভাবছে?”
আরিশঃকি ভাবছো তুমি তখন থেকে?
তাহিয়াঃতাহসিন ভাইয়া চলে গেছে আজ।
আরিশঃকোথায়?(অবাক হয়ে প্রশ্ন করলো)
তাহিয়াঃকানাডা।ওইখানে নাকি স্টাডি কমপ্লিট করবে।
আরিশঃ হঠাৎ চলে গেলো,তুমি ওকে কিছু বলেছো?মানে কারো সাথে কিছু হয়েছে?
তাহিয়াঃ না তবে আমি একটা খবর জানতে পেরেছি সেটা হলো ভাইয়া যাকে ভালোবাসে সে আমি।
আরিশঃঅহ,আচ্ছা তুমি ঘুমিয়ে পরো।এতো চাপ নিও না এই ছোট মাথায়।বুঝলা বউ।(এতো বোকা কেনো তুমি মেয়ে।কবে যে তোমার বুদ্ধি হবে।তাহসিন তোমাকে ভালোবাসে সেটাও আমাকে বলে দিলে কত অবুঝ তুমি)
তাহিয়াঃ হুম।কিন্তু তুমি কখন ঘুমাবে?
আরিশঃআমার একটু কাজ আছে।কাজ শেষ করে শুয়ে পরবো।
তাহিয়াঃ ঠিক আছে।(তারপর তাহিয়া ঘুমিয়ে পরলো)
(আরিশ নিজের কাজ শেষ করে বেলকনিতে দাঁড়িয়ে তাহসিনের কথা ভাবছে।তুমি তাহিয়াকে এতো ভালোবাসো যে ওর সুখের চিন্তা করে নিজের সুখের কথা ভুলেই গেলে।#সত্যি_ভালোবাসো তুমি তাহিয়াকে।অনেক ভালোবাসো।)

তূর্যঃ কিহ আমাকে কাল দেশের বাইরে যেতে হবে তাও ২ বছরের জন্য।কিন্তু কেনো বাবা এখানে থেকে আমি কাজ করছি?
আরমানঃদেশে আমি দেখে নিবো।কিন্তু আমার অবর্তমানে তোমাকেই সব দেখতে হবে,তাই আমি চাই তুমি দেশের বাইরে আমাদের যে বিজনেস আছে সেটা এই ২বছর দেখো।
তূর্যঃকিন্তু বাবা…
আরমানঃকোনো কিন্তু নয়।তুমি কাল যাচ্ছো লন্ডন,তোমার টিকিট কাটা হয়ে গেছে।তাই সব গুছিয়ে নাও।
তূর্যঃঠিক আছে বাবা।(রাগে হাতের মুষ্ঠী বন্ধ করে)

“সকালে সবাই তাহিয়াদের বাড়িতে উপস্থিত।তূর্য চলে যাবে কিছুক্ষণের মধ্যেই।সবার থেকে বিদায় নিয়ে তনিমা আর তাহিয়াকে জড়িয়ে ধরে তূর্য।তনিমা ও তাহিয়া দুইজনের চোখে পানি। ২বছরের জন্য ভাইয়াকে দেখতে পারবে না তারা।”
তূর্যঃ একদম কান্না করবি না।শ্বশুর বাড়িতে ভালো মত থাকবি।আর দুইজনে ভালো করে লেখাপড়া কিরবি।আমি এসে যেন দেখি খুব ভালো রেজাল্ট আসছে।ওকে
ওকে ভাইয়া(তনিমা আর তাহিয়া একসাথে বলে উঠে)
(তূর্য বেরিয়ে যায়।২ বছর পর ফিরবে ভাবতেই তূর্যের মা(আফসানা) কান্না করে দেয়।ছেলেটাকে বড্ড ভালোবাসে সে।)

সত্যি ভালোবাসো পর্ব ১৫

২বছর পর,,,,,
আজ তাহিয়ার উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষদিন।খুব ভালো হয়েছে তার পরীক্ষা।বাইরে গাড়ি নিয়ে আরিশ দাঁড়িয়ে আছে তাহিয়া আসলে তারা বাসায় যাবে।কিছুক্ষণ পর তাহিয়া বের হয়ে আসে।আর বলে—
তাহিয়াঃচলোনা আজ একটু ঘুরতে যাই।আজ তো আমার পরীক্ষা শেষ।
আরিশঃআজ না।কাল ঘুরতে নিয়ে যাবো।আজ অফিসে কাজ আছে,তোমাকে বাসায় দিয়ে আমার আবার অফিসে যেতে হবে।
তাহিয়াঃঠিক আছে।কিন্তু কাল নিয়ে যেতে হবে বলে দিলাম(রাগে গাল ফুলিয়ে)
আরিশঃপ্রমিস কাল নিয়ে যাবো।
(তারপর দুইজন গাড়িতে উঠে চলে যায়।)

আরমানঃতূর্যের মা তূর্য কল করেছে?
আফসানাঃ না।তূর্য গত ৫দিন ধরে না কল করছে না আমাদের কল ধরছে।আমার ছেলেটা ঠিক আছে নাকি কে জানে।
আরমানঃ ঠিক আছে চিন্তা করো না
আফসানাঃ অহ এখন চিন্তা করবো না।জোর করে আমার ছেলেটাকে বিদেশ পাঠিয়েছ।ছেলেটা যেতে চায় নি।এখন কেমন আছে কে জানে।
(বলেই কান্না করতে লাগলো)

কানাডা,,,,,
তাহসিনঃ কেমন আছিস?
তনিমাঃএইতো ভালো।তোর কি খবর?
তাহসিনঃআমি আছি কোনরকম।আচ্ছা তাহিয়ার পরীক্ষা কেমন হলো,আজ তো ওর শেষ পরীক্ষা ছিলো?
তনিমাঃএকটু আগে কথা হলো।খুব ভালো হয়েছে পরীক্ষা।
তাহসিনঃভালো। আচ্ছা তাহলে রেখে দেই,পরে কথা হবে।
তনিমাঃ ওকে নিজের খেয়াল রাখিস।(তারপর কল কেটে দিলো তাহসিন)
(তুমি কি আমায় ভুলে গেছো প্রেয়সী?কিন্তু দেখো আমি ঠিক আগের জায়গায় রয়ে গেছি, ২বছর আগে যেখানে ছিলাম এখনো সেখানেই আছি—-তাহিয়ার ছবির দিকে তাকিয়ে কথাগুলো বলছে তাহসিন)

সত্যি ভালোবাসো পর্ব ১৭