Infinite Love part 66+67+68+69+70

Infinite Love part 66+67+68+69+70
Writer: Onima

– দেখো আদ্রিয়ান আজ তুমি আমার সাথে নেই। কিন্তু তোমার অংশ আমার সাথেই আছে। তুমি সারাজীবন শুধু আমাকে দিয়েই গেলে ভালোবাসা, জীবন, সুখ, স্ত্রীর সম্মান সব। আর দেখো আমাকে ছেড়ে চলে গিয়েও তুমি আমাকে এমন কিছু দিয়ে গেছো যা আমার কাছে অমূল্য। আমার মেয়েকে দিয়েছো, আদ্রিমা উমহুম আদ্রিমা আবরার জোহানি আমাদের সন্তান। আমার মিষ্টি। কিন্তু আমার মনে তবুও শূণ্যতা আছে তোমার শূণ্যতা। সেই শূণ্যতা পূরণের জন্যে আমার তোমাকে চাই আদ্রিয়ান।

কথাগুলো একা একা ভেবে মিষ্টির দিকে তাকালাম। মিষ্টির মুখের দিকে তাকালেই আমার আদ্রিয়ানের কথা মনে পরে কারণ ওর চেহারা এক্কেবারে আদ্রিয়ানের মতো হয়েছে। চোখ, নাক, ঠোট সব কিছুই আদ্রিয়ানের মতো। তবে ওর হাসটা আমার মতো, হাসলে ওকে পুরো আমার মতো লাগে, আমার সাথে ওর আরেকটা মিল আছে আমার মতো ওরও নাকের নিচ বরাবর দিয়ে নাক থেকে এক ইঞ্চি দূরে গালে একটা তিল আছে, গলার নিচ দিয়েও আমার মতো ওরও ১৮০° এঙ্গেলে মাঝখানে দুই ইঞ্চি গ্যাভ রেখে দুটো তিল আছে। তবে ওর সভাব, কথা বলার ভঙ্গি, দুষ্টুমি সব আদ্রিয়ানের মতো। আদ্রিয়ান এর অনেক ন্যাচারি ওর মধ্যে আছে যেমন, ও আদ্রিয়ান আমার গালে চুমু দিয়ে গুড মর্নিং বলে আমাকে ঘুম থেকে জাগাতো, ওও ঠিক তাই করে। আমার আগেই ঘুম থেকে উঠে যায়। প্রতিনিয়ত ওর বিভিন্ন কাজ দিয়ে আদ্ররিয়ানকে মনে করাতে থাকে। এসব ভেবে আদ্রিয়ানের ছবিটা আবারো কাবার্ডে লুকিয়ে রেখে মিষ্টির পাশে শুয়ে ওর গায়ে হাত রাখলাম সাথে সাথেই ও আমাকে ঘুমের মধ্যেই জরিয়ে ধরল। আমিও মুচকি হেসে ওকে বুকে জরিয়ে নিলাম। একদম বাপের মতোই হয়েছে ঘুমের মধ্যেও আমাকে ফিল করতে পারে।

আরও গল্প পড়তে আমাদের গ্রুপে জয়েন করুন

আজকে সরকারি ছুটি তাই হসপিটালে যাই নি তবে আজকেও আবার ইমারজেন্সি এলে যেতে হবে। মিষ্টি ড্রয়িংরুমে বাসকেট বল দিয়ে খেলছে। আমি সোফায় বসে ল্যাপটপ এ কিছু কাজ করছি। হঠাৎ কলিংবেল বাজালো। সাথী রান্নাঘরে কাজ করছে তাই ওকে কাজ ছেড়ে আসতে বারণ করে আমি নিজেই গেলাম খুলতে দরজা খুলে আমি অবাক হয়ে তাকিয়ে আছি। আব্বু, আম্মু, আপি, ইফাজ ভাইয়া বাড়ির সবাই দাড়িয়ে আছে। আপি এসেই আমাকে জরিয়ে ধরল আমিও আপিকে জরিয়ে ধরলাম দুজনেরই চোখে পানি চলে এসছে। আপি বলল

– এমন কেনো যে তুই? একবারো মনে পরেনা আমাদের কথা?
.
– তোমাদেরকে মন থেকে সরাতে পারলাম কখন যে মনে করবো? কেমন আছো বলো?
.
– আছি ! তুই?
.
উত্তরে আমি শুধু মুচকি হাসলাম। এরপর আব্বু আম্মু দুজনকেই জরিয়ে ধরলাম। ওরাও কান্না করছে। ভাঙা গলায় বললাম
.
– কেমন আছো তোমরা?

আম্মু: তোকে ছাড়া কীকরে ভালো থাকি বলতো
.
আমি চোখ মুছে ইফাজ ভাইয়ার কোল থেকে হিয়াজ কে নিলাম। আপির ছেলে হিয়াজ, মিষ্টির সমবয়সী। ওকে কোলে তুলে বললাম
.
– কেমন আছেন চ্যাম্প?
.
– খুব ভালো! মিষ্টি কোথায়?
.
– বাহবা! এসেই বোনের খোজ করছো?
.
– হুম ভেতরে আছে যাও
.
বলে ওকে কোল থেকে নামিয়ে দিলাম ও ছুটে ভেতরে গেলো। আমি সজীব আর অর্ণব ভাইয়াকে গিয়ে হাগ করলাম। এদিকে ওদিক তাকিয়ে বললাম
.
– এই বান্দর তুই কী নিজে সামনে আসবি নাকি আমি নিয়ে কান ধরে আনবো।
.
এটা বলতেই আড়াল থেকে মুখ গোমরা করে কাব্য বেড়িয়ে এলো তারপর আম্মুর দিকে তাকিয়ে বলল
.
– আমি কিন্তু তোমার কথায় এখানে এসছি আম্মু। কারো সাথে দেখা করতে আসিনি।
.
আমি কাব্যর সামনে এলে ও মুখ ঘুরিয়ে নিলো। আমি হালকা হেসে ওর কাধে হাত রেখে বললাম
.
– এতো দিন পর এলি কথা বলবিনা আমার সাথে?

ও এবার হাত সরিয়ে বলল
.
– কেনো কথা বলবো আমি? কে হই আমরা তোর? কথা বলবিনা আমার সাথে!
.
– সত্যিই বলবোনা?
.
এবার কাব্য জরিয়ে ধরলো আমাকে আমিও ধরলাম। কাব্য কান্নামিশ্রিত কন্ঠে বলল
.
– কতো মিস করি তোকে জানিস? কেনো এমন করছিস বলতো?
.
– কেনো? আমাকে জালাতে পারছিসনা বলে কষ্ট লাগছে
.
– হ্যা তাই।
.
– আচ্ছা চল ভেতরে যাই আর তোমরা চলো।
.
বলে ঘুরতে নিলেই পেছন থেকে কেউ এসে জরিয়ে ধরে বলল
.
– কেমন আছো ভাবি?
.
পেছনে ঘুরে দেখি জাবিন ওকে দেখে খুশি হয়ে ওকেও জরিয়ে ধরলাম। তারপর বললাম
.
– কেমন আছো?
.
– ভালো আছি।
.
– বাবা মামনী ও এসছে? ( আদ্রিয়ানের বাবা মা)
.
বলতে বলতেই বাবা আর মামনী এলো। আমি গিয়ে দুজনকেই জরিয়ে ধরলাম ওদের সাথে কুশল বিনিময় করে ভেতরে নিয়ে এলাম। এসে দেখি মিষ্টি আর হিয়াজ খেলছে। ওদের দেখেই মিষ্টি ছুটে এলো, বাবা কোলে নিয়ে বলল
.
– কেমন আছো দিদিভাই?
.
– খুব ভালো তুমি?
.
– আমিও ভালো!

সবাই একে একে ওকে কোলে নিয়ে আদর করলো। দুপুরে সবাই একসাথে লাঞ্চ করতে করতে গল্প করছি। আমি সজীব ভাইয়াকে বললাম
.
– ভাইয়া ভাবি আর জুহি আসেনি?
.
– নাহরে বুড়ি ওরা একটু বাপের বাড়ি গেছে
.
– ওহ। তা অর্ণব ভাইয়া তুমি বিয়ে করছো না কেনো?
.
এটা শুনে মিষ্টি কপাল কুচকে বলল
.
– বিয়ে করে কী করে?
.
সবাই ওর দিকে তাকালো ও মুখ কুচকে রেখেই জানতে চাইলো। অর্ণব ভাইয়া হেসে বলল
.
– বিয়ে করে বউ আনে।
.
মিষ্টি পাল্টা প্রশ্ন করলো?
.
– বউ দিয়ে কী করে?
.
এবার সবাই ভ্যাবাচ্যাকা খেয়ে গেলো আমি আর সাথি বাদে কারণ আমরা এই মেয়ের এইসব উদ্ভট প্রশ্নের সাথে পরিচিত। অর্ণব ভাইয়া কোনোরকমে মিষ্টিকে কথা কাটিয়ে নিলো। সজীব ভাইয়া বলল
.
– তা মিষ্টি তুমি কোন ক্লাসে পড়ো যেনো? (যদিও জানে তাও)
.
– নার্সারী। ( হেসে দিয়ে)
.
আব্বু: বাপরে আমার দিদিভাই তো খুব এগিয়ে গেছে তো বড় হয়ে কী হবে মাম্মার মতো ডক্টর?
.
মিষ্টি মাথা দুলিয়ে বলল হেসে বলল
.
– উমহুম আমিতো ইন্জিনিয়ার হবো। তারপর বড় বড় মজাদার গেমস বানাবো।
.
সবার মুখের হাসি চলে গেলো। বুকের ভেতর ভার হয়ে এলো। কারো স্মৃতি ভীষণভাবে মনে করা নাড়ছে। নিজেকে সামলে বললাম
.
– মিষ্টি দেখো হিয়াজকে ওর মা খাইয়ে দিচ্ছে হা করো আমিও খাইয়ে দেই?
.
মিষ্টি হেসে আমার হা করলো আর আমি ওকে খাওয়াতে লাগলাম। মিষ্টি হিয়াজকে বলল
.
– আমার মাম্মাও আমাকে খাইয়ে দিচ্ছে! এখন ইকিউয়াল ইকিউয়াল
.
হিয়াজ মুখ ফুলিয়ে কিছু ভেবে ইফাজ ভাইয়াকে বলল
.
– আব্বু তুমিও খাইয়ে দাও আমাকে
.
আপি ব্যাপারটা বুঝতে পেরে বারণ করলো ভাইয়াকে কিন্তু হিয়াজ এর জেদের কাছে হার মানতে হলো। এবার হিয়াজ বলল
.
– আমার আব্বু আম্মু দুজনেই খাওয়াচ্ছে সো নট ইকিউয়াল হুহ।
.
মিষ্টির মুখটা ছোট হয়ে গেলো সবাই চুপ করে আছে। বুঝতে পারলাম মিষ্টি কষ্ট পেয়েছে তাই নিজেকে সামলে হেসে বললাম
.
– কারণ মিষ্টির মাম্মা একাই একশ। মিষ্টি মিষ্টির মাম্মাকে এতোই ভালোবাসে যে ওর মাম্মা ওকে খাওয়ালে আর কারো দরকারী পরেনা।
.
এবার মিষ্টির মুখে হাসি ফুটলো আমাকে জরিয়ে ধরে বলল
.
– Yes my momma is the best..

বিকেলে ওদের যাবার পালা মিষ্টি মন খারাপ করে বসে আছে। মামনী বলল
.
– ছয় বছর ধরে বলতে বলতে হাফিয়ে গেছি কিন্তু আবার বলছি তুই আমার বাড়ির বউ। আমার ছেলেটা নেই তুইও যদি এভাবে দূরে থাকিস তাহলে আমরা কীকরে থাকি?
.
বাবা: অনেকতো হলো মা। এবার এসব বাদ দিয়ে চলে আয়। আমাদের বাড়িতে নাই বা এলি তোর নিজের বাড়ি যাহ
.
আব্বু: ওরা ঠিকি বলছে অনি অনেক হয়েছে এসব এবার সব ভূলে চলে আয় হয়তো তুই ফিরে গেলে ও..
.
– আব্বু আমি আগেই বলে দিয়েছি যা বলার আমাকে ফোর্স করোনা
.
ওরা আর কেউ কিচ্ছু বললোনা। মিষ্টি মুখ ফুলিয়ে রুমে চলে গেলো। আপি এসে আমার কাধে হাত রেখে বলল
.
– অনি এখোনো বলছি ভেবে দেখ। মিষ্টির কথা ভাব। এমনিতেই ওর বাবা নেই ওর কাছে। কিন্তু একটা পরিবার? একটা পরিবারতো ও ডিসার্ব করে তাইনা?
.
আমি কিছুই বললাম না আপি একটা দীর্ঘশ্বাস নিয়ে চলে গেলো।
.
রুমে গিয়ে দেখি মেয়ে আমার মুখ ফুলিয়ে শুয়ে আছে। আমি গিয়ে ওর মাথায় হাত রাখতেই ও আমার কোলে মাথা রেখে পেটে মুখ গুজে দিলো। আমি হেসে বললাম
.
– কী হয়েছে আমার সোনার?
.
ও কিছু না বলে আরো শক্ত করে জরিয়ে ধরল আমায় আমিও ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে একটা দীর্ঘশ্বাস নিলাম। আজ আমার জন্যেই তোর বাবা তোর কাছে নেই মিষ্টি, শুধু তোর থেকে না সবার থেকে তোর বাবাকে দূরে সরিয়ে দিয়েছি আমি। আমি তাহলে কোন অধিকারে সবার সাথে থাকব বল? এসব ভেবেই ডুব দিলাম ছয় বছর আগের সেই স্মৃথির পাতায়
.
.
আদ্রিয়ান এর রক্ত বৃষ্টির পানির সাথে ধুয়ে আমাদের গার্ডেন এরিয়ার মাটি লাল করে ফেলছে, আমার আকাশি রঙের কূর্তি রক্তে ভরে উঠেছে, সবাই ওকে ডাকছে কিন্তু ও চোখ বন্ধ করে নিস্তেজ হয়ে আমার কোলে পরে আছে। আন্টি অজ্ঞান হয়ে গেছে। আমি দুহাত দিয়ে ওকে বুকে জরিয়ে চিৎকার করে কাদছি। আমার একেকটা চিৎকার চারপাশ কাপিয়ে দিচ্ছিলো সেদিন। হঠিৎ জাবিন চেচিয়ে বলল
.
– ভাইয়া…
.
আসলে গোলাগুলির আওয়াজে ও ভয় পেয়ে গেছিলো তাই ভেতরেই ছিলো কিন্তু এসে আদ্রিয়ানকে এভাবে দেখে চিৎকার করে ওঠে। ওর ডাকে সবার হুস আসে, এতোক্ষণ আদ্রিয়ানকে এভাবে দেখে সবাই স্তব্ধ হয়ে ছিলো। অভ্র আর আদিব ভাইয়া আর এক মুহূর্ত দেরী না করে আমার কোল থেকে আদ্রিয়ানকে উঠিয়ে নিয়ে গেলো, আমি ওখানেই হাটু গেরে বসে আছি আপি আমাকে ধরে উঠিয়ে সেই গাড়িতে নিয়ে গিয়ে বসালো যেখানে আদ্রিয়ানকে রাখা হয়েছে আদ্রিয়ানের মাথাটা আমার কোলে রেখে দিলো, ফ্রন্ট সিটে আদিব ভাইয়া, ড্রাইভিং সিটে অভ্র, বেক সিটে আপি, জাবিন আর ইশরাক ভাইয়া। মাঝখানের সিটৈ আমি আদ্রিয়ানের মাথা কোলে নিয়ে বসে আছি। অভ্র দ্রুত গাড়ি স্টার্ট করল। ইফাজ ভাইয়া বাইক নিয়ে বেরিয়ে গেছে হসপিটালে সব এরেন্জমেন্ট করতে যাতে সময় নষ্ট না হয়। বাকিরা অন্য গাড়ি করে পেছনে আসছে। জাবিন জোরে কাদছে, আপি জাবিনকে এক হাতে জরিয়ে ধরে সামলাচ্ছে। ইশরাক ভাইয়া দুই হাতে মুখ চেপে ধরে বসে আছে। আদিব ভাইয়া হালকা ঘুরে পেছনে তাকিয়ে দেখছে আদ্রিয়ানকে ওনার চোখ দিয়ে নিরবে পানি পরছে। । আমি পাথরের মতো তাকিয়ে আছি আদ্রিয়ানের নিথর রক্তাক্ত শরীরটার দিকে।ওর বলা শেষ কথা গুলো কানে বাজছে। ওর ” I love you mayabini” কথাটা আমার কানে এখোনো বাজছে। হসপিটালের সামনে গাড়ি থামিয়ে সাথে সাথেই দরজা খুলে আদিব ভাইয়া আর অভ্র ছুটে এসে আদ্রিয়ান কে নিয়ে হসপিটালে ঢুকলো। আমি পাথরের মতো ওদের যাওয়ার দিকে দিকে তাকিয়ে আছি। আপি এসে আমার দুই কাধে কাধে হাত রেখে বলল

– অনি কিচ্ছু হবেনা আদ্রিয়ানের দেখ হসপিটালে এসে গেছি আমরা। চল প্লিজ।
.
আপির কথায় হুস এলো মাথায় এলো যে আমার আদ্রিয়ান আছে ভেতরে আমি ছুটে ভেতরে চলে গেলাম ওরাও এলো পেছন পেছন। ইফাজ ভাইয়া এসেই ওটি র ব্যবস্হা করে ফেলেছে তাই ওকে সরাসরি ও টি নিয়ে যাচ্ছে স্ট্রেচারে করে আমি দৌড়ে গিয়ে দিয়ে ওর হাত ধরে বললাম
.
– আদ্রিয়ান প্লিজ তাকাও না। দেখো আমি ডাকছি তোমাকে জাস্ট একবার তাকাও আমার দিকে প্লিজ।
.
কিন্তু আদ্রিয়ান নিস্তেজ ভাবেই পরে আছে ওটির দরজার সামনে যেতেই নার্স আমার হাত ধরে ফেলল আমি এগোতে পারলাম না ওকে ওটি তে নেবার সময় ওর হাত থেকে আমার হাত ছেড়ে গেলো। আমার বূক ধক করে উঠল। এরমধ্যেই সবাই চলে এলো। আন্টিরো জ্ঞান ফিরে এসছে, হাউমাউ করে কাদছেন উনি জাবিন গিয়ে আন্টিকে বসিয়ে নিজেও পাশে বসে আন্টিকে জরিয়ে ধরে রইলো। আঙ্কেল ও বসে নিরবে কাদছে আব্বু ওনাকে সামলাচ্ছে আর নিজেও কাদছে। অভ্র দেয়ালে হেলান দিয়ে এক দৃষ্টিতে নিচে তাকিয়ে আছে, আদিব ভাইয়া ইশরাক ভাইয়া দুজনেই বেঞ্চে বসে মুখ চেপে বসে আছে আপি দাড়িয়ে কাদছে, সজীব অর্ণব ভাইয়া ফুপা চাচু সব মুখ গোমরা করে দাড়িয়ে আছে।
.
কিছুক্ষণ পর ডাক্টার এলো। ডক্টর কে দেখেই আন্টি জাবিন বাদে বাকি যারা বসা ছিলো সব দাড়িয়ে গেলো। আর অভ্র আদিব ইশরাক ভাইয়া ওরা তাড়াতাড়ি ডক্টর এর সামনে গেলো। ডক্টর বলল

– দেখুন ডক্টর ইফাজ বলেছিল গুলি লেগেছে তাই আমারা আগেই ওটি রেডি করেছি, কিন্তু গুলির পসিশন টা দেখে..
.
অভ্র: কী ডক্টর?
.
ডক্টর: গুলিটা এক্কেবারে হার্টের কাছে গিয়ে লেগেছে একটুর জন্য হার্টে লাগেনি। তাই অপারেশন টা খুবই রিস্কি হবে। অপারেশন করলে ওনার বাচার চান্স খুব কম, কিন্তু গুলিটা বের না করলে উনি বেশিদিন বাচতে পারবেন না।
.
ডক্টরের কথা শুনে সবার মাথায় আকাশ ভেঙ্গে পরল। কী করবে এখন? সবাই থম মেরে বসে আছে ডক্টর তাড়া দিচ্ছে যে সময় বেশি নেই। ইফাজ ভাইয়া বলল
.
– অপারেশন করুন ডক্টর।
.
আন্টি: পাগল হয়ে গেছো তুমি? কী বলল শুনলেনা? অপারেশন কতোটা রিস্কি হবে? যদি আমার ছেলেটা…
.
বলেই আন্টি কেদে দিলো আমি পাথরের মতো থম মেরে দাড়িয়ে আছি। অনেকেই বলল অপারেশন না করতে কারণ কয়েকটা দিন তো বেচে থাকবে! অভ্র ও কিছু বলছেনা। ইফাজ ভাইয়া সবাইকে থামিয়ে বলল
.
– বোঝার চেষ্টা করো তোমরা! অপারেশন করলে বাচার চান্স এক্কেবারে কম, কিন্তু চান্স একটু হলেও আছে। কিন্তু যদি অপারেশন টা না করা হয় তো দুদিন পরে মরলেও মরবে সেখানে বাচার কোনো চান্স নেই।
.
এবার সবাই চুপ হয়ে গেলো। ইফাজ ভাইয়ার কথাটা ঠান্ডা মাথায় ভেবে দেখলো। ব্যাপারটা বুঝে সবাই রাজী হয়ে গেলো। এবার ডক্টর একটা পেপার এনে বলল
.
– এখানে একটা বন্ড সাইন করতে হবে যেহেতু পেশেন্ট এর বাঁচার চান্স খুব কম তাই।
.
সবাই থ মেরে বসে আছে কিন্তু সময় তো নষ্ট করা যাবেনা তাই অভ্র নিজেকে সামলে বলল
.
– কাকে সাইন করতে হবে?

– যদি ওনার ওয়াইফ থাকে তো তাকে, আর না থাকলে ওনার বাড়ির কাউকে।
.
অভ্র আমার দিকে তাকালো, তারপর সবার দৃষ্টি আমার দিকে আমি এখোনো পাথরের মতো দাড়িয়ে আছি, অভ্র এসে ভাঙা গলায় বলল
.
– ম্যাম বন্ড সাইনটা করে দিন।
.
আমি অনুভূতিহীভাবে তাকালাম অভ্রর দিকে। আপি এসে আমকে বলল
.
– অনি বন্ডটা সাইন করে দে সময় নেই বেশি ছেলেটার কিছু হয়ে গেলে।
.
আমি এবার অসহায় চোখে আপির দিকে তাকালাম। সকলের জোরাজুরিতে বাধ্য হয়ে কাপা কাপা হাতে কলমটা ধরলাম। ছলছলে চোখ নিয়ে কোনোমতে সাইন করে দিলাম। আমার এমন মনে হলো আমি যেনো আমার আত্মাটা বাজিতে রেখে দিলাম। ডক্টর ওটি তে ঢুকে গেলো, ইফাজ ভাইয়াও ওটি তে গেলো। উনি নিউরো সার্জন তাই বুকের সার্জারী করতে পারবেনা কিন্তু ডক্টর তাই ওটি তে থাকতে পারবে। ওটির দরজা বন্ধ হবার কিছুক্ষণের মধ্যেই লাইট জ্বলে উঠল।
.
আমার মুখ গলা পোশাকে হালকা হালকা ওর রক্ত লেগে আছে। আমি একটা নির্জীব পাথরের মতো দাড়িয়ে আছি। আমি আস্তে আস্তে পিছিয়ে দেয়ালের সাথে হেলাম দিয়ে দেয়াল ঘেসে ফ্লোরে বসে পরলাম। আমি ভাবছি কী করলাম আমি এটা? নিজের হাতে আমি আদ্রিয়ানের বুকে গুলি চালিয়ে দিলাম? ওর এই অবস্হার জন্যে আমি দায়ী? ও কতটা দোষী আমি জানিনা কিন্তু আমি কীকরে ওর বুকে গুলি চালালাম? কেনো করলাম আমি এটা? বুকেই কেনো করলাম? এসব ভাবতে ভাবতেই ওর বলা কিছু কথা মনে পড়লো।
“যাই হোক না কেনো আমাকে নিজের থেকে দূরে সরিয়ে দিয়ো নাহ। বিশ্বাস করো আমি সেটা সহ্য করতে পারবোনা। সব সহ্য করলেও তোমার দেয়া আঘাত আমি সহ্য করতে পারবোনা। তাই আর যাই হয়ে যাকনা কেনো কখনো আমার বুকে আঘাত কোরোনা আর করলেও এমনভাবে করো যাতে মরে যাই। কারণ বেচে থাকলে সেটা আরো বেশি যন্ত্রণার হবে।”
বুকের ভেতরটা ছ্যাত করে উঠলো। তারপর আবারো চোখের সামনে বাইক নিয়ে যেদিন সারারাত ঘুরেছিলাম সেই রাতের ওর আর আমার কথোপকথন
.
” – তোমার জন্য সব করতে পারি আমি। শুধু একটা রিকোয়েস্ট করবো তোমাকে, যেটা আগেও বলেছি।
.
– কী রিকোয়েস্ট ?
.
– আমার ভালোবাসাকে কখনো ছোট করো না, যাই হয়ে যাক না কেন কখনো বুকে আঘাত করোনা, যদি বেচেও যাই তো মেনে নিতে পারবোনা, কারণ বুকের আঘাতের ব্যাথা কোনোদিন কমেনা।
.
– এসব কেনো বলছো? আমি কেনো তোমাকে আঘাত করবো? আর ওরকমটা আমি ভাবতেও পারিনা।
.
– সময় অনেক বিচিত্র জিনিস জানো? নিজের সাথে সবকিছু বদলে দেয়। আজ যেটা তুমি ভাবতেও পারছোনা কাল হয়তো সেটা করতে তোমার হাতও কাপবে না।”

কেনো বলতো ও এই কথাগুলো? ও কী জানতো যে এরকম একটা দিন আসবে? সেইজন্যেই ও এসব বলতো? কিন্তু আমি তো সেটাই করলাম আজ, ওর বুকেই আঘাত করলাম আমি, ও বলেছিলো যেদিন আমি এটা করবো ও সহ্য করতে পারবে না, যদি বেচেও থাকে তো মানতে পারবেনা। কী করে ফেললাম আমি?
.
এসব ভাবতে ভাবতেই কয়েকজন অফিসার এলো, কয়েকজন নরমাল পোশাকেও আছে, তবে এটিটিউট এ বোঝা যাচ্ছে এরা অফিসার। একজন অফিসার অভ্র এর কাছে গিয়ে বলল
.
– কেমন আছেন উনি?
.
অভ্র ভাঙা গলাতেই বললো
.
– ওটি চলছে।
.
– কিন্তু গুলিটা লাগল কখন? আর কে করল?
.
অভ্র চুপ করে আছে। আমি ওভাবেই ফ্লোরে দেয়ালে হেলান দিয়ে বসে আছি। অফিসার আর কিছু বলবে তার আগেই আঙ্কেল বলল
.
– ওটি থেকে বেচে ফিরলেও লাভ কী? ওর তো এমনিতেই ফাসি ই হবে।
.
এতোক্ষণ ওর অবস্হায় এই ব্যাপারটা ভূলেই গেছিলো। এখন সবার মাথায় আবারো ব্যাপারটা চারা দিয়ে উঠল। আদিব ভাইয়া বলল
.
– কেনো এমন করলো ও? কী ছিলোনা ওর? আজ সকলের ঘৃণা নিয়েই ওকে পৃথিবী ছাড়তে হবে। সেটা আজ এই গুলিতে হোক কিংবা ফাসিতে। এই মেয়েটার ভালোবাসার কী দারুণ প্রতিদান দিলো। আসলে ও ভালোবাসার যোগ্যই ছিলোনা।
.
আঙ্কেল: মাঝখান থেকে ই ছোট্ট মেয়েটার জীবনটাই নষ্ট হয়ে গেলো।
.
আব্বু: সকলের এতো ভালোবাসার মূল্য এইভাবে দিলো ও? কী লাভ হলো এসব করে?
.
সজীব ভাইয়া: নিজের স্বার্থে এতোটা নিচে না নামলেও পারতো। অবশেষে একজন টেরোরিস্ট বানালো নিজেকে?
.
এভাবেই ওরা নানা কথা বলছে আমি পাথরের মতো এক দৃষ্টিতে সামনে তাকিয়ে আছি। আন্টি কাদতে কাদতে বলল
.
– আমার পেটের সন্তান এমন কোনো কাজ করবে ভাবতেও পারিনি। এমন একটা ছেলে কেনো পেটে ধরলাম আমি?
.
আঙ্কেল দুই আঙ্গুল দিয়ে চোখ মুছে বললো
.
– মানুষ করতে পারিনি আমি ওকে, তাইতো এমন অমানুষ তৈরী হলো। একজন দেশদ্রোহী হলো। একটা বাচ্চা মেয়ের জীবনটা নষ্ট করলো। স্বার্থপরের মতো শুধু নিজেরটাই ভাবলো আমাদের কারোও কথা ভাবলো না।
.
এসব কথার মধ্যেই হঠাৎ অভ্র চেচিয়ে বলল

– ইনাফ! অনেক বলেছেন আপনারা? এবার থামুন! কাকে দেশদ্রোহী বলছেন আপনারা? যে দেশের জন্যে এতো বড় বলি দিয়েছে তাকে? কাকে ভালোবাসার অযোগ্য বলছেন আপনারা? যে শুধু এবং শুধুমাত্র নিজের ভালোবাসার মানুষটাকে বাচানোর জন্যে নিজের জীবনের পরোয়া না করে, নিজের প্রাণ, ক্যারিয়ার, ফেম সবকিছু বাজি রেখেছে তাকে? কাকে স্বার্থপর বলছেন আপনারা? যে কী না আপনাদের এতো ধারালো কথার বাণ অার আঘাত সহ্য করেও মুখ বুজে নিজের সাথে লড়ে গেছে যাতে আপনাদের ওপর কোনো অাচ না আসে তাকে? আমার স্যার যদি স্বার্থপর হয় তো এই দুনিয়ায় নিস্বার্থ কোনো ভানুষ আছে বলে আমার জানা নেই। আদ্রিয়ান আবরার জুহায়ের যদি ভালোবাসার অযোগ্য হয় তাহলে এই পৃথিবীতে ভালোবাসা পাওয়ার যোগ্যতা কারোর নেই এন্ড ইয়েস আই মিন ইট!!
.
সবাই স্তব্ধ হয়ে গেলো ওর কথা শুনে। আমি এতোক্ষণ শূণ্য দৃষ্টিতে সামনে তাকিয়ে থাকলেও এবার অভ্রর দিকে অবাক চোখে তাকিয়ে আছি।
– ইনাফ! অনেক বলেছেন আপনারা? এবার থামুন! কাকে দেশদ্রোহী বলছেন আপনারা? যে দেশের জন্যে এতো বড় বলি দিয়েছে তাকে? কাকে ভালোবাসার অযোগ্য বলছেন আপনারা? যে শুধু এবং শুধুমাত্র নিজের ভালোবাসার মানুষটাকে বাচানোর জন্যে নিজের জীবনের পরোয়া না করে, নিজের প্রাণ, ক্যারিয়ার, ফেম সবকিছু বাজি রেখেছে তাকে? কাকে স্বার্থপর বলছেন আপনারা? যে কী না আপনাদের এতো ধারালো কথার বাণ অার আঘাত সহ্য করেও মুখ বুজে নিজের সাথে লড়ে গেছে যাতে আপনাদের ওপর কোনো অাচ না আসে তাকে? আমার স্যার যদি স্বার্থপর হয় তো এই দুনিয়ায় নিস্বার্থ কোনো মানুষ আছে বলে আমার জানা নেই। আদ্রিয়ান আবরার জুহায়ের যদি ভালোবাসার অযোগ্য হয় তাহলে এই পৃথিবীতে ভালোবাসা পাওয়ার যোগ্যতা কারোর নেই এন্ড ইয়েস আই মিন ইট!!
.
সবাই স্তব্ধ হয়ে গেলো ওর কথা শুনে। আমি এতোক্ষণ শূণ্য দৃষ্টিতে সামনে তাকিয়ে থাকলেও এবার অভ্রর দিকে অবাক চোখে তাকিয়ে আছি। আমার মাথায় হয়তো কিচ্ছু ঢুকছেনা অভ্রর কথা। বাকি সবার হয়তো একই অবস্হা। একজন অফিসার বলল
.
– কী হয়েছে বুঝলাম না? টেরোরিস্ট তিনজনকে আমরা গ্রেফতার করে নিয়েছি তাহলে? ওনারা কার কথা বলছেন?
.
অভ্র মলিন হেসে বলল
.
– ওনারা এডি স্যারের কথা বলছে।
.
আরেকজন বলল
.
– হোয়াট মিস্টার এডি আর টেরোরিস্ট? কী বলছেন এসব?
.
আমি আর বসে থাকতে পারলাম না কোনোমতে ফ্লোর থেকে উঠে দাড়লাম। অবাক হয়ে তাকিয়ে আছি ওদের দিকে, সকলেই অবাক দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। অভ্র এবার অফিসার দের দিকে তাকিয়ে হ্যান্ডস্যাক করে বলল
.
– থ্যাংক্স অফিসার। অনেক সাহায্য করেছেন আপনারা। আপনারা এখন আসতে পারেন।
.
– অবশ্যই আর হ্যা মিঃ এডি এর যেকোনো ভালো মন্দের খবর জানাবেন আমাদের, নিজের প্রাণের পরোয়া না করে যে দেশকে এতোবড় বিপদ থেকে বাচালো তার কিছু হয়ে গেলে সত্যিই খুব খারাপ হবে ব্যপারটা।
.
আরেকজন অফিসার বলল
.
– সত্যিই মিঃ এডি জুহায়ের এর কিছু হয়ে গেলে এই দেশ বড় একটা কিছু হারিয়ে ফেলবে
.
বলেই অফিসার চলে গেলো। আমরা এখোনো অবাক হয়ে তাকিয়ে আছি। সবার দৃষ্টি এবার অভ্র এর দিকে কারণ সবাই এটা বুঝেছি যে আমাদের সব প্রশ্নের উত্তর অভ্রর কাছেই আছে। আদিব ভাইয়া কাপাকাপা পায়ে গিয়ে অভ্রকে জিজ্ঞেস করলো
.
– কী বলছিলো অফিসার গুলো? আর তুমিই বা কী বলছিলে? আদ্রিয়ান টেরোরিস্ট নয়? তাহলে?
.
অভ্র চুপ করে আছে সেটা দেখে আব্বু বললো
.
– কী হলো চুপ করে কেনো আছো বলোহ?

এবার আঙ্কেল এসে অভ্রর হাত ধরে বলল
.
– দেখো বাবা চুপ করে থেকোনা বলো? এমনিতেই অনেক মানসিক চাপে আছি, আর পারছিনা প্লিজ বলোহ। আমার ছেলে টেরোরিস্ট নাহ?
.
অভ্র এবার অভ্র হাত ছাড়িয়ে বলল
.
– নাহ। আমার স্যার টেরোরিস্ট না।
.
আমি এবার আরো অবাক চোখে তাকিয়ে আছি অভ্রর দিকে, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে নাহ। আদিব ভাইয়া বলল
.
– প্লিজ পুরোটা ক্লিয়ার করো
.
সবাই চাতক পাখির মতো তাকিয়ে আছে অভ্রের দিকে সত্যিটা জানার জন্যে। অভ্র একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল
.
– জানতে চানতো যে স্যার এসব কেনো করেছে? আর কীভবে করেছে বেশ তাহলে শুনুন:
তিন বছর আগে স্যার তখন ক্যামব্রিজ এ সফটওয়্যার ইন্জিনিয়ারিং পড়ছে। আমি স্যারের এক ব্যাচ জুনিয়র ছিলাম তবে ক্যামব্রিজ এ পড়তাম না। তবে স্টুডেন্ট হলেও স্যারের ট্যালেন্ট আর ক্রিয়েটিভিটি দিয়ে স্যার এমন কিছু ডিসকভার আর চমকে দেয়ার মতো আইডিয়াস নিয়ে আসতো যে সবাই চমকে যেতো। তাই ওইখানেই তার নিজস্ব ল্যাব ও হয়ে গেলো, ওনার নাম ছড়িয়ে পরতে লাগল। আর আমি তখনই স্যারর পিএ হিসেবে এপোয়েন্ট হই। আপনারা সবাই জানেন উনি একজন ইন্জিনিয়ার প্লাস সাইন্টিস্ট। কিন্তু ওনার আরেকটা পরিচয় আছে। উনি ওখানকার একজন সিকরেট ইনভেস্টিকটর ছিলেন।

আমি চমকে গেলাম। আদ্রিয়ান সিকরেট ইনভেস্টিকেটর ছিলো? সকলেই যে বড় ধাক্কা খেয়েছে তাতে কোনো সন্দেহ নেই। আদিব ভাইয়া বলল
.
– হোয়াট? আমি তো ওর সাথেই থাকতাম ওর ল্যাবে আমিই জানতাম না? তোমাকে চিনতাম আমি বাট ও সিকরেট…
.
অভ্র বলল
.
– কীকরে জানবেন? সিকরেট মানে তো সিকরেট ই তাইনা? এটা আমি জানতাম কজ আভি ওনার এসিসটেন্ট এই কাজেও ওনাকে এসিস্ট করতাম। যদিও এটা ওনার পার্টটাইম জব ছিলো, সময় থাকলে কেস নিতেন না হলে না।
.
আদিব ভাইয়া চোখ বন্ধ করে আফসোসের একটা শ্বাস নিয়ে বলল
.
– এইজন্যেই ও এতো ব্যাস্ত থাকতো?
.
বাকি সবাই চুপ কারো মুখে কোনো কথা নেই ওর এই নতুন পরিচয় সবাইকে থমকে দিয়েছে। আব্বু কাপাকাপা গলায় বলল
.
– তারপর?
.
অভ্র আবার বলতে শুরু করল
.
– সব ঠিকঠাকি চলছিলো। কিন্তু ঝামেলা হলো তখন যখন ক্যামব্রিজ এর ফাইনাল ইয়ারের দশজন স্টুডেন্ট ইন্জিনিয়ার ও বলা যায়, তাদের লাশ খুজে পাওয়া যায় বাংলাদেশে, যারা দুবছর আগে নিখোজ হয়ে গেছিলো। সকলেই বেশ অবাক হয়েছিলো এই ঘটনায়। তদন্ত শুরুও হয় আর সেই তদন্ত করার পর জানা যায় যে এটা টেরোরিস্ট দের কাজ, ওরা এই ইন্জিনিয়ারদের দিয়ে এমন কিছু একটা বানিয়েছে যেটা সব শেষ করে দেবে । আর ঠিক তার কিছুদিন পর বাংলাদেশে একটা গোডাউনে হঠাৎ এটাকে তিনজন টেরোরিস্ট ধরা পরে, সেই গোডাউনে অজ্ঞান হয়ে পরে থাকা একটা পনেরো ষোল বছরের মেয়েও পায়, কিন্তু তেমন গুরত্ব না দিয়ে তাকে বাসায় পাঠিয়ে দেয়। আর ঐ টেরোরিস্টরা থার্ড ডিগ্রিতে এটুকু বলে যে ঐ ইন্জিনিয়ার দের ওরাই মেরেছে আর ওরা ওদের একটা সফটওয়্যার বানিয়েছে যেটা নিয়ে ওরা একি সময়ে কয়েক জায়গায় ব্লাস্ট করাতে পারে আর এটাও বলে হেই সফটওয়্যার এর মডেল ফাইলটা ওই পিচ্ছি মেয়েটাই নিয়েছে।

কথাটা অভ্র আমার দিকে তাকিয়েই বলল। সবাই আমার দিকে একবার তাকালো। আমি শূণ্য দৃষ্টিতে অভ্রের দিকে তাকিয়ে আছি এরপরের কথা জানার জন্যে। তারপর অভ্র আবার বলল
.
– এবার ওখানকার প্রশাসন কেসটা স্যারকে দেখতে বলল কারণ স্যার একজন বেস্ট সফটওয়্যার ইন্জিনিয়ার আর বিচক্ষণ ইনভেসটিকেটর ও। আর ঐ সফটওয়্যার টা ডিস এবেল করতেও ওনাকে প্রয়োজন। স্যার কেসটা নিলেন ও। তারপরে স্যার বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্টের সাথে কথা বলে জানতে পারলেন ফাইলটা একটা মেয়ের কাছে আছে। সব শুনে স্যার একটু চমকেছিলেন ! একটা পনের ষোল বছরের মেয়ের এতো সাহস? ব্যাপারটা ইন্টারেস্টিং লাগে স্যারের কাছে। উনি বিডি পুলিশকে মেয়েটার কাছ থেকে ফাইলটা নিতে যেতে বারণ করে কারণ স্যার নিজেও জানতে পুলিশদের ভরসা করতে পারেন নি। এরপরেই উনি বাংলাদেশে আসেন কেসটাকে আরো খুটিয়ে দেখতে আর ফাইলটা নিতে। যেদিন দেশে আসেন সেদিন উনি প্রথমে ঐ তিনজন টেরোরিস্টদের সাথে দেখা করেন। তাদের জেরা করে তাদের প্লানিং টা জেনে নেয়। তাদের প্লানিং ছিলো যে ফাইলটা পেয়ে মেয়েটাকে মেরে ফেলা। স্যার ব্যাপারটা শুনে একটু চিন্তায় পরে যায়। পরে ভাবে যে ফাইলটি নিয়ে গোটা টিম ধরা পরার আগে মেয়েটাকে ফুল সিকিউরিটিতে রাখবে।
.
আঙ্কেল: তারমানে তিনবছর আগে আদ্রিয়ান এই জন্যেই দেশে এসছিলো!
.
আপি: তারপর কী হলো?
.
অভ্র: তারপর স্যার পুলিশ অফিসারকে বললেন যে মেয়েটার সব ডিটেইলস তার ফোনে পাঠিয়ে দিতে।
কিন্তু মজার ব্যাপার ঘটল ঠিক তার পরের দিন। পুরো খেলাটাই ঘুরে গেলো। অন্য এক গল্পের সূচনা হয়ে গেলো।
.
আব্বু বলল

– মানে? কী এমন হয়েছিলো তার পরেরদিন?
.
অভ্র আব্বুর দিকে তাকিয়ে বলল
.
– ঠিক তার পরেরদিন স্যার আপনাদের বাড়ি যাচ্ছিলো আপনাদের সাথে দেখা করতে
.
আব্বু: হ্যা কিন্তু ও নাকি গেইট থেকেই ফিরে গেছিলো যার কারণ আমরা আজো জনিনা।
.
অভ্র মলিন হেসে বললো
.
– হ্যা মূল কাহিনীটা শুরুই হয়েছিলো সেদিন। স্যার আপনাদের গার্ডেন এরিয়ার বৃষ্টি বিলাশ করতে থাকা এক অপ্সরীর মায়ার জরিয়ে ফেলেছিলো নিজেকে। ফেসে গেছিলো সেদিন এক অদ্ভুত মায়াজালে। কয়েক মিনিটের দেখায় নিজের সবটা দিয়ে ভালোবেসে ফেলেছিলো মেয়েটাকে। আর সেই মেয়েটা কে সেটা এখোনো নিশ্চই বলে দিতে হবেনা আপনাদের?
.
সবাই আমার দিকে একবার তাকালো আর আমার শূণ্য দৃষ্টিতে তাকিয়ে থাকা চোখ দিয়ে এক ফোটা পানি গরিয়ে পরল। অভ্র আবার বলতে শুরু করল

– সেদিনি এই কাহিনীর মোর ঘুরে গেছিলো। একটা ক্রাইম স্টোরিতে এসে জুরেছিলো একটা লাভস্ স্টোরি। স্যার ভাবতেও হয়তো পারেননি যে এই ভালোবাসার জন্যে তাকে কতোবড় ত্যাগ করতে হবে। মেয়েটা মানে ম্যাম ঘরে ঢুকে যাবার পরেই স্যার আপনাদের বাড়িতে ঢুকতেই যাচ্ছিলো কিন্তু ঠিক তখনি স্যারের ফোনে সেই মেয়েটার ডিটেইলস এলো যেই মেয়েটার কাছে ফাইলটা আছে। আর মেয়েটার ছবি দেখেই স্যার এর পায়ের নিচ থেকে মাটি সরে গেছিলো, কারণ ওটা সেই মেয়েটার ছবি যার মায়ায় একটু আগেই নিজেকে জরিয়ে ফেলেছে। উনি ভাবতে পারছিলেন না কিছু। এটাতো উনি জানতেন যে ওই টেরোরিস্টরা ম্যামকে মারার চেষ্টা করবেই। ফাইলটা ম্যাম যদি পুলিশ কে দিয়েও দেয় তবুও। কালকে তো ভেবেছিল ঐ মেয়েটাকে পুলিশ প্রটেকশনে রাখবে। কিন্তু কয়েক মিনিটের দেখায় যার নামে নিজের পুরো জীবণ লিখে দিয়েছে তাকে কেবল কয়েকজন পুলিশের ভরসায় কীকরে ছাড়বে? তার সুরক্ষা নিয়ে আপোস কীকরে করবে? এসব ভেবে চিন্তায় ফেটে যাচ্ছিলো স্যারের মাথা। নিজের ভালোবাসার মানুষকে কীকরে এতোবড় বিপদে ফেলবেন? সেদিন ঐ বাড়িতে ঢোকার মত পরিস্হিতি স্যারের ছিলোনা। সারাদিনে ড্রাইভ করেছে আর ভেবেছে যে কী করা যায়, কী করলে ম্যাম কম্প্লিটলি সেইভ থাকবেন

জাবিন: হ্যা সেইদিন ভাইয়া রাত করে ফিরেছিলো আর খুব টেন্স দেখাচ্ছিলো ওকে।
.
অভ্র: হুম এরপর সেইরাতে এসব ভেবে স্যার ঘুমোতে পারেনি। ওনার মাথায় একটাই চিন্তা ছিলো ম্যাম এর যাতে কিছু না হয় কোনোমতেই।
.
সজীব ভাইয়া: ও তো টেরোরিস্ট দের টিমটাকে এরেস্ট করেও পারতো।
.
অভ্র: টেরোরিস্টদৈর ঐ টিমকে ধরা স্যারের কাছে কোনো ব্যাপারই ছিলোনা। কিন্তু সমস্যা ছিলো একটা জায়গাতেই টেরোরিস্টদের পুরো টিম কখনো একজায়গায় থাকেনা বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকে। স্যার যদি একটা টিম কে ধরত তো আরো দশটি জায়গায় ওদের লোক খোলা থাকতো। আর ওদের খোলা থাকা মানেই ম্যাম এর বিপদ। কারণ ওরা যদি জানে এই ফাইলের জন্যে ওদের একটা জায়গার লোকও ধরা পরে গেছে তাহলে ওরা ম্যামকে মেরে ফেলতো। ম্যামের জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো তাহলে হয়তো স্যার পুলিশ প্রটেকশনেই রাখত, কিন্তু নিজের ভালোবাসাকে শুধুমাত্র পুলিশের দ্বায়িত্বে রাখতে পারেনি উনি! ম্যামের কাছ থেকে সরাসরি ফাইল নিয়ে সফটওয়্যার নষ্ট করলে হয়তো দেশ বেচে যেতো কিন্তু ম্যাম এর ক্ষতি হয়ে যেতো।
.
আদিব ভাইয়া: তারপর কী করলো ও?

অভ্র: স্যার সারারাত ভেবে ম্যাম কে এবং দেশকে দুটোকেই বাচানোর একটা প্লান বানালো। যেটা ওনার জন্যে ভয়ংকর ছিলো। উনি ভাবলেন ওই টেরোরিস্ট টিমের সবাইকে একজায়গায় আনতে হবে, কিন্তু সেটা সহজ ছিলো না। ওই কাজটা করার একমাত্র উপায় ছিলো ওই টিমে ঢোকা। উনি ‘সাধু বাঘ’ গল্পের টেকনিকটাই ইউস করলেন, কারণ ওদের মধ্যে থেকেই ওদের মাত করা সহজ হবে। উনি CI এর একজন অফিসার যে এই কেসটা দেখছে তাকে সবটা বললেন তারপর ওনার কাছে রিকোয়েস্ট করলেন যাতে প্রশাসন কে এটাই বলা হয়যে ম্যাম ফাইলটা আনতে দ্বিতীয়বার যায়নি, সেটা বিশ্বাসযোগ্য হতো কারণ ম্যাম কে দ্বিতীয়বার গিয়ে ফাইলটা আনতে কেউ দেখেনি। তারপর অফিসার ওনার প্লান টা বলেন। কিন্তু অফিসার প্রথমে রাজী হয়না কারণ উনি স্যারের পরিচিত ছিলো, তাই স্যারকে এতো বড় বিপদের মুখে পরতে দিতে চায়নি। কারণ ওই টিমে ঢুকলে উনিও একজন টেরোরিস্ট হবে, কারণ প্রশাসন স্যারের প্লানটা জানেনা। আর প্রসাশনের কখনোই এটা করার অনুমতি দেবেনা। তাই সবটা না জানিয়েই করতে হবে। এরপর নিজের পক্ষে সব প্রমাণ জোগারের আগেই যদি ধরা পরে যায় তাহলে ওপার ক্যারিয়ার, ফেম, সাকসেস সব তো ধ্বংস হবেই ফাসির হবার চান্স ম্যাক্সিমাম। কিন্তু এসব বলেও ওই CI অফিসার কিছুতেই স্যারকে তার সিদ্ধান্ত থেকে সরাতে পারেনি। তাই বাধ্য হয়ে সে মেনে নেয়। এরপরের দিনি স্যার ইউকে চলে যায় আর ঐ টিম এ খুব টেকনেক্যালি জয়েন করে। টিমের মেইন ডেরা গুলো এবরটে হওয়াতে স্যারের কোনো প্রবলেম হয়নি। কিন্তু সবগুলোকে একজায়গায় আনতে ঐ টিমে জয়েন করলেই হবেনা ঐ টিমের বস হতে হবে। তাই ঐ তিন বছর খুব ইনটিলিজেন্ট ভাবে টিমে এমনভাবে নিজেকে প্রেসেন্ট করে যে টিমের বস হয়ে যায়।
.
আপি: এই তিনবছর ওরা অনিকে খোজার চেষ্টা করেনি?
.
অভ্র: হ্যা ভালো কথা তুলেছেন। ওরা খোজার চেষ্টা করেছিলো আর খুজে পেয়েও যেতো এক মাসের মধ্যে কিন্তু পারেনি। কারণ স্যার ওদের এমনভাবে কনফিউসভ করে মিসগাইড করে দিতো যে ওরা পৌছেও পৌছতে পারেনি ম্যামের কাছে।
.
আমি অশ্রুজরিত চোখে তাকিয়ে আছি অভ্রর দিকে। ওর একেকটা কথা আমাকে ধীরে ধীরে অবস করে দিচ্ছে। অভ্র আবার বলতে শুরু করল

– এরপর স্যারের দেশে ফেরার সময় এলো। তারপর দেশে ফিরে ম্যামের সাথে দেখা হবার পরেও ম্যাম কে কিছুদিন ইগনোর করার চেষ্টা করেছে কী তাই তো ম্যাম?
.
আমি কিছু না বলে শুধু তাকিয়ে রইলাম অভ্রের দিকে। অভ্র বলল

– কেনো জানেন? কারণ উনি চান নি আপনাকে ওপনার মায়ায় ফেলতে! জানতেন যে উনি যেই অবস্হায় দাড়িয়ে আছেন সেখানে যা খুশি হতে পারে। যেকোনো সময়। হয় টেরোরিস্ট দের গুলি নয়তো ফাসির দরি যেকোনো কিছুর মুখোমুখি হতে হতে পারে ওনাকে। কিন্তু স্যার বাংলাদেশে বাড়িতে থাকায় উনার টেরোরিস্টদের ওখানের এটেনশন খানিকটা হটে যায় আর ওরা ম্যামের খোজ পেয়ে যায়। তখন স্যার বুঝতে পারছিলো না কী করবে। তাই আঙ্কেলকে বলে যে উনি ম্যামকে বিয়ে করতে চান। আঙ্কেল ও ম্যামের বাবার কাছে বলে আর তাড়াও রাজি হয়ে যায়। স্যার জানতো যে ম্যামের সাথে উনি এনগেইজমেন্ট করলে ওরা যেনে যাবে তাই উনি নিজেই টেরোরিস্টদের কাছে মিথ্যে নাটক সাজিয়ে বলেন যে উনি ম্যামের সাথে এনগেইজমেন্ট করছেন কারণ যেটা জোর করে হয়না সেটা ভালোবাসা দিয়ে হয়। উনি ম্যামের সাথে ভালোবাসার নাটক করে। ওরাও সেটা বিশ্বাস করে নেয়। কিন্তু মাঝখানে একদিন ম্যামকে এটাক করার স্যার বারণ ও করতে পারেনি কারণ সন্দেহ করবে। তাই স্যার নিজেই কাজটা করবে বলে। আর তাই সেদিন ওই নির্জন গলিতে নিয়ে গিয়ে, একা ছেড়ে গিয়ে আবার ঐ কালো পোশাক পড়ে ম্যামকে বলতে বলে ফাইলের ব্যাপারে। ওদের প্লান ছিলো ম্যামকে ড্রাগস এর ইনজেকশন দিয়ে ম্যামকে নেশাগ্রস্হ করে কথা বের করার। আর স্যার আপনাকে ইনজেকশন পুশ করেছিলো তাইতো ম্যাম?
.
আমি চোখ বন্ধ করে একটা শ্বাস নিলাম। অভ্র বলল
.
– কিন্তু ওটা ড্রাগস ছিলোই নাহ।
.
আমি চমকে তাকালাম অভ্রের দিকে। সবাই চমকে গেছে। অভ্র বলল
.
– হ্যা ওটা ড্রাগস ছিলোই নাহ। স্যার খুব চৌকসতার সাথে ঐ সিরিন্জে ড্রাগস এর বদলে ঘুমের ইনজেকশন দিয়ে দিয়েছিলো যেটা খুব দ্রুত কাজ করে। এর দুটো কারণ ছিলো, এক আপনি যাতে বলার আগেই ঘুমিয়ে যান আর দুই আপনাকে যেনো বেশি টর্চার সহ্য করতে না হয়। টেরোরিস্টদের বুঝিয়েছে যে ঐ ইনজেকশনের ডোস আপনাকে বডি নিতে পারেনি তাই অজ্ঞান হয়ে গেছেন। দ্বিতীয়বার যখন আপনাকে কিডনাপ করা হয়েছিল সেটা স্যারের প্লানিং এ ছিলোনা। প্লানিং এ এটা ছিলো যে আপনাকে যেদিন একা পাবে সেদিনি কিডন্যাপ করবে সেইজন্যেই স্যার আপনাকে একা ছাড়তোনাহ। কিন্তু স্যারের একদিন দেরী হওয়ায় আপনি বোকামী করে বেরিয়ে গেলেন একা। ঢাকায় বসদের মধ্যে শুধু স্যার ছিলো তাই তাকেই আসতে হলো, কিন্তু সেদিনো উনি কিন্তু আপনাকে ওই ড্রাগের নাম করে ঘুমের ইনজেকশন দিয়েই বাচিয়ে দিয়েছিলো। আর আপনি বাড়ি ফেরার পর আপনাকে এইজন্যেই বকেছিলো যে কেনো একা বেরোলেন।

আমার চোখের সামনে সবটা ভেসে উঠল ওই দুই বারেই ও আমি ঠিক যেখানে যেখানে ব্যাথা পেয়েছি সেখানে সেখানে চুমু দিয়ে আদর করে দিতো ওকারণেই ছলছলে চোখ নিয়ে সরি বলতো। অভ্র আবার বলল
.
– এরপর আপনার বোনের এনগেইজমেন্টের দিন ওই গুলিটা করেছিলো আরেকটা সন্ত্রাসী দল তারা আপনাকে মারতে চেয়েছিলো কারণ তারা চাইতনা যে ফাইলটা ঐ দল পেয়ে যাক তাহলে ঐ দলের প্রভাব বেরে যাবে। কিন্তু স্যার আপনাকে বাচিয়ে ছিলো। কিন্তু ঐ সন্ত্রাসী দলের একজনকেও বাচতে দেয়নি স্যার সবাই ব্রাশফায়ার এ শেষ করে দিয়েছে।
.
সজীব ভাইয়া: আমাদের অগচরে ছেলেটা একা একা এতো কিছু করে গেছে আর আমরা…
.
অভ্র নিজের চোখের কোণের পানিটা মুছে আবার বলতে শুরু করল
.
– কিন্তু বিপদ হলো সেদিন মিস হিয়ার বিয়ের পর ম্যাম স্যার কে না বলেই তার ল্যাবে চলে গেলো, ম্যামের ওপর স্যারের সবসময় নজর থাকে তাই স্যার সবটা আগেই জেনে গেছিলো তাই স্যার ম্যাম যাবার আগেই পুরো ল্যাব ফাকা করে দেয় তারপর ম্যাম ওখানে ওসব পোশাক দেখে স্যারকে ভূল বোঝে। তাই স্যার ম্যামকে ওখান থেকে নিয়ে গিয়ে নিজের বাংলোতে জোর করে আটকে রাখে। কারণ স্যার নিরুপায় ছিলো মিশন কম্প্লিট হবার আগে সে কোনোমতেই ম্যামকে সত্যিটা জানাতে পারতেন না আর ম্যাম কে ছেড়ে দিলে উনি সবাঈ সবটা বলে দিতেন আর সব প্লান ভেস্তে যেতো।
.
আপি: কিন্তু ওমন একটা সিচিউশনে বিয়েটা কেনো করলো অনিকে? তাও জোর করে?
.
অভ্র: কারণ ওনাকে নিয়ে যাবার পরের দিন স্যার ফোন করে ওই তিনজন বসকে ওরা বলে যে ওরা আসছে। ওরা ওইদিনি আসছে শুনে স্যার চিন্তায় পরে যায়। কারণ ওরা এলে ম্যামকে নানা ভাবে টর্চার করবে, ফাইল পেলে মেরে ফেলার প্লান তো আছেই। তখনি ওনার মাথায় বিয়ের কথাটা আসে আর যাই হোক ইসলাম শরীয়ত মতে বিয়ে করা ওই টিমেরে একজন বসের বউয়ের সাথে ওরা মিসবিহেভ করবেনা সেইজন্যেই ম্যামকে বাধ্য করে ওনাকে বিয়ে করতে। তারপর ঐ তিনজনের সামনে মিথ্যে গল্প বলে ম্যানেজ করে নেয়। সেই কারণেই ওরা ম্যামকে ফিসিকাল টর্চার করে নি।

আমি পুরো স্তব্ধ হয়ে গেছি নরার শক্তিটাও পাচ্ছিনা কী শুনছি এসব আমি? অভ্র ভাইয়া বলল
.
– এবার আসি ইলেক্ট্রিক শক এর কথায়। ওইদিন আপনি এতোবার স্যারকে রিকোয়েস্ট করার পরেও স্যার ভাবলেশহীণভাবে বসে আপেল খাচ্ছিলো তাইনা? কিন্তু আপনাকে শক দেওয়ার আগেই লোডশেডিং হয়ে যায়? ঠিক তো?
.
আমি চুপকরে ওর দিকে তাকিয়ে আছি। অভ্র বলল
.
– সেদিন লোডশেডিং হয়নি স্যার নিজেই নিজের লোক দিয়ে বিদ্যুৎ সংযোগ কাটিয়েছিলো। তখন ওনার শান্ত ভাবে বসে থাকার দুটো কারণ ছিলো এক ওদের সামনে সিনক্রিয়েট করলে সব ভেস্তে যাবে আর দুই উনি জানতেন ওরা আপনাকে শক দিতে পারবেনা।
.
আমার মনে হচ্ছে কেউ আমার শ্বাস নালী কেটে দিয়েছে এতো কষ্ট হচ্ছে শ্বাস নিতে। অভ্র বলল
.
– এরপর স্যার নিজেই চেয়েছিলো যে আপনি ফাইলটা কোথায় আছে বলুন কারণ সেটাই টেরোরিস্টদের সবাইকে এক জায়গায় আনার একমাত্র উপায়। কিন্তু আপনি বলেননি স্যার কে, তাই স্যার বাধ্য হয়েই পরিবারের সবাইকে তুলিয়ে আনে উনি জানতেন এতে সবার চোখে কতোটা খারাপ হয়ে যাবে তবুও পরোয়া করেনি কারণ ওনার কাছে সবার আগে ছিলো আপনার প্রাণ। তাই সকলের ওইসব ভয়াবহ কথাও মুখ বুজে হজম করেছে।
.
এবার সবাই কাদছে। আর আমি স্হির দৃষ্টিতে অভ্রর দিকে তাকিয়ে আছি। অভ্র বলল

– তবে অদ্ভুত ব্যাপার কী জানেন ম্যাম? উনি প্রথম দিকে একবারো নিজের নির্দোষ হবার প্রমাণ জোগারে অতো ইন্টারেস্ট দেখায়নি ওনার লক্ষ্য ছিলো শুধু আপনাকে বাচাতে হবে। কিন্তু উনি টেরোরিস্ট টিমে ঢোকার পর কোনো ব্লাস্টে কেউ মারা যায়নি কারণ উনি আগেই সবাইকে সরিয়ে দিতেন। উত্তরার ঐ ব্লাস্টেও কেউ মারা যায়নি ওনারি কারণে, সবাইকে বাচাতে তাড়াহুরো করে পৌছতে গিয়ে ওনার এক্সিডেন্ট ও হয়েছে কিন্তু উনি তবুও ঐ কাটাছেড়া শরীর নিয়ে সবাইকে সরালেও একজন ভেতরে থেকে যায় তাকে বাচানোর চেষ্টা করতে গিয়ে স্যারের পিঠের অংশ খানিকটা পুরে যায়, কিন্তু দুর্ভাগ্য যে বাচাতে পারেনি। আর ঐ দিনি ঐ শরীর নিয়েই ওনাকে ইউ কে যেতে হয়েছিলো এই কেসেরি কাজে।
.
আন্টি: এবার আমার মনে পরল ঐদিন আমি ওর পিঠে চাপড় মেরেছিলাম বলে ও কেনো চেচিয়ে উঠেছিলো এতো কষ্ট সহ্য করেও কাউকে কিচ্ছু বুঝতে দেয়নি ছেলেটা।
.
অভ্র: কিন্তু ইউকে থেকে এসে ম্যামের অবস্হা দেখে স্যার স্তব্ধ হয়ে গেছিলো। উনি ভাবতেও পারেনি যে ম্যাম ওনার এক সপ্তাহ না থাকায় এতো কষ্ট পাবে। সেদিন উনি আমার কাছে এসে বলেছিলো, ” আমাকে বাচতে হবে অভ্র আমার কিছু হয়ে গেলে আমার মায়াবিনী শেষ হয়ে যাব।” আর সেদিন থেকেই উনি নিজের নির্দোষ হবার প্রমাণ জোগারেও মনোয়োগ দিয়েছিলো শুধু আপনার জন্যে। গত চারদিন আগে উনি নিজে সব প্রমাণ প্রশাসন কে দিয়ে অপারেশন এর প্লান রেডি করে।
.
আদিব ভাইয়া ভাঙা গলায় বলল
.
– এসব আমাদের আগে বলেনি কেনো?
.
অভ্র: কীকরে বলতো? এটা একটা রাষ্ট্রীয় মিশন ছিলো, আর এই মিশন কম্প্লিট হবার আগে কাউকে এটা সম্পর্কে কিচ্ছু বলতে পারতোনা সেটা যতো কাছের লোকই হোক। এমনকি ম্যামকেও না।

এবার সবাই থ মেরে দাড়িয়ে চোখের পানি ফেলছে। আর আমার কেমন লাগছে আমি নিজেই বুঝতে পারছিনা। নিরবতা ভেঙ্গে অভ্র বলল
.
– আপনারা ভাবছেন তো যে এসব আমি কীকরে জানি? এসবের কিছু অংশের প্রত্যক্ষ সাক্ষী আমি আর কিছু স্যার নিজে বলেছেন। আমিই তো ছিলাম একমাত্র যাকে উনি নিজের মনের কথা বলে একটু হলেও হালকা হতে পারতেন।
.
কেউ বলার মতো কিছুই খুজে পাচ্ছেনা নিরবে সবার চোখ দিয়ে অবিরাম ধারায় পানি পরছে। অভ্র আবার বলল
.
– তবে কী জানেন ম্যাম স্যারের প্লানটা নিখুত ছিলো, সব টেরোরিস্ট দের এক জায়গায় এনে এরেস্ট করেছে। আপনাদের একটা ঘরে আটকে রেখেছিলো যাতে আপনাদের কোনো ক্ষতি হয়নি। কিন্তু ওনার প্লানে একটা ঘাপলা রয়ে গেছিলো। উনি ভাবতেই পারেননি যে আপনি? যাকে উনি নিজের সবটা দিয়ে ভালোবেসেছে সেই ওনার বুকে গুলি চালিয়ে দেবে।
.
আমি পাথরের মতো দাড়িয়ে আছি আর সবাই চুপ। অভ্র অবারো চোখ মুছে বলল
.
– আপনি জানেন ম্যাম আপনাকে যতোবার ইনজেকশন পুশ করতো ততোবার উনি নিজের হাতের ঠিক ওই জায়গাতেই অজস্রবার সুচ দিয়ে আঘাত করতো। নাহ নিজেকে শাস্তি দিতে নয়। আপনার কষ্টটাকে দশগুন বেশি করে অনুভব করার জন্য।
.
আমার মনে পরলো দুই বারি ওর হাতের কনুইয়ের নিচের দিকটায় হাত লাগায় ওর ‘আহ’ করে ওঠাটা।

অভ্র: যদিও স্যার আমাকে বলছিলো এমনকি ঐ অফিসারদের ও বলেছিলো যদি ঐ অপারেশন এ ওর মৃত্যু হয় তাহলে যাতে আপনাদের সত্যিটা না জানাই তাতে আপনারা কষ্ট পাবেন, সহ্য করতে পারবেনা। উনি এটাও বলেছেন উনি আপনাদের ঘৃণা সহ্য করে নেবে কিন্তু আপনাদের কষ্ট সহ্য করতে পারবে না। সব ঠিক থাকলে উনিই বলবেন।
.
সবাই কাদছে এখন আদ্রিয়ান এর জন্যে, কিছুক্ষণ আগেও কেদেছিলো কিন্তু এখনকার কান্নায় কষ্টের সাথে অনুসূচনা অপরাধবোধ বোধও মিশ্রিত হয়ে আছে। এমন কিছু তো নেই যেটা আদ্রিয়ানকে শুনতে হয়নি। নিজের মায়ের মুখে নিজের মৃত্যু কামনাও শুনেছে। কিন্তু আমি কাদতে পারছিনা আমার বুকের ভেতরটা ভার হয়ে আছে চাপা কষ্টে বুক ফেটে যাচ্ছে, নিশ্বাস ও ভারী হয়ে আসছে। অভ্র আবার বলল
.
– ওই অপারেশন এ ওনার মৃত্যু হতে পারে এটা ভেবে বাংলাদেশে ওনার যতো প্রপার্টি, ব্যাংক ব্যালেন্স, সব ম্যামের নামে লিখে দিয়েছে সেদিন সকালে, এমনকি ওনার মৃত্যুর পর ওনার এবরোট এও যাযা আছে সব ম্যামে পাবেন সেই উইল এও সাইন করে গেছে।
.
আমি এবার পুরু পাথর হয়ে গেছি। কী করেছি আমি এটা? যেই ছেলেটা শুধু আমার জন্যে নিজের সব বাজি রাখলো এমনকি মরার আগেও আমাকে নিজের সব দিয়ে যেতে চেয়েছে সেই ছেলেটাকে আমি নিজের হাতে..? কেনো বুঝতে পারলাম না আমি ওকে? ও তো দ্বায়বদ্ধ ছিলো তাই আমায় কিছু বলতে পারেনি কিন্তু আমি কেনো বুঝতে চেষ্টা করলাম না ওর মনের কথা? কেনো ওর বুকে লুকিয়ে রাখা কষ্টটাকে দেখতে পেলাম না? কেনো বিশ্বাস করতে পারলাম না ওকে?
.
অভ্র: আপনাকে আমি দোষ দেবোনা ম্যাম! কিন্তু আপনি একটু ঠান্ডা মাথায় নিজের রাগ কে প্রায়োরিটি না দিয়ে যদি স্যারের কার্যকলাপ লক্ষ্য করতেন তাহলে হয়তো স্যারের ব্যাপারটা কিছুটা হলেও বুঝতে পারতেন।
.
আমি নির্জিব পাথরের মতো দাড়িয়ে আছি। হঠিৎ আদ্রিয়ানের বলা কথাগুলো মনে পড়লো

” আমার জীবনের প্রথম নারী তুমি এবং শেষ নারী তুমিই হবে। আমি প্রথম তোমাকেই অন্য নজরে দেখেছি এই চোখ সেই নজরে আর কাউকে দেখতে পারবেনা, আমি প্রথম তোমাকেই স্পর্শ করেছি অন্য কাউকে আর সেই অধিকার দিতে পারবোনা।
.
– এতোটা বিশ্বাস তোমার নিজের ওপর?
.
– উমহুম এতোটাই বিশ্বাস আমার তোমার ওপর!
.
আমি একটু অবাক হলাম ওর কথায় ও মুচকি হেসে বলল
.
– হুম আমার বিশ্বাস আছে তোমার ওপর তুমি আমায় তোমাকে ছেড়ে যেতেই দেবেনা। এমন কোনো কারণই তৈরী হতে দেবেনা যার জন্যে আমায় তোমাকে ছেড়ে যেতে হয়!”
.
” – আপনি আমার মনের কথা কীকরে বুঝে জান বলুন তো?”
.
– শুধু ভালোবাসলেই হয়না জানপাখি নিজের ভালোবাসার মানুষটাকে বুঝতে জানতে হয়”

” – জানো প্রথমে একটা ভয় কাজ করতো যে তুমি কখনো আমাকে অবিশ্বাস করবে না তো? আমার না বলা কথা গুলো বুঝে নিতে পারবে তো? কিন্তু এখন আর সেই ভয় নেই কারণ এখন আমি জানি সাড়া পৃথিবীও যদি আমার বিরুদ্ধে সাক্ষী দেয় তবুও তুমি আমাকেই বিশ্বাস করবে, আর আমার মুখে কিছু বলতে হবে না আমার চোখ দেখেই আমার মনের কথা পড়ে ফেলতে পারবে।
.
– যদি এমন না হয়?
.
ও কিছুক্ষণ চুপ থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল
.
– তাহলে ভাববো আমার বিশ্বাসটাই ঠুনকো ছিলো! ”
.
এসব মনে করে আমি বুক হুহু করে উঠলো।
– আমি নিজের হাতে গুলি করেছি আমার, আদ্রিয়ানকে নিজের হাত? আমার আদ্রিয়ানের বিশ্বাসের মান রাখতে পারিনি আমি বুঝিনি ওকে! কতোটা কষ্ট দিয়েছি আমি ওকে? কতো যন্ত্রণা সহ্য করেছে আমার জন্য ও। আর আজ তো আমি ওকে শেষই করে দিলাম। আমারো বাচার কোনো অধিকার নেই কোনো অধিকার নেই।
এসব বলতে বলতে নিজেই নিজেকে বিভিন্ন কিছু দিয়ে আঘাত করতে লাগলাম সবাই থামাতে চাইছে আমায় কিন্তু আমি থামবোনা শেষ করে দেবো নিজেকে। বিভিন্ন জায়গায় কেটে গেছে আমার রক্ত পরছে । একপর্যায়ে আপি এসে আমার গালে থাপ্পড় মারলো আমি শান্ত চোখে তাকাতেই আপি জরিয়ে ধরল আমাকে। আর তখনি ওটির লাইট অফ হয়ে গেলো।
এসব মনে করে আমি বুকের মধ্যে হুহু করে উঠলো।
.
– আমি নিজের হাতে গুলি করেছি আমার আদ্রিয়ানকে নিজের হাতে? আমার আদ্রিয়ানের বিশ্বাসের মান রাখতে পারিনি আমি, বুঝিনি ওকে! কতোটা কষ্ট দিয়েছি আমি ওকে? কতো যন্ত্রণা সহ্য করেছে আমার জন্য ও। আর আজ তো আমি ওকে শেষই করে দিলাম। আমারো বাচার কোনো অধিকার নেই কোনো অধিকার নেই।

এসব বলতে বলতে নিজেই নিজেকে বিভিন্ন কিছু দিয়ে আঘাত করতে লাগলাম সবাই থামাতে চাইছে আমায় কিন্তু আমি থামবোনা শেষ করে দেবো নিজেকে। বিভিন্ন জায়গায় কেটে গেছে আমার রক্ত পরছে । একপর্যায়ে আপি এসে আমার গালে থাপ্পড় মারলো আমি শান্ত চোখে তাকাতেই আপি জরিয়ে ধরল আমাকে। আর তখনি ওটির লাইট অফ হয়ে গেলো। আপি দুই হাতে জরিয়ে ধরে রেখেছে আমাকে। তারপর আমার বাহু ঝাকিয়ে বলল
.
– পাগল হয়ে গেছিস তুই? নিজেকে শেষ করতে চাইছিস? শূধুমাত্র তোকে বাচাতে আদ্রিয়ান নিজের সবটা দিয়ে দিলো আর তুই সেই জীবনটা শেষ করে ওর সেই ত্যাগকে অসম্মান করছিস? আদ্রিয়ানের আজ কী হবে জানিনা কিন্তু তোকে বাচতে হবে আদ্রিয়ানের জন্যে বাচতে হবে!
.
অভ্র: হ্যা ম্যাম স্যার শুধুমাত্র আপনাকে বাচাতে নিজের সবটা ত্যাগ করেছে তাই আপনি আপনার জীবনটাকে এতোটা তুচ্ছ ভাবতে পারেননা।
.
আমার কানে আবারো আদ্রিয়ানের বলা কথা ভেসে এলো।
.
“আর কখনো এরকম করোনা। আমি থাকি বা না নাকি তোমাকে থাকতে হবে, আমি না বাচলেও তোমাকে বাচতে হবে, যদি আমার কিছু হয়েও যায় তবুও তুমি বাচবে, এটাই জানবে যে আমি আছি তোমারমধ্যেই আছি, আর তারচেয়েও বড় কথা আমি তোমাকে না বলে কোথাও যাবোনা।”
.
আমি এবার আপিকে জরিয়ে ধরে কেদে দিলাম। কিন্তু ওটির লাইট বন্ধ হওয়াতে সবাই দাড়িয়ে ওটির দরজার দিকে তাকিয়ে আছে। প্রথমে ইফাজ ভাইয়া বেড়িয়ে এলো কিন্তু ওনার মুখ দেখে সকলেরই আত্না কেপে উঠলো। আদিব ভাইয়া গিয়ে বলল

– ভ্ ভাইয়া কেমন আছে আদ্রিয়ান?
.
ইফাজ ভাইয়া চুপ করে আছে আপি আমাকে ধরে রেখেই বলল
.
– ইফাজ প্লিজ বলো! ঠিক আছে তো ও আর কোনো বিপদ নেই তো?
.
জাবিন: জিজু চুপ করে আছেন কেনো বলুননা আমার ভাইয়া ঠিক আছে।
.
কিন্তু এবারেও ইফাজ ভাইয়ার নিরবতা দেখে কেউ কিছু জিজ্ঞেস করার সাহস পেলোনা। আন্টিতো কেদেই চলেছে। সবার মধ্যে ভয় বিরাজ করছে আর আমি? আমি চুপচাপ দাড়িয়ে তাকিয়ে আছি ইফাজ ভাইয়ার দিকে। এরপরেই যে ডক্টর সার্জারী করেছে সে বরিয়ে এলো। আব্বু উঠে দাড়িয়ে বলল
.
– ডক্টর অপারেশন সাকসেসফুল হয়েছে তো?
.
ডক্টর চুপ করে আছে এবার আর আঙ্কেল চুপ থাকতে পারলোনা কোনোমতে উঠে দাড়িয়ে বলল
.
– ডক্টর প্লিজ বলুন কেমন আছেন আমার ছেলে?
.
এবার ডক্টর মুখ খুললেন উনি মাথা উঠিয়ে বললেন

– আমরা গুলিটা বার করে দিয়েছি কিন্তু..
.
অভ্র উত্তেজিত হয়ে বলল
.
– কিন্তু কী ডক্টর?
.
ডক্টর: অপারেশনের আগে এবং অপারেশনের সময় প্রচুর পরিমাণে ব্লেডিং হয়েছে, যদিও রক্তের এরেন্জমেন্ট হয়ে গেছে ব্লাট দেয়া হয়েছে তবেহ..
.
ইশরাক ভাইয়া: তবে কী?
.
ডক্টর: এই সময় স্যার এর নিজে থেকে রেসপন্স করতে হবে, কিন্তু অবাক করা বিষয় স্যার নিজে থেকে রেসপন্স করা তো দূর নিজের শরীরকে আরো ছেড়ে দিচ্ছেন। আর সেটা ইচ্ছাকৃতভাবে। এমন মনে হচ্ছে যে উনি বাঁচতে চাইছেনই না।
.
আদিব ভাইয়া: হোয়াট?
.
সবার কান্নার বেগ বেড়ে গেলো। আর আমার নিশ্বাস ক্রমশ ভারী হয়ে আসছে দম বন্ধ হয়ে যাচ্ছে।
.
ডক্টর : আর যে নিজেই বাচতে চায়না তাকে বাচিয়ে আনাটা খুব কঠিন।
.
ইফাজ ভাইয়া: আর ও সম্ভবত এক সপ্তাহ যাবত প্রচুর মেনটাল ট্রেস এর মধ্যে আছে, রাতে কম ঘুমিয়েছে আর খাওয়া দাওয়ার একেবারেই অনিয়ম করেছে যার ফলে ওর বডির ইমিউনিটি একেবারেই কমে গেছে আর সেই কারণে সারভাইব করতে আরো প্রবলেম হচ্ছে।

অভ্র: মেনটাল প্রেশারে তো ছিলেনই তারওপর খাওয়া দাওয়াও ঠিক করে হয়তো করতে না।
.
ডক্টর আর ইফাজ ভাইয়ার কথাগুলো শুনে আমার সব ফাকা হয়ে গেলো। এতোটা অভিমান করেছো তুমি আমার ওপর আদ্রিয়ান? যে বাচতেই চাইছোনা? প্রতিবেলা জোর করে নিজের হাতেই খাইয়ে দিতে আমাকে তুমি কিন্তু আমি? আমিতো একবার জিজ্ঞেস পর্যন্ত করিনি যে তুমি খেয়েছো কি না! প্রতি রাতে মাথায় বিলি কেটে ঘুম পারিয়ে দিয়েছো আমায়, আর আমিতো তোমার খবর ও নেই নি! কেনো করলাম আমি ওসব? কেনো?
.
ডক্টর বলল
.
– ওনাকে এখন আই সি ইউ তে সিফট করা হবে। এখন শুধু ওপর ওয়ালাকে ডাকুন উনি একমাত্র ভরসা।
.
এইবলে ডক্টর চলে গেলেন। আপি ইফিজ ভাইয়াকে সবটা জানালো, সবটা শুনে ইফাজ ভাইয়াও স্তব্ধ হয়ে গেলো। আন্টি কাদতে কাদতে বলল
.
– সব আমার জন্যে হয়েছে আমি কিছু না জেনে না বুঝেই এই মুখ দিয়ে ওর মৃত্যু কামনা করে ফেলেছি। গুলি লেগে পরে থাকা অবস্হায় দুই দুইবার আমাকে মা বলে ডেকেছিলো কিন্তু আমি যাইনি আমার ছেলের কাছে। আজ সেই পাপের শাস্তিই আমার আল্লাহ আমাকে দিচ্ছেন। আমার ঐ পাপের শাস্তি আমার ছেলেটাকে দিওনা আল্লাহ। মাফ করে দাও আমায়।
.
আঙ্কেল: এতোটাই আঘাত করেছি আমরা আমাদের ছেলেকে যে ওর বাচার ইচ্চেটাই আর নেই।
.
আব্বু আঙ্কেলকে শান্তনা দিয়ে বলল

– আমরাও কী কিছু কম বলেছি নাকি ছেলেটাকে? এখন আল্লাহর ওপর ভরসা রাখ উনি সব ঠিক করে দেবে।
.
ইফাজ: এতো আঘাত সহ্য করেও যে একটা মানুষ এভাবে নিস্বার্থভাবে সবার কথা ভাবতে পারে সেটা আদ্রিয়ানকে না দেখলে জানতেই পারতাম নাহ।
.
আদিব ভাইয়া: এতোবড় ভূলটা কীকরে করলাম? কীকরে?
.
বলেই ওয়ালে একটা পাঞ্চ মারলো
.
জাবিন: আমি বলেছিলাম তোমাদের যে আমার ভাইয়া খারাপ নাহ। কিন্তু তোমারা শোনোনি যা নয় তাই বলেছো আমার ভাইয়াকে।
.
সবাই নিরবে কেদে চলেছে। আর আমি আস্তে করে ফ্লোরে বসে পরলাম। অভ্র বলল
.
– আপনাদের এই মুহূর্তে এসব বলা উচিত কী না আমি জানিনা কিন্তু না বলেও পারছিনা। কিন্তু আপনারা ওনাকে যেই আঘাত করেছেন না সেটা একটা মানুষকে ভেঙ্গে গুরিয়ে দেবার জন্যে যথেষ্ট। উনিও ভেঙ্গে গেছিলেন তবে ভেতর দিয়ে বাইরে দিয়ে কাউকে বুঝতে দেয়নি কারণ ওনার কাধে যে অনেক বড় দ্বায়িত্য ছিলো।
.
এটুকু বলে অভ্র একটা শ্বাস নিলো তারপর বলল

– একটা কথা বলুন তো? আপনারা সবাই তো স্যারকে খুব ভালোকরেই জানতেন? একবারো মনে হয়নি যে স্যার এরকম করতে পারেন না? বাকি সবার কথা ছেড়ে দেই, আঙ্কেল আন্টি অপনারা? আপনারা তো ওনাকে জন্ম দিয়েছেন। ছোটবেলা বড় করেছেন, যাকে অপনারা জন্ম থেকে দেখে আসছেন চিনে আসছেন, তার এতোদিনের সবকিছু ভুলে, ঐ দুদিন আপনারা যা দেখলেন যা শুনলেন সেটাই মেনে নিলেন? অার যা নয় তাই বলে দিলেন?
আর মিঃ আদিব এবং ইশরাক আপনারা তো ওনার বেস্ট ফ্রেন্ড তাইনা? ছোটবেলা থেকে চেনেন ওনাকে? এতো কাছে থেকেও ওনাকে বুঝতে পারেননি অপনারা? এতোটুকু বুঝতে পারেননি ওনার দ্বারা কী করা সম্ভব আর কী না?
বাকিরাও তো সবাই স্যারকে মোটামুটি চিনতেন কারো মনে প্রশ্ন জাগলো না?
আর ম্যাম আপনি একটা কথা বলুন তো এই ছয়মাসে স্যারের সাথে থেকেও আপনার মনে হলো স্যারের ভালোবাসা অভিনয়? সিরিয়াসলি?
.
আমি ফ্লোরে বসে নিরবে কেদে চলেছি।
.
অভ্র: আপনারা কেউ স্যারকে বোঝার চেষ্টা করেননি। যা দেখেছেন যা শুনেছেন সেটাই বিশ্বাস করে গেছেন। তাইতো আজ স্যারকে…
.
এটুকু বলেই থেমে গেলো। হঠাৎ দুজন নার্স আই সি ইউ এর দিকে ছুটে গেলো। সেটা দেখে ইফাজ ভাইয়া বলল

– আই সি ইউ তে তো আদ্রিয়ান আছে। ওর কিছু হয়নি তো..
.
শুনেই চমকে উঠলাম আমি। এক মুহূর্ত দেরী না করে উঠে দৌড়ে গেলাম আই সি ইউ এর দিকে ওরা চেষ্টা করেও আমাকে থামাতে পারেনি। ওখানে গিয়ে দেখি আই সি ইউ এর দরজা বন্ধ। আমি কাচের মধ্যে দিয়ে তাকিয়ে দেখলাম আদ্রিয়ানের মুখে অক্সিজেন মাস্ক লাগানো, ও প্রচুর জোরে জোরে শ্বাস নিচ্ছে। এতোই জোরে শ্বাস নিচ্ছে যে ওর শরীর হালকা ওপরে উঠে যাচ্ছে। যেটা দেখে আমার মনে হচ্ছে কেউ আমার কলিজা টেনে ছিড়ে ফেলছে। আমি আর সহ্য করতে না পেরে জোরে জোলে আই সি ইউ এর দরজা ধাক্কাতে ধাক্কাতে বললাম
.
– দরজাটা খুলুন। কী হয়েছে আমার আদ্রিয়ানের? ও এমন করছে কেনো? দরজা খুলুন?
.
ততোক্ষণে সবাই চলে এসছে সবাই। আপি আর জাবিন মিলে আমাকে সরাতে চাইছে আমি কাদতে কাদতে বললাম
.
– দেখোনা আদ্রিয়ান ভেতরে কতো কষ্ট পাচ্ছে ওরা দরজা খুলছেনা। প্লিজ ওদের খুলতে বলো দরজাটা। তোমরা জানোনা ও আমাকে বলেছে আমি ওর বুকে মাথা রাখলে ওর সব কষ্ট দূর হয়ে যায়। আমি গিয়ে ওর বুকে মাথা রাখলেই ওর কষ্ট কমে যাবে। আমাকে ভেতরে যেতে দাও।
.
আব্বু: মামনী এটা আই সি ইউ! ভেতরে ওর ট্রিটমেন্ট চলছে, দেখবে ও ঠিক হয়ে যাবে।

কিন্তু এই উত্তর আমাকে একেবারেই শান্ত করতে পারলোনা তাই আমি আরো জোরে ধাক্কাতে লাগলাম। কেউ থামাতে পারছেনা আমাকে, আওয়াজে একপর্যায়ে ডক্টর বেরিয়ে এসে বলল
.
– কী করছেন কী আপনারা? পেশেন্ট এর অবস্হা এমনিতেই খুব খারাপ হয়ে যাচ্ছে। প্লিজ আই সি ইউ তে এভাবে গন্ডগল করবেন
.
আমি কাদতে কাদতে বললাম
.
– আমাকে ভেতরে দিন ডক্টর প্লিজ!
.
– পাগল হয়ে গেছেন আপনি? এতে পেশেন্ট এর অবস্হা খারাপ হতে পারে। এমনিতেই অবস্হা ভালো নয়।
.
এবার ইফাজ ভাইয়া বলল
.
– ওকে যেতে দিন ডক্টর। ও গেলে পেসেন্ট এর অবস্হা খারাপ হবেনা কিন্তু পেসেন্ট এর রিকভার করার চান্স আছে
.
– মিঃ ইফাজ আপনি একজন ডক্টর হয়ে এসব বলছেন?
.
ইফাজ ভাইয়া হেসে বলল
.
– সাইন্স এর আরেকটা দিক কিন্তু আছে ডক্টর সাইকোলজি মানে মনবিজ্ঞান। আর সেই সাইন্সের ওপর ভিত্তি করেই কথাটা বলছি।
.
– ওকেহ আপনি যখন বলছেন তখন..

আমাকে অনুমতি দিতেই আমি ছুটে গেলাম আদ্রিয়ানের কাছে, ও এখোনো ওভাবেই শ্বাস নিচ্ছে, মনিটরে তাকিয়ে দেখলাম অবস্হা খুব খারাপ, ডক্টর এসে বলল
.
– ওহ সিট! এভাবে চললে তো উনি কিছুক্ষণের মধ্যেই..
.
আমি চমকে উঠলাম। আদ্রিয়ানের হাত ধরে বেডের কাছে ফ্লোরে হাটু ভেঙ্গে বসে পরলাম। ওর হাত ধরে ওর দিকে তাকিয়ে বললাম
.
– আদ্রিয়ান তুমি এটা করতে পারোনা, ছেড়ে যেতে পারোনা তুমি আমাকে এভাবে, মানছি একটা ভূল করে ফেলেছি তার এতো বড় শাস্তি দিয়োনা আমাকে, আমি আর কক্ষণো তোমাকে অবিশ্বাস করবো না আর কক্ষণো তোমায় কষ্ট দেবোনা, এখন থেকে তোমার সব কথা শুনবো আমি, একটুও অবাধ্য হবোনা তবুও আমাকে ছেড়ে যেওনা প্লিজ।
.
দরজায় দাড়িয়ে ওরা সবাই কাদছে, এমনি ডক্টর নার্স দের চোখ দিয়েও পানি পরছে ওরা আটকাচ্ছেনা আমাকে, আমি কিছুক্ষণ কাদতে কাদতে শ্বাস নিয়ে উঠে বেডে ওর পাশে বসে আবার বললাম
.
– আদ্রিয়ান তুমি না আমাকে কথা দিয়েছিলে যে আমাকে না বলে কোথাও যাবেনা তুমি সেই কথার খেলাপ করতে পারোনা আদ্রিয়ান। তুমিতো্ তুমিতো কথার খেলাপ করোনা তাইনা? প্লিজ!
.
আদ্রিয়ান এখোনো জোরে শ্বাস নিচ্ছে আমি বললাম
.
– তোমার কষ্ট হচ্ছে তাইনা? তুমিতো বলো আমি তোমার বুকে মাথা রাখলেই তোমার সব কষ্ট দূর হয়ে যায়? ঠিকাছে আমি তাই করছি।

বলেই ওর বুকে মাথা দিয়ে কাদতে লাগলাম। ডক্টর বাধা দিতে গিয়েও দিলোনা। অনেক্ষণ পর হঠাৎ করেই আদ্রিয়ানের জোরে শ্বাস নেয়া কমে খেলো, সেটা দেখে ভয় পেয়ে চমকে উঠে তাকালাম ওর দিকে। ডক্টর মনিটরের দিকে তাকিয়ে আদ্রিয়ানকে চেক করে বলল
.
– ইট’স আনবিলিভএবল। পেসেন্ট নিজে থেকে রেসপন্স করছে। আর সবকিছু নরমাল কন্ডিশনেও আসছে ধীরে ধীরে।
.
এটা শুনে সবাই সস্তির নিশ্বাস নিলো। ডক্টর বলল
.
– ইউ ওয়ার রাইট ডক্টর ইফাজ মিরাক্কেল হয়। আজ সেটা নিজের চোখে দেখলাম।
.
বিকেলে মধ্যে আদ্রিয়ানের বিপদ কেটে গেলো। সন্ধ্যায় ওকে কেবিনে দেওয়া হবে। বিকেল বেলা সবাই জোর করে আমাকে বাড়িতে নিয়ে গেলো। সাওয়ার নেওয়ার পর আপি জোর করে একটু খাইয়ে দিলো কারণ সকাল থেকে না খেয়ে আছি। সন্ধ্যারপর গিয়ে দেখি আদ্রিয়ানকে কেবিনে দেওয়া হয়েছে তবে আজকে ওর জ্ঞান ফিরবে না। সবাই আমাকে বাড়িতে গিয়ে রেস্ট নিতে বলেছে আমি নাছড়বান্দা সেদিন সারারাত হসপিটালেই ছিলাম রাতে আপি আমি, অভ্র আর ইফাজ ভাইয়া ছিলাম, আন্টি অসুস্হ হয়ে পরেছে তাই নিয়ে গেছে আঙ্কেল, পরেরদিন সকাল সকাল সবাই চলে এলো হসপিটালে, জাবিন একটু অসুস্হ তাই পরে আসবে। আদ্রিয়ানের জ্ঞান ফেরেনি এখোনো ডক্টর এসে বলে গেছে চিন্তার কারণ নেই, ঘন্টা খানেকের মধ্যে জ্ঞান ফিরে আসবে। সবাই বাইরে বসে ওয়েট করছি কখন জ্ঞান ফিরবে।

ঘন্টাখানেক পর হঠাৎ একজন নার্স এসে বলল আদ্রিয়ানের জ্ঞান ফিরেছে। সবাই ছুটে গেলো আমিও গেলাম কিন্তু দরজার আমি ঠাই দাড়িয়ে রইলাম, আমি ভাবছি যে কোন মুখে গিয়ে দাড়াবো ওর সামনে? আমি না ওকে বিশ্বাস করতে পেরেছি আর না ওর বিশ্বাসের মান রাখতে পেরেছি, এমনকি আমার জন্যে ওকে মৃত্যুর সাথেও লড়তে হয়েছে। আপি এসে বলল
.
– কী রে? ভেতরে আয়?
.
আমি না বোধক মাথা নারলাম। আপি আমাকে জোর করে নিয়ে গেলো। গিয়ে দেখি আদ্রিয়ান বালিশে হেলান দিয়ে মাথা নিচু করে বসে আছে। আমি একদৃষ্টিতে তাকিয়ে আছি ওর দিকে। নার্স সুপের বাটি দিয়ে গিয়ে বলল আদ্রিয়ানকে খাইয়ে দিতে। আদ্রিয়ান একবার আমার দিকে তাকিয়ে আবার মাথা নিচু করে বসে রইলো। আন্টি এবার বলল
.
– এখন কেমন লাগছে বাবাহ? অনি ওকে সুপ টা খাইয়ে দে মা।
.
আঙ্কেল: বুকে ব্যাথা করছে আর? কোথাও কষ্ট হচ্ছে না তো?
.
আদিব ভাইয়া: কীর‍ে তোর ওভাবে বসতে কষ্ট হচ্ছে?
.
ইশরাক ভাইয়া: কী হলো বল?
.
আদ্রিয়ান এবার অবাক হয়ে তাকালো সবার দিকে। সবাই নানা কথা জিজ্ঞেস করছে আর ও অবাক হয়ে তাকিয়ে আছে হয়তো হঠাৎ সবার এইরকম অনুগতপূর্ণ কথা হজম হচ্ছে না। তাই অবাক হয়ে দরজায় দাড়িয়ে থাকা অভ্রর দিকে তাকালো, অভ্র চোখের ইশারায় বলল যে হ্যা ও সব সত্যিটা সবাইকে জানিয়ে দিয়েছে। সেটা দেখে এবার আদ্রিয়ান একটা তাচ্ছিল্যের হাসি দিলো তারপর জোরে একটা নিশ্বাস দিলো, সবাই ওর আচরণে একটু অবাক হলো তবুও আন্টি বলল

– কী রেহ বাবা কথা কেনো বলছিস না আমাদের সাথে?
.
আদিব ভাইয়া: সমস্যা হচ্ছে তোর কোনো?
.
এভাবে সবাই নানা কথা বলছে এবার আদ্রিয়ান মাথা তুলে হালকা চেচিয়ে ডাকল
.
– অভ্র?
.
অভ্র দরজা থেকে এসে বলল
.
– জ্বী স্যার?
.
– আমার ক্লান্ত লাগছে আই নিড রেস্ট, তাই কেবিন খালি করো আমার ডিসটার্ব হচ্ছে।
.
সবাই অবাক হয়ে গেলো আদ্রিয়ানের কথায়। কারো মুখে কথা নেই। আদ্ররিয়ান আজ পর্যন্ত নিজের পরিবারের কারো সাথে এতোটা রুড হয় নি কখনো। আদিব ভাইয়ারাও অবাক। আমিও বেশ অবাক হয়ে তাকিয়ে আছি। আঙ্কেল কাপা গলায় বলল
.
– আদ্রিয়ান তু..
.
কথাটা শেষ করার আগেই আদ্রিয়ান বলল
.
– অভ্র কিছু বলেছি অামি তোমাকে?

অভ্র মাথা নিচু করে ফেললো, চেচিয়ে কথা বলতে আদ্রিয়ানের কষ্ট হচ্ছে তাই কেউ আর এই মুহুর্তে সিনক্রিয়েট না করে এক এক করে বেরিয়ে গেলো, আন্টি কান্নাজরিত চোখে তাকিয়ে থেকে চলে গেলো। কিন্তু আমি গেলাম না। আমি ধীর পায়ে গিয়ে ওর সামনে বসলাম। সেটা দেখে আদ্রিয়ান আমার দিকে না তাকিয়েই ভ্রু কুচকে অভ্রকে বলল
.
– অভ্র আমি পুরো ফাকা করতে বলেছি কেবিনটা!
.
আমি আহত দৃষ্টিতে একবার তাকালাম ওর দিকে তারপর নিজেকে সামলে সুপের বাটি হাতে নিয়ে নিচের দিকে তাকিয়েই বললাম
.
– ডক্টর খেয়ে নিতে বলেছে তোমায়। সুপটা খাইয়ে দিয়েই আমি চলে যাবো।
.
ও এবারেও আমার দিকে না তাকিয়েই সেই একি তাচ্ছিল্যের হাসি দিয়ে তারপর চড়া গলায় বলল
.
– আমি প্রতিবন্ধি নই যে কাউকে আমায় খাইয়ে দিতে হবে। আমি নিজের হাতে খেতে পারি, আর যদি নাও পারি তো সেটা আমি বুঝে নেবো। অভ্র তুমি কেবিন খালি করো।

আমি সুপের বাটিটা টেবিলে রেখে ছলছলে চোখে তাকালাম ওর দিকে। ও বাটিটা নিয়ে নিজেই খেতে লাগল। বা হাতে ব্যাগ পরানো ওর তাই এক হাতেই বেশ কষ্ট করে চুমুক দিয়ে একটু একটু করে খাচ্ছে। অভ্র ভয়ে কিছু বলছেনা। আমার চোখ থেকে এক ফোটা পানি গড়িয়ে পরল।
– আমি প্রতিবন্ধি নই যে কাউকে আমায় খাইয়ে দিতে হবে। আমি নিজের হাতে খেতে পারি, আর যদি নাও পারি তো সেটা আমি বুঝে নেবো। অভ্র তুমি কেবিন খালি করো।
.
আমি সুপের বাটিটা টেবিলে রেখে ছলছলে চোখে তাকালাম ওর দিকে। ও বাটিটা নিয়ে নিজেই খেতে লাগল। বা হাতে ব্যাগ পরানো ওর তাই এক হাতেই বেশ কষ্ট করে চুমুক দিয়ে একটু একটু করে খাচ্ছে। অভ্র ভয়ে কিছু বলছেনা। আমার চোখ থেকে এক ফোটা পানি গড়িয়ে পরল। তবুও বললাম
.
– আদ্রিয়ান অসুবিধা হচ্ছে এভাবে খেতে, আমি খাইয়ে দিচ্ছি।
.
এবার ও বেশ বিরক্তিকর মুখ বানিয়ে ভ্রু কুচকে আমার দিকে তাকিয়ে বলল
.
– আপনার কী সত্যিই মনে হচ্ছে আমি এইসব ন্যাকামোর মুডে আছি?
.
ওর মুখে আপনি শুনে অবাক হলাম জলভর্তি চোখে ওর দিকে তাকালাম আর ও চোখ সরিয়ে খাওয়ার চেষ্টা করতে লাগল। আমার সেই রাতের কথা মনে পড়লো

[ – দুপুর থেকে এখোনো কিছু খাইনি আসলে খাওয়ার সময় পাইনি খুব খিদে পেয়েছে, আর ক্লান্ত ও লাগছে হাত দিয়ে খেতে ইচ্ছে করছেনা একটু খাইয়ে দেবে?
.
– আপনার মনে হয় আমি এসব ন্যাকামোর মুডে আছি?
.
আদ্রিয়ান ভ্রু কুচকে বললো
.
– এতে ন্যাকামোর কী দেখলে?
.
– আমার কাছে ন্যাকামোই এগুলো। প্রতিবন্ধি না আপনি! নিজে পারলে খান না পারলে যা খুশি করুন।
.
আদ্রিয়ান কিছুক্ষণ তাকিয়ে রইলো আমার দিকে যেটা ওর দিকে না তাকিয়ে ও বুঝেছি আমি। তারপর বলল
.
– আচ্ছা। ]
.
সেইরাতের কথা মনে পরতেই চোখ বন্ধ করে শ্বাস নিলাম একটা। এখন বুঝতে পারছি সেদিন ও কতোটা কষ্ট পেয়েছিলো আমার আচরণে। ওর দিকে তাকিয়ে বললাম
.
– আদ্রিয়ান তুমি..
.
আদ্রিয়ান খাওয়া ছেড়ে ভ্রু কুচকে আমার দিকে তাকিয়ে বলল

– তুমি? তুমি শব্দটা তো কাছের মানুষের জন্যে তাইনা? আর এস আই নো আমি কারো কাছের মানুষ হবার যোগ্য নই তাই ওই শব্দটা ইউস করবেন না।
.
আমি এবারেও অবাক হলাম ওর কথায়। ওর প্রতিটা কথায় যে একটা চাপা অভিমান আছে সেটা খুব ভালোভাবে বুঝতে পারছি। তাই আমি কান্নাজরিত কন্ঠে বললাম
.
– আদ্রিয়ান আমি..
.
আমার কথা শেষ হবার আগেই আদ্রিয়ান বলল
.
– অভ্র তুমিকি শুনতে পাওনি কী বলেছি?
.
আমি অভ্রর দিকে তাকালাম, ও মুখ কাচুমাচু করে দাড়িয়ে আছে। বেচাড়া বুঝতে পারছেনা যে কোন দিকে যাবে। আদ্রিয়ানের কথাও অমান্য করতে পারছেনা, আর আমাকেও যেতে বলতে পারছেনা। অভ্র চুপ করে আছে বলে আদ্রিয়ান রেগে জোরে বলল
.
– অভ্র..
.
বলেই ও হালকা কাশতে লাগল। আমি তাড়াতাড়ি উঠে বললাম
.
– আদ্রিয়ান প্লিজ তুমি জোরে কথা বলোনা তোমার কষ্ট হচ্ছে অ্ আমি চলে যাচ্ছি।
.
বলেই কেবিন থেকে বেরিয়ে এলাম আমি। খুব কান্না পাচ্ছে এই মুহুর্তে। সবাই বুঝতে পেরেছে যে কী হয়েছে তবুও কেউ কিচ্ছু বললো না। আপি এসে এক হাতে জরিয়ে ধরলো আমাকে

আঙ্কেল: এমন কেনো করছে ও? মৃত্যুর মুখ থেকে ফিরে এলো কোথায় আমরা ওর কাছে থাকবো সেখানে ও আমাদের সবাইকে এভাবে দূরে সরিয়ে দিচ্ছে?
.
আব্বু: এটাই তো স্বাভাবিক। ছেলেটার মনে অনেক বড় আঘাত দিয়ে ফেলেছি আমরা।
.
আদিব ভাইয়া: এর আগে আগে ওকে এতো রুড হতে দেখি নি।
.
আন্টি এখনো কান্না করছে, এভাবেই আমরা সারাদিন কেবিনের বাইরেই বসে ছিলাম। কারণ আদ্রিয়ান নাকি অভ্র বাদে কাউকে কেবিনে ঢুকতে দিতে বারণ করেছে। বিকেলের দিকে জাবিন এলো। ও এসে দেখে আমরা কেবিনের বাইরে টুলে বসে আছি। সেটা দেখে জাবিন বলল
.
– একি তোমরা এখানে এভাবে বসে আছো কেনো? ভাইয়ার কাছে যাওনি তোমরা?
.
আমরা কেউ কিছু না বলে চুপ করে আছি, জাবিন কিছু বুঝলোনা। তাই ও জোর আমাদের নিয়েই কেবিনে ঢুকলো। আদ্রিয়ান মাথা তুলে তাকাতেই দেখলো আমরা দাড়িয়ে আছি। ও কিছু বলতে যাবে তখনি ওর চোখ পড়ল জাবিনের দিকে। জাবিনকে দাড়িয়ে কাদছে, আদ্রিয়ান মুচকি হেসে হাত বাড়িয়ে দিলো, জাবিন দৌড়ে গিয়ে আদ্রিয়ানকে হালকা করে জরিয়ে ধরে কাদতে থাকল , আদ্রিয়ান জাবিনের মাথায় হাত বুলিয়ে বলল
.
– এই পাগলী এভাবে ফ্যাচফ্যাচ করে কাদছিস কেনো? ঠিক আছি আমি!

জাবিন কাদতে কাদতেই বলল
.
– জানিস কতোটা ভয় পেয়ে ছিলাম? আমিতো ভেবেছিলাম…
.
বলেই আরো জোরে কাদতে লাগল। আদ্রিয়ান বলল
.
– ওয়ে ছিচকাদুনী এবার থাম। মরে যাইনি আমি এখোনো বেচে আছি
.
– ভাইয়া..!
.
– আচ্ছা বাবাহ সরি হয়েছে?
.
এবার আদ্রিয়ান আমাদের দিকে তাকালো, তারপর জোরে বলল
.
– অভ্র?
.
অভ্র তাড়াহুরো করে এসে বলল
.
– ইয়েস স্যার?
.
– আমাকে আর কতোদিন থাকতে হবে এখানে?
.
– স্যার আরো তিনদিন?

আদ্রিয়ান বিরক্ত হয়ে বলল
.
– কেনো? আমার কী আরো তিনটে সার্জারী হবে নাকি?
.
অভ্র খানিকটা ইতোস্তত করে বলল
.
– না মানে… তিনদিন অবসারভেশন এ রাখতে হবে আপনাকে তাই!
.
আদ্রিয়ান বিরক্ত হয়ে বসে আছে, তারপর অভ্রকে বলল
.
– ওকেহ দেন এই তিনদিন হসপিটালে আমার কেবিনের ধারেকাছেও যাতে কেউ না থাকে আর যদি থাকে তো ওই মুহূর্তে হসপিটাল থেকে বেরিয়ে যাবো। জাহান্নামে যাক অবসারভেশন!
.
সবাই আহত দৃষ্টিতে তাকালো, জাবিন অবাক হয়ে বলল
.
– ভাইয়া?
.
আদ্রিয়ান জাবিনের দিকে তাকিয়ে বলল
.
– তোকেও থাকতে হবেনা এখানে মাঝেমাঝে এসে দেখে যাস। তবে যদি একা আসতে পারিস তবেই আসবি সাথে করে কোনো সাঙ্গপাঙ্গ যদি আনিস তাহলে তোরও আসার দরকার নেই।
.
আদিব ভাইয়া গিয়ে বলল
.
– আদ্রিয়ান তুই…
.
আদ্রিয়ান এবারেও কথাটা শেষ করতে না দিয়ে বলল
.
– অভ্র তুমি জানো, আমি যা বলি সেটা করি এটা সবাই জানে। একমিনিট! জাস্ট এক মিনিটের মধ্যে যদি কেবিনটা খারি না করো। তাহলে আমি এই মুহুর্তে এই হসপিটাল থেকে বেড়িয়ে যাবো। এইসব ডিসটার্বেন্স আমার জাস্ট সহ্য হচ্ছেনা
.
সবাই খুব ভালো করেই জানে আদ্রিয়ান যা বলে ঠিক তাই করে। তাই সবাই একরাশ দুঃখ নিয়ে বেরিয়ে গেলো এক এক করে, আমি কিছুক্ষণ তাকিয়ে রইলাম ওর দিকে তারপর চোখ মুছে বেড়িয়ে গেলাম। ঐদিন সবাই বাসায় চলে এলাম। এভাবেই তিনদিন পার হয়ে গেলো কিন্তু এই তিনদিনে আদ্রিয়ানের সাথে দেখা হওয়া বা কথা বলার সুযোগ অভ্র আর জাবিন ছাড়া কারোর হয়নি। কারণ সেই সুযোগটাই আদ্রিয়ান কাউকে দেয়নি। কারণ এই তিনদিনেও আদ্রিয়ানের মনে সবার প্রতি জমে থাকা অভিমান একচুলও কমে নি। সবাই অনেক চেষ্টা করেছে কোনো লাভ হয়নি। আজ আদ্রিয়ানকে রিলিস করে দেওয়া হবে হসপিটাল থেকে। তাই আজকে সবাই যাবে হসপিটালে, আমিও গেলাম তিনদিন ধরে দেখিনা ওকে আজকে সেই দেখার লোভটা সামলাতে পারলাম নাহ।

হসপিটালের সবাই দাড়িয়ে আছি আদ্রিয়ানের বেড়িয়ে আসার অপেক্ষায়। বেশ কিছুসময় আদ্রিয়ান বেড়িয়ে এলো এখন ও মোটামুটি সুস্হ কিন্ত বা হাতে ব্যাগ পড়ানো। ও আমাদের দেখেও না দেখার ভান করে চলে যেতে নিলেই আঙ্কেল ডাকল
.
– আদ্রিয়ান?
.
আদ্রিয়ান দাড়িয়ে গেলো। আঙ্কেল ছলছলে চোখে জোরিয়ে ধরতে গেলেই আদ্রিয়ান হাতের ইশারা দিয়ে তাকে বাধা দিলো। তারপর মুচকি হেসে বলল
.
– কাম অন মিস্টার খান কী করছেন? আমার মতো ছেলেকে ছুলে আপনার হাত নোংরা হয়ে যাবে তো। আমাকে টাচ করে নিজেকে নোংরা করবেন না প্লিজ!
.
সবাই একদম স্তব্ধ হয়ে গেলাম আদ্রিয়ানের কথা শুনে। আদ্রিয়ান ও যে এভাবে কথা বলতে পারে কারো ধারণাতেও ছিলোনা। আর আঙ্কেলকে মিস্টার খান বলে ডাকাতেও সবাই অবাক। আঙ্কেল আর কিছু বলার শক্তি পাচ্ছে না, অবাক হয়ে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। আন্টি কাদো কাধো হয়ে বলল
.
– এখোনো রাগ করে থাকবি বাবা? মায়ের সাথেও কথা বলবি না?
.
আদিব ভাইয়া কোনোমতে বলল
.
– আদ্রিয়ান এমন করে কথা কেনো বলছিস?
.
আদ্রিয়ান কারো কথার কোনো উত্তর দিলোনা। হেটে চলে যেতে নিলে আঙ্কেল বলল

– বাড়ি ফিরবি না?
.
আদ্রিয়ান আঙ্কেলের দিকে না তাকিয়েই বলল
.
– বাড়িতেই ফিরছি।
.
– তাহলে আমাদের সাথে চল?
.
– ফর ইউর কাইন্ড ইনফরমেশন আমি আপনাদের বাড়ি যাচ্ছিনা, আমি আমার নিজের বাংলোতে যাচ্ছি
.
আন্টি কেদে দিয়ে বলল
.
– কী বলছিস তুই? তুই তোর বাড়িতে ফিরবিনা?
.
আদ্রিয়ান আন্টির কথার উত্তর দিলো না। সবাই কেমন যেনো একটা থম মেরে গেছে আদ্রিয়ানের এমন কঠোর রূপ এর আগে কেউ দেখেনি তাই কেউ চেয়েও মুখ দিয়ে কথা বের করতে পারছেনা। আদ্রিয়ান এবার বলল
.
– বাড়ি সেটাকেই বলে যেখানে নিজের আপন লোক থাকে, আর যাদের ভালোবাসা আর বিশ্বাস শুধুমাত্র কিছু প্রমাণ এর ওপর নির্ভর করে তারা পরিচিত হতে পারে কিন্তু আপনলোক না। অভ্র এসো।
.
যেতে নিলেই জাবিন কেদে কেদে বলল
.
– ভাইয়া?
.
আদ্রিয়ান জাবিনের মাথায় হাত রেখে বলল
.
– এই ছাগলনী কাদছিস কেনো? আমি মাঝে মাঝে কলেজে গিয়ে তোর সাথে দেখা করে আসবো
.
জাবিন কিছু না বলে কাদতে লাগল। আদ্রিয়ান একটা দীর্ঘশ্বাস নিয়ে এগোতে গেলেই আমার দিকে ওর চোখ পরল। আমি ছলছলে চোখে তাকিয়ে বললাম
.
– আদ্রিয়ান?
.
– এখন আপনারো কী কীছু বলার আছে?

আমি কিছু বলতে পারছি না সব কথা আজকে যেনো গলায় আটকে যাচ্ছে। আদ্রিয়ান একটা দীর্ঘশ্বাস নিয়ে চলে গেলো। আমি ওকে পেছন পেছন ডাকতে ডাকতে ছুটে গেলেও ও থামলোনা গাড়িতে উঠে চলে গেলো। ও যাওয়ার সাথে সাথেই সবাই চোখের জল ফেলতে লাগল। সবাই হয়তো বুঝতে পারছে যে ওকে সবাই কতোটা আঘাত করেছিলো।
.
এভাবেই দিন কাটতে লাগল, আদ্রিয়ান ওর বাংলোতেই থাকে। কেউ কোনো যোগাযোগ রাখতে পারেনি ওর সাথে, কারণ কেউ জানেনা আদ্রিয়ান ওর ওই বাংলোটা কোথায়? আর আমি ঐ বাংলোতে থাকলেও ঐ বাংলো কোথায় আর রাস্তা কোনোটা জানিনা। আদ্রিয়ানকে অনেকবার কল করেছি কিন্তু ও রিসিভ করেনি, প্রতিবারি কেটে দিয়েছে। কেউই আদ্রিয়ান এর সাথে যোগাযোগ করতে পারেনি, তাই অভ্রর সাথে কথা বলে ওর খবর নেয় সবাই।
.
দিনগুলো বিষের মতো কাটছিলো আমার, সারাদিন ঘরবন্দি করে রাখি নিজেকে। এমনি খাবারটাও রুমে দিয়ে যেতে হয়। আপিও শশুর বাড়িতে। খুব বেশি মিস করি আদ্রিয়ানকে। ওর দুষ্টুমি, ভালোবাসা, বকা দেওয়া সব কিছুকেই মিস করি। নিজের ওপরি রাগ হয় এখন কেনো করলাম এরকম? কেনো একটু বিশ্বাস করলাম না ওকে? বিশ্বাস নাই বা করলাম কিন্তু ওকে এভাবে কষ্ট কেনো দিলাম? মন শুধু বলছিলো একবার ফিরে এসো আদ্রিয়ান প্লিজ!

আজ আদালতে আসতে হয়েছে আমাকে, কারণ ঐ টেরোরিস্ট দের কেসের সাক্ষী দিতে হবে। আমার সাথে বাড়ির সবাই এসেছে, আদ্রিয়ানের পরিবারের সবাই এসছে। আমার চোখ শুধু আদ্রিয়ানকে খুজছে। বেশ কিছুক্ষণ পর আদ্রিয়ান এলো, ওকে দেখেই ভেতরটা আতকে উঠলো আমার, একদম নিস্তেজ হয়ে আছে মুখটা, চোখ হালকা লাল হয়ে আছে, চুলগুলোও হালকা উস্কোখুস্কো। কিন্তু আমাদের কারোদিকে তাকালো অবধি না! কোর্ট তাই কেউ তখন আর কিছু বললোনা। আমাকে সাক্ষি দিতে ডাকা হলে সাক্ষি দেবার এক পর্যায়ে জয় কাডগরার পাশে দাড়িয়ে থাকা পুলিশের গানটা হাতে তুলে আমাকে শুট করতে যাচ্ছিলো ঠিক তখনি কেউ ওর হাতে গুলি করল, তাকিয়ে দেখি আদ্রিয়ান রাগান্বিত চোখে জয়ের দিকে গান তাক করে দাড়িয়ে আছে। আমি ওর দিকে কৃতজ্ঞতার চাহনী দিলেও ও একপলক আমার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিয়েছে। আর ঐ একপলক তাকিয়েছিল আমি ঠিক আছি কী না দেখতে সেটা আমি জানি। আদালতে সব সাক্ষী প্রামাণের পর ঐ তিনজনেরই ফাসির আদেশ দেওয়া হলো। সবাই বাইরে বেরোনোর পর যখন দ্বীপ জয় আর রিক কে আমাদের সামনে দিয়ে নিয়ে যাচ্ছে তখন আদ্রিয়ান বলল
.
– দাড়ান!
.
অফিসাররা থেমে গেলো আর ও ঐ তিনজনের সামনে গিয়ে দাড়ালো। রিক দাত করমর করে বলল
.
– যদি আগে জানতে পারতাম যে তুই তিনবছর আমাদের টিমে থেকে আমাদেরই পিঠে ছুড়ি মারছিস। আগেই খালাস করে দিতাম তোকে।
.
আদ্রিয়ান মুচকি হেসে বলল অনেকটা আলসেমি ঝেড়ে বলল
.
– আমাকে মারার এবিলিটি এখোনো তোদের হয়নি। যাই হোক যেটা করতে এসছি..
.
বলেই রিকের সামনে গিয়ে ওর ডান হাত টা ধরল। রিক বলল
.
– ও্ ওই কী করছিস?

আদ্রিয়ান রিকের হাতের দিকে তাকিয়ে বলল
.
– এই হাতটা আমি সেদিনি মার্ক করে রেখেছিলাম যেদিন তুই ওর হাত ধরেছিলি। ( আমাকে দেখিয়ে ) কিন্তু তখন কিছু করা যেতোনা তাই কোনোরকমে নিজের পা নাড়িয়ে যতোটা সম্ভব রাগ কন্ট্রোল করার চেষ্টা করতে হয়েছে
.
আমার সেদিনের ঘটনাটা মনে পরলো ও এইজন্যেই ওভাবে পা নাড়চ্ছিলো? আদ্রিয়ান আবার বলল
.
– কিন্তু এই হাতটা রেড মার্কিং সেদিনি করেছি যেদিন তুই ওর গালে হাত দিতে গেছিলি। আজ আর কোনো বাদ্ধবাধকতা নেই আমার তাই…
.
বলেই ওর হাতটা মুচরে ধরল। রিক চেচিয়ে উঠল। আদ্রিয়ান দাতে দাত চেপে বলল
.
– যেই মেয়েটার দিকে কেউ অন্য দৃষ্টিতে তাকালে অবধি আমার সহ্য হয়না, তার হাত ধরেছিস তুই? তার গালে হাত দিতে গেছিলি তুই? তার সৌন্দর্য নিয়ে কমেন্ট করেছিস তুই? আর তুই ভাবলি আমি সেটা হজম করে নেবো?
.
বলেই ওর হাত কী করল কে জানে? শুধু একটা আওয়াজ পেলাম আর রিক জোরে চিৎকার করে উঠল। কারোই বুঝতে বাকি রইলো না যে আদ্রিয়ান রিকের ওই হাত ভেঙ্গে দিয়েছে। তারপর বলল
.
– এবার যতোদিন বাচবি? এই ভাঙ্গা হাত নিয়েই বাচ।
.
অভ্র হেসে বলল

– স্যার মনে তো হয়না এই হাত দিয়ে আর এই জন্মে কিছু করতে পারবে।
.
ঠিক তখনি দ্বীপ বলল
.
– কার জন্যে এসব করছিস? যার জন্যে এতো ঢং করলি সেতো নিজেই তোকে যমের দোয়ার থেকে ঘুরিয়ে এনেছে।
.
এটা শুনে আদ্রিয়ান শান্ত চোখে আমার দিকে তাকালো আর আমি মাথা নিচু করে ফেললাম। আজ আমার জন্যে ওকে এটাও শুনতে হলো! কীকরে করলাম আমি এটা? কীকরে?
.
আদ্রিয়ান ইশারা করতেই অফিসার ওদের নিয়ে চলে গেলো। এবার সবাই আদ্রিয়ান এর কাছে গেলো। কিন্তু ও শুধু জাবিনের কাছে গিয়ে বলল
.
– কেমন আছিস?
.
– তোকে ছাড়া কীভাবে ভালো থাকবো বল? প্লিজ ভাইয়া চলে আয় না?
.
– আমিতো বলেছি আমি মাঝেমাঝেই এসে দেখা করে যাবো তোর সাথে।
.
জাবিন আর কিছু বললোনা। ও যেতে নিলেই আব্বু বলল
.
– আদ্রিয়ান? সকলের একটা ভূল হয়েছে মানছি। কিন্তু সেই ভূলের শাস্তিটা কী এতোটাই বড়?
.
আদ্রিয়ান আব্বুর দিকে তাকিয়ে বলল
.
– আমি কীকরে কাউকে শাস্তি দেবো বলুন? বরং সবাইকে মুক্তি দিচ্ছি
.
আপি: কেউ তোমাকে ছাড়া ভালো নেই আদ্রিয়ান!
.
আদিব ভাইয়া এবার আদ্রিয়ানের কাধে হাত রেখে বলল
.
– দেখ ভাই ভূল করে ফেলেছি একটা তাই বলে এভাবে দূরে সরে থাকবি? তুই তো আমাদের বন্ধুর চেয়েও ভাইটা বেশী।
.
ইশরাক ভাইয়া: ঠিক তাই তুই একবার..
.
আর কিছু বলার আগেই আদ্রিয়ান বলল

– বন্ধু? আবার ভাইও ? এক্সকিউস মি? কিন্তু আমিতো কারো বন্ধু হবার যোগ্যই না। আমিতো স্বার্থপর ! আর একজন স্বার্থপর মানুষ কারো বন্ধু হতে পারেনা।
.
আদিব ভাইয়া: আদ্রিয়ান?
.
অনেকেই ওকে মানাতে অনেক কথা বলল। আমি শুধু তাকিয়ে আছি আদ্রিয়ানের দিকে একটা ধাক্কা মানুষকে কতোটা কঠোর করে দিতে পারে সেটাই দেখছি। আদ্রিয়ান আবারো যেতে নিলে আন্টি বলল
.
– বাবা। নিজের মায়ের সাথেও কথা বলবিনা?
.
আদ্রিয়ান মুচকি হেসে বলল
.
– সরি? আমি আপনার ছেলে? কিন্তু আমি যতোদূর জানি আমিতো একটা অভিশাপ। আপনার গর্ভকেও অভিশপ্ত করে দিয়েছি আমি! তাই আমার মতো অভিশাপের দূরে থাকাই বেটার।
.
ইফাজ ভাইয়া আদ্রিয়ানের কাধে হাত রেখে বলল
.
– অনি অনেক কষ্ট পাচ্ছে আদ্রিয়ান।
.
ও একবার আমার দিকে তাকালো তারপর বলল
.
– কিন্তু কেনো? আমিতো ওর সব কষ্টের কারণ ! ওর জীবনটাই তো নষ্ট করে দিয়েছি আমি। আমি না থাকলে তো ওর ভালো থাকার কথা তাইনা?
.
বলেই ও পাশ কাটিয়ে চলে গেলো। সবাই স্তব্ধ হয়ে দাড়িয়ে আছে, কেউ কিছু বলার শক্তি পাচ্ছেনা। এবার আমিও ওর পেছনে ছুটে গেলাম ও গাড়িতে ওঠার আগেই আমি ওর হাত ধরে নিলাম। ও ভ্রু কুচকে বলল
.
– কী সমস্যা আপনার?

– আদ্রিয়ান এমন করোনা। আমি মানছি যে আমি ভূল করে ফেলেছি কিন্তু..
.
– কোনো ভূল করেন নি আপনি। আপনার জায়গায় যে কেউ থাকলে এটাই করতো।
.
ও কথায় বেশ কষ্ট লাগছে তাই জোরে কেদে দিয়ে বললাম
.
– আদ্রিয়ান তুমি কেনো এমন করছ? মানছি আমার ভূল হয়ে গেছে তাই বলে তুমি?
.
বলেই মাথা নিচু করে কাদতে লাগলাম, ও এবার আমার চোখের পানি মুছে দিয়ে বলল
.
– আমি বলেছিলাম যাই হয়ে যাক না কেন, আমার বুকে আঘাত করোনা। বুকের আঘাতের ক্ষত শুকিয়ে গেলেও ব্যাথা কমেনা। সহ্য করতে পারবোনা আমি সেটা। কিন্তু তুমি.. যাক বাদ দিন এসব।
.
বলেই একটা দীর্ঘশ্বাস নিয়ে গাড়িতে উঠে পরল, অভ্র কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজেও উঠে পরল গাড়িতে। ওর গাড়িটা চলে যেতেই আমি হাটু ভেঙ্গে বসে পরলাম আজ চিৎকার করে কাদতে ইচ্ছে করছে আমার। কেনো এরকম হলো? কেনো?
.
– আমি বলেছিলাম যাই হয়ে যাক না কেন, আমার বুকে আঘাত করোনা। বুকের আঘাতের ক্ষত শুকিয়ে গেলেও ব্যাথা কমেনা। সহ্য করতে পারবোনা আমি সেটা। কিন্তু তুমি.. যাক বাদ দিন এসব।

বলেই একটা দীর্ঘশ্বাস নিয়ে গাড়িতে উঠে পরল, অভ্র কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজেও উঠে পরল গাড়িতে। ওর গাড়িটা চলে যেতেই আমি হাটু ভেঙ্গে বসে পরলাম আজ চিৎকার করে কাদতে ইচ্ছে করছে আমার। কেনো এরকম হলো? কেনো? আপি এসে আমার পাশে বসে আমাকে জরিয়ে ধরল। আমি আপিকে জরিয়ে ধরে অস্ফুট স্বরে কাদতে কাদতে বললাম
.
– আপি কেনো এমন করছে ও? আমিতো বলেছি আমার ভূল হয়ে গেছে। প্লিজ ওকে ফিরে আসতে বলোনা আপি, আমি পারছিনা ওকে ছাড়া থাকতে।
.
আমার কান্না দেখে সেদিন ওরাও কেদে ফেলেছিলো। আন্টি আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল
.
– তুই আমাদের বাড়িতে চলে আয় মা। তুই তো এখন আমার বাড়ির বউ। আমার বাড়ির সৌভাগ্য তুই ঐ বাড়িতে গেলে আদ্রিয়ান ও ঠিক ফিরে আসবে
.
– না আন্টি ওই বাড়িতে এখন আমি যেতে পারবোনা। যার স্ত্রী হবার পরিচয় নিয়ে যাবো সেইতো নেই ওখানে আমি কোন অধিকারে যাবো? যেদিন আমি ঐ বাড়ি যাবো সেদিন আদ্রিয়ানের হাত ধরেই যাবো।
.
আমার কথার উত্তরে ওরা আর কিছু বলেনি। কিন্তু সেদিন আমার কান্না এক মুহুর্তের জন্যেও কেউ থামাতে পারেনি।
.
.
সাথীর ডাকে স্মৃতি থেকে বেড়িয়ে এলাম। তাড়াতাড়ি চোখ মুছে ফেললাম। তারপর সাথির দিক তাকিয়ে বলল
.
– কিছু বলবে?
.
– ম্যাম এখন কী কফি খাবেন আপনি?
.
আমি মিষ্টির দিকে তাকালাম। আমার পেটে মুখ গুজেই ঘুমিয়ে গেছে। অতীত ভাবতে ভাবতে বুঝতেই পারিনি যে কখন ঘুমিয়ে গেছে। আমি সাথির দিকে তাকিয়ে বললাম
.
– না এখন লাগবেনা। তুমি যাও রেস্ট করো।
.
সাথি চলে যেতেই আমি মিষ্টিকে বালিশে শুইয়ে দিয়ে ওর কপালে একটা চুমু দিলাম, ছয় বছর কতোটা সময় পার হয়ে গেছে? সব ঠিক থাকলে আজকের দিনটা অন্যরকম হতো আদ্রিয়ান। কতো সুন্দর একটা সংসার হতো আমাদের। মিষ্টি তোমাকে বাবাই বলে ডাকতো। কিন্তু এখন সব শুধুই একটা সপ্ন মাত্র। ভেবেই একটা দীর্ঘশ্বাস ফেলে মিষ্টিকে জরিয়ে ধরে শুয়ে পরলাম। দুই ঘন্টা ধরে ওকে বুকে জরিয়ে ধরে শুয়ে আছি, ঘুম আসেনি। হঠাৎ ই মিষ্টির দিকে তাকিয়ে দেখলাম ও আস্তে আস্তে চোখ খুললো। আমি মুচকি হেসে বললাম।
.
– আজকে সূর্য কোনদিকে উঠেছে হুম যাকে বকেও বিকেলে একটু শোয়াতে পারিনা সেই মেয়ে দুই ঘন্টা ঘুমোলো?

মিষ্টি চোখ ডলে একটা হাই তুলে ঘুম তুলে উঠে বসে বললো
.
– কেনো তুমি সকালে সূর্য দেখোনি?
.
আমি চোখ ছোট ছোট করে তাকালাম ওর দিকে একদম বাপের কার্বন কপি, ওকে কেউ কিছু বলে পচাতে পারবেনা উল্টে যে সেই চেষ্টা করবে তাকেই পচিয়ে দেবে। তারপর একটা ছোট্ট নিশ্বাস দিয়ে আমিও উঠে বসে বললাম
.
– আজকাল বড্ড বেশি দুষ্টু হয়ে গেছো তুমি।
.
ও ইনোসেন্ট ফেস করে মাথা নাড়িয়ে বলল
.
– উমহুম একটুও হইনি। আমিতো গুড গার্ল।
.
আমি হেসে দিলাম ওর কথায় তারপর ওকে কোলে বসিয়ে সাথিকে ডাকলাম। সাথি এসে বলল
.
– জ্বী ম্যাম। ও বাবাহ মিষ্টি সোনা জেগে গেছে?
.
মিষ্টি নাক ফুলিয়ে বলল
.
– তো কী সারাদিনই ঘুমোবো নাকি মনি? তুমি আসলেই বোকা
.
সাথি হেসে বলল
.
– হ্যা আমি আসলেই বোকা।
.
মিষ্টি খিলখিলিয়ে হেসে দিলো সাথে আমি আর সাথিও। আমি হাসতে হাসতেই সাথিকে বললাম
.
– মিষ্টির জন্যে মিল্ক শেইক আর আমার জন্য কফি নিয়ে এসো প্লিজ!
.
– আচ্ছা
.
মিষ্টি এবারেও গাল ফুলিয়ে বলল
.
– আম্মু মিল্ক শেইক না চকলেট ড্রিংক

আমি মুখটা একটু সিরিয়াস করে বললাম
.
– মিষ্টি.. দুইদিন ধরে চকলেট ড্র্রিক খাচ্ছো, রোজ রোজ একজিনিস খেলে পুষ্টি হয় বলো? আজকে মিল্ক শেইক খেয়ে নাও?
.
মিষ্টি ঠোট ফুলিয়ে তাকিয়ে রইলো তারপর বললো
.
– আচ্ছা
.
সাথি হেসে চলে গেলো আমিও মুচকি হেসে ওকে জরিয়ে ধরে ওর কপালে চুমু দিলাম। ও এমনিতে খুব দুষ্টু কিন্তু আমার কোনো কথা অমান্য করেনা। এরপর আমি ওকে বুকে জরিয়ে ধরে বললাম
.
– এবার বলোতো সোনা? বিকেলে এভাবে মন খারাপ করে কেনো ছিলে?
.
ও এবার মুখটা কালো করে বলল
.
– মাম্মা.. আমার সব ফ্রেন্ডরা ওদের ফ্যামিলর সাথে থাকে, দাদু দিদা, চাচু, ফুপি সবার সাথেই। হিয়াজও ওদের ফ্যামিলির সাথে থাকে তাহলে আমরা কেনো থাকিনা?
.
আমি ওকে বুকে জরিয়ে রেখেই একটা শ্বাস নিলাম। তারপর বললাম
.
– কীকরে থাকবো বলো? তোমার মাম্মাকে তো রোজ হসপিটালে যেতে হয়! আর আমাদের ফ্যামিলি যেখানে থাকে সেখান থেকে হসপিটাল অনেক দূর তাই তো যেতে পারিনা।
.
– হুম
.
এরমধ্যেই সাথি চলে এলো কফি আর মিল্ক শেইক নিয়ে তারপর সেগুলো হাতে নিয়ে মিষ্টিকে নিয়ে ব্যালকনিতে ওকে একটা চেয়ারে বসিয়ে ওর সামনাসামনি একটা চেয়ারে বসলাম। তারপর দুজনে মিলে চের্স করে একসাথে খেতে খেতে বিভিন্ন দুষ্টমি করতে লাগলাম।
.
মাঝরাতে মিষ্টির ডাকে ঘুম ভাঙলো উঠে বসে হাই তুলে চোখ ছোট ছোট করে ওর দিকে তাকিয়ে দেখি ও হাসিমুখে বসে আছে। আমি এবার অসহায় কন্ঠে বললাম
.
– মিষ্টি প্লিজ ডোন্ট সে কী তুমি এখন আইস্ক্রিম খেতে যেতে চাও!
.
মিষ্টি হাসি মুখেই মাথা নাড়ল অর্থাৎ হ্যা! আমি এবার বেশ করুন চোখে তাকালাম ওর দিকে, মিষ্টি একদম কিউট একটা ফেস করে বলল
.
– প্লিজ মাম্মা।
.
আমি ওর দিকে তাকিয়ে ফিক করে হেসে দিলাম তরপর অভ্রকে ফোন করলাম। অভ্র আমাকে কিচ্ছু বলার সুযোগ না দিয়ে নিজেই বলল

– আজকেও এখন আইসক্রিম পার্লার খোলাতে হবে?
.
– হুমম ( অসহায়ভাবে )
.
– আচ্ছা আমি আসছি
.
– না না তোমাকে আসতে হবেনা। জাস্ট পার্লার খোলাও, আমি নিয়ে আসছি ওকে।
.
– আচ্ছা
.
বলেই ফোনটা রেখে ওর দিকে তাকিয়ে বললাম
.
– চলুন!
.
মিষ্টি হেসে দিয়ে আমার গলা জরিয়ে ধরল। তারপর ওকে কোলে করে ওকে নিয়ে বেরিয়ে গেলাম তারপর ওকে ফ্রন্ট সিটে বসিয়ে আমি ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট করলাম। এরপর পার্লারে গিয়ে গাড়ি থামাতেই অভ্র ওকে কোলে করে গাড়ি থেকে নামালো। তারপর আমি নেমে চকলেট ফ্লেবারের একবক্স আইসক্রীম নিয়ে বাইরের টুলে বসে মিষ্টির সামনে রাখলাম। অভ্র হাত ভাজ করে দাড়িয়ে হাসছে, হাসতে হাসতেই বলল
.
– ম্যাম আপনার মেয়ের সব গুন স্যারের মতো হলেও এই মাঝরাতে আইসক্রীম খাওয়ার অভ্যাসটা কিন্তু আপনার থেকেই পেয়েছে। স্যার আমাকে বলতো আপনিও নাকি ফোন করে স্যারকে জাগিয়ে এভাবে আইসক্রীম খেতে নিয়ে আসতেন।
.
আমি চোখ গরম করে তাকালাম অভ্রর দিকে আর চোখের ইশারায় মিষ্টিকে দেখালাম। মিষ্টি ব্যাপারটা বুঝতে না পেরে ভ্রু কুচকে বলল
.
– এই স্যার কে?
.
আমি মেকি হাসি দিয়ে বললাম
.
– তোমার অভ্র আঙ্কেলের বসের কথা বলছে।
.
– তুমি ওনার সাথে আইসক্রীম খেতে আসতে?
.
– হ্যা আসতাম তো তুমি এবার আইসক্রীম টা খাও

ও আইসক্রিম খাওয়া শুরু করল আর আমি অভ্রর দিকে চোখ ছোট করে তাকালাম, ও এক কান ধরে ছোট করে সরি বলল। আমি হেসে দিলাম।
হঠাৎই মিষ্টি আমার দিকে চামচ ভর্তি আইসক্রিম এগিয়ে দিলো, আমি খেতে নিলেই ও ঘুরিয়ে নিজের মুখে দিয়ে দিলো। আর আমি পুরো থমকে গেলাম। আদ্রিয়ান ও ঠিক এমনটাই করতো যখন আমি ওর সাথে আইসক্রিম খেতে আসতাম। এতো মিল? জন্মের পর না আদ্রিয়ানকে দেখেছে আর না একদিনের জন্যেও ওর সংস্পর্শে এসছে কিন্তু তবুও কতো মিল দুজনের, এটাইকি রক্তের সম্পর্কের জোর? মিষ্টির হাসির শব্দে ভাবনা থেকে বেরিয়ে এলাম। ও খিলখিলয়ে হাসছে। আমি চোখ ছোট ছোট করে ওর দিকে তাকিয়ে একটা ছোট্ট শ্বাস নিয়ে হেসে দিলাম তারপর ওর কান টেনে দিলাম। ও কিছুক্ষণ হেসে তারপর মনের আনন্দে আইসক্রিম খেতে লাগল।
.
এরপর অভ্রকে বিদায় দিয়ে গাড়িতে উঠে বসলাম ওকে নিয়ে কিন্তু মেয়ে মাঝরাস্তায় গাড়িতেই ঘুমিয়ে গেছে। তাই ওকে কোলে করে ভেতরে এনে বুকে জরিয়ে ঘুমিয়ে পরলাম।
.
পরেরদিন মিষ্টিকে তাড়াহুরো করে রেডি করছি। প্রচুর লেইট হয়ে গেছে। তাই চেচিয়ে বললাম
.
– মিষ্টি.. ডু ফাস্ট মা.. দেখো এমনিতেই দেরী হয়ে গেছে তোমার।
.
– মাম্মা তুমি নিজেই রোজ লেইট করে ওঠো পরে আমাকে তাড়া দেও।
.
মেয়ের কথা কী উত্তর দেবো বুঝতে পারছি না কারণ ঘটনা সত্যি। অন্য বাচ্চাদের মতো মিষ্টি লেইট করে ওঠেনা বরং আমাকেই রোজ ও ঘুম থেকে ওঠায়। তাই কোনোরকম তুতলিয়ে বললাম
.
– অব্ হ্ হ্যা হয়েছে এবার চলো।
.
মিষ্টি মিটমিটিয়ে হাসছে, সাথে সাথিও। আমি সাথিকে চোখ রাঙিয়ে বললাম
.
– একদম হাসবেনা সাথি।
.
সাথি সাথে সাথেই ঠোটে আঙ্গুল দিয়ে মুখটা সিরিয়াস করে ফেলল। কিন্তু আমার মেয়ে এখোনো হাসছে আমি চোখ রাঙাতেই ওও ইনোসেন্ট ফেস করে ফেললো আর সাথির মতোই ঠোটে আঙ্গুল দিলো। আমি বেরিয়ে দরজা আটকাতেই ভেতর থেকেই সাথির হাসির আওয়াজ পেলাম সেই আওয়াজ শুনে মিষ্টিও খিলখিলিয়ে হেসে দিলো। আমি অসহায়ভাবে একবার মিষ্টির দিকে আর একবার দরজার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস নিলাম। মিষ্টিকে স্কুলের সামনে গাড়ি থামিয়ে আমি বেড়িয়ে ওকে কোলে করে নামালাম ওর সামনে বসে বললাম
.
– একদম দুষ্টুমি করবেনা আজ যেনো কমপ্লেইন না আসে তোমার নামে ওকেহ?

মিষ্টি লক্ষি মেয়ের মতো মাথা নাড়ল। কিন্তু আমিতো জানি এই মেয়ে কতো লক্ষি। পুরো বাপকা বেটি। তাই বললাম
.
– হুম আর সাথি নিতে আসার আগে গেইট থেকে বেরোবেনা ওকে?
.
– ওকে বাই
.
বলেই আমার গালে একটা কিস করল আমিও ওর গালে একটা কিস করে বললাম
.
– বাই সোনা।
.
ও গেইটের ভেতরে চলে গেলো আর আমিও গাড়িতে উঠে হসপিটালের উদ্দেশ্যে বেড়িয়ে গেলাম।
.
বিকেলে বাড়ি এসে দেখি মিস্টি নেই বাড়িতে বুঝতে পারলাম যে পার্কে গেছে। আমিও চেন্জ করে নিলাম। একটা ফুল হাতা লং ফতুয়া আর টাওজার পরে চলে গেলাম পার্কে। আর পার্কে গিয়ে মিষ্টিকে দেখে আমার বুকটা ধক করে উঠল। মিষ্টি হাত ধরে কান্না করছে আমি ছুটে গেলাম ওর কাছে ওর কাছে বসতেই ও আমার দিকে তাকিয়ে আমাকে জরিয়ে ধরে কেদে দিলো। আমি ওকে ছাড়িয়ে উত্তেজিত হয়ে বললাম
.
– কী হয়েছে সোনা? কাদছো কেনো?
.
মিষ্টি ওর হাতে কুনুই দেখিয়ে ফুপিয়ে কাদতে কাদতে বলল
.
– আমাকে তৌশিল ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে
.
ওকে কাদতে দেখে আমার ভেতরটা ছিড়ে যাচ্ছে আমি তাড়তাড়ি ব্যাগ থেকে ফার্স্ট এইড বক্স বার করতে করতে বললাম
.
– কেনো আজ আবার কী করেছো?
.
– আমি কিচ্ছু করিনি!
.
– সত্যি?
.
– তিন সত্যি!

উফ এমনিতেই ওর ছিলে যাওয়া হাত দেখে আমার খারাপ অবস্হা তার ওপর একদম আদ্রিয়ানের মতো করে তিন সত্যি বলবে। আমি ওর কুনুইয়ে ঔষধ লাগাতে গেলে ও হাত গুটিয়ে নিলো। আমি ওর দিকে তাকিয়ে আস্তে করে ফু দিতে দিতে লাগিয়ে দিলাম তারপর ওর গালে চুমু দিয়ে ওকে কোলে নিয়ে বাড়ি চলে এলাম।
.
রাতে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে। সাথিকে এসে জিজ্ঞেস করলাম
.
– কী হয়েছিলো আজ? ওকে ধাক্কা মেরেছে কেনো তৌশিল?
.
সাথি মাথা নিচু করে আছে আমি একটু রেগে বললাম
.
– সাথি বলো
.
সাথি ইতোস্তত করে বললো
.
– ওরা বাবা নিয়ে ঝগড়া করছিলো
.
– মানে?
.
– মানে তৌশিল বলেছে ওর বাবা মা দুজনেই আছে তাই ও পাওয়ারফুল আর মিষ্টির শুধু মা আছে তাই মিষ্টি লুজার।
.
– তারপর?
.
– মিষ্টি বলেছে যে ওর মাম্মা একাই একশ ওর বাবা না থাকলে কী হবে ওর মা ওকে একাই প্রটেক্ট করতে পারবে। তাই..
.
– তাই ও মিষ্টিকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে তাইতো?
.
– হুম
.
আমি আর কিছু বললাম না। বাচ্চাদের ঝগড়ার বিষয় হলেও ব্যাপারটা যে মিষ্টির মনে এফেক্ট করছে বুঝতে পারছি।

– ম্যাম আজ একটা কথা জানতে চাইবো?
.
– বলো ( মাথায় হাত রেখে)
.
– স্যার কী মারা গেছেন?
.
আমি চমকে গেলাম বেশ রেগে উঠে দাড়িয়ে বললাম
.
– সাথী? একদম উল্টোপাল্টা কথা বলবে না। ওর আগে যেনো আমার মৃত্যু হয়।
.
সাথিও এবার উঠে দাড়িয়ে বলল
.
– সরি ম্যাম কিন্তু আপনি ওনাকে এতোটাই ভালোবাসেন যে ওনার মৃত্যুর কথা শুনতেও রাজিনা তাহলে আপনারা একসাথে থাকেন না কেনো? মিষ্টির বাবা কে? আর উনি কোথায়?
.
– দূর থেকেও ভালোবাসা যায় সাথি, ও দূরে থাকলেও আমি ওকে ততোতাই ভালোবাসি যতোটা কাছে থাকলে বাসতাম। আর আমি জানি ও আমায় আমার চেয়েও বেশি ভালোবাসে।
.
– তাহলে এই দূরত্ব কেনো?
.
– সব কেনোর উত্তর হয়না!
.
– কিন্তু মিষ্টি? ও এখন ছোট তাই বুঝতে পারছেনা, কিন্তু একদিন তো ও বুঝবে যে ওরও সবার মতো বাবা আছে, জীবিত হোক বা মৃত
.
আমি ভাবছি সত্যিই তো? একদিন তো মিষ্টিকে বলতেই হবে যে ওর বাবা কে? সেদিন ওর সব প্রশ্নের উত্তর কীভাবে দেবো আমি? তবুও নিজেকে সামলে সাথিকে বললাম
.
– সেটা যখনকারটা তখন বুঝবো।
.
বলেই রুমে চলে এলাম, মিষ্টি ঘুমাচ্ছে আমি সোজা ব্যালকনিতে গিয়ে বসে পরলাম। আজ খুব বেশিই মনে পরছে আদ্রিয়ানকে। কেনো আদ্রিয়ান? কেনো? কেনো চলে গেলে আমাকে এভাবে একা ফেলে? আমার করা সেই ভূলের মাসুল যে আমাকে এভাবে দিতে হবে কখোনো ভাবিনি। তারপর হাতের বেসলেট টার দিকে তাকালাম। খুব মিস করি তোমাকে আদ্রিয়ান। খুব বেশিই মিস করি। তুমি তো জানোও না এখানে তুমি কী রেখে গেছো। আমি পারিনি তোমার বলা ঐ কথাটা ভুলতে তাই আমি নিজে জানাবোনা তোমায় কখনও না। এসব ভেবে না চাইতেই আবারো সেই স্মৃতির পাতায় ডুব দিলাম

এভাবেই কেটে গেছে কয়েকটা দিন রুমের ব্যালকনিতে মনমরা হয়ে বসে বৃষ্টি দেখছি, আজ সারাদিন বৃষ্টি হচ্ছে। পেছন থেকে কেউ কাধে হাত রাখল তাকিয়ে দেখি আপি, আপিকে দেখেই কিচ্ছু না বলে জরিয়ে ধরলাম। আপি মাথায় হাত বুলিয়ে বলল
.
– আদ্রিয়ানের কথা মনে পরছে?
.
– হুম
.
– এক্কেবারেই কথা হয়না?
.
– ফোন রিসিভ করেনা তো। যা খবর নেবার অভ্রর থেকেই নেই
.
– কর্টের পর আর দেখা হয়নি?
.
– হয়েছিল মেডিকেলে যাবার পথে।
.
– তারপর কী হলো?
.
আমি চুপ করে আছি বলে আপি বলল
.
– কীরে বল? কী হয়েছিলো?
.
আমি আপির দিকে ছলছলে চোখে তাকিয়ে সবটা বললাম :
.
আমি মেডিকেল থেকে ফেরার পথে দেখি আদ্রিয়ান দাড়িয়ে আছে রোডের এক নিরিবিলি কোনে। হাত ভাজ করে কিছু একটা ভাবছে। আমি ওকে দেখেই গেলাম ওর কাছে গিয়ে বললাম
.
– আদ্রিয়ান?
.
ও আমাকে দেখে ভ্রু কুচকে বলল
.
– আপনি?
.
– আদ্রিয়ান প্লিজ অনেক হয়েছে এবার সব ভূলে যাও প্লিজ।
.
আদ্রিয়ান এবার তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল
.
– আচ্ছা? আপনাদের কী আমাকে একটা কম্পিউটার মনে হয়? কমান্ড করলেন আর সিস্টেম থেকে ডিলেট করে দিলাম?
.
– আদ্রিয়ান..

– ইনাফ অনেক হয়েছে এই বিষয়ে আমার সাথে কথা বলতে আসবেন না। নাউ লিভ!
.
– প্লিজ আমার কথাটা..
.
ও আমার কথাটা শেষ হবার আগেই ও আমার হাতের দিকে তাকিয়ে বলল
.
– জাস্ট আ মিনিট!
.
বলেই আমার হাত উচু করে বলল
.
– এই বেসলেট, এই রিং এসব এখোনো হাতে পরে আছেন কেনো? এগুলোরতো আপনার কাছে কোনো মূল্য নেই তাইনা?
.
আমি অবাক হয়ে গেলাম ওর কথায়। ও বলল
.
– ওকে ওয়েট আমিই হেল্প করে দিচ্ছি
.
বলেই প্রথমে আমার হাতের আঙ্গুলের রিং টা খুলে নিলো আমি অনেকবার বাধা দেবার পরেও শোনেনি। এরপর বেসলেটে হাত দিতে গেলেই আমি কান্না করে দিয়ে বললাম
.
– আদ্রিয়ান প্লিজ এটা খুলো না

কিন্তু ও সেদিকে পাত্তা না দিয়ে টেনে খুলে ফেললো। তারপর দুটোই রাস্তাতেই ছুড়ে মারলো। আমি অবাক হয়ে তাকালাম আদ্রিয়ানের দিকে। ও আমার থেকে চোখ সরিয়ে দ্রুত গাড়িতে উঠে চলে গেলো! আমি ওখানেই হাটু গেড়ে বসে পরলাম। খুব কষ্ট হচ্ছে আজ বুক ফেটে যাচ্ছে আচ্ছা আমি যেদিন বেসলেটটা খুলে ভেঙে ফেলেছিলাম ওর কী এতোটাই কষ্ট হয়েছিল? হয়তো! আমি তাড়তাড়ি উঠে বেসলেট টা রাস্তা থেকে তুললাম কিন্তু রিং টা অনেক খুজেও পেলাম না।
.
সবটা আপিকে বলার পর আপি আমাকে জরিয়ে ধরে বলল
.
– কাদিস না দেখিস সব ঠিক হয়ে যাবে।
.
আমি কিছু বললাম না আপি আবার বলল
.
– মলির বিয়েতে যাবিনা?
.
– না আপু মন ভালো নেই আমার
.
– কিন্তু ওখানে গেলে মনটা হালকা হবে
.
– নাহ আপু তোমরা যাও আমি যাবোনা। আর প্লিজ আমাকে জোর কোরোনা
.
আপি কিছু না বলে একটা দীর্ঘশ্বাস নিয়ে চলে গেলো।

সারাবাড়িতে কেউ নেই সবাই গ্রামের বাড়ি গেছে বড় মামার মেয়ে মলি আপুর বিয়েতে, কিন্তু আমি যাই নি, কারণ যাওয়ার মতো মানসিকতা ছিলোনা আমার। সারাদিন বৃষ্টিই দেখেছি একা একা। সন্ধ্যের দিকে হঠাৎ অভ্রর ফোন এলো। রিসিভ করতেই বলল
.
– হ্যালো ম্যাম
.
– বলো
.
– স্যার আজ সারাদিন ছাদে দাড়িয়ে ভিজেছে। এখন হয়তো জর এসছে কিন্তু না কাউকে ধরতে দিচ্ছে আর না কাউকে কাছে যেতে দিচ্ছে
.
– কী বলছো? তুমি আমাকে নিয়ে চলো ওখানে
.
– সরি ম্যাম স্যারের বারণ করেছে
.
– উফফ ও আর ওর জেদ।

Infinite Love part 61+62+63+64+65

বলেই ফোনটা কেটে দিলাম খুব টেনশন হচ্ছে এখন, না জানি কেমন আছে ওও। এসব ভাবতে ভাবতেই রাত হয়ে গেলো। ব্যালকনিতে দাড়িয়ে আছি হঠাৎ একটা গাড়ি ঢুকলো ভেতরে। অন্ধকারেও স্পষ্ট বুঝলাম ওটা আদ্রিয়ানের গাড়ি। আমি নিচে গিয়ে গেইট খুলে দেখি ও গার্ডেন এরিয়া দিয়ে হেলতে দুলতে ভেতরে আসছে এমন মনে হচ্ছে ড্রিংক করেছে, কিন্তু ও তো ড্রিংক করেনা। আমি দৌড়ে ওর কাছে গিয়ে বললাম
.
– আদ্রিয়ান?
.
ও শুধু মাতালদের তাকিয়ে আছে আমার দিকে আমি ওর কাছে গিয়ে গন্ধ শুখে দেখলাম যে না ড্রিংক করেনি। আন্টি বলেছিলো ওর ভীষণ জ্বর আসলে ও সেন্স এ থাকেনা ওলমোস্ট মাতাল হয়ে যায় তবে কী? আমি ওকে ধরতে নিলেই ও আমার হাত ধরে ফেলল। আর তাতে ফিল করলাম ওর হাত ভীষণি গরম। নিশ্চয়ই জ্বর এসছে। আমি বললাম
.
– আদ্রিয়ান তোমার…
.
কথা শেষ হবার আগেই ও আমার হাত ধরে টেনে ভেতরে নিয়ে যেতে লাগল। অনেকবার জিজ্ঞেস করেও উত্তর পাইনি। ও সোজা টেনে ছাদে নিয়ে দ্বার করালো আমাকে। তারপর হাত ঝাড়া দিয়ে ছেড়ে দিলো। আমি অবাক হয়ে দেখছি ওকে।

Infinite Love part 71+72+73+74