মধুমাস পর্ব ৩১

মধুমাস পর্ব ৩১
জাকিয়া সুলতানা ঝুমুর

দুশ্চিন্তায় মূহুর্তেই শ্যামার বুক ধরফর করে,শরীর ঘেমে উঠে।শ্যামার মুখে এমন কথা শুনে ফিরোজ হাসে।কানের কাছে মুখ নিয়ে বললো,
“কই আবার লুকাবে!তোমার বুকে লুকাও,খুঁজে পাওয়ার সাধ্যি কারো নেই।”

কথাটা বলে ফিরোজের মুখের হাসি আরো চওড়া হয়।শ্যামা আশ্চর্য হয়ে ফিরোজের দিকে তাকিয়ে থাকে, এমন বিপদের সময় এই লোক হাসে কিভাবে?সে চোখ পাকিয়ে তাকায়।শ্যামার চোখ পাকানি দেখে ফিরোজ হাসে।ইশারায় খাটের নিচে দেখায়।শ্যামা ফিরোজের ইশারা বুঝতে পারে তারপর ঝুলে থাকা চাদর সরিয়ে খাটের নিচে চলে যাওয়ার ইঙ্গিত দেয়,ফিরোজ বউয়ের কথামতো চুপচাপ ঢুকে পরে।শ্যামা নিজেকে স্বাভাবিক করে নেয়,টেবিলের দিকে ছুটে একটা বই খুলে রাখে তারপর দ্রুত দরজা খুলে দেয়।
ফাতেমা বেগম সুচারু চোখে শ্যামার দিকে তাকায়।শ্যামা বললো,

আরও গল্প পড়তে আমাদের গ্রুপে জয়েন করুন

”কি আম্মা?”
“এতো রাতে তোর রুমের লাইট জ্বালানো তাই ডাকলাম।”
শ্যামা হাসিমুখে বললো,
“কতোদিন কলেজে যাই না।আজকে দিনের বেলা ঘুমিয়েছি এখন ঘুম আসছেনা তাই পড়তে বসলাম আর পড়তে ভালো লাগছে এইজন্যই এতো রাত করে পড়ছি।”
ফাতেমা বেগম রুমে ঢুকে।এদিক ওদিক তাকিয়ে বললো,

“আচ্ছা।”
শ্যামা সাহস করে বললো,
“তুমি কি থাকবে?থাকলে থাকো।”
ফাতেমা বেগমের মনে কিঞ্চিৎ সন্দেহ ছিলো কিন্তু শ্যামার এই থাকার কথায় যেনো রঙ্গমাখা আলপনায় মেয়েটা এক বালতি পানি ঢেলে দেয়ার সমতুল্য।উনি মাথা নেড়ে বললো,
“না আমি থাকবো না।”

শ্যামা চুপচাপ আবারো টেবিলে বসে পড়ে,কলম দিয়ে খাতায় মনযোগ দিয়ে লেখে যেনো তার মতো মনোযোগী ছাত্রী এই বিশ্ব ভ্রর্মান্ডে একজনও নেই।ফাতেমা বেগম বললো,
“তাড়াতাড়ি শুয়ে পড়।”
শ্যামা লিখতে লিখতে বললো,
“এই অধ্যায় শেষ করেই শুয়ে পড়বো।”

ফাতেমা বেগম বেরিয়ে বাথরুমের দিকে চলে যায়।শ্যামার বুকটা দরফর করছে,জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়।ঠায় টেবিলেই বসে থাকে,উঠে দরজা লাগায় না।ফাতেমা বেগম বাথরুম থেকে যাওয়ার সময় বললো,
“দরজা আটকে নে,এতো রাতে দরজা খুলে রাখা ভালো না।”

শ্যামা উঠে দাঁড়ায় ভাবলেশহীন ভাবে দরজা আটকে দেয়।দরজা আটকে আবারো চুপচাপ কিছুক্ষণ টেবিলে বসে থাকে।ভয়ে কলিজা ফেটে যাবার উপক্রম।শ্বাস পড়ছে জোড়ে।মুখ ঘামে ভিজে একাকার।সে উঠে দাঁড়ায় হাত মুখ ধুয়ার উদেশ্যে কলপাড়ে যায়,স্বামীকে কাছে পাওয়ার তীব্র আকাঙ্খা,কেউ দেখে ফেলার ভ,য় সব মিলিয়ে শ্যামার মাথা ধরে যায়।

পরক্ষনেই ভাবলো রুমে গেলেই অতী প্রিয় পুরুষটার হাসিমাখা মুখটা দেখতে পারবে, শক্ত করে জড়িয়ে রাখতে পারবে,আদরমাখা স্পর্শে ছুঁয়ে দেয়া যাবে ;এসব ভাবতেই শ্যামার সব ক্লান্তি,ভ,য়,সংকোচ, খারাপ লাগা নিমিষেই উধাও হয়ে যায়,এসবের বদলে ভর করে একরাশ লজ্জা,কামনা,বাসনা,আর কাছে টানার রিনিঝিনি ভ,য় আর সুখ মিশ্রিত অনুভূতি।

শক্ত-সামর্থ্য শরীর নিয়ে ফিরোজ এই নিচু খাটের তলায় থাকতে পারছেনা,তার কষ্ট হচ্ছে কিন্তু বউকে কাছে পাওয়ার স্বার্থে এইটুকু কষ্ট করাই যায়।সে অসহায় চোখে বাহিরের দিকে তাকিয়ে আছে, শ্যামা বাহিরে গিয়েছে এখনো তাকে বেরোতে বলছেনা তাই সে বেরোতেও পারছেনা।ফিরোজ খাটের নিচে শুয়েই হাসে,তার মতো মানুষ এমন চোরের মতো লুকিয়ে আছে তাও নিজের বিবাহিত স্ত্রীর জন্য!ভাবা যায়?এটাই কি হওয়ার ছিলো?
শ্যামা রুমে এসে দরজা আটকায়।খাটের কাছে নিচু হয়ে বসে ফিরোজকে দেখে।ড্যাবড্যাব করে তার দিকেই তাকিয়ে আছে,শ্যামার মায়া হলো,লোকটা তার জন্য কতো কষ্ট করছে।সে বললো,

“বেরিয়ে আসেন।”
ফিরোজ আস্তেধীরে বেরিয়ে আসে।মাটির ঘর হওয়াতে শার্টে মাটি লেগে গেছে।ফিরোজ আর শ্যামা শার্টের মাটি জেড়েঝুড়ে পরিষ্কার করে।তারপর দুজনে দুজনের দিকে তাকিয়ে খিলখিল করে হেসে উঠে।ফিরোজ শ্যামাকে জড়িয়ে ধরে বললো,
“মনে হচ্ছিলো বউয়ের কাছে আসিনি,গরু চুরি করতে এসেছি। আল্লাহ!”
শ্যামা চুপচাপ ফিরোজের বুকে মিশে থাকে।

“যদি আম্মা দেখে নিতো?”
“দেখলে দেখতো।বিয়ে করা বউয়ের কাছেই তো এসেছি।”
“খুব সাহস তাই না?”
“খুউব।”
“ভ য়ে আমার হাত পা অবশ হয়ে আসছিলো।”
“আমি থাকতে ভ য় কিসের?”
” জানি না।”
ফিরোজ আবারো বিছানায় বসে।আফসোস করে বললো,

“আমার শাশুড়ি আম্মা বোধহয় নানী হতে চায়না,তাইতো এতো ডিস্ট্রাব করছে।”
ফিরোজের কথার ধরনে শ্যামা হেসে ফেলে।ফিরোজ মুগ্ধ হয়,মায়াবতীর মিষ্টি হাসি সব কষ্ট নিমিষেই দূর করে দেয়।এই মিষ্টি আদুরে মেয়েটা তার স্ত্রী ভাবতেই সুখে বুকের খাঁচা ঝনঝন করে উঠে।শ্যামার দিকে তাকিয়ে বললো,
“তো,শুরু করো।”

ফিরোজ শাড়ি পড়ার কথা বলছে তা বুঝতে পেরেও শ্যামা বললো, “কি?”
“শাড়ি পরা।”
এক রাশ লজ্জা শ্যামার সারা অঙ্গে ঝিলিক দিয়ে যায়।মাথা নেড়ে বললো,
“আপনার সামনে কিভাবে পড়বো?”
ফিরোজ সুন্দর করে হেসে বললো,
“আমি তাকাবোনা।”

“আপনি খারাপ আছেন।তাকাবেন তা আমি জানি।”
“বউয়ের দিকে তাকালে ক্ষতি হয়না।”
“আমার লজ্জা হয়।”
“আচ্ছা আমি চোখ বন্ধ করে ওইপাশে শুয়ে আছি,পরা শেষ হলে বলো।”
ফিরোজ কথামতো ওইপাশে ফিরে শ্যামা পিছন ফিরে শাড়ি পরে,কেনো জানি তার হাত পা কাঁপছে,বারবার ঠোঁট শুকিয়ে যাচ্ছে।সে ভালো শাড়ি পড়তে পারে না নিজের মতো করে কোনোরকম পরে নেয়।তারপর ফিরোজকে ডাকে।ফিরোজ অতী উৎসাহ নিয়ে তাকায়।তাকিয়ে বললো,

“কি?”
“শেষ।আপনি তাকান’নি শিউর?”
ফিরোজ গভীর চোখে শ্যামার দিকে তাকিয়ে আছে।তার বউ!যাকে ছুঁতেও পারেনি।সে যদি বদ্ধ ঘরে এমন এলোমেলো শাড়ি পরে তাহলে সে না তাকিয়ে পারে?এতোটা শুদ্ধ পুরুষ সে না,সে তাকিয়েছে অনেকবার তাকিয়েছে।
“আমি তাকাইনি,আমার চোখ তাকিয়েছে।এগুলোকে আটকানোর চেষ্টা করেছি কিন্তু খুব অবাধ্য।”

শ্যামার রাগ হয়, লজ্জা হয়।
“আমি জানতাম আপনি তাকাবেন।”
ফিরোজ উঠে দাঁড়ায়,শ্যামার কাছে এসে বললো,
“একটু তাকিয়েছি।”
তারপর শ্যামার দিকে তাকিয়ে অভিনয় করে বললো,
“রাগ করোনা সুন্দরী গো রাগলে তোমায় লাগে আরো ভালো।”
ফিরোজের গান শুনে শ্যামা হেসে ফেলে।
“আরো সাজা বাকি না?চলো আমি সাজাই।”

শ্যামা মেকাপ দিয়ে সুন্দর করে সাজলে ফিরোজ নিজ হাতে গহনা পড়িয়ে দেয়।আয়নায় দুজন দুজনের দিকে তাকিয়ে আছে।ফিরোজের চোখ যায় ফর্সা আদুল ঘাড়ে,ইশ!মেয়েটা এতো আদুরে!সবকিছু যেনো তাকে চুম্বকের মতো আকর্ষণ করছে।সে

ঠোঁট দ্বারা উষ্ণ স্পর্শ দিয়ে নাক চেপে ধরে।শ্যামা কেঁপে উঠে সামনে এগিয়ে সরে যায়।ফিরোজ শ্যামার গাল ধরে বললো,
“যেমন লাগবে ভেবেছিলাম এর চেয়েও বেশী সুন্দর লাগছে।”
শ্যামা এক অভাবনীয় কাজ করে ফেলে নিচু হয়ে ফিরোজের পা ছুঁয়ে সালাম করে ফেলে।ফিরোজ আৎকে উঠে বললো,
“এসব কি?দূর।পায়ে হাত দিলে কেনো?এসব ভালো না,স্বামীকে সম্মান,ভক্তি করতে হলে এই পায়ে হাত দিয়ে বুঝাতে হয় না বরং কাজ কর্মেই স্বামীকে তা অনুভব করানোই শ্রেয়।বুঝেছো?”

“জ্বী।”
“আমি ঠিক তোমাকে জয় করে নেবো।”
শ্যামা অতী ভরসায় ফিরোজের হাত টেনে নিজের হাতে নেয়।
“আমি জানি।”
“এই কয়টা মাস তোমাকে কাছে পেতে খুব ইচ্ছে হতো।তোমার হতো না?”
শ্যামা মাথা দুলিয়ে বললো,
“হুম।”

ফিরোজ চুপচাপ শ্যামার দিকে তাকিয়ে আছে চোখের ভাষা বুকে কাঁপন ধরানোর জন্য যথেষ্ট।শ্যামা মাথা নিচু করে নেয়,আজ ভ,য়ংকর কিছু হবে,এই রাত অন্যসব রাতের মতো না,ফিরোজের সানিধ্যে এই রাত তার চিরাচরিত নিয়ম হারাবে।শ্যামা কেঁপে উঠে।ফিরোজের দিকে তাকানোর সাহস যেনো ছাই হয়ে উড়ে যায়।
হাত পায়ের মৃদু কাঁপন ফিরোজের নজর এড়ায় না,নিজের শরীরে ভয়াবহ তান্ডব বইছে,প্রতিটা রক্তকণিকা হু হু করে বয়ে যাচ্ছে,সামনের মেয়েটা তার জন্য সেজেছে,মেয়েটা একান্ত তার এটা ভাবতেই বসন্ত মনের মাঝে দোলা দিয়ে যায়।শিরশির করে উঠে শরীরের প্রতিটা লোমকূপ।হঠাৎ পেছনে তাকিয়ে আলতা চোখে পড়ে।

“এই আলতা দেবে না?”
শ্যামা আস্তে করে বললো,
“দেবো,খেয়াল ছিলো না।”
শ্যামা বিছানায় বসে,ফিরোজ আলতার কৌটা হাতে শ্যামার সামনে বসে।দুজনেই চুপচাপ।ফিরোজ শ্যামার নিটোল পা তার পায়ের উপর নেয় তারপর খুব সুন্দর করে আলতা পড়িয়ে দেয়।
আলতা পড়ানো শেষ হলে ফিরোজ তার ইচ্ছে পূরণ করে,নিচু হয়ে পরপর কয়েকটা চুমু দেয় প্রেয়সীর পায়ে,হাত দিয়ে পা আলতো করে ঘষে দেয় যা শ্যামাকে দিশেহারা করে,প্রথম স্পর্শ ভয় মিশ্রীত আদুরে হবে তা সে বুঝেনি।শ্যামার শ্বাস ভারী হয়।দুজনে দুজনের দিকে ঘোর লাগা চোখে তাকিয়ে থাকে।শ্যামা ফিসফিস করে বললো,

“এটা কি করছেন?”
“আদর দিলাম।”
“পায়ে কেনো?”
“তোমার সবই আদুরে লাগে।পা গুলো এতো সুন্দর।”
শ্যামা অবাক হয়ে বললো,
“আপনি…”

“আচ্ছা মাঝে একদিন তুমি বলে এখন আবার আপনি বলো কেনো?তুমিই তো সুইট লাগে,মধুময় লাগে,বউ বউ মনে হয়।”
“আপনি বললে বেশী ভালো লাগে।”
“তাই?”
“হুম।”
“তাহলে আপনিই বলো।”
“আচ্ছা।”
ফিরোজ বললো,
“কষ্ট হচ্ছে।”
“কেনো?”

“তুমি এতো কষ্ট করে সাজলে যা এখনি নষ্ট হয়ে যাবে।”
“কে নষ্ট করবে?”
“আমি।আপত্তি?”
শ্যামা কোনো কথা বলেনা।ফিরোজের দিকে গভীর চোখে তাকিয়ে আছে।ফিরোজ হেসে ফেলে,সে নিজেও নার্ভাস।হাত বাড়িয়ে শ্যামাকে নিজের কোলে এনে বুকে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে বললো,

“আমার সোনাপাখি,আদুরে বউ।আমি যদি আজকে তোমার সামনে এক গভীর সুখ উন্মোচন করি তাহলে কি তুমি রাগ করবে?সুখে সুখে মরিয়া হয়ে যদি সুখের ভেলা বাসাই কষ্ট পাবে?সমাজের কাছে স্বীকৃতি না দিয়ে আদর দিলে কি আমাকে অবিশ্বাস করবে?আমি তোমাকে ঠিক সসম্মানে আমার ঘরে নেবোই,এইটুকু ভরসা রেখো।আর তোমার মনে যদি কোনো সংশয় থেকে থাকে তাহলে আমাকে বলো,আমি নিজেকে সামলে নেবো,এখনি চলে যাবো।”
ফিরোজ উত্তরের আশায় শ্যামার দিকে তাকিয়ে আছে।শ্যামা শক্ত করে ফিরোজকে জড়িয়ে ধরে বললো,

“না না।”
“চলে যাব? ”
“না।”
“অনুমতি দিচ্ছো?”
শ্যামা চুপচাপ বুকে পরে থাকে মুখ ফুটে বলতে পারে না নিজের অনুমতি দেয়ার কথা।সে লজ্জায় আড়ষ্ট হয়ে যায়।ফিরোজ যেনো কোমল কোনো ফুল হাতে নিচ্ছে এমন করে শ্যামার মুখটা তার আজলায় নেয়।মুখে হাজারো চুমোয় ভরিয়ে দেয়,নাকে নাক লাগিয়ে বললো,
“ভালোবাসি।”

শ্যামা কথা বলেনা।হঠাৎ করে কারেন্ট চলে যায়,অন্ধকারে দু’জনে একে অপরের সাথে মিশে আছে।শ্যামা মিহি গলায় বললো,
“মোমবাতি আছে রান্নাঘর থেকে জ্বালিয়ে আনি?”
ফিরোজ রাজী হয়না।
“না যেতে হবে না,আবার কেউ দেখে নেবে।”

এই রাত বড়োই মিষ্টি রাত এই রাত সুখের রাত।দুটি দেহ গোপন সব রহস্য একে অপরের কাছে উন্মোচিত হয়।
ফিরোজ প্রতি ক্ষনে ক্ষনে আকুল শ্যামাকে দেখছে,আদরের সীমা অতিক্রম করেছে বহু আগেই,ফিরোজ সুখের রাজ্য পাড়ি দেয়ার প্রতিজ্ঞা নিয়েছে যেনো।দুজনের শ্বাস ঘন হয়,ফিরোজ জড়ানো গলায় আদুরে বাক্যবাণ ছুড়ে দেয় শ্যামার দিকে যা শুনে শ্যামা লজ্জায় লুকাতে চায়,কেঁপে উঠে,হাফসাফ করে ফিরোজের থেকে নিজেকে সরাতে চায়।ফিরোজের আদুল গা ছুঁয়ে আরো বেশী লজ্জা পায়।শ্যামা ফিসফিস করে ডাকে,

“মধুরাজা।”
ফিরোজ দরদ মিশিয়ে বলে,
“ইয়েস।”
“এত্তো ভালোবাসি।”
ফিরোজ ভালোবাসার চিহ্ন আঁকে।
“আমিও।”

ফিরোজ তার মধুরানীকে অতী যত্নে স্পর্শ করে ,আলিঙ্গনে জড়িয়ে রাখে।
ভালোবাসায় মত্ত হয় দুটো দেহ,রাতকে করে মধুময়,দুজন মানুষের কাছে উন্মোচন হয় ভালোবাসার আরেক নতুন অধ্যায়ের।সুখে হাসে দুটো পাখি,পূর্ণতায় কানায় কানায় ভরে উঠে মনের দ্বারপ্রান্ত।
শ্যামা ফিরোজের দিকে না তাকিয়ে বললো,

“আপনি এখনি চলে যান প্লিজ।”
“কেনো?”
“আমার লজ্জা লাগছে, আপনি আরেকটুক্ষন আমার কাছে থাকলে আমি নির্ঘাত মা,রা যাবো।”
ফিরোজ শ্যামাকে জড়িয়ে ধরে বললো,

মধুমাস পর্ব ৩০

“আমি তো এখন যাচ্ছি না।”..
“কেনো?”
ফিরোজ কিছু বলে না শুধুমাত্র হাসে যেই হাসি শ্যামার অন্তর কাঁপিয়ে দেয়,দু হাত দিয়ে মুখ লুকিয়ে ফেলে।

মধুমাস পর্ব ৩২